নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......টিনের চশমা পরিহিত মানুষ......

ইফতেখারুল মবিন

ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....

ইফতেখারুল মবিন › বিস্তারিত পোস্টঃ

তুমি আর একেলা নও

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:১২


ছবিঃইন্টারনেট

তুমি আর একেলা নও
ইফতেখারুল মবিন

তুমি যখন ছিলে গোধূলি তখনো ছিলো,
পাখিরা নীড়ে ফিরছিলো ডানা ঝাপটে,
রাখাল ধেনু নিয়ে রওনা হয়েছিলো গন্তব্যে,
তখন থেকে ধূলির মেঘ আর গেল না দেখা।
পশ্চিমাকাশের সূর্যটা নিভু নিভু করে নিচ্ছিলো বিদায়।
বুঝতে পারলাম এক্ষুনি শুরু হবে আঁধারের খেলা-
এ কথা ভাবতেই লক্ষ্য করলাম তুমি নেই পাশে।
তুমি চলে গেলে আর সন্ধ্যা গড়িয়ে এলো আঁধার,
শুরু হলো বেদনার্ত নিশির লুকোচুরি খেলা।
কখনো ভেসে আসে গা কাঁপানো ঝিঁঝিঁদের ডাক,
তখন হৃৎপিণ্ডে বাজতে থাকে বেদনার সুর।
কদাচিৎ দেখা মেলে মিটিমিটি আলোর,
তথাপি তা দূর করতে পারে না অজানা কষ্টকে।
অশ্রুসিক্ত বিনিদ্র সেই রজনীকে মনে হয়-
বিশাল উন্মুক্ত অন্তহীন এক প্রান্তর!
সেই প্রান্তরে চলার নেই কোন শেষ;
শুধু ক্ষণে ক্ষণে ছড়িয়ে আছে হিংস্রতা!
বুকের ভেতর একটু আশা সঞ্চয় করে
অশ্রু ভরাক্রান্ত হৃদয়ে এগিয়ে চললাম।
কিন্তু অতটুকু পথ চলার সামর্থ্য ছিল না আমার,
ক্রমেই আমি নিস্তেজ হয়ে পড়ছিলাম।
সহসাই অদূর সমীরণে ভেসে এলো আযানের সুর,
ক্লান্ত-শ্রান্ত হৃদয় হাফ ছেড়ে বাঁচলো।
বুঝা গেল আকাশে রক্তিম দ্যুতি ছড়িয়ে-
আবার কলকল করে হেঁসে উঠবে দিবাকর।
অপেক্ষা যেন মানতে চাইলো না অবসন্ন হৃদয়;
অবশেষে অপেক্ষার হল অবসান।
দ্যুতিময় দিবাকর ঠিকই পরাভূত করলো আঁধারকে,
নতুন দিনের উদ্দামতা নিয়ে ফিরে এসেছে সব!
আর সেই সাথে ফিরে এলে তুমি,
কিন্তু যখন তুমি ফিরে এলে তখন তুমি-
আর একেলা নও।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা ভাল হয়েছে++


০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

ইফতেখারুল মবিন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.