নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

সবকিছুই আজ বিক্রি হবে

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৮

আজ সব কিছুই নিলাম হবে,

আজ সব কিছুই বিক্রি হবে অনায়াসে!

শ্রম, ঘাম, বিদ্যা, কাম, পাপ, তাপ পেরিয়ে,

শেষমেশ আজ নিলামে উঠেছে মায়ের আঁচল,

পবিত্র অশ্রু, বোনের বাসর, বাবার চশমা এবং খুকুর চোখ!

আজ থেকে আর বেশ্যা বলে কাউকে গালি দিও না,

যখন তোমার রাষ্ট্রের মননে বিকিকিনির হাটবাজার।

আজ আর বেঈমান বলে কাউকে গালি দিওনা,

যখন তোমার নেতাদের হৃদয়ে দালালীর চাষাবাস।

রুদ্র, এই শকুনে খামচানো পতাকা তোমার ছিলো না ,

রুমি, এই বিক্রি হওয়া বাংলাদেশ তোমার ছিলো না,

দুঃখিনী চেয়ে দেখো, তোমার মতই আবারও,

কেমন অবলীলায় ধর্ষিত হল আমার স্বদেশ!

মন্তব্য ৫০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৫

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: সত্যি বলেছেন ভাইয়া, মানুষরে আর কি গালি দিবো, নিজেদেরই এই অবস্থা। পোস্টে প্লাস। :(

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: সেটাই, বলার কিছু নাই! :(

সবকিছুই আজ বিক্রি হচ্ছে! :(

আর আমরা পাবলিক একবার এই বাজারে, আরেকবার অই বাজারে বিক্রি হইতে থাকবো!

২| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪২

বংশী নদীর পাড়ে বলেছেন: সব কিছু বিলিয়ে দেয়ার মধ্যে মহৎ কিছু পাওয়ার সম্ভাবনা থাকে।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: সব কিছু বিলিয়ে দেওয়ার মধ্যে মহৎ কিছু থাকতে পারে, সবকিছু বেইচা দেওয়ার মধ্যে মহৎ কিছু নাই।

৩| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন:


আজ সব কিছুই নিলাম হবে,
আজ সব কিছুই বিক্রি হবে অনায়াসে!

৪| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: লজ্জা !

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন:
আর কত লজ্জা পেতে হবে?
আমরা এরকম লজ্জা পেতেই থাকবো! :(

৫| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৩

মামুন রশিদ বলেছেন: রুদ্র, এই শকুনে খামচানো পতাকা তোমার ছিলোনা ,
রুমি, এই বিক্রি হওয়া বাংলাদেশ তোমার ছিলনা,
দুঃখিনী চেয়ে দেখো, তোমার মতই আবারও,
কেমন অবলীলায় ধর্ষিত হল আমার স্বদেশ!


প্রপঞ্চ মন, কিচ্ছু বলার নাই ।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন:


আজ সব কিছুই নিলাম হবে,
আজ সব কিছুই বিক্রি হবে অনায়াসে!

৬| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:০১

সায়েম মুন বলেছেন: কবিতা ভাল হয়েছে।
এভাবেই বারবার হচ্ছে। যখন বেনিয়ারা চেতনার টেন্ডার নিয়েছে।

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: যখন বেনিয়ারা চেতনার টেন্ডার নিয়েছে। !

৭| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৭

বটবৃক্ষ~ বলেছেন: নেতাদের হৃদয়ে দালালীর চাষাবাস।


নো কমেন্টস............

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন:
শ্রম, ঘাম, বিদ্যা, কাম, পাপ, তাপ পেরিয়ে,
শেষমেশ আজ নিলামে উঠেছে মায়ের আঁচল,
পবিত্র অশ্রু, বোনের বাসর, বাবার চশমা এবং খুকুর চোখ!

৮| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
:( :( :( :(

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: :( :( :(

৯| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

এই লজ্জা ঢেকেও রাখতে পারছিনা :(

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: বেশী লজ্জা পাওয়াটাও বিপদজনক হবে, আপনার লজ্জা বিক্রি করে তখন আরেকজন কাপড় কিনবে! :(

১০| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২১

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভাই । শুধুই হতাশা X((
++++++

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: হতাশ! হতাশ! :( কিচ্ছু বলার নাই!

১১| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৭

মোঃ ইসহাক খান বলেছেন: অশেষ খেদে লেখা কবিতা। আঘাত করার ক্ষমতা রাখে।

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: ভাই, আমারে আপনাকে আঘাত করে কি লাভ? যাদের আঘাত লাগতে পারত তারা তাদের আঘাত লাগবার হৃদয়টাই বিক্রি করে দিয়েছে সবার আগে!

১২| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৯

আমিনুর রহমান বলেছেন:


কবিতায় +++
এমনটিই সব সময় চলতে থাকবে :(

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন:
আজ সব কিছুই নিলাম হবে,
আজ সব কিছুই বিক্রি হবে অনায়াসে!

সব কিছুই বিক্রি হতে থাকবে? :(

১৩| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

এরিস বলেছেন: দুঃখিনী চেয়ে দেখো, তোমার মতই আবারও,
কেমন অবলীলায় ধর্ষিত হল আমার স্বদেশ!



দুঃখিনী চেয়ে দেখো, তোমার মতই আবারও,
কেমন অবলীলায় ধর্ষিত হল আমার স্বদেশ!

দুঃখিনী চেয়ে দেখো, তোমার মতই আবারও,
কেমন অবলীলায় ধর্ষিত হল আমার স্বদেশ!

দুঃখিনী চেয়ে দেখো, তোমার মতই আবারও,
কেমন অবলীলায় ধর্ষিত হল আমার স্বদেশ!

দুঃখিনী চেয়ে দেখো, তোমার মতই আবারও,
কেমন অবলীলায় ধর্ষিত হল আমার স্বদেশ!

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন:
রুদ্র, এই শকুনে খামচানো পতাকা তোমার ছিলোনা ,
রুমি, এই বিক্রি হওয়া বাংলাদেশ তোমার ছিলনা!


বোকা শহীদদের জন্যও মায়া লাগে, কি দরকার ছিল এই দেশের জন্য জীবন দেওয়ার?

১৪| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৯

শায়মা বলেছেন: অনেকগুলো + ভাইয়া।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: সব কিছুই তবে বিক্রি হয়ে যাবে!

:(

১৫| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৪

অপর্ণা মম্ময় বলেছেন: প্রতারণা !

মন খারাপ হয় ভাবলে !

কবিতা ভালো হয়েছে।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রতারণা! এইটা ছাড়া আর কি বলার আছে! :(

১৬| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৮

তীর্থক বলেছেন: প্রহসন!

মুজাহিদের রায়, "উনি ফাঁসি'র যোগ্য তবে যেহুতু উনি ক্যান্সারে আক্রান্ত অথবা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তাই উনাকে স্ব-সম্মানে বেকসুর খালাশ দেয়া হল.

জয় বাংলা.............

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: হুম, আসলে ফাঁসি দিলে মানুষ ব্যথা পায়, মরেও যেতে পারে! আর সেটা তো নিতান্তই মানবতাবিরোধী ব্যাপার হয়ে যায়! স-সম্মানে খালাস দেওয়াটাই লাভজনক! X( :(

কিছু আর বলার নেই!

১৭| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার লেখা।

আর ওসব নিয়ে কিছু বলতে চাই না। আমি লজ্জিত, ক্ষুব্ধ এবং অপমানিত।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি লজ্জিত, ক্ষুব্ধ এবং অপমানিত!

একই অবস্থা ভ্রাতা, নির্বাক!





:(

১৮| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৫

রোমেন রুমি বলেছেন: শালা চুতিয়া জাতি ! নিমক হারাম ; বেইমান । নষ্টামির একটা সীমা অন্তত থাকে । কি বাল ছাল চেতনা নিয়ে রাস্তায় চেচাম্যাচি করি ! গলা ফাটাই ! কিছুদিন পর এই দেশে কারা মুক্তিযুদ্ধ করছে তাদের খুজে খুজে ফাঁসি দেয়ার সময় আসছে ! সব শালা ক্ষমতা ভাগাভাগি ; এই দেশটাকে লুটেপুটে খাওয়ার ধান্দায় ঘুরে ! আমরা শালা শুধু শুধু কষ্ট পাই

অশালীন শব্দ ব্যবহার করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ।

বাবা মুক্তিযোদ্ধা ( ছিলেন সনদ বিহীন )
জন্ম নিয়েছি বেজন্মাদের জন্য রক্তের মধ্যে এলারজি নিয়ে ।
এই সব নষ্টামি দেখে মাথা ঠিক নেই ।

লেখা ভাল লাগল ।

ধন্যবাদ
ভাল থাকবেন।
শুভ রাত্রি ।

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: শালা চুতিয়া জাতি ! নিমক হারাম ; বেইমান । নষ্টামির একটা সীমা অন্তত থাকে । কি বাল ছাল চেতনা নিয়ে রাস্তায় চেচাম্যাচি করি ! গলা ফাটাই !

যথেষ্ট শালিন ভাষা হইসে ভাই! এর ঠেকে ভদ্র ভাষায় বলার কিছু নাই!

আপনার জন্য শুভকামনা!
ভালো থাকুন!

১৯| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমরা কেবল চেয়েই থাকতে পারি।
কেউ কথা রাখে না।
সব কিছুই শেষ অবধি রাজনৈতিক বুলি।

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: কেউ কথা রাখেনা,

শেষ পর্যন্ত সবকিছু উঠে যায় নিলামে!
শেষ পর্যন্ত সবকিছুই হয়ে যায় বিক্রি!

২০| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৮

লেখোয়াড় বলেছেন:
আর কাদঁতে ইচ্ছে করে না জননী, আর ব্যাথা পাই না মা।
আমি নির্লজ্জ হয়ে গিয়েছি, তুমি লুট হয়ে যাচ্ছ প্রতিদিন।
আমি অসহায় প্রিয় স্বদেশ।

খুব, খুব ভাল হয়েছে রাজনৈতিক কবিতাটি।
এখন আমাদের লজ্জা পাওয়া ছাড়া আর কোন পথ খোলা নেই।

শুভেচ্ছা ৎৎৎৎৎৎৎ।
ভাল থাকুন।

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: আর কাদঁতে ইচ্ছে করে না জননী, আর ব্যাথা পাই না মা।
আমি নির্লজ্জ হয়ে গিয়েছি, তুমি লুট হয়ে যাচ্ছ প্রতিদিন।
আমি অসহায় প্রিয় স্বদেশ।

খুব বেশী লজ্জা পাওয়াটাও আমাদের জন্য বিপদজনক হবে! কারন সেইটাও তখন কেউ বিক্রি করার ধান্দা শুরু কইরা দিব! :(

* লেখোয়াড় ভাই, আমার চন্দ্রবিন্দু কই?! B:-)

ৎঁৎঁৎঁ

২১| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪

সমুদ্র কন্যা বলেছেন: বারবার আমরা প্রতারিত হই। একবারও ঘুরে দাঁড়াতে পারি না।

আর কবে বোধোদয় হবে!

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আমাদের হৃদয়ে আজ সুবিধাবাদের চাষবাষ, সুবিধার জন্য আমরা যে কোন কিছু বিক্রি করে দিতে প্রস্তুত আছি!

রুখে দাঁড়াতে পারার আগ পর্যন্ত প্রতারিত হতেই হবে! :(

২২| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৮

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আমরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি। আমাদের আবেগ নিয়ে খেলছে গুটিকতক চালবাজ। স্বদেশকে এটা বেঁচে দিয়েছে নিলামে তুলে।আবার দেশপ্রেমের দোহাই দিয়ে ওরাই বলছে দেশকে গরবে সোনার দেশ! কি লজ্জা!

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন:
আমরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি। আমাদের আবেগ নিয়ে খেলছে গুটিকতক চালবাজ। স্বদেশকে এটা বেঁচে দিয়েছে নিলামে তুলে।আবার দেশপ্রেমের দোহাই দিয়ে ওরাই বলছে দেশকে গরবে সোনার দেশ! কি লজ্জা!


আজ সব কিছুই নিলাম হবে,
আজ সব কিছুই বিক্রি হবে অনায়াসে!
শ্রম, ঘাম, বিদ্যা, কাম, পাপ, তাপ পেরিয়ে,
শেষমেশ আজ নিলামে উঠেছে মায়ের আঁচল,
পবিত্র অশ্রু, বোনের বাসর, বাবার চশমা এবং খুকুর চোখ!


২৩| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ১৬ তম প্লাস! কি করে লেখেন এতো সুন্দর! গরিবের ব্লগ বাড়িতেও আমন্ত্রন রইলো, সুযোগ পেলে ঘুরে আসবেন :) :)

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দিকভ্রান্ত পথিক!

খুব শিঘ্রী দেখা হবে আপনার ব্লগ বাড়িতে!

শুভকামনা!

২৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫০

সর্বনাশা বলেছেন:

বুকের ভিতর জ্বলছে আগুন ...
সারা বাংলায় ছড়িয়ে দাও

ক্লান্ত লাগে, খুব ক্লান্ত লাগে আজকাল।

অনুভূতি ও কবিতায় ++

২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: ক্লান্ত লাগে, খুব ক্লান্ত লাগে আজকাল।


আসলেই, বিক্রি বাট্টার বাজারে আমরা, আমাদের অনুভূতিগুলো শুধুই যেন পন্য!

ক্লান্ত লাগে আজকাল! - যথার্থ বলেছেন!

তবুও রইলো শুভকামনা!

২৫| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০০

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: সুন্দর. অনেক ভাল. আরো চাই ++++++

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কবি!

আঁচড় চলুক!


শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.