নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

পাখি ও রাজকন্যা

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৫

বিষণ্ণ এক আকাশ চেপে বসেছে বুকের উপর,

এবার তবে পাখিটিকে তোমরা ছেড়ে দাও!

রূপালী এক আসর বসবে চন্দ্র গ্রস্ত অরণ্যে,

এবারের মত পাখিটিকে তোমরা মুক্তি দাও!

পাখিটির পায়ে বেঁধো না সোনালী ঘুঙ্গুর শৃঙ্খল,

ওর যে মনে আছে যৈবতী মেঘেদের জলনূপুর।

পাখিটির চোখে মেখো না ভুল মায়ার কাজল,

ওর যে দিগন্তে আছে শঙ্খ সানাইয়ের বিলাপ!

পাখিটির হৃদয়ে রেখো না গৃহের ঝিনুক সুখ বিস্তার,

ওর যে আছে ফেলে আসা আরন্যিক স্মৃতির নীড় ।

পাখিটির জন্য ঝরিও না অশ্রু কোনো ঠিকানা সন্ধানে,

সব পাখিদের ফিরবার ডানা থাকে না জানো নিশ্চয়।

পাখিটির জন্য সাজিও না রঙ্গিন আকাশ পরিপাটি,

পোষা আকাশের প্রেমে কিছু পাখি কাঁদেনি কখনও।









রঙগুলো কেন যে এমন ধূ ধূ ধূসরের প্রেমে হাবুডুবু খেয়ে মিলিয়ে যায়! সেইটা আর জানা হবে না কখনই। তাই বুঝি রাত্রির জমাট বাঁধা দুঃখ গলে গলে ঝরে পড়ে শিশিরের অশ্রু নিলয়ে। চোখে মায়ার কাজল মেখে একজন এসে ঠিকই দাঁড়িয়েছিল তোমার অপেক্ষায়, কিন্তু তোমার চোখে যে দূরবীন ছিল নীলিমার, কাশফুলেদের ঘনঘোরে তুমি আর জানতে পারলেনা তোমার সেই শুক্লা দ্বাদশীর চাঁদ ঊঠেছিল। তোমার আর মন খারাপ হয়না ভেবে আর মন খারাপ করোনা, কারণ বকেরাই শুধু জানে, তাই গোধুলীকে ভালবেসেও ওরা উড়ে যায় উড়ে যায় দিকশূন্য নিরুদ্দেশের পানে। রুপকথার চিরসুখী রাজকন্যারাও বুঝি পার্কের পাতাকুড়োনীদের কষ্টের গল্প পড়তে পড়তে ঘুমিয়ে যায়, আর স্বপ্ন দেখে তারও খুব পাতাকুড়োনীদের মত দুঃখ হবে একদিন।

মন্তব্য ৪৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: দ্বিতীয় লেখাটি বোকামন ভাইকে লেখা। কেন জানি গদ্যকাব্য লেখা হয়না একদমই, কিন্তু লেখাটা আমার খুব প্রিয় হয়ে গেছে!

২| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৩

অলওয়েজ ড্রিম বলেছেন: চমৎকার।
আরন্যিক > আরণ্যক হবে।

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অলওয়েজ ড্রিম ভাই! আরণ্যিক শব্দটাই যে ভালো লাগে বেশী, অভিধানে আরণ্যক আছে, এইটা ঠিক!

শুভকামনা!

৩| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: "তোমার আর মন খারাপ হয়না ভেবে আর মন খারাপ করোনা, কারণ বকেরাই শুধু জানে, তাই গোধুলীকে ভালবেসেও ওরা উড়ে যায় উড়ে যায় দিকশূন্য নিরুদ্দেশের পানে " । অদ্ভুতুড়ে ভালো লাগা ! :)

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আদনান শাহরিয়ার! ভাল লেগেছে জেনে ভালো লাগলো!

শুভকামনা!

৪| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১১

প্রোফেসর শঙ্কু বলেছেন: পাখি-কল্প ভালো লেগেছে।

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর! ভালো লাগায় আনন্দ!

শুভকামনা রইল!

৫| ২৩ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পরেরটা ভাল লাগল। মনে হলো কবিতাই পড়লাম।

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: পাঠে ধন্যবাদ জুলিয়ান দা, আপনার ভালোলাগলে বেশ ভালো লাগে! :)

শুভকামনা!

৬| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: শেষটুকু ভালো লেগেছে। সব মিলিয়ে একটু কারেকশন হলে বোধ হয় ভালো হতো।

ভালো থেকো বংশীবাদক।

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: কি রকম কারেকশন সেইটা কইলা না ক্যান? ফাকি বাজী শুরু করস!?

৭| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৬

বটবৃক্ষ~ বলেছেন: এজ ইউজোয়াল!
মুগ্ধপাঠ!!

গদ্যটাই বেশি ভাল লাগসে!! :) :)

ফেবুতে শেয়ার দিলাম কপি করে লিংক সহ!
আপনাকে ফেবুতে খুজে পাইনি!! আপনাকে মনে করে কে ফেইক আইডি এড করে ফেলসিলাম!! হাহা ! তার নাম ইফতি লিখাছিল!
ফেবুতে থাকলে এড দিয়েন ভাইয়া! :)

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ বটবৃক্ষ!

আমাকে ফেসবুকে খুঁজে পান নাই! আসলে আমার এই বিদঘুটে নিকে ফেবু হিসেব খুলতে দিচ্ছেনা, দিলে খুঁজে পেতে অসুবিধা হত না।

https://www.facebook.com/iftikhar.haque

ইহা আমার ফেবু ঠিকানা, আপনাকে খুঁজে পাইলে আহ্বান পাঠাইতেসি!

ভাল থাকুন বটবৃক্ষ!

শুভকামনা!

৮| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২১

মাহতাব সমুদ্র বলেছেন: হুম। ভালো হয়েছে।

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাহতাব ভাই!

শুভকামনা রইলো!

৯| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১২

মামুন রশিদ বলেছেন: দুটোই সুন্দর । প্লাস

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই!

ভাল থাকুন!

শুভকামনা!

১০| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:
যৈবতী মেঘেদের জলনূপুর

যৈবতী মেঘেদের জলনূপুর


কবি, চমৎকার কবিতাদ্বয়!! শব্দেবিভোর এই আমার সব মুগ্ধতা......

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোনালী দানার চিল! জলনূপুর শব্দটা অবশ্য চুরি করা, অপর্ণাদির কাছ থেকে। :)

কবিতা পাঠে আনন্দম!

অনেক ভালো থাকুন!

১১| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

দারুণ কবি +++++

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্নিগ্ধ কবি!

অনেক অনেক শুভকামনা রইলো!

১২| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার ! মুগ্ধ হয়ে পড়লাম ! দুটাই ভালো লেগেছে অনেক অনেক !

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্বপ্নবাজ!

শুভকামনা নিরন্তর!

১৩| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮

হাসান মাহবুব বলেছেন: দুটাই ভালো লাগসে। তবে প্রথমটা বেশি। একটা হারিয়ে যাওয়া সুর মনে করে দিয়েছে আমায় 8-|

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হা-মা ভাই! হারিয়ে যাওয়া সুরের কথা মনে করিয়ে দিল পাখি!


নিরন্তর শুভকামনা রইল!

১৪| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৭

বাংলার হাসান বলেছেন: দারুণ +++++

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই!

ভালো লাগায় আনন্দম!

শুভকামনা!

১৫| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতা, মুক্তগদ্য দুটোই সুন্দর।

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে দূর্জয় কবি!

অনেক অনেক শুভকামনা!

১৬| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

পাখি ও রাজকন্যার কবিতা ও মুক্তগদ্য একসাথে দারুন +++ রইল

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে ভাই কান্ডারী!

শুভকামনা রইলো!

১৭| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৩

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: দারু্ণ

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নির্লিপ্ত স্বপ্নবাজ!

অনেক অনেক ভালো থাকুন!

১৮| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮

একজন আরমান বলেছেন:
গদ্যকাব্যতা বেশি ভালো লেগেছে।

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে আরমান!

অনেক শুভকামনা রইলো!

১৯| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৪

রোমেন রুমি বলেছেন: ভাল লাগা রেখে গেলাম ।

দুইটাই সুন্দর ।

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রোমেন রুমি!

শুভকামনা রইলো!

২০| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্লাস নিলো না প্রিয় কবি :( ভালো লাগাটা তাই জানাতে পারলাম না ! এই সমস্যা কবে সল্ভড হবে? শুধু কিছু মানুষের ক্ষেত্রেই নাকি এমন হচ্ছে! আমি প্লাসও দিতে পারিনা , প্রিয়তেও নিতে পারিনা।



যাই হোক, কবিতা অংশটা আমার বেশী ভালো লেগেছে, গদ্যকাব্যের আমি নিজে খুব বড় ফ্যান নই অবশ্য! এই কারণেই হয়ত ঠিক অনেক কিছু বুঝে উঠতে পারি না। যদিও এইটা খুবই সুখপাঠ্য ছিল এবং আমার ধারণা অর্থটাও কিছুটা ধরতে পেরেছি! আপনার লেখা বরাবরই অসাধারণ রকমের ভালো লাগে, এখানেও মুগ্ধতার সবটুকু রেখে গেলাম।

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা কিন্তু বুঝে পেয়েছি! :) অনেক অনেক ধন্যবাদ আপনার প্রেরনাদায়ী মন্তব্যের জন্য। অনেক সময় পেজ পুরো লোড না হলে এই অসুবিধাটা হয়। আপনার এই সমস্যা কেন হছে কে জানে!

আমার গদ্যকাব্য পড়তে বেশ ভালো লাগে, কিন্তু আমার লেখাটা আসেনা। ভাবছি কিছু গদ্যকাব্য লেখার চেষ্টা করব। লিখে বেশ মজা আছে এই ধরনের লেখায়।

লেখার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দিকভ্রান্ত পথিক ভাই!

শুভকামনা!

২১| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৭

অদৃশ্য বলেছেন:




লিখাগুলো চমৎকার লাগলো আমার...

যেহেতু দু'টি আলাদা লিখা তাই দু'টোকে আলাদা মার্ক করলে ভালো হতো...


শুভকামনা...

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অদৃশ্য! লেখা ভালো লেগেছে জেনে আনন্দ হল!

এইটা ঠিক বলেছেন, আলাদা দুই লেখার আলাদা দুই মার্কিং দরকার ছিল! সামনের বার মাথায় থাকবে!:)

শুভকামনা!

২২| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫

মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দর কবিতা। ভালোলাগা।

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই,সুপ্রিয় গল্পকার!

শুভকামনা রইল!

২৩| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৪

অনির্বাণ প্রহর বলেছেন: "সব পাখিদের ফিরবার ডানা থাকে না জানো নিশ্চয়"
অনেক ভাল লাগা রেখে গেলাম কবি। সুনফর ! সুন্দর!

২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: পোষা আকাশের প্রেমে কিছু পাখি কাঁদেনি কখনও

অনেক ধন্যবাদ অনির্বাণ প্রহর!

শুভকামনা রইলো!

২৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:

পাখিটির জন্য ঝরিও না অশ্রু কোনো ঠিকানা সন্ধানে,
সব পাখিদের ফিরবার ডানা থাকে না জানো নিশ্চয়।
পাখিটির জন্য সাজিও না রঙ্গিন আকাশ পরিপাটি,
পোষা আকাশের প্রেমে কিছু পাখি কাঁদেনি কখনও।
!!!!



নিষ্ঠুর কিছু সত্য!!!

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: বেশ কিছুদিন পরে আপনার দেখা পেলাম হে রাজকন্যা! :)

হু, নিষ্ঠুর সত্য, পাখিটির জন্য,পরিপাটি আকাশের জন্য! :(

শুভকামনা রইলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.