নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

প্রস্তাব

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৭

তুমি যদি অভিযাত্রী হও,

পৃথিবীর বুকে তুলতে চাও অভূতপূর্বের স্বরলিপি,

তবে তোমার জন্য অদেখা অরণ্যের প্রস্তাব।



তুমি যদি মোহর সন্ধানী হও

সমৃদ্ধি ও বিত্তের নিঃসঙ্গ চূড়ায় সম্রাট হতে চাও,

তবে তোমার জন্য সর্পিল শক্তির প্রস্তাব!



তুমি যদি পর্যটক হও,

বৈচিত্র পিয়াসী চোখে মেখে নিতে চাও সুন্দরের প্রতিচ্ছবি,

তবে তোমার জন্য ভবঘুরে পথের প্রস্তাব।



তুমি যদি প্রেমিক হও,

কামনার সমুদ্র মন্থন করে ফোটাতে চাও অমৃত মাধুরী,

তবে তোমার জন্য মেঘযুগ অপেক্ষার প্রস্তাব।





তুমি যদি প্রেমিকের হও,

নদী হয়ে ফের ধুয়ে দাও বুকের সব অনিকেত অন্ধকার,

তবে তোমার জন্য যুগল অমরাবতী প্রস্তাব।





তুমি যদি কবি হও,

শব্দের ইন্দ্রজালে মেলে ধর সুন্দরের নিগূঢ় বেদনা,

তবে তোমার জন্য অনন্তর যাতনার প্রস্তাব।



তুমি যদি সঙ্গীতকর হও,

বুকের মোহনায় আবাদ করতে চাও সুরেলা প্রান্তর,

তবে তোমার জন্য সপ্তকভেদী তপস্যার প্রস্তাব।



তুমি যদি শিক্ষক হও,

আগামীর মাঝে রোপন কর স্বপ্নবান আলোকবীজ,

তবে তোমার জন্য জাগানিয়া বাতিঘরের প্রস্তাব।



তুমি যদি দেহঘড়ির কারিগর হও,

অসুখের গ্রাস-বিদ্ধ মানুষেরে ফেরাও জীবনের উৎসবে,

তবে তোমার জন্য অকরুণ ভালোবাসার প্রস্তাব।



তুমি যদি বিচারক হও,

পাপ-পূন্যের অদৃশ্য দেয়ালে গেঁথে দাও স্বাধীনতার সীমানা,

তবে তোমার জন্য বাসনাতুর উপলদ্ধির প্রস্তাব।



তুমি যদি পথপ্রদর্শক হও,

পবিত্রতা আর নিষেধাজ্ঞার সমীকরণ সাজাও বেঁচে থাকবার,

তবে তোমার জন্য মানবিক প্রজ্ঞার প্রস্তাব।



তুমি যদি সৈনিক হও,

মারণাস্ত্রের নৈপুণ্য অভ্যাসে বন্দী কর চেতন-মনন,

তবে তোমার জন্য প্রকৃত সভ্যতার প্রস্তাব।



তুমি যদি বিপ্লবী হও,

আত্মাহুতির স্লোগানে নির্ভীক জ্বালাও মানুষের মুক্তি মশাল,

তবে তোমার জন্য আদিগন্ত অমরত্বের প্রস্তাব।

মন্তব্য ৫৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪১

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, বাহহ !!

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কবি'র মুন! কবিতা পাঠে আনন্দ!


ঈদের শুভেচ্ছা রইলো! :)

২| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৩

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: অনেক ভালো লাগলো। শেষটা অনেক ভালো হল। ঈদ মুবারক।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ উৎকৃষ্টতম বন্ধু ! ফুয়েরারকে নিয়ে আপনার লেখাগুলো খুব উপভোগ করেছি আমি!

ঈদের শুভেচ্ছা রইলো!

৩| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৯

মামুন রশিদ বলেছেন: তুমি যদি প্রেমিক হও,
কামনার সমুদ্র মন্থন করে ফোঁটাতে চাও অমৃত মাধুরী,
তবে তোমার জন্য মেঘযুগ অপেক্ষার প্রস্তাব। :||


চমৎকার কবিতায় ভালোলাগা ++

সাথে ঈদ শুভেচ্ছা :)

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন:
আর তুমি যদি আমার হও,
নদী হয়ে ফের ধুয়ে দাও বুকের সব অনিকেত অন্ধকার,
তবে তোমার জন্য যুগল অমরাবতী প্রস্তাব!


কবিতার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ মামুন ভাই!

ঈদ হোক আনন্দ!

৪| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫২

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: অসাধারণ!!!! মুগ্ধ!!! +++++++++++++++++

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ খালিদ ভাই! আপনার ভালোলাগা কবির কাছে ফিরে আসে বহুগুন আনন্দ হয়ে! :)

ঈদের শুভেচ্ছা রইলো!

৫| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ!
ঈদ মোবারক!

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অভি !

ঈদ হোক আনন্দ,- সবার সবার!

৬| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আর তুমি যদি আমার হও,
নদী হয়ে ফের ধুয়ে দাও বুকের সব অনিকেত অন্ধকার,
তবে তোমার জন্য যুগল অমরাবতী প্রস্তাব!



০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জুলিয়ান ভাই!


ঈদের শুভেচ্ছা রইলো!

৭| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:







০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ঈদ মোবারক! :)

৮| ০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন কবিতা!! ঈদের দিনটা সুন্দর ভাবে শুরু হলো কবি।
ঈদ মোবারক! অনেক শুভেচ্ছা রইল। একজন বিখ্যাত কবি হোন!!! এই প্রার্থনাই রইল।

০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: আমার ঈদ শুরু হল আপনার এই অসম্ভব রকম মন ভালো করানো মন্তব্য দিয়ে। :) অনেক অনেক ভালোবাসা রইলো!

ঈদ মোবারক!

ভালো থাকুন!

৯| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদ মোবারক !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: ঈদ মোবারক!

আজ দিন কাটুক খুশী! :)

১০| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪০

সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা রইলো।

ঈদের শুভেচ্ছা।

০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ!

ঈদ মোবারক সায়েম ভাই!

১১| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৩

আমিনুর রহমান বলেছেন:




তুমি যদি বিপ্লবী হও,
আত্মাহুতির স্লোগানে নির্ভীক জ্বালাও মানুষের মুক্তি মশাল,
তবে তোমার জন্য আদিগন্ত অমরত্বের প্রস্তাব।


ঈদ মোবারক ইফতি !!!

০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ঈদ মোবারক আমিনুর ভাই!

ঈদযাপন আনন্দময় হোক!

১২| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ঈমো মানে ঈদ মোবারক :)

০৯ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: ঈমো ঘুপা ভাই! :) :) :)

১৩| ০৯ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগা রইল কবি।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর!

ঈদের শুভেচ্ছা রইলো!

১৪| ০৯ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একেকটা স্তবক আলাদাভাবে দারুণ, তবে পুরোটা এক সাথে পড়তে গেলে একটু একঘেঁয়েমির সৃষ্টি হয়, যাকে বলা যায় মাঝপাথে ঝুলে যাওয়া। এই ঝুলে যাওয়া বা একঘেঁয়েমি থেকে উত্তরণের জন্য কিছু পর পর ‘তুমি যদি‘ ফ্রেজ বাদ দিয়ে সম্প্রসারণমূলক ৪-৭ লাইনের পঙ্‌ক্তি লেখা যেতে পারতো। ‘আমি কিংবদন্তির কথা বলছি‘ অথবা ‘স্বাধীনতা তুমি‘ বা মহাদেব সাহার এ ধরনের অনেক কবিতা স্মর্তব্য।

শেষ স্তবকটা পুরো কবিতাটাকে মাটি করে দিয়েছে। ‘কীসের মধ্যে কী‘ অভিব্যক্তি বের হয়ে এলো আমার মুখ থেকে। যে আবহের মধ্যে দিয়ে কবিতাটা শুরু হলো, লাস্ট স্তবকে এসে ওটাকে ভূপাতিত করলেন আর কী। ভেবেছিলাম কবিতাটা কোনো মানবকল্যাণকামী বিপ্লবী বা অভিযাত্রীকে উদ্দেশ করে লেখা, শেষ স্তবকে এসে হোচট খেয়ে পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে ফেললাম।

অভূতপূর্বের স্বরলিপি, সর্পিল শক্তি, সুরেলা প্রান্তর, অনন্তর যাতনা, ইত্যাদি শব্দগুলো দেখুন একটু রিরাইট করা যায় কিনা। সুরেলা প্রান্তর-এর চেয়ে সুরের প্রান্তর বেশি ভালো লাগে।

ফোঁটাতে> ফোটাতে
পাপ-পূন্যের> পাপপুণ্যের বা পাপ-পুণ্যের
বন্দি/মাধুরি লেখার অভ্যাস করাই ভালো।

আশা করি মাইন্ড করেন নি। কিন্তু বলতেই হবে, কবিতাটা (যেটুকু আমার অবজারবেশন দিলাম তা ছাড়া) বেশ ভালো লাগলো। আর এই ঈদের দিনে তো এটা একটা বোনাস স্বরূপ ;)

ঈদ মোবারক।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: শুরুতেই বেশ ভূপাতিত হয়েছিলাম! উপকারী ওষুধগুলোর স্বাদ তিতা হয় কিনা!

পরে সময় নিয়ে চিন্তা করে আপনার অনেকগুলো বিষয় নিয়ে একমত হলাম । লেখার সময়ই মনে হচ্ছিলো যা লিখতে চাইছি তা লেখার মত প্রজ্ঞা বা শব্দের দখল আসেনি, উপযুক্ত শব্দ নিয়ে খুব হাতড়াতে হয়েছে, তার একটা প্রমান হচ্ছে 'সর্পিল শক্তি'- খুবই দূর্বল হয়েছে। আর প্রথম বসাতে লেখা বিপ্লবী- অমরত্ব দিয়ে শেষ ছিল, পরে এডিট করার সময় শেষের স্তবক যুক্ত হয়েছে। আমি বেশীরভাগ সময়টাতে 'তুমি' শব্দটাতে আসলে ভালোবাসার কেউ বা কিছুকে অনুভব করে লিখি। সেটা যেমন বাঁশী, কবিতা অথবা কোনো নারী বা কোনো মানুষ।
যে পূর্ণতা দেয় সেই 'তুমি'। তুমি যা কিছুই হও না কেন, তোমার ঠিক 'তুমি' টাকে খুঁজে নেওয়া বড় জরুরী! এখানে সেই ভাবটা আনতে পারিনি, লেখার শুরু হওয়ার টোন এইটা ছিলো না। শুরুর ফরম্যাটে চলে গেলাম, বিপ্লবীকে অমরত্ব দিয়ে শেষ করলাম! :)

ঝুলে যাওয়ার বিষয়টা মাথায় থাকলো। বেশ কিছু শব্দ ভাবনায় রয়ে গেছে অতৃপ্তি। ভাবনাগুলো সবজায়গায় এখনও সেইমত মজে নাই! মনের মত শেষ করতে সময় লাগবে বোঝা যাচ্ছে!

এবার আপনাকে ধন্যবাদের পালা। অনেক কথায় বলা যায়, সংক্ষেপে শুধু বলি- রেসপেক্ট ভাই! শ্রদ্ধা অনেক বাইড়া গেলো, এরকম সমালোচনা আরও চাই!

ঈদ মোবারক।

১৫| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২২

হাসান মাহবুব বলেছেন: দীর্ঘ কবিতার সবগুলো স্তবক সমান ভালো লাগেনি। কিছু কিছু সাদামাটা, কিছু কিছু খুব সুন্দর। শুভেচ্ছা।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: বেশ কিছু স্তবকে মনের মত শব্দও এখনও খুঁজে পাইনি, আপাতত শব্দের অপেক্ষায় আছি। আর তা না পেলে ডারউইনের থিওরী কাজে লাগিয়ে দূর্বলদের ছেকে বাদ দিয়ে দেব ভাবছি। সারভাইভাল ফর দ্য ফিটেস্ট! :-B


ঈদের শুভেচ্ছা রইলো হা-মা ভাই!

১৬| ১০ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২৬

ভিয়েনাস বলেছেন: অনেক প্রস্তাবনার কবিতা ভালো লাগলো......

ঈদ মোবারক সাথে ভালো লাগা জানালাম ব্রো।

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস!

বিগত ঈদের শুভেচ্ছা রইলো!

১৭| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৬

অলওয়েজ ড্রিম বলেছেন: তুমি যদি অভিযাত্রী হও,
পৃথিবীর বুকে তুলতে চাও অভূতপূর্বের স্বরলিপি,
তবে তোমার জন্য অদেখা অরণ্যের প্রস্তাব।



আলাদা স্তবক হিসাবে কিছু-কিছু পঙক্তি অনেক সুন্দর। কিন্তু সম্পূর্ণটা যখন পড়তে যাই তখন বারবার 'তুমি যদি'র পুনরুক্তিতে ভাল লাগাটা আর বজায় থাকে না।

অভূতপূর্বের স্বরলিপি এটা আমার কাছে অনেক ভাল লেগেছে।

প্রতিদিন ভাল থাকবেন।

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ অলওয়েজ ড্রিম!

সম্পূর্নটা একসাথে পড়তে গেলে 'তুমি যদি' বার বার ফিরে আসায় একঘেয়ে ঝুলে যাওয়ার বিষয়টা বুঝতে পারছি! আপাতত এই লেখাটা ভাবনার খাতাতেই থাকল! কিছু শব্দ নিয়ে আরও ভাবতে হবে।

স্বপ্ন দেখুন, প্রতিদিন! :)

১৮| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫১

মোঃ ইসহাক খান বলেছেন: কবিতা সুন্দর। তবে শব্দের বাঁধুনি আরও একটু ভাল হলে আনন্দ হতো। স্তবকগুলোতে ভারসাম্য একটু বিঘ্নিত হয়েছে বোধহয়।


আরও কবিতা আশা করছি আপনার কাছ থেকে।

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই! কবিতায় সুপ্রিয় লেখক কে পেয়ে ভালো লাগে! :)

শব্দ নিয়ে আমি নিজেও ভাববো! এখনও সব কয়টি প্রস্তাব ঠিকমত পোক্ত হয় নাই!

শুভকামনা!

১৯| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৩

আরজু পনি বলেছেন:

তুমি যদি হ্ও....... এই কথাতেই তো অনেক ভালো লাগা ...বাকীটা তো বলারই অপেক্ষা রাখে না ।

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আরজুপনি আপা!

কবিতা তথা প্রস্তাব ভালো লাগায় আনন্দ!:)

কবিতার সাথে থাকুন!

শুভকামনা!

২০| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: তুমি যদি না হও পিয়াসী....... এমন কিছু কবিতা লিখার ও অনুরোধ থাকলো। তাতে প্রেমিকরা কিছুটা সহায় পাবে.....সুন্দর কবিতা ভাল লাগলো ।

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই!


তুমি যদি না হও পিয়াসী!

পিয়াসী না হলে তো মুশকিল, প্রেমিক কে যে খালি হাতে ফিরতে হবে!
নাকি প্রেমিক এসে পাথরের বুকে তৃষ্ণা জাগাবে? আর প্রেমিকের যদি সেই তৃষ্ণা মেটানোর জল না থাকে? সে যদি পাখি হয়ে উড়ে যায় দূর দেশে? তখন সেই পাথরকে তো আর মেঘেদের কাছে না গিয়ে উপায় থাকবে না! তখন তো আর পাথরের ঝর্ণা না ঝরিয়ে উপায় থাকবেনা!

--- কয়েকটা লাইন চলে আসলো, এখনও ঠিক কবিতা হয়নি, তবে কবিতার কথা মাথায় রইলো!

শুভকামনা!

২১| ১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দারুণ গঠন পড়তে স্মুথনেসটা দিয়েছে। শব্দের অসামান্য ব্যাবহার আপনার বৈশিষ্ট্যই! আর এই লেখাটি প্রচণ্ড বেশী অর্থবহও হয়েছে বিধায় পড়ে খুবই ভালো লাগলো। আপনার লেখা নিয়ে বেশী কিছু বলার সাহস হয় না আমার কারণ আমি নিতান্তই আপনার একজন ভক্ত! অন্য কারো কবিতা-গল্প যদি নাও পড়া হয় আপনারটা মিস করি না। :)

++++++++++++++++++++++++ রইলো কবি।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: একদম মন ভরিয়ে দেওয়ার মত মন্তব্য করলেন! আপনার ভালোবাসায় কবি অভিভূত! :)

আপনার ভালোলাগাটুকু লেখার জন্য অনেকখানি অনুপ্রেরণা হয়ে থাকবে!

শুভকামনা!

ভালো থাকুন!

কবিতার সাথে থাকুন!

২২| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২২

টুম্পা মনি বলেছেন: তুমি যদি প্রেমিক হও,
কামনার সমুদ্র মন্থন করে ফোটাতে চাও অমৃত মাধুরী,
তবে তোমার জন্য মেঘযুগ অপেক্ষার প্রস্তাব।

চমৎকার!!

ঈদের অসংখ্য শুভেচ্ছা।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০২

ৎঁৎঁৎঁ বলেছেন:
তুমি যদি প্রেমিকের হও,
নদী হয়ে ফের ধুয়ে দাও বুকের সব অনিকেত অন্ধকার,
তবে তোমার জন্য যুগল অমরাবতী প্রস্তাব।

ঈদের শুভেচ্ছা রইলো টুম্পা মনি!

২৩| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৯

এরিস বলেছেন: আমি কে??

মন্তব্য শেষ।

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি কে? - এ অতিশয় জটিল একখানা প্রশ্ন করিয়াছেন এরিস! এর উত্তর খোঁজার আগে আমাদেরকে জানতে হবে ইতিহাসে সর্বপ্রথম এই প্রশ্ন কে করেন। যতটুকু জানা যাউ এই প্রশ্ন প্রথম করেছিলেন গ্রীক দার্শনিক হেরিডিক্লাস্টোফিটাস তাঁর অমর গ্রন্থ 'নো দাই সেলফটাসকাশ' । সেখানে তিনি যেটা বলেন যে অতি গুরুত্বপূর্ণ! তিনি বলেন ........
B:-)


* কিঞ্চিত রসিকতার জন্য দুঃখিত! আপনার প্রশ্ন নিয়ে কবি ভাবছে, ভাবনা শেষ হলে আশা করি আমরা কিছু একটা জানতে পারব!

শুভকামনা এরিস!

২৪| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৭

বোকামন বলেছেন:
শর্ত বেধে দিলেন কবি !
বিবিধ সমীকরণে বেঁচে থাকবার আনন্দ ....

ভালো থাকুন সবসময়।।

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বোকামন!

শর্ত ঠিক নয়, কিছু প্রস্তাব! এই তো!

ভাল থাকুন!

২৫| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ব্রাদার বারবার প্রস্তাব প্রস্তাব স্ট্যাইলটা জমে নাই. একটু একঘেয়ে লাগছে. গতি কম. আপনার থেকে গতিশীল লেখা চাই. নিজের মতামত দিলাম. আশা করি রাগ করবেন না. শুভকামনা.

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: লেখাটা ঝুলে গেছে ব্রাদার। আসলে স্বাভাবিক কবিতার ছন্দে লেখা হয়নি, অনেক গুলো প্রস্তাব আকারে লেখা। আলাদা আলাদা ভাবে প্রস্তাব বিবেচনার মাধ্যমে আপাতত একঘেয়েমী এড়ানোর চেষ্টা করা যেতে পারে!

শুভকামনা রইলো ব্রাদার!

২৬| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৯

সমুদ্র কন্যা বলেছেন: রূপেশ্বরজীর কবিতাটা মনে পড়ে গেল। ভাল লাগল অনেক।

শুভেচ্ছা ইফতি।

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: রূপেশ্বরজী কে? আমার জানা নাই। কবিতাটাও পড়িনাই, আপনার সংরহে থাকলে দিতে পারেন। পড়ে দেখা যেত।

শুভকামনা রইল সমুদ্র কন্যা! অনেক ভাল থাকুন!

২৭| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৬

সমুদ্র কন্যা বলেছেন: রূপেশ্বরজী কে ছিলেন আমার জানা নেই, কবিতার বা কবির নামও আমি জানি না। বহু বছর আগে ঈদসংখ্যা ম্যাগাজিনে পড়া একটা উপন্যাসে কবিতাটা খুব ভাল লেগেছিল বলে টুকে রেখেছিলাম।

রূপেশ্বরজী বলতেন।
কখনো নিরাশ হয়ো না, একদিন সফল হবেই
আদর্শ অনুযায়ী তন্ময়ভাবে কাজ করে যাও
একটুও সরে এসো না।

দু:খের দিনে ভেঙ্গে পড়ো না; বরং সমস্ত কর্কশতা
ক্লান্তি, জ্বালা ও গ্লানিগুলোকে
অলংকারের মত নেড়েচেড়ে দেখো।
যে বাঁকা দ্যুতি দেখছো তা আসলে শুভরই সংকেত।

দু:খের পর সুখ আসবেই
ভ্রমণের পর যেমন বিরাম।
মানুষকে ভালবাসো, কারো নিন্দা করো না কিন্তু
যাদের ভাল লাগবে না তাদের কাছ থেকে নি:শব্দে সরে এসো।
অতিরিক্ত মানুষ মানেই এক ধরনের অপচয়,
যা সাধনার থেকে সরিয়ে আনে।

সময় হচ্ছে এক অদ্ভুত পাথর
যা প্রগাঢ় পরিশ্রমে রত্নে পরিণত হয়
নইলে সামান্য প্রস্তর মাত্র।
অতএব সময় সর্বদা পরিপূর্ণ ও সবল হাতে ব্যবহৃত হোক।

যদি শিল্পী হতে চাও অসহ্য অপমানসমূহ পেতে হবে।
অপমান ছাড়া শিল্পী হওয়া যায় না।
ওই দেখো তেতো নিমফুলগুলি
তোমার বুকের ওপর দিয়ে গড়িয়ে গেল,
রেখে গেল মধুরের ছাপ।

সঙ্গীত হলো দেব-দেবীদের মিলনকালীন
এক ধরনের ধ্বনি মাত্র।
তাকে খুব সতর্ক পবিত্র এবং নিরলসভাবে ব্যবহার করতে হবে।

প্রথমে নারীদের কাছে যেতে হয়। তারপর গাছপালা
পশু ও ফল সমুদয়ের কাছে।
সর্বশেষ গ্রন্থাগারে গ্রন্থসমূহের নিকটে।
গ্রন্থাগার থেকে নিষ্ক্রান্ত হওয়ার পর
এক পবিত্র আনন্দ সর্বদা ঘিরে থাকে।
অন্য কোন অভিজ্ঞতার তেমন প্রয়োজন হয় না।
এমনকি নারী নামের প্রথমোক্ত বিশেষ ধরনের
তনু ফাঁসও কুয়াশাবৎ তরল অবয়ব হয়ে যায়।

রূপেশ্বরজী এইভাবে কথা বলতেন।
এক বসন্তের রাতে তিনি জ্যোৎস্নার সমুদ্রের দিকে ভেসে গেলেন
যেন এক উপদেশরত ফুল।

১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: সময় হচ্ছে এক অদ্ভুত পাথর
যা প্রগাঢ় পরিশ্রমে রত্নে পরিণত হয়
নইলে সামান্য প্রস্তর মাত্র।


আমি তো এই লাইনগুলোর প্রেমে পড়ে গেলাম! আপনাকে অনেক অনেক ধন্যবাদ রূপেশ্বরজীর কবিতা শেয়ার করার জন্য! আপনি সেই কবেকার ঈদ সংখ্যা থেকে উকে রেখেছিলেন বলেই না পড়তে পারা গেল! :)

অনেক শুভকামনা রইলো! আবারও সুন্দর কবিতাটির জন্য আপনাকে ধন্যবাদ!

২৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৫

অনির্বাণ প্রহর বলেছেন: তুমি যদি কবি হও,
শব্দের ইন্দ্রজালে মেলে ধর সুন্দরের নিগূঢ় বেদনা,
তবে তোমার জন্য অনন্তর যাতনার প্রস্তাব।


কবি এই প্রস্তাব আত্মায় গেঁথে নিয়ে দাসখত লিখে দিয়েছি জন্মের আগেই।
তাই ভয় নেই।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন:
তুমি যদি কবি হও,
শব্দের ইন্দ্রজালে মেলে ধর সুন্দরের নিগূঢ় বেদনা,
তবে তোমার জন্য অনন্তর যাতনার প্রস্তাব!

যাতনার দাসখত যদি লিখে দিতে পার কবি,
তবে তোমার চরণে মাথা কুটে যাবেই যাবে শব্দেরা,
গুঞ্জরিত হবে জোনাকীর মত ঝিলিমিলি,
কবিতার খাতায় সমাবেশ বসিয়ে দাবী তুলবে,-
আমাকে নাও, আমাকে নাও!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.