নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......টিনের চশমা পরিহিত মানুষ......

ইফতেখারুল মবিন

ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....

ইফতেখারুল মবিন › বিস্তারিত পোস্টঃ

রাত নামুক

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৭

রাত নামুক
ইফতেখারুল মবিন

রাত নামুক—বিষণ্ণতার বেড়াজালে আচ্ছাদিত
নিষ্ঠুর নিভৃত করুন বেদনার্ত রাত!
ধূসর স্তূপের নির্ঘুম স্মৃতিরা তাড়া করুক
ইট পাথরে গড়া জ্বরাজীর্ণ শহরের বুকে!

রাত নামুক—নিষ্প্রভ দীপ্তিহীন আলেয়ার তরে
নিস্তব্ধ রূঢ় আঁধারময় অমাবশ্যার রাত!
অব্যক্ত মৌন শব্দরা আর্তনাদ করে উঠুক
কোলাহলশূণ্য বিস্তীর্ণ নির্জন ছায়াহীন পথে!

রাত নামুক—ভোরের আগেই নিয়ম করে
অস্থির ছন্দহীন নিগূঢ় ঐকান্তিক কালো রাত!
বিমর্ষতাপূর্ণ অজস্র রুগ্ন নিরাশারা আঘাত হানুক
ঘুমপাড়ানীর ঘুমে থাকা এই শহরের রাতে!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩২

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা সুন্দর। ;)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৬

ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৯

কুঁড়ের_বাদশা বলেছেন: আপনিও আমার মত কুঁড়ের বাদশা? ;)


শুকনা ধন্যবাদ দিলেন কেন?? আরো বড় করে দিতে পারতেন। :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪২

ইফতেখারুল মবিন বলেছেন: অসংখ্য অজস্র ধন্যবাদ!

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৩

ইয়াসির আরাফাত বর্ণ বলেছেন: সুন্দরই বটে, রাতের সৌন্দর্য কিংবা পাখির ডানা ঝাপটানোয় সকাল হয় একঝাক কবুতরের ঠোঁটে...

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!!

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


কিছুটা প্রকৃতির মতো; তবে, অনেক অকারণ শব্দ আছে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

ইফতেখারুল মবিন বলেছেন: রাতের গভীরতা বোঝানোর জন্যই অকারণ শব্দের ব্যাবহার!ধন্যবাদ!!

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১২

সৈয়দ ইসলাম বলেছেন: ভালো লাগলো। B-)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০

ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩২

আকিব হাসান জাভেদ বলেছেন: রাত নামুক কবির বুকে
যেখানে হাজার বিষন্নতা বিলুপ্ত করে
কবি গাইবে গান আপন মনে।
সুন্দর কবিতা । ভালো লাগলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০

ইফতেখারুল মবিন বলেছেন: অনেক ধন্যবাদ!

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: আবেগময় কবিতা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১

ইফতেখারুল মবিন বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.