নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

কবিয়াল শব্দেরা উড়ে যায়

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:১০

কালিমা ঝরিয়ে একটি কলম কবিতা লিখে ফেলে, যদিও, -

একজন কবিকে সেজন্য রক্ত ঝরাতে হয়।

পাখির ডানার উড়বার গন্ধ বুকে নিয়ে,

উড়ে যায় উড়ে যায় কবিয়াল শব্দেরা।

মস্তিষ্কের বিকলাঙ্গ কোষগুলোতে যাতনা জাগাতে জীবনের,

পুড়িয়ে চলতে হয় টলমলে নীলাভ অশ্রুগাঁথা।

উৎকট পীড়নের পৌনঃপুনিক রাত্রি-জাগরণে,

কান পেতে থাকতে হয় চোখ মেলে,-

কবে বাজবে সেই শিশিরের ঝরে পড়ার হাহাকার।

শুনতে হয় অবাক সন্ধ্যায় বাঁশবনে ঝিরিঝিরি গল্পপাঠ জোনাকীর,

দুচোখ যদিও সীমানা বন্দী, দেয়ালে দেয়ালে আছড়ে পড়ে মৌসুমি মেঘ,

পর্বতেরও অরুচি ধরে শুভ্রতায়, অপমানে রাজপথে বিক্ষোভ মিছিলে,

শরীরে কেরোসিন ঢেলে আত্মাহুতি দেয় কিছু কালো বরফ।

দুঃখ ছাড়া যদি তুমি ফোঁটাতে পারতে উদাস ঘাসফুল,

তবে আর মহাকাব্য নয়,

অভিধান রচেই তুমি হতে পারতে মহাকবি!

মন্তব্য ৬২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৩৬

বংশী নদীর পাড়ে বলেছেন: সুন্দর কবিতা।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বংশী নদীর পাড়ে !

শুভকামনা!

* বংশী নদী কোথায়?

২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

মস্তিষ্কের বিকলাঙ্গ কোষগুলোতে যাতনা জাগাতে জীবনের,
পুড়িয়ে চলতে হয় টলমলে নীলাভ অশ্রুগাঁথা।
উৎকট পীড়নের পৌনঃপুনিক রাতজাগায়,
কান পেতে থাকতে হয় চোখ মেলে,-
কবে বাজবে সেই শিশিরের ঝরে পড়ার হাহাকার।


++++++++

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: দুঃখ ছাড়া যদি তুমি ফোঁটাতে পারতে উদাস ঘাসফুল,
তবে আর মহাকাব্য নয়,
অভিধান রচেই তুমি হতে পারতে মহাকবি!


শুভকামনা ভাই কান্ডারী!

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:০৩

সুপান্থ সুরাহী বলেছেন:
কবিতা ভাল লাগলো...


তবে-
তবে আর মহাকাব্য নয়,
অভিধান রচেই তুমি হতে পারতে মহাকবি!


এই লাইনদুটোর ইংগিতটা কার দিকে?

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপান্থ !

দুঃখ ছাড়া যদি তুমি ফোঁটাতে পারতে উদাস ঘাসফুল,
তবে আর মহাকাব্য নয়,
অভিধান রচেই তুমি হতে পারতে মহাকবি!

দুঃখ ছাড়া যদি তুমি ফোঁটাতে পারতে উদাস ঘাসফুল,
এইখানের মুল কথাটাই এটা। যেখানে বেদনা নেই, সেখানে কবিতা নেই। সে যত নির্ভুল ব্যকরনে শব্দের কারুকাজ থাক না কেন!

শুভকামনা!

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:০৭

বোকামন বলেছেন:





হাহাকার। হাহাকার।
কবিয়াল তুমি কেন গাও হাহাকারে গান !

কবি,
কবিতা ভালো লেগেছে।
কবিতার চোখ ডানা মেলে আছে। উদাসী ভাবনায় সহজ স্বীকারক্তি আছে।।

ভালো থাকা হোক কবির। যদিও কবিরা ভালো থাকতে জানেনা।।
শুভকামনা রইলো :-)

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বোকামন!

বিষাদ যাকে ভালোবেসেছে, হাহাকারের গান ছাড়া আর কি গাইবে কবিয়াল!

কবির জন্য শুভকামনায় ধন্যবাদ, যদিও, -

যে জীবন বিষাদশূন্য তা কবির নয়!

শুভেচ্ছা রইল বোকামন।


৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:০৮

বোকামন বলেছেন:
ওহহো ! প্লাসও রইলো কিন্তু, যতনে রাখিবেন :-)

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: শুধু যতনে নয়, সযতনে রাখিলাম! :)

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:১৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: রাতজাগা কথাটার চেয়ে রাত্রি-জাগরণ কথাটা মনে হয় বেশি কাব্যিক।

কবিতায় অনেক প্লাস।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: শব্দ-ভাবনা সহযোগিতায় ধন্যবাদ জুলিয়ান সিদ্দিকী!

রাত্রি- জাগরণ যোগ করলাম! :)


শুভকামনা!

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: এক একটা কবিতার পেছনে আপনার মত কবিদের আত্নত্যাগের গান শুনালেন বোধ করি!
শুভকামনা কবি!

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার মত কবি - শব্দটাতে আপত্তি, বিশেষ করে যখন কোনো স্বপ্নবাজ কবি বলে!

সব কবিরই রক্ত ঝরে হে!

ব্যর্থ কবি হলে কষ্ট আরও বেশী, ফিরতে হয় খালি হাতে! :(

শুভকামনা অভি!

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:৪১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দারুন......


+++++++

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইরফান ভাই!


শুভকামনা রইলো!

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৬:৫২

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার হয়েছে কবি!!
লিখতে থাকুন খুব.........

শুভকামনা।।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: হে সোনালী ডানার চিল, কতদিন পরে উড়তে উড়তে আমার আকাশে এলে! :)

আকাশে চিল ঊড়াউড়ি করলে বেশ ভালো লাগে, কখন বুঝি একটা কবিতা ঝরে পড়ে!:)

শুভকামনা!

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:০৯

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল কবিতা।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী!


শুভকামনা রইলো!

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩

একজন আরমান বলেছেন:
মস্তিষ্কের বিকলাঙ্গ কোষগুলোতে যাতনা জাগাতে জীবনের,
পুড়িয়ে চলতে হয় টলমলে নীলাভ অশ্রুগাঁথা।
উৎকট পীড়নের পৌনঃপুনিক রাতজাগায়,
কান পেতে থাকতে হয় চোখ মেলে,-
কবে বাজবে সেই শিশিরের ঝরে পড়ার হাহাকার।


চমৎকার।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: দুঃখ ছাড়া যদি তুমি ফোঁটাতে পারতে উদাস ঘাসফুল,
তবে আর মহাকাব্য নয়,
অভিধান রচেই তুমি হতে পারতে মহাকবি!

ধন্যবাদ আরমান! বেশ কিছুদিন পর দেখা হল কবিতায়। আপনি তাহলে জীবন কবির দেশের লোক! :)

ভাল থাকুন! শুভকামনা!

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৪

মামুন রশিদ বলেছেন: কবিতার পেছনে আত্মত্যাগ ভালো লাগলো ।

++

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই!

ব্যর্থ কবিদের অনেক দুঃখ! :(

রক্ত ঝরিয়েও খালি হাতে ফিরতে হয়!

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৬

মোঃ ইসহাক খান বলেছেন: আবারো একটি সুন্দর কবিতা। এবং আবারো ভালোলাগা।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই!


কবিতা পাঠে আনন্দ!



১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭

আরজু পনি বলেছেন:

ইসসস! কি সুন্দর শব্দমালা !

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আরজুপনি আপা!

কবিতার সাথে থাকুন! :)


শুভকামনা!

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯

আমিনুর রহমান বলেছেন:



অনন্য +++

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই!


ভালো থাকুন বাপ-ব্যাটা, অন্তরালের একজন, যাকে ছবিতে আনেন নাই, :P তার জন্যও শুভকামনা! :)

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫

হাসান মাহবুব বলেছেন: যন্ত্রণাহীনতায় কে বাঁচতে চায়? অন্তত কবি এবং তার পঙক্তিরা নয়। শুভকামনা।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা লিখতে যাওয়ার সবথেকে বড় যন্ত্রনাই হচ্ছে যন্ত্রনা ছাড়া কবিতা হয়না!

যন্ত্রণাহীনতায় কে বাঁচতে চায়?

শুভকামনা হা-মা ভাই!

১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:০২

টুম্পা মনি বলেছেন: কালিমা ঝরিয়ে একটি কলম কবিতা লিখে ফেলে, যদিও, -
একজন কবিকে সেজন্য রক্ত ঝরাতে হয়।
পাখির ডানার উড়বার গন্ধ বুকে নিয়ে,
উড়ে যায় উড়ে যায় কবিয়াল শব্দেরা।

জাস্ট অসাধারণ!

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ টুম্পামনি! আপনিও চমৎকার কবিতা লিখছেন!

শুভকামনা!

১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:১৫

অদৃশ্য বলেছেন:




আহা ৎঁৎঁৎঁ

কি চমৎকারই না বললেন... ঠিকইতো দুঃখ ছাড়া কে ফোটাতে পারতো উদাস ঘাসফুল... দুঃখ দরকার, ব্যথা দরকার, কষ্ট দরকার, রক্তও দরকার... সর্বোপরি একটি অতিরিক্ত হৃদপিন্ড দরকার...

গতকাল রাতেই ভাবছিলাম কবিদের মনে হয় দুটি হৃদপিন্ড থাকতে হয় বা দরকার হয়...

শুভকামনা...

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর বলেছেন অদৃশ্য!


গতকাল রাতেই ভাবছিলাম কবিদের মনে হয় দুটি হৃদপিন্ড থাকতে হয় বা দরকার হয়...


দুইটা হৃদয় যে পরিমান যন্ত্রনা দেবে, সেটা ভাবতেই আমার বর্তমানেরটা কাজ করতে অস্বীকৃতি জানাচ্ছে! দুই হৃৎপিণ্ড দিয়ে যদি আপনি দুইজনকে ভালোবেসে ফেলেন তখন কি হবে? B:-)


শুভকামনা রইলো!

১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

অলওয়েজ ড্রিম বলেছেন: আপনি যে অনেক ভাল লেখেন নিশ্চয়ই অনেকেই সে কথা আপনাকে বলেছে। আমিও তাদের সাথে আজ সামিল হলাম।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: অশেষ ধন্যবাদ সতত স্বপ্ন!

আপনার মন্তব্যে যাকে বলে মেলা খুশী লাগলো! :)


কবিতার সাথে থাকুন!

শুভকামনা নিরন্তর!

২০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:১৫

একজন আরমান বলেছেন:
এলোমেলো অবস্থায় আছি বেশ কিছু দিন ধরে ইফতি ভাই। :(

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: জীবনের কিছু মোড় নিজেরাই এলোমেলো! সেই পথগুলো এলোমেলো পার করে ফেলাটাই ভাল। কারন শান্ত জলের নিরিবিলি প্রবাহ সবসময় একটু সামনেই থাকে।

অস্থিরতা কেটে যাক! ভালো থাকুন!

শুভকামনা!

২১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৮

রাইসুল নয়ন বলেছেন:

পর্বতেরও অরুচি ধরে শুভ্রতায়, অপমানে রাজপথে বিক্ষোভ মিছিলে,
শরীরে কেরোসিন ঢেলে আত্মাহুতি দেয় কিছু কালো বরফ।
দুঃখ ছাড়া যদি তুমি ফোঁটাতে পারতে উদাস ঘাসফুল,
তবে আর মহাকাব্য নয়,
অভিধান রচেই তুমি হতে পারতে মহাকবি!



apnar vabnara eto ore ki kore?

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন:
মস্তিষ্কের বিকলাঙ্গ কোষগুলোতে যাতনা জাগাতে জীবনের,
পুড়িয়ে চলতে হয় টলমলে নীলাভ অশ্রুগাঁথা।






২২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৮

শ্রাবণ জল বলেছেন: চমৎকার।

"পৌনঃপুনিক রাত্রি-জাগরণ" উপমায় ভাল লাগা।


দুঃখ ছাড়া যদি তুমি ফোঁটাতে পারতে উদাস ঘাসফুল,
তবে আর মহাকাব্য নয়,
অভিধান রচেই তুমি হতে পারতে মহাকবি!


সুন্দর কবিতায় একরাশ ভাল লাগা।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ওহে শ্রাবণ জল! কতদিন আপনার দেখা নেই!

কবিতা আপনার ভালো লেগেছে জেনে আনন্দ হচ্ছে! :)

আপনার পোস্ট নাই কেন? দ্রুত পোস্ট দেন।

শুভকামনা!

২৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:৫০

শ্রাবণ জল বলেছেন: দুইটা হৃদয় যে পরিমান যন্ত্রনা দেবে, সেটা ভাবতেই আমার বর্তমানেরটা কাজ করতে অস্বীকৃতি জানাচ্ছে! দুই হৃৎপিণ্ড দিয়ে যদি আপনি দুইজনকে ভালোবেসে ফেলেন তখন কি হবে?

ha ha ha :P


লিখতে পারিনা।
আগে যে খুব পারতাম, তাওতো নয়।

আপনাদের লেখা পড়েই ভাল সময় কাটে।
সে-ই ভাল।

ভাল থাকুন, ইফতি ভাই।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: লিখতে পারিনা, এইটা তো খুবই ভুল কথা, লিখতে না জানলে আপনার কমেন্ট কে কম্পোজ করলো! B:-)

আমরা তো কোন পত্রিকার সাহিত্য পাতায় অমর সাহিত্য সৃষ্টি করবার বাসনা নিয়ে বসিনি, আমরা আমাদের নিজেদের কথা বলতে চাই, অন্যদের কিছু কিছু কথা শুনতে চাই! এই থেকেই পোস্ট চাওয়া, ধানাইপানাই ছেড়ে লিখা শুরু করেন! X((

শুভকামনা!

২৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪

সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা। শুভকামনা কবি।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ চন্দ্রকবি!


শুভকামনা!

২৫| ০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৫২

ভিয়েনাস বলেছেন: দু:খ কষ্ট যাতনা ছাড়া কি একটি কবিতা পরিপূর্ন হয় ...

ভালো লাগা জানালাম।

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস!

শুভকামনা!

২৬| ০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুখ পাঠ্য কবি।

১৪ তম ভাললাগা।

+++

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্নিগ্ধ কবি!

ভাল থাকুন!

২৭| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৯

অদৃশ্য বলেছেন:





সেই জন্যইতো দুই বা ততোধিক হৃদপিন্ডের দরকার... যন্ত্রনা দরকার... যন্ত্রনা ছাড়া কবিতা কি খুব সহজেই বের হয়... আর বের হলেও তা কি আঘাত করে...

আমি আসলে দুই হৃদপিন্ডের কথা বলেছি এক পার্থিব আর এক অপার্থিব এর কথা ভেবে... প্রেম পাবার জন্য তবে তা অনেক প্রিয়তমা/ প্রেমিকা পাবার জন্য নয়.....

শুভকামনা...

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি জানি অদৃশ্য! দুইটা হৃৎপিণ্ডের কথা কোন যাতনার আকাঙ্খা থেকে বলেছেন। কিন্তু যে কোনো বিষয় নিয়ে একটু মজা বা রসিকতা করার বদভ্যাস আমি এখনও ছাড়তে পারিনি। দুইটা হৃদয়ের কল্পনায় কিছু দুষ্টু চিন্তা চলেই আসলো!

আশা করি ভুল বোঝেন নি! :)

শুভকামনা!

২৮| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: অফলাইনে পড়ছিলাম কবিতাটা। ভালো লাগছে পড়তে। সত্যিই সুন্দর।
তবে - এখন থেকে নিয়মিত গল্প না লিখলে তোমার কবিতা পড়ুম না ঠিক করছি।
কবিতায় প্লাস।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: আজকে অফিসে বইসা একটা গল্প শুরু কইরা দিসি, এখন দেখি কি দাঁড়ায়! গল্প লেখা অনেক কষ্ট, সবসময় পোষায়না। এত কথা লেখা লাগে!

প্লাসে ধইন্যা!

২৯| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৩

বংশী নদীর পাড়ে বলেছেন: বংশী নদী ঢাকা জেলার ধামরাই এবং সাভার উপজেলার মাঝ দিয়ে বয়ে গেছে। এটি একটি অবহেলিত নদী। দুঃখের বিষয় বংশী আজ একটি বিশাল নরদমায় পরিনত হয়েছে। সাভার ইপিজেড এবং ধামরাই ও সাভারের সকল কল কারখানার বর্জ পদার্থের আধার এই বংশী নদী। আবারও আপনাকে ধন্যবাদ জানাই আমার বংশীর খোজ নেয়ার জন্য। আর একটি কথা- এই বংশীর তীরেই আমার বাড়ি।

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: বংশী নদীর কথা শুনেছিলাম আগে, কিন্তু ঠিক কোথায় জানতাম না।

আমাদের অধিকাংশ নদীরই তো করুন অবস্থা! :(

আপনি তাহলে বংশী নদীর পাড়ের মানুষ!

শুভকামনা রইলো!

৩০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: দুঃখ ছাড়া যদি তুমি ফোঁটাতে পারতে উদাস ঘাসফুল,
তবে আর মহাকাব্য নয়,
অভিধান রচেই তুমি হতে পারতে মহাকব

হমমম ! সত্যি কথাটা কি চমৎকারভাবেই না বলেছেন !

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: এইটা আমারও খুব পছন্দ হয়ে যাওয়া কিছু কথা!


কালিমা ঝরিয়ে একটি কলম কবিতা লিখে ফেলে, যদিও, -
একজন কবিকে সেজন্য রক্ত ঝরাতে হয়!

৩১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১

মনিরা সুলতানা বলেছেন: কবিয়াল শব্দেরা উড়ে যায় ...।।

শিরোনাম ই আমি কাইত :|
কবিতায় ভাল লাগা :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মনিরা আপা! পুরনো পোষ্টে ভালো লাগা পেলে অন্যরকম ভালো লাগে!


শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.