নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......টিনের চশমা পরিহিত মানুষ......

ইফতেখারুল মবিন

ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....

ইফতেখারুল মবিন › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নবিলাসী

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৩

স্বপ্নবিলাসী
ইফতেখারুল মবিন

এখনও আমায় দিতে হচ্ছে পাড়ি অন্তহীন বিনিদ্র রজনী,
ছায়ালোকের সেই প্রদীপ্ত নিশাপতি
জ্বালাতে পারে না এতটুকু আভা-
মন আঙিনার সেই নিভে যাওয়া প্রদীপে।
জোনাকিদের আলো জ্বেলে লুকোচুরি খেলা
কিংবা থেমে থেমে থাকা ঝিঁঝিঁদের ডাক
এতটুকু দাগ কাটে না হৃদয়পটে।
ভেঙে পড়া হিমেল হাওয়ার স্পর্শ
আনতে পারে না দু’চোখের পাতার মিলন।
জেগে জেগে গড়ে তুলেছি স্বপ্নলোকের বিশাল উঠোন,
এরই মাঝে এখন আমার বসতি।
এখানে নেই কোন কোলাহলের ছোঁয়া,
দিবাকরের সাথে নেই কোন বৈরিতা;
ছলনাময়ী ছড়াতে পারে না তার ইন্দ্রজাল,
আখিনীরে ভাসে না কোন বেদনার তরী,
উঠোনটারে ঘিরে আছে শুধুই নিথর-নিস্তব্ধতা।
আর এভাবেই হয়ে উঠেছি স্বপ্নবিলাসী,
তার সাথে সাথে আমায় তাড়াতে হচ্ছে
বেদনায় আচ্ছন্ন বিনিদ্র রজনীগুলো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪১

ওমেরা বলেছেন: সবকিছু ছেড়ে ছুরে ঘুমানোর চেষ্টা করেন না হলে মাথা খারাপ হবে ।

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৯

ইফতেখারুল মবিন বলেছেন: মাথা অলরেডি খারাপ হইয়া গেছে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.