নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন দেখে যাওয়ার স্বপ্ন ছাড়া, স্বপ্ন দেখার কিছু নেই

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৩

স্বপ্নেরা বন্দী স্বপ্নের কারাগারে,

মুক্তির বাসনা যেমন কামনা ধারায়-

বয়ে চলে হারিয়ে যায় ভবঘুরে রোদের প্রেমে।

ঘন্টা বাজলেই কমলা সন্ধ্যা ঠোঁটে নিয়ে টিয়া পাখির ঝাঁক,

বোকা বোকা গাছেদের চোখে ঘুমের আদর বুনে যায়।

আকাশের বুকে তারাদের ডাকাবুকো দেখে কাজ নেই ঝিনুকের,

সমুদ্রেরও যে আছে জীবনকে জীবন দানের ইন্দ্রজাল অহঙ্কার!

কত পথই তো নদী বুকে নেওয়ার জলজ অভিলাষে,

ফিরিয়ে দিয়েছিল পাহাড় চূড়ায় উঠবার লাল টকটকে আমন্ত্রন।

তবু কিছু পথ চলতে চলতে এ পায়ে ও পায়ে,

পথ হারিয়ে ভিজে চলে ফেরারী মেঘজলে।

কিছু কিছু পথ আবার অমরত্বের লকলকে লোভে,

পাতানো জুয়ায় হেরে ডুবে যায় অরণ্যের নেশাগ্রস্ত জোছনায়।

কাউকে কাউকে অভিমানে, ফিরে চলতে দেখা যায় মাতৃ গহ্বরে,

তবে বাউন্ডুলে প্রান্তরের জন্য ভরসার কথা হচ্ছে যে,-

আজ অবধি ওমনটা কেউ করে দেখাতে পারেনি।

তাইতো পর্বত চূড়ার থেকে নিঃসঙ্গ দুঃখী কেউ নেই,

তাইতো বেঁচে থাকার চেয়ে অলৌকিক অর্থহীন কিছু নেই,

তাইতো ভালোবাসবার চেয়ে আলোকিত উচ্চারণ কিছু নেই,

তাইতো স্বপ্ন দেখে যাওয়ার স্বপ্ন ছাড়া, স্বপ্ন দেখার কিছু নেই!











*** উৎসর্গ- স্বপ্নবাজ অভি! কবিতাটি পড়ে ওনার মনে হয়েছে এটা তার জন্য লেখা! আমিও সহমত পোষণ করে কবিতাটি স্বপ্নবাজ সমীপে নিবেদন করে কৃতার্থ হইলাম! :)

মন্তব্য ৭২ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:০০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: শেষ চারটা লাইন অসাধারন ! প্রথম ভালো লাগা ! আচ্ছা, আপনার নামের উচ্চারণ কি?? :( :(

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আদনান শাহরিয়ার! প্রথম ভালো লাগায় প্রথম শুভেচ্ছা!

আমার নিকের কোনো উচ্চারণ আমার জানা নাই :(

এখনও পর্যন্ত কেউ আমার নামটা উচ্চারণ করেও দেখাইতে পারলোনা! :(
:(

২| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: স্বপ্ন দেখে যাওয়ার চেয়ে স্বপ্ন কিছু নেই! আমার জন্য লিখছেন মনে হচ্ছে!

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: বলেন কি? :) আপনার সাথে মিলে গেলে তো এই লেখা আপনারই হওয়া উচিত!

স্বপ্নবাজ অভি, কবিতাখানি আপনাকে উৎসর্গ করা হইলো! :)

উৎসর্গপত্র যোগ করিতেছি!

৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: হ্যাঁ, শেষ লাইনগুলো আসলেই অনেক ভালো লাগল। দ্বিতীয় প্লাস কবি।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর! কবিতা ভালো লাগায় আনন্দ!


শুভকামনা!

৪| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার! শেষের লাইন গুলো মনে হয় অনেক মানুষের প্রিয় হয়ে যাবে।

আপনাকে পুরানো ট্র্যাকে দেখে ভালো লাগল। গল্প কবিতা সব ক্ষেত্রেই আপনি দারুন করছেন। সব কিছু মিলিয়ে আপনার লেখা কবিতাগুলো আমার অনেক পছন্দ। তৃতীয় ভালো লাগার মাধ্যমে প্রিয়তে নিলাম।

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা! কবিতা আপনার প্রিয় হওয়ায় খুব খুশী লাগছে! :)

পুরনো ট্র্যাকে লিখতে পেরে আমারও ভালো লাগছে। কিছুদিন কবিতা ঠিক আসছিলোনা।

আপনার ভালো লাগা সবসময় খুব অনুপ্রেরনা দিয়েছে আরো লিখে যাওয়ার!

শুভকামনা রইলো!

৫| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: আহ হায়! আবার এসেছি দেখার জন্য কে কি বললো! এমন কিছু আশা করিনি! সিরিয়াস টাইপের একটা ধন্যবাদ নেন!

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার অবাক বিস্ময়ে আমারও অনেক ভালো লাগলো! :)


সিরিয়াস টাইপের শুভেচ্ছা রইলো!

৬| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা কবি ।সুন্দর হয়েছে। ভাল থাকবেন । :)

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই! কবিতা ভালো লাগায় আনন্দ!

শুভকামনা!

৭| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৯

সোনালী ডানার চিল বলেছেন:
তাইতো ভালোবাসবার চেয়ে আলোকিত উচ্চারণ কিছু নেই,
তাইতো স্বপ্ন দেখে যাওয়ার স্বপ্ন ছাড়া, স্বপ্ন দেখার কিছু নেই!


বরাবরের মতই চমৎকার উচ্চারণ..........

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোনালী ডানার চিল! কবিতায় চিল উড়ে আসলে ভালো লাগে!


শুভকামনা!

৮| ০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: @ কবি ৎঁৎঁৎঁ


আপনার নামের উচ্চারণ করতে মুখ বন্ধ করে তিনবার তি উচ্চারণ করুন। তা যদি সঠিক না হয়ে থাকে তাহলে আপনি করে দেখান। :P

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারণ প্রচেষ্টা জুলিয়ান ভাই, অনেকটা কাছাকাছি গিয়েছিলেন। উচ্চারণের আরও কয়েকটা জরুরী বিষয় আছে। প্রথমে উঠে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে তিনবার মাথা ঝাঁকিয়ে উচ্চারণ করতে হবে ৎঁ ৎঁ ৎঁ,
অবশ্যই বাম পা মাটি থেকে উপরে রাখতে হবে। খালি পেটে থাকলে ভালো হয়। এইভাবে খুব কাছাকাছি যাওয়া সম্ভব বলে একজন জানিয়েছিলেন।

তবে কিনা আমাবস্যায় চাঁদ থাকে না বলে তখন এই নামের উচ্চারণ সঠিক হবে না। :P

৯| ০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৭

নস্টালজিক বলেছেন: তবু কিছু পথ চলতে চলতে এ পায়ে ও পায়ে,
পথ হারিয়ে ভিজে চলে ফেরারী মেঘজলে।



ভালোলাগলো স্বপ্নবাজি!

শুভেচ্ছা!

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নস্টালজিক! কবিতা পাঠে আনন্দ!


শুভকামনা!

১০| ০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৪২

বটবৃক্ষ~ বলেছেন: তাইতো বেঁচে থাকার চেয়ে অলৌকিক অর্থহীন কিছু নেই,
তাইতো ভালোবাসবার চেয়ে আলোকিত উচ্চারণ কিছু নেই,
তাইতো স্বপ্ন দেখে যাওয়ার স্বপ্ন ছাড়া, স্বপ্ন দেখার কিছু নেই!


কি অসাধারন!! আমরা তবে প্রতিনিয়ত অলৌকিক অর্থহীন কাজটিইকরেযাচ্ছি??

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন:
তাইতো স্বপ্ন দেখে যাওয়ার স্বপ্ন ছাড়া, স্বপ্ন দেখার কিছু নেই!


এই অলৌকিক অর্থহীনতাকে ভুলিয়ে দেওয়ার জন্যই আছে আলোকিত ভালোবাসা! না হলে তো কবেই নৌকা আটকে যেত চরায়।

বেশ কিছুদিন পরে দেখা হল বটবৃক্ষ!


শুভকামনা!

১১| ০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৩

বটবৃক্ষ~ বলেছেন: এবং স্বপ্নবাজ ভাইয়ের জন্যে হিংসিত!! X( X( X(( X((

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, এর পরের যে কবিতাটি পড়ে মনে হবে এইটা আপনার জন্য লেখা, সেইটাই আপনাকে উৎসর্গিত হইবে!

বটবৃক্ষ নিয়ে কোন লেখা হলে তো কথাই নেই!

১২| ০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার হৈসে ||

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কবি'র মুন! :)


শুভকামনা রইলো!

১৩| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:১৪

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
মন্তব্য কি করবো ...প্রথমে অভির মন্তব্যের জবাবে হিংসিত এবং পরে জুলিয়ান সিদ্দিকীর মন্তব্যে হাসতে হাসতে শেষ ...হাহাহাহা

আর আপনি বরাবরই এতো ভালো লিখেন যে আলাদা করে কি বলবো এই মুহুর্তে বুঝতে পাচ্ছি না।

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, সহমত আরজুপনি আপা। জুলিয়ান ভাইয়ের প্রচেষ্টা খুবই চমৎকার ছিল! :)

এই পোস্ট তাহলে এক টিকিটে দুই ছবির মত হল, কবিতার সাথে কিছু মন্তব্যরস ফ্রি!

শুভকামনা!

১৪| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ !!!

কাউকে কাউকে অভিমানে, ফিরে চলতে দেখা যায় মাতৃ গহ্বরে,

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: কিছু কিছু পথ আবার অমরত্বের লকলকে লোভে,
পাতানো জুয়ায় হেরে ডুবে যায় অরণ্যের নেশাগ্রস্ত জোছনায়।
কাউকে কাউকে অভিমানে, ফিরে চলতে দেখা যায় মাতৃ গহ্বরে,
তবে বাউন্ডুলে প্রান্তরের জন্য ভরসার কথা হচ্ছে যে,-
আজ অবধি ওমনটা কেউ করে দেখাতে পারেনি।


অনেক অনেক দিন পর দেখা হল ঘুড্ডির পাইলট ভাই! আপনি আসায় অনেক খুশি লাগছে!

অনেক শুভকামনা রইলো!

১৫| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৮

মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দর ভাবনা, সুন্দর কবিতা।

তবে কবিতার চেয়ে মন্তব্যগুলোও কম রসময় হয় নি!

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় লেখক! কবিতার সাথে মন্তব্যরস ফ্রি!


শুভকামনা!

১৬| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব ভালো লেগেছে।।

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে দূর্জয় কবি! কবিতা ভালো লাগায় অনেক আনন্দ! :)


শুভকামনা!

১৭| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০

অপর্ণা মম্ময় বলেছেন: খুব সুন্দর হয়েছে।

সমুদ্রেরও যে আছে জীবনকে জীবন দানের ইন্দ্রজাল অহঙ্কার!
-- সুন্দর !

গল্প লিখছ তো , নাহলে এই কমেন্ট মুছে ফেলতে হবে তোমাকে ! :P

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অপর্ণাদি!

গল্প লিখতেই তো বসেছিলাম, মাঝখান দিয়ে কবিতা ফুসলিয়ে নিয়ে গেল আরেক দিকে, কবিতাকে তো আর না বলা যায় না :-B !


তবে চেষ্টায় আছি! কমেন্ট আরও কিছুক্ষন থাকুক!

১৮| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭

বৃতি বলেছেন: অনেক ভালো লাগা কবিতায় ।

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বৃতি!

অনেক ভালো থাকুন!

১৯| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহা!! জুলিয়ান ভাই এর মন্তব্যে প্লাস আর তার উত্তরে আপনার জবাবকে স্টিকি। =p~

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, জুলিয়ান ভাই খুব মজার মন্তব্য করেছেন! :) উচ্চারণের বেশ কাছাকাছি গিয়েছিলেন বলেই আমি মনে করি! :) :)

২০| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শেষের লাইনগুলো সত্যি চমৎকার!!!

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইরফান ভাই!

শুভকামনা রইলো!

২১| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪

মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা, সৎ পাত্রে উৎসর্গ :)

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: হা, হা, মজার বললেন মামুন ভাই! স্বপ্ন নিয়ে কবিতা, স্বপ্নবাজ সমীপে!

শুভকামনা!

২২| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৪

হাসান মাহবুব বলেছেন: খুব সুন্দর। শেষ লাইনগুলো আসলেই বিশেষ কিছু হয়েছে।

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: হা-মা ভাইয়ের কাছ থেকে বিশেষ কিছু হওয়ার কথায় বিশেষ রকম ভালো লাগলো! :)


ভালো থাকুন!

২৩| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৩

বোকামন বলেছেন:





তাইতো বেঁচে থাকার চেয়ে অলৌকিক অর্থহীন কিছু নেই,
তাইতো ভালোবাসবার চেয়ে আলোকিত উচ্চারণ কিছু নেই,
তাইতো স্বপ্ন দেখে যাওয়ার স্বপ্ন ছাড়া, স্বপ্ন দেখার কিছু নেই!


জীবন, ভালোবাসা এবং স্বপ্নের মধ্যে কেমন যেন সংঘর্ষ বেধে গেল !!

কবির জগতে বিচরণ করা আমাদের সাধারণের জন্য বড্ড মুশকিল। তুবও ভালো লাগে আপনার কবিতা পড়তে :-)

কবিতাটি খুব সুন্দর হয়েছে। ভালোলাগা জানবেন, কবি।
ভালো থাকুন।।

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: জীবন, ভালোবাসা এবং স্বপ্নের মধ্যে কেমন যেন সংঘর্ষ লেগে গেলো কি?

অনেক ভালোলাগার একটা মন্তব্য করলেন বোকামন!

কৃতজ্ঞতা! :)


শুভকামনা রইলো!

২৪| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

আমিনুর রহমান বলেছেন:



অসাধারণ ও অনন্য +++
শেষের চারটি লাইন দুর্দান্ত।

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই! কবিতা ভালো লেগেছে জেনে খুশী লাগছে! :)


শুভকামনা রইলো!

২৫| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪২

এরিস বলেছেন: কত পথই তো নদী বুকে নেওয়ার জলজ অভিলাষে,
ফিরিয়ে দিয়েছিল পাহাড় চূড়ায় উঠবার লাল টকটকে আমন্ত্রন।


সুন্দর কবিতা। সবচেয়ে বেশি ভাল লেগেছে এই লাইন দুটো। ডায়রিতে তোলা হয়ে গেছে। :)

স্বপ্ন দেখে যাওয়ার স্বপ্ন নিয়েই বেঁচে আছি। কবিতা দিয়ে কবি মানুষের স্বপ্ন দেখার স্বপ্নকে জ্বালানি দিক । অনেক ভাল থাকবেন বাঁশিওয়ালা কবি।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বপ্নকে ভালোবেসে যাওয়া অথবা ভালোবাসার স্বপ্ন দেখে যাওয়া- এইতো এই অলৌকিক অর্থহীনের বয়ে চলার জ্বালানী!

কবিতায় এরিসকে পেয়ে ভালো লাগলো!

শুভকামনা!



২৬| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দারুণ! শিরোনাম পড়ে একটু অনিশ্চয়তা কাজ করছিল পরে সেটুক কেটে গিয়ে নির্মল ভালো লাগা মনে যায়গা করে নিলো! অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি সুন্দর কবিতাটির জন্য!


শুভকামনা রইলো। ভালো থাকবেন।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দিকভ্রান্ত পথিক ভাই! বেশ কিছুদিন পরে দেখা। কবিতা ভালো লেগেছে জেনে খুশী লাগছে!

শিরোনাম পড়ে একটু অনিশ্চয়তা কাজ করছিল পরে সেটুক কেটে গিয়ে নির্মল ভালো লাগা মনে যায়গা করে নিলো!
-- :)

আপনার জন্যও রইলো শুভকামনা অনিঃশেষ !

২৭| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

অসাধারণ ও অনন্য +++

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: আরে কাণ্ডারী ভাই! আমিনুল ভাইয়ের পেটেন্ট করা মন্তব্য করলেন! :)

উনি প্রায়ই এই মন্তব্য করেন বলে আমরা জানি, উপরেও আছে! ;)


ঈদ মোবারক!

২৮| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

অসাধারণ ও অনন্য +++

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন: উপরের প্রতিমন্তব্য দ্রষ্টব্য! :P

২৯| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: শেষের দিকটা সুন্দর !

একটা কথা কই -

তাই/তাইতো/তবে এসব শব্দ কবিতায় ব্যবহার করাটা কেমন জানি বেমানান!

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই!

তাই/তাইতো/তবে নিয়ে আপনার ভাবনা মাথায় থাকলো!

তবে আমি বেশ মজা পাই, বিশেষ করে তাইতো, কবিতায় সংযোগ সাধনের কিছু কাজ 'তাইতো' দিয়ে হয়ে যায় বেশ!

ঈদ মোবারক!

৩০| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৭

অদৃশ্য বলেছেন:





চমৎকার হয়েছে লিখাটি


শুভকামনা...

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অদৃশ্য! কবিতা ভালো লাগায় আনন্দ !

ঈদ মোবারক! :)

৩১| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩০

সমুদ্র কন্যা বলেছেন: আজ অবধি ওমনটা কেউ করে দেখাতে পারেনি।
তাইতো পর্বত চূড়ার থেকে নিঃসঙ্গ দুঃখী কেউ নেই,
তাইতো বেঁচে থাকার চেয়ে অলৌকিক অর্থহীন কিছু নেই,
তাইতো ভালোবাসবার চেয়ে আলোকিত উচ্চারণ কিছু নেই,
তাইতো স্বপ্ন দেখে যাওয়ার স্বপ্ন ছাড়া, স্বপ্ন দেখার কিছু নেই!

খুব সুন্দর।

শুভেচ্ছা ইফতি।

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন:
তাইতো স্বপ্ন দেখে যাওয়ার স্বপ্ন ছাড়া, স্বপ্ন দেখার কিছু নেই!



কবিতা ভালো লেগেছে জেনে খুশি লাগছে!


ঈদ মোবারক! :)

৩২| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৮

সায়েম মুন বলেছেন: বেশ। শেষের দিকে কিছু কথা খুব ভাল লেগেছে।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে চন্দ্র কবি!


ঈদ মোবারক!

৩৩| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৮

বটবৃক্ষ~ বলেছেন: প্লিজ জলদি বটগাছ নিয়ে কবিতা লিখেন!!
আমি আপনাকে একটা বটগাছের সাথে পরিচয় করাই! এরা হলো দম্পতি গাছ!(বট আর দেবদারু)!! ওদের দেখেই বটবৃক্ষ প্রীতি হয়েছে আমার !! আমি এদের নাম রেখেছি লাভ ট্রি!!


দেখেন কেমন জড়াজড়ি করে আছে!! :) :)
সম্ভব হলে এই দম্পতি কে নিয়ে একটা কবিতা লিখে দিয়েনতো!!

আসলেই কিছুদিন আসতে পারিনি রেগুলার!!

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আমার কেন জানি ইচ্ছা করে কবিতা লেখা হয়না, লেখা নিজে থেকেই এসে হাজির হয়। আমি অপেক্ষায় আছি বটবৃক্ষ নিয়ে কবিতাটা কবে হাজির হবে!

আপনার ছবিটা মজা লাগলো! :)

বটের সাথের গাছটা কি দেবদারু? সাধারণত বটের সাথে পাকুড়ের প্রণয় শুনে এসেছি। #:-S


ঈদের শুভেচ্ছা রইলো সুপ্রিয় বটবৃক্ষ!

৩৪| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৬

জুন বলেছেন: তাইতো ভালোবাসবার চেয়ে আলোকিত উচ্চারণ কিছু নেই,
তাইতো স্বপ্ন দেখে যাওয়ার স্বপ্ন ছাড়া, স্বপ্ন দেখার কিছু নেই!

ঠিক ঠিক ঠিক ৎঁৎঁৎঁ স্বপ্ন দেখা ছাড়া উপায় নেই। অসাধারণ লাগলো।
+

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জুন আপু, কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশী লাগছে! :)

ঈদের শুভেচ্ছা রইলো

৩৫| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৬

অলওয়েজ ড্রিম বলেছেন: এই কবিতার বেশ কিছু পঙক্তি অবশ্যই অমরত্বের পথে। তবে আমার যেখানে যেখানে মনে হয়েছে আর একটু অন্যরকম হলে ভাল হত সেগুলো হচ্ছে -
কত পথই তো নদী বুকে নেওয়ার জলজ অভিলাষে,
ফিরিয়ে দিয়েছিল পাহাড় চূড়ায় উঠবার লাল টকটকে আমন্ত্রন।

এই দুই পঙক্তি সবচেয়ে ভাল লেগেছে। কিন্তু লাল টকটকে'র বদলে অন্য কিছু ব্যবহার করতে পারলে সম্ভবত আরও ভাল হত।

তবে বাউন্ডুলে প্রান্তরের জন্য ভরসার কথা হচ্ছে যে,-
এইপঙক্তির ভরসার কথা হচ্ছে যে এরূপ ব্যবহার ভাল লাগেনি। দেখেন না একটু অন্য কোনো ভাবে পঙক্তিটাকে সাজানো যায় কিনা।
আপনার কবিতার প্রেমে পড়ে যাচ্ছি। তাই চাই আরও ভাল হোক। সুতরাং সমালোচনা বন্ধুভাবে গ্রহণযোগ্য হবে আশা করি।

সকল সময় শুভেচ্ছা।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ আপনার দারুণ মন্তব্যের জন্য। আমি কিন্তু সমালোচনা খুব ভালা পাই! :) ভালো লাগা উৎসাহ দেয়, সমালোচনা উৎকর্ষের জন্য জরুরী!

লাল টকটকে
- মাথায় থাকলো, এখানে আরও অনেক শব্দ পাওয়া যাবে। বাউন্ডুলে প্রান্তরের বিষয়টা ভাবছি।

কবিতা ভালো লাগছে, এইটা লিখে যাওয়ার জন্য কবির রসদ!

আপনার এরকম আরও সমালোচক মন্তব্য চাই!

শুভকামনা!

৩৬| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪০

অলওয়েজ ড্রিম বলেছেন: একটা ব্যাপার ভাই, সেটা হচ্ছে নিজে যখন কিছু সৃষ্টি করি তখন কিন্তু সেটা আমার ভালবাসার সৃষ্টি। আর বলেন কে কবে ভালবাসার জনের দুর্বলতা, দোষ-ত্রুটি প্রথমেই ধরতে পেরেছে?
এ জন্যই অন্যের সমালোচনার দরকার। আমার নিজের সৃষ্টির ব্যাপারে যে জিনিসটা দুবছর পরে আমার চোখে পড়বে, সেটাই অন্যের চোখে পড়বে সাথে সাথে।
সুতরাং আমিও চাইছি আমার লেখার তীব্র সমালোচনা হোক। ভুলগুলো, ঘাটতিগুলো আমার অনুভূতিতে স্পষ্ট হোক। এবং সুফলস্বরূপ আমি ক্রমশ ঋদ্ধ হতে থাকি। সুতরাং আমিও খুব করে চাইছি আপনি নিয়মিত আমার বাড়িতে আসবেন। এবং কঠিন করে বলবেনঃ ধুর মিঞা কী লেখছেন? এইখানে পাল্টান। ধ্যাত্তেরি এই স্তবক তো মহাবিরক্তিকর।
তারপর ছোট্ট করে বলবেনঃ কোনো কোনো জায়গা ভালই লাগছে। চালিয়ে যান।
একটু উৎসাহ চলার পথে আসলেই অনেক এগিয়ে দেয়।

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুণ বলেছেন ভাই! নিজের দূর্বলতা আসলেই নিজে বোঝা সম্ভবনা। যেটা অন্য কেউ সহজেই ধরতে পারে। আপনার চমৎকার মনোভাবের জন্য ধন্যবাদ। আমিও আপনার পোস্টে মুক্তকণ্ঠে সমালোচুনার চেষ্টা করব!

শুভকামনা।

* সময় পাই কম ইদানীং। :( খুশী মত কবিতা পাঠ হইতেসে না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.