নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......টিনের চশমা পরিহিত মানুষ......

ইফতেখারুল মবিন

ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....

ইফতেখারুল মবিন › বিস্তারিত পোস্টঃ

নিভৃত নিশিতে

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৪


নিভৃত নিশিতে
ইফতেখারুল মবিন

নিভৃত নিশিতে মেঘের সাথে চাঁদ
খেলে লুকোচুরি,
সঙ্গীবিহীন হয়ে মনটাকে জলে সপে
দুঃখ নিয়ে ঘুরি,
অপলক দৃষ্টিতে ছায়ালোকে চেয়ে শুধু
অশ্রুমালা গড়ি।

নিভৃত নিশিতে জোনাকিরা আলো জ্বালে
আঁধারের তরে,
নিজেকে নিজেই যেন হারিয়ে ফেলি
কষ্টের ঝড়ে,
অশ্রুবিধুর হয়ে মনটা পড়ে থাকে
বেদনার ভারে।

নিভৃত নিশিতে ঝিঁঝিঁ ডাকে কাঁশবনে
শুনি তার ধ্বনি,
অগোচরে বার বার আসে যে ফিরে
দুঃখের প্রতিধ্বনি,
মন থেকে তায় নিয়েছে বিদায়
প্রভাত দিনমনি।

নিভৃত নিশিতে নিভৃতের খেলা চলে
প্রকৃতিরে জড়িয়ে,
স্বপ্নেরা পড়ে থাকে আশায় বুক বেঁধে
প্রিয়ার পথ চেয়ে,
বাকীটা পথও পাড়ি দিতে হবে
সঙ্গীবিহীন হয়ে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


"নিভৃত নিশিতে মেঘের সাথে চাঁদ
খেলে লুকোচুরি,
সঙ্গীবিহীন হয়ে মনটাকে জলে সপে
দুঃখ নিয়ে ঘুরি, "

-নিশিথে কি আপনার সংগী থাকার কথা? বিয়ে করেছেন, নাকি এমনিতেই সংগী খুঁজে বেড়াচ্ছেন?

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

ইফতেখারুল মবিন বলেছেন: বয়স তো আর কম হইলো না!!

২| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

কথাকথিকেথিকথন বলেছেন:




সঙ্গীহীন পথ নয়, সঙ্গী সাথী নিয়েই পথ পাড়ি দেয়া হোক । কবিতা ভাল লেগেছে ।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৩

ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!!

৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

সুমন কর বলেছেন: ভালো লাগল।

অ.ট.: কিছু মনে করবেন না, আপনি অন্য পোস্টে কম মন্তব্য করেন, তাই পরিচিত হতে সময় লাগছে। লিখতে থাকুন।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৮

ইফতেখারুল মবিন বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ!!
হ্যা,অবশ্যই মন্তব্য করবো !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.