নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......টিনের চশমা পরিহিত মানুষ......

ইফতেখারুল মবিন

ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....

ইফতেখারুল মবিন › বিস্তারিত পোস্টঃ

বিরাগী মেয়ে ।। অনুকাব্য

৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩১



বিরাগী মেয়ে ।। অনুকাব্য

শূন্যলোকে মেঘেদের খেলা,
স্তরে স্তরে গড়েছে নিবাস।

ও রে,বিরাগী অভিমানী মেয়ে,
কিছুটা মেঘ সরিয়ে তুই
নীল-কে খুঁজে নিস!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:




ভাল লিখেছেন!!!! আরো একটু বড় হলে আরো ভালো লাগত ।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:২৯

ইফতেখারুল মবিন বলেছেন: আবারো চেষ্টা করবো!মন্তব্যের জন্য ধন্যবাদ!!

২| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনুগল্প বলতে একটি নিয়ম রয়েছে কিন্তু আজ অবধি পৃথিবীর বুকে অনুকাব্য বলতে কিছু নেই। কবি হেলাল হাফিজ মাত্র একটি চরণে একটি কবিতার ভাব প্রকাশ করেছেন। তবুও সেটিকে তিনি অনুকাব্য বলেনি। কারণ, সেটিও একটি কাব্য। যত ছোট করে আপনি একটি কবিতার ভাব প্রকাশ করেন, সেটি কবিতাই হবে। অনুকবিতা হবে না। তবে শুধু আপনার এই কবিতাটি আমি এমন শিরোনামে প্রথম দেখিনি। অনেকেই এমন শিরোনাম দিয়ে থাকে। প্রকৃতপক্ষে , অনুকাব্য কখনই হয়না, অনুগল্প হয়। কিন্তু এমনটি দোষের কিছু নয়। কারণ, একদা আমিও এমন অনুকাব্য নিয়ে ভাবতাম আর নিজেকে প্রশ্ন করতাম, এ কাব্যের নিয়ম কী, ইত্যাদি ইতযাদি। ধন্যবাদ ভাইয়া।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

ইফতেখারুল মবিন বলেছেন: হুম!আপনার মন্তব্য থেকে অনেক কিছু শেখার আছে!মন্তব্যের জন্য ধন্যবাদ!

৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন:



শূন্যলোকে মেঘেদের খেলা,
স্তরে স্তরে গড়েছে নিবাস।

ও রে,বিরাগী অভিমানী মেয়ে,
কিছুটা মেঘ সরিয়ে তুই
নীল-কে খুঁজে নিস! ----------------- ভালো লেগেছে।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:২৮

ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!!

৪| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২০

নুসরাত অনি বলেছেন: ভালো লিখেছেন।







++++++

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৪

ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.