নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

আমারও যে ছিল একমুঠো জল

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:১১

চিল





দুই ডানা ভরে বিকালের শেষ আলোটুকু,

উড়ে যায় কবির সেই সব দুখুনিয়া চিল ।

হায় চিল! সুদূর সেই সব বিকালের চিল!

তোমরা এখনও নিশ্চয় আগের মত,

অন্য কারও বিকালের আলোটুকু নিয়ে উড়াল দাও?

সাঁঝের আঁধার নামিয়ে নিয়ে আসো?

তোমরা তো জানতে,

মেয়েটিকে সাঁঝের আগেই ফিরতে হোত!

তোমরা তো জানতে,

তবে কেন এমন অন্ধকার নামিয়ে আনলে?









আমারও যে ছিল একমুঠো জল






আজলা ভরা জল মেঘ হয়ে-

ভেসে পড়ে আকাশে,

ডানাহীন চোখে মেঘের ছায়া,

হেসে উঠে হারিয়ে যায়।

আমার বলতে ইচ্ছে করে,- আমাকে নাও!

কিন্তু আমি বলিনা।

কারন আমার চোখে ছায়া মেঘ বাসা বেঁধেছে,

অতীতের চোখ ফেটে,

সেই মেঘ জল হয়ে ঝর্ণা নামে,

আমারও যে ছিল একমুঠো জল...









সে তোমার চোখ, প্রিয়তম!






সিঁদুর রাঙ্গা এক গোধূলি সাক্ষী রেখে,

একদিন খুব মিলিয়ে যাব নীলিমায়,

একদিন খুব মিশে যাব বৃক্ষের একাকী অপেক্ষায়,

একদিন খুব হয়ে যাব রোদ্দুর,

একদিন খুব বয়ে যাব খেয়ালী জলেদের সাথে,

একদিন খুব ধুলো হব ভবঘুরে পথের,

পায়ে পায়ে জড়িয়ে হয়ে যাব নিরুদ্দেশ।

সেইদিন যদি পিছু ফিরে চাইতেই হয় কোন মায়ায়,

তবে সে তোমার চোখ, প্রিয়তম!

সে তোমার কাজল মেঘাকুল চোখ!

মন্তব্য ৬০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৭

মামুন রশিদ বলেছেন: ২ আর ৩ নাম্বারটা খুব সুন্দর ।



প্রথম ভালোলাগা ++

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই! প্রথম অভিবাদন!


শুভ সকাল!

২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৩

বোকামন বলেছেন:





১ ২ ৩
কবিতা জুড়ে মেঘ-রোদের খেলা !
ভবঘুরে পথিক কী বিভ্রান্ত ?
একমুঠো জলে তৃষ্ণা নিবারণের চেষ্টা !
আহা .... মায়ার ছায়ায় তৃপ্ত হোল পথিক ....।

কবি,
কবিতায় “ভালো লাগলো” লিখতে মাঝে মাঝে বিব্রতবোধ করি। তবুও সংস্কৃতি মেনে বলতে হয় ভালো লাগলো কবিতাটি .....।

হতে পারে, আমি কবিতা বুঝি নে। তবুও একমুঠো জল থেকে আধেক নিয়ে গেলুম।। কবিতাময় থাকুন .....

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা জুড়ে মেঘ-রোদের খেলা !
ভবঘুরে পথিক কী বিভ্রান্ত ?
একমুঠো জলে তৃষ্ণা নিবারণের চেষ্টা !
আহা .... মায়ার ছায়ায় তৃপ্ত হোল পথিক ....।


দারুন মন্তব্যে অনেক ভালো লাগা!

এক মুঠো অথবা এক সমুদ্র জল নিয়ে অজস্র ভাগ করা যায়, তাতে কাররই কম পড়েনা!


ভালো থাকুন বোকামন!


কবিতার সাথে থাকুন!

৩| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

বটবৃক্ষ~ বলেছেন: ৩টাই সুন্দর!

শেষটার তুলনা নাই!! :) :)
ভাবতেসি আপনার কবিতাগুলা নিয়ে একটা সংকলন করবো!!যেন আমার পড়তে সুবিধে হয়!!

+ যে দিয়েছি তা কি আর বলতে হবে?? :)

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: সংকলন করে ফেলেন! কবি অশেষ কৃতজ্ঞ থাকিবে হে বটবৃক্ষ!

একদিন খুব ধুলো হব ভবঘুরে পথের,
পায়ে পায়ে জড়িয়ে হয়ে যাব নিরুদ্দেশ।


কবিতাটা শ্রাবণ জলের দারুন এক খানা প্রো পিক দেইখা লেখা! :)

আমার নিজেরও অনেক ভালো লাগসে!

শুভসকাল বটবৃক্ষ!

ডানা মেলছে দিন, বাড়ছে রোদের সোনা পোনা,
একলা পথিক, একলা পথে, ক্লান্তি কুড়িয়ে সারা,
বটবৃক্ষ, প্রসারিত বাহু, ছড়াও তোমার ছায়া,
একটুখানি আঁচলে মাখো, জড়াও অজর মায়া!

৪| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:০৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আমারও যে ছিল একমুঠো জল থেকে অন্য দুইটা বেশি ভাল্লাগছে। :)

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২১

ৎঁৎঁৎঁ বলেছেন:
তোমরা এখনও নিশ্চয় আগের মত,
অন্য কারও বিকালের আলোটুকু নিয়ে উড়াল দাও?
সাঁঝের আঁধার নামিয়ে নিয়ে আসো?

শুভকামনা নাজিম!

৫| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: সেই চোখ , প্রিয়তমার চোখ !

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: সেইদিন যদি পিছু ফিরে চাইতেই হয় কোন মায়ায়,
তবে সে তোমার চোখ, প্রিয়তম!
সে তোমার কাজল মেঘাকুল চোখ!


শুভ সকাল স্বপ্নবাজ!

৬| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন:




সিঁদুর রাঙ্গা এক গোধূলি সাক্ষী রেখে,
একদিন খুব মিলিয়ে যাব নীলিমায়,
একদিন খুব মিশে যাব বৃক্ষের একাকী অপেক্ষায়,
একদিন খুব হয়ে যাব রোদ্দুর,
একদিন খুব বয়ে যাব খেয়ালী জলেদের সাথে,
একদিন খুব ধুলো হব ভবঘুরে পথের,
পায়ে পায়ে জড়িয়ে হয়ে যাব নিরুদ্দেশ।
সেইদিন যদি পিছু ফিরে চাইতেই হয় কোন মায়ায়,
তবে সে তোমার চোখ, প্রিয়তম!
সে তোমার কাজল মেঘাকুল চোখ!


ভাই অসাধারণ!!!!! এমন একটি কবিতা লেখার বড় ইচ্ছে আছে ।


সব গুলোই ভাল হয়েছে।

++++++++++++++

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্নিগ্ধ কবি ! কবিতা ভালো লাগায় আনন্দ!


কবিতার সাথে থাকুন, কখন জানি হয়ে যাবে!


শুভকামনা!

৭| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


৩য় টা অনেক ভালো লেগেছে কেন জানি !


:)


শুভ সকাল !

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: একদিন খুব ধুলো হব ভবঘুরে পথের,
পায়ে পায়ে জড়িয়ে হয়ে যাব নিরুদ্দেশ।
সেইদিন যদি পিছু ফিরে চাইতেই হয় কোন মায়ায়,
তবে সে তোমার চোখ, প্রিয়তম!
সে তোমার কাজল মেঘাকুল চোখ!


কোনো এক গল্পে মরে যাওয়া এক রাজকন্যা,
তুমি জেগে ওঠো কোনো এক কবির তুলিতে,
যে কবিতায় পাতা কুড়ানী থেকে দুঃখিনী রাজকন্যা,
সবাই পাবে প্রজাপতির জীবন শেষ কালে!


শুভকামনা !

৮| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৪

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক সুন্দর ++++++

শুভ সকাল :)

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অপূর্ন!


শুভ মধ্যাহ্ন!

৯| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২১

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


:)



বাহ!!!!!

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: :) :) :)

১০| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৪

মোঃ ইসহাক খান বলেছেন: আপনার ছোট আকারের এই কবিতাগুলো অনেক বড় কবিতাকেও হার মানিয়েছে মনে হচ্ছে। কম কথাতেই বোধহয় অনুভূতির সবচেয়ে সুন্দর প্রকাশ হয়।

ধন্যবাদ কবিতাগুলোর জন্য।

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই! সুন্দর মন্তব্যে অনেক আনন্দ!

আপনার গল্পগুলোও তুলনামূলক ছোট হয়! কিন্তু ভালো লাগা থাকে অনেক! আমি গল্প লিখতে গেলে ডালপালা ছড়িয়ে অতিকায় হয়ে যায়!

কম কথাতেই বোধহয় অনুভূতির সবচেয়ে সুন্দর প্রকাশ হয়



শুভকামনা!

১১| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪০

সায়েম মুন বলেছেন: তিনটেই ভাল লাগলো। শেষেরটা একটু বেশী।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে চন্দ্রকবি!

শেষেরটা আমারও পছন্দের! :)


শুভকামনা!

১২| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

হাসান মাহবুব বলেছেন: স্নিগ্ধপাঠ।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: স্নিগ্ধপাঠ ! - বাহ, দারুন একটা শব্দ তো!

হা-মা ভাই ভালো বললে বেশ ভরসা পাই! :)


শুভকামনা!

১৩| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সে তোমার চোখ, প্রিয়তম! বেশি ভাল লাগলো। পোস্টে প্লাস++++ কবি। :)

১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: সেইদিন যদি পিছু ফিরে চাইতেই হয় কোন মায়ায়,
তবে সে তোমার চোখ, প্রিয়তম!
সে তোমার কাজল মেঘাকুল চোখ!



ভালো লাগায় আনন্দ সেলিম ভাই!

কবির জন্য শুভকামনা!

১৪| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৫

আশিক মাসুম বলেছেন: 2ta tei super like...... jibon jibon choya ache kobitay....

২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আশিক ভাই! আপনার ভালো লাগায় অনেক আনন্দ! :)


শুভকামনা!

১৫| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

অন্য কারও বিকালের আলোটুকু নিয়ে উড়াল দাও?
সাঁঝের আঁধার নামিয়ে নিয়ে আসো?


কারন আমার চোখে ছায়া মেঘ বাসা বেঁধেছে,
অতীতের চোখ ফেটে,
সেই মেঘ জল হয়ে ঝর্ণা নামে,
আমারও যে ছিল একমুঠো জল...


একদিন খুব মিলিয়ে যাব নীলিমায়,
একদিন খুব মিশে যাব বৃক্ষের একাকী অপেক্ষায়,
একদিন খুব হয়ে যাব রোদ্দুর,
একদিন খুব বয়ে যাব খেয়ালী জলেদের সাথে,
একদিন খুব ধুলো হব ভবঘুরে পথের,

২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: তোমরা তো জানতে,
মেয়েটিকে সাঁঝের আগেই ফিরতে হোত!
তোমরা তো জানতে,
তবে কেন এমন অন্ধকার নামিয়ে আনলে?



শুভেচ্ছা রইলো ভাই কান্ডারী!

১৬| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
তিনটাই খুব সুন্দর।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে দূর্জয় কবি!


অনেক শুভকামনা !

১৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:০৪

শ্রাবণ জল বলেছেন: সুন্দর।

২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন:
সিঁদুর রাঙ্গা এক গোধূলি সাক্ষী রেখে,
একদিন খুব মিলিয়ে যাব নীলিমায়,
একদিন খুব মিশে যাব বৃক্ষের একাকী অপেক্ষায়,
একদিন খুব হয়ে যাব রোদ্দুর,
একদিন খুব বয়ে যাব খেয়ালী জলেদের সাথে,
একদিন খুব ধুলো হব ভবঘুরে পথের,
পায়ে পায়ে জড়িয়ে হয়ে যাব নিরুদ্দেশ।
সেইদিন যদি পিছু ফিরে চাইতেই হয় কোন মায়ায়,
তবে সে তোমার চোখ, প্রিয়তম!
সে তোমার কাজল মেঘাকুল চোখ!


শ্রাবণ, বেশ কিছুদিন পরে দেখা ! এই পোস্টে আপনার অপেক্ষা ছিল! আপনার সেই প্রো পিকের কবিতা!


তবে সে তোমার চোখ, প্রিয়তম!
সে তোমার কাজল মেঘাকুল চোখ!

১৮| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১১

অলওয়েজ ড্রিম বলেছেন: সিঁদুর রাঙ্গা এক গোধূলি সাক্ষী রেখে,
একদিন খুব মিলিয়ে যাব নীলিমায়,
একদিন খুব মিশে যাব বৃক্ষের একাকী অপেক্ষায়,
একদিন খুব হয়ে যাব রোদ্দুর,
একদিন খুব বয়ে যাব খেয়ালী জলেদের সাথে,
একদিন খুব ধুলো হব ভবঘুরে পথের,
পায়ে পায়ে জড়িয়ে হয়ে যাব নিরুদ্দেশ।[/sb

এই লাইন কয়টা কী যে ভাল লেগেছে!

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন:
সেইদিন যদি পিছু ফিরে চাইতেই হয় কোন মায়ায়,
তবে সে তোমার চোখ, প্রিয়তম!
সে তোমার কাজল মেঘাকুল চোখ!


আপনার ভালোলাগায় অনেক আনন্দ সতত স্বপ্ন!

শুভকামনা!

১৯| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৬

সোমহেপি বলেছেন: শেষেরটায় বেশি মুগ্ধতা ।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: শেষেরটাই ভালোলাগায় জয়যুক্ত!


শুভকামনা সোমহেপি !

২০| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:০৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মুগ্ধপাঠ!!

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ! :)


শুভকামনা!

২১| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৪

সমুদ্র কন্যা বলেছেন: খুব সুন্দর...সবগুলোই...

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সমুদ্র কন্যা!

শুভকামনা রইলো!

২২| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১২

রাইসুল নয়ন বলেছেন:


আপনার কবিতা বরাবরই সুন্দর!!

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: নয়ন ভাই! কবিতায় আপনাকে পেয়ে অনেক আনন্দ! আশা করি ভালো আছেন!

শুভকামনা রইলো নিরন্তর!

২৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৭

অপর্ণা মম্ময় বলেছেন: সে তোমার চোখ, প্রিয়তম!

---- মায়াময় , ছায়াময় তুমি ! সুন্দর , খুব সুন্দর !

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: মায়াময় ধন্যবাদ, ছায়াময় শুভেচ্ছা!
তবে সে তোমার চোখ, প্রিয়তম!
সে তোমার কাজল মেঘাকুল চোখ!

২৪| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৬

রোমেন রুমি বলেছেন: ভাল লাগল ।

৩ টিই সুন্দর !

২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রোমেন!


শুভকামনা রইলো!

২৫| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্যাক্তিগত সেরা তিন নম্বরটি! ১৫ তম প্লাস কবি! শুভকামনা আপনার প্রতি।

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দিকভ্রান্ত ভাই! কবিতা পাঠে আনন্দ!


অনেক শুভকামনা রইল!

২৬| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৩

রোকেয়া ইসলাম বলেছেন: দারুন.....................।।
চমৎকার, এক কথায় অসাধারন।
অনেক অনেক ভাল লাগলো কবি আপনার কবিতা। পোষ্টে অনেক অনেক ভাল লাগা রেখে গেলাম।

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রোকেয়া ! কবিতা ভাল লাগায় ভাল লাগছে!

শুভকামনা!

২৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৭

রঙ তুলি ক্যানভাস বলেছেন: ১৭তম ভাললাগা রেখে গেলাম :)

"আমার বলতে ইচ্ছে করে,- আমাকে নাও!
কিন্তু আমি বলিনা।
কারন আমার চোখে ছায়া মেঘ বাসা বেঁধেছে,
অতীতের চোখ ফেটে,
সেই মেঘ জল হয়ে ঝর্ণা নামে,
আমারও যে ছিল একমুঠো জল... " ++

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রঙ তুলি ক্যানভাস ! আপনার নিক খানা দারুন!

আমারও যে ছিল একমুঠো জল!


কবিতা পাঠে আনন্দ!

শুভকামনা!

২৮| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম, কবি। ১৭তম প্লাস।

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর! কবিতা ভালো লাগায় আনন্দ!

শুভকামনা!

২৯| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮

আরজু পনি বলেছেন:

তিনটা তিন রকম সুন্দর !
তবে শেষের কেন যেন বেশিই ভালো লাগলো ।

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আরজুপনি আপা!

শেষের কবিতাটায় প্রিয়তর!

শুভকামনা রইল!

৩০| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৪

বটবৃক্ষ~ বলেছেন: আপনার ফেবু লিন্ক দিবেন পিলিজ! :)

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: https://www.facebook.com/iftikhar.haque

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.