নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

এখনও সবুজেই হাসিমুখ, প্রতিটি ভালোবাসা

২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৫

যখন কোনো মানবীর আত্মা ছুঁয়ে যায় মানবের,

মেঘে মেঘে মিলনের বজ্রপাতের মতন,

পর্বতের একটা নদীর স্বপ্নে বিভোর হওয়ার মতন,

আলোকের এক নীল ঝর্ণাধারার জন্ম হয়।

এক অপরূপ স্বপ্নবান নক্ষত্রের আস্ত সমস্ত জীবন পুড়ে,

জন্ম নেওয়া তোমাদের এই শ্যামল মৃত্তিকা, যার অবয়বে মায়ারসে,

আকাশগঙ্গার খেয়ালী যুবরাজ সূর্যের নিশুতি মধ্যাহ্নে,

এক আকাশ ভালোবাসার বিস্তার নিয়ে দাঁড়িয়ে থাকে কিন্নর কুজন বটবৃক্ষ।

ওদের হৃদয়ের ডালপালায় বাসা বাঁধে এক পৃথিবী পাখির দল,

যাদের সুর লহরীতে প্রতি সন্ধি প্রকাশে কেঁপে কেঁপে ওঠে সময়ের তানপুরা।

মাটির টানের নেমে আসা বাসনার ঝুড়ি মেলে অপেক্ষায় পাকুড়ের প্রেমে,

নিস্তব্ধ টলটলে ছায়া মেলে অস্ত যায় সোনেলা সৌভিক চিল,

পথ নিয়ে যায় পথিকেরে তার কাছে, যে বসে অপেক্ষার নীড় মেলে,

সবুজ রোদ্দুরের পুতুলের বিয়েতে নেমন্তন্ন যায় ঘাস ফড়িঙ্গের দল,

সানাই বাজিয়ে ঝিঁঝিঁপোকারা পাবে ভরপেট সন্দেশ,

দশ চক্কর নেচে যাবে তরুনী তন্বী জোনাকী জোছনা ফুল,

তোমার গল্পের সেই বট-পাকুড়ের নির্ভেজাল দাম্পত্যের মত

এখনও পবিত্র আছে প্রতিটি ভোর,

এখনও সুরভিত আছে প্রতিটি গোলাপ,

এখনও সাত্যিক আছে প্রতিটি রূপকথা,

এখনও অসীম আছে প্রতিটি নীলিমা,

এখনও সবুজেই হাসিমুখ, প্রতিটি ভালোবাসা!

মন্তব্য ৫০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৪

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: চমৎকার!!! পড়ে অনেক অনেক ভালো লাগলো!!! কি করে লেখেন এত সুন্দর?!!!! অভিনন্দন আপনাকে!!!

২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ খালিদ ভাই! আপনার অনেক ভাল লাগায় অনেক আনন্দম!

কবিতার সাথে থাকুন!

শুভকামনা নিরন্তর!

২| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

দশ চক্কর নেচে যাবে তরুনী তন্বী জোনাকী জোছনা ফুল,
তোমার গল্পের সেই বট-পাকুড়ের নির্ভেজাল দাম্পত্যের মত


+++++ রইল। সুন্দর লিখেছেন।

২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারী!

ভাল লেগেছে জেনে ভাল লাগলো!

শুভকামনা!

৩| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতার মাঝের অংশে মনোযোগ ধরে রাখতে পারি নাই। কারণ কি জানি না আমি।

প্রথম পাঁচ লাইন ভালো আর শেষ অংশ সুন্দর।

সূর্যের নিশুতি মধ্যাহ্ন কি ?

বিসমিল্লাহতেই বানানের গলদ সে আর নাই বা বলি , বললেই তো বলবা ' বানান ভুল কবিতার অলংকার '

তবে আমি বলব ভাব, ভাষার অলংকারে কবিতাকে আরও সমৃদ্ধ করো। আমাদের ভালো লাগবে।

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: পঞ্চম লাইন থেকে একটা গল্প ছিল,-
এক অপরূপ স্বপ্নবান নক্ষত্রের আস্ত সমস্ত জীবন পুড়ে,
জন্ম নেওয়া তোমাদের এই শ্যামল মৃত্তিকা,

আমাদের যে মাটি, যার মূল উপাদানগুলোই তো ভারী মৌল, এই ভারী মৌলগুলো কোত্থেকে এসেছে? সূর্য থেকে তো নয়, সূর্য তো মাত্র হাইড্রোজেন, হিলিয়াম পর্যায়ে আছে। আমাদের মাটির উপাদান গুলোর জন্য কোনো এক নক্ষত্রকে তার পুরোটা জীবন পুড়ে পুড়ে এই ভারী মৌলগুলো তৈরি করতে হয়েছে। তারপর খুব সম্ভবত কোন একটা সুপারনোভা বিস্ফোরণে ছুটে বেরিয়ে আসা একটা নীল স্বপ্নবান অংশ সূর্যের প্রশয়ে পৃথিবী নামের এই গ্রহ তৈরী করেছে, যেখানে মৃত্তিকার অবয়বে বসেছে প্রানের হাট।


আকাশগঙ্গার খেয়ালী যুবরাজ সূর্যের নিশুতি মধ্যাহ্নে,
এক আকাশ ভালোবাসার বিস্তার নিয়ে দাঁড়িয়ে থাকে কিন্নর কুজন বটবৃক্ষ।


খুব কম নক্ষত্রের অধীনেই প্রাণের মেলা বসেছে। আমাদের আকাশগঙ্গা গ্যালাক্সীতে প্রানের ফুল ফোটানোর সম্মানে সূর্য তো যুবরাজ বটেই। আর এই যে প্রানের উৎসব, তার কিছু কথা হচ্ছে-

ওদের হৃদয়ের ডালপালায় বাসা বাঁধে এক পৃথিবী পাখির দল,
যাদের সুর লহরীতে প্রতি সন্ধি প্রকাশে কেঁপে কেঁপে ওঠে সময়ের তানপুরা।
মাটির টানের নেমে আসা বাসনার ঝুড়ি মেলে অপেক্ষায় পাকুড়ের প্রেমে,
নিস্তব্ধ টলটলে ছায়া মেলে অস্ত যায় সোনেলা সৌভিক চিল,
পথ নিয়ে যায় পথিকেরে তার কাছে, যে বসে অপেক্ষার নীড় মেলে,
সবুজ রোদ্দুরের পুতুলের বিয়েতে নেমন্তন্ন যায় ঘাস ফড়িঙ্গের দল,
সানাই বাজিয়ে ঝিঁঝিঁপোকারা পাবে ভরপেট সন্দেশ,
দশ চক্কর নেচে যাবে তরুনী তন্বী জোনাকী জোছনা ফুল,



নিশুতি মধ্যাহ্নে সবুজ রোদ্দুরের পুতুলের বিয়েতে সানাই বাজিয়ে ঝিঁঝিঁপোকারা নেচে যাবে তরুনী তন্বী জোনাকী জোছনা ফুল


এখানে এক জাদুবাস্তব উৎসবের বর্ননা, যেখানে সময়কে দুমরে মুচরে বলা হচ্ছে আমাদের দেখা বোঝার বাস্তবতাই একমাত্র সত্যি কিছু নয়, একমাত্র সুন্দর কিছু নয়!

আমার একটা প্রশ্ন ছিল,
সূর্যের নিশুতি মধ্যাহ্ন কি ? - এই প্রশ্নে 'কি' হবে না 'কী' হবে?


এক কবিতা নিয়া মেলা কথা লিখা ফেলসি! B:-)

পরে আরও বিস্তারিত আলাপ হবে!

শুভরাত্রি!

৪| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

সোমহেপি বলেছেন: অনেক সুন্দর কবিতা।

এখনও পবিত্র আছে প্রতিটি ভোর,
এখনও সুরভিত আছে প্রতিটি গোলাপ,
এখনও সাত্যিক আছে প্রতিটি রূপকথা,
এখনও অসীম আছে প্রতিটি নীলিমা,
এখনও সবুজেই হাসিমুখ ...........

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোমহেপি!

কবিতা পাঠে আনন্দ!

শুভকামনা!

৫| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: এখনও পবিত্র আছে প্রতিটি ভোর,
এখনও সুরভিত আছে প্রতিটি গোলাপ,
এখনও সাত্যিক আছে প্রতিটি রূপকথা,
এখনও অসীম আছে প্রতিটি নীলিমা,
এখনও সবুজেই হাসিমুখ, প্রতিটি ভালোবাসা!

চমৎকার কয়েকটি শব্দের ব্যবহারে মুগ্ধ হলাম !

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার ভালো লাগা বিশেষ আনন্দ দেয় স্বপ্নবাজ!

অনেক অনেক শুভকামনা রইলো!

৬| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৭

বোকামন বলেছেন:





কবিতায় গল্প অথবা গল্পে কবিতা পড়লাম !

এক আকাশ ভালোবাসার বিস্তার নিয়ে দাঁড়িয়ে থাকে কিন্নর কুজন বটবৃক্ষ।
ওদের হৃদয়ের ডালপালায় বাসা বাঁধে এক পৃথিবী পাখির দল,
যাদের সুর লহরীতে প্রতি সন্ধি প্রকাশে কেঁপে কেঁপে ওঠে সময়ের তানপুরা।



প্রিয় কবি ! সবুজ রোদ্দুরের পুতুলের বিয়েতে নেমন্তন্ন কখনো পাবো কি-না জানিনা। তবে বলতে পারবো আপনার এই কবিতাটি পড়েছিলাম .....।

“+”

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: সুপ্রিয় বোকামন ভাই, সবুজ রোদ্দুরের পুতুলের বিয়েতে আমাদেরও নেমন্তন্ন থাকবে আশা করি, ঝিঁঝিঁপোকাদের সানাইয়ের বিরতিতে আমি বাঁশি হাতে আর আপনি গিটার হাতে নেমে যাব, আমাদের জন্যও ভরপেট সন্দেশ থাকবে নিশ্চয় ! তরুনী তন্বী জোনাকীদের নাচ শেষে আমরাও নাচবো জলপরীদের সাথে, ওদের নুপুরে বাজবে পাহাড়ী বৃষ্টির বাজ!

ভালোবাসা রইলো!

৭| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১১

টুম্পা মনি বলেছেন: যখন কোনো মানবীর আত্মা ছুঁয়ে যায় মানবের,
মেঘে মেঘে মিলনের বজ্রপাতের মতন,
পর্বতের একটা নদীর স্বপ্নে বিভোর হওয়ার মতন,
আলোকের এক নীল ঝর্ণাধারার জন্ম হয়।

অনেক ভালো লাগা।

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি!

পাঠে ভালো লাগা!

অনেক অনেক শুভকামনা!

৮| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: আমার কোন একটা লেখার কিছু লাইন এমন ছিলঃ
প্রকৃতির রং সবুজ
সৌন্দর্যের রং সবুজ
আশাহীনের আশা সবুজ

ভাল হয়েছে কবিতা। ব্যাস্ত সময় যাচ্ছে বুঝি? :)
প্লাস দেয়া যাচ্ছেনা কেন যেন!

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রকৃতির রং সবুজ
সৌন্দর্যের রং সবুজ
আশাহীনের আশা সবুজ


আপনার গল্প নিয়ে কিছু বলার নেই, তবে উপরের তিন লাইন পড়ে আপনার কবিতা পড়তে ইচ্ছে করছে, নিঃসন্দেহে সেইটা দুর্দান্ত হবে!

আপনার গল্প পড়েছি আজ ঘুম থেকে উঠে, সকাল বেলা সুন্দর একটা গল্প পরে দিন শুরু হল!

শুভকামনা সুপ্রিয় গল্পকার!

৯| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: নিচের উপমাগুলা বেমানান লাগছে

-এক পৃথিবী পাখির দল

-সোনেলা সৌভিক চিল ( সোনেলা বা সৌভিক যে কোন একটা হলে চলত)

-তরুনী তন্বী জোনাকী জোছনা ফুল !

নিচের লাইনটা মনে ধরছে -

এখনও সাত্যিক আছে প্রতিটি রূপকথা !

তবে লাইনটা এভাবে পড়েছি -

এখনও সত্য হয়ে উঠে প্রতিটি রূপকথা !

২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতার উপমা নারীর মনের মতই রহস্যময়, কখন যে ভাল লাগে আর কখন যে খারাপ লাগে কবিতা নিজেই সব সময় বুঝে উঠতে পারে না! :-B

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ!

এখনও সাত্যিক আছে প্রতিটি রূপকথা- সাত্যিক আছে লিখতে হয়েছে আগের ছন্দে রাখার জন্য, তবে অর্থ আপনি যেটা ধরে নিয়েছেন সেটাই বলতে চেয়েছি!

অনেক শুভকামনা রইলো!

১০| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৬

রাইসুল নয়ন বলেছেন:
দারুণ লিখেছেন ইফতি ভাই,
কতো কতো ভাবনা ধরে এনে কবিতার বক্ষে সাজিয়ে দিয়েছেন!!
মুগ্ধ হয়ে পড়লাম,
কবিতাটা ভিন্ন ধাঁচের।

একটা লাইন সবথেকে বেশী ভালো লাগছে,কিন্তু বলবনা :)


শুভকামনা।

২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ রাইসুল ভাই!

কবিতাতে আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে! :)

আশা করি ভালো আছেন!

ভালো লাগার লাইনটা বলবেন না? কি আর করা, কিছু থাক না তবে গুপন!

শুভকামনা রইল অনেক অনেক!

১১| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “তোমার গল্পের সেই বট-পাকুড়ের নির্ভেজাল দাম্পত্যের মত
এখনও পবিত্র আছে প্রতিটি ভোর,
এখনও সুরভিত আছে প্রতিটি গোলাপ,
এখনও সাত্যিক আছে প্রতিটি রূপকথা,
এখনও অসীম আছে প্রতিটি নীলিমা,
এখনও সবুজেই হাসিমুখ, প্রতিটি ভালোবাসা!”

-দারুণ :)

২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল ভাই!

কবিতা পাঠে কৃতজ্ঞতা!

শুভকামনা নিরন্তর!

১২| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: পিলাচ ;)

২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: পিলাচ বুঝিয়া পাইলাম! :)

১৩| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৫

অনির্বাণ প্রহর বলেছেন: অনবদ্য! একটু ভিন্ন স্বাদের, ভিন্ন রকম।
কিছুই আর বলার নেইরে ভাই সবাই সব কিছু বলে দিয়েছে।
+++++++

২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ অনির্বাণ প্রহর ! আপনার ভাল লেগেছে জেনে আনন্দ!

অনেক ভালো থাকুন!

১৪| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৭

অনির্বাণ প্রহর বলেছেন: ''এখনও পবিত্র আছে প্রতিটি ভোর,
এখনও সুরভিত আছে প্রতিটি গোলাপ,
এখনও সাত্যিক আছে প্রতিটি রূপকথা,
এখনও অসীম আছে প্রতিটি নীলিমা,
এখনও সবুজেই হাসিমুখ, প্রতিটি ভালোবাসা!''

২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: সবুজ রোদ্দুরের পুতুলের বিয়েতে নেমন্তন্ন যায় ঘাস ফড়িঙ্গের দল,
সানাই বাজিয়ে ঝিঁঝিঁপোকারা পাবে ভরপেট সন্দেশ,
দশ চক্কর নেচে যাবে তরুনী তন্বী জোনাকী জোছনা ফুল!

১৫| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৭

সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা রইলো।

২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ চন্দ্রকবি!

শুভকামনা রইলো!

১৬| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: যখন কোনো মানবীর আত্মা ছুঁয়ে যায় মানবের,


-এর পর একটি অবধারিত জিজ্ঞাসা জেগে থাকে যে কারণে আমার কাছে অসম্পূর্ণ মনে হয়েছে।

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: এর পরের একটি অবধারিত জিজ্ঞাসায় কবির কল্পনা ছিল-

আলোকের এক নীল ঝর্ণাধারার জন্ম হয়


কবিতা পাঠে ভালো লাগা জুলিয়ান দা!

শুভকামনা!

১৭| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৩

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কবিতা সুপ্রিয় কবি। ভাল লাগলো।+++

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই! কবিতায় আপনার উপস্থিতিতি সব সময় আনন্দের!

ভালো থাকুন অনেক!

১৮| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪১

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক 'পবিত্র' কন্সেপ্টের কবিতা। ভালো লেগেছে কবি।

২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: আসলেই বেশ পবিত্র ধ্যান ধারনার কবিতা হইসে!

শুভকামনা রইলো প্রোফেসর!

১৯| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৭

মামুন রশিদ বলেছেন: এখনও পবিত্র আছে প্রতিটি ভোর,
এখনও সুরভিত আছে প্রতিটি গোলাপ,
এখনও সাত্যিক আছে প্রতিটি রূপকথা,
এখনও অসীম আছে প্রতিটি নীলিমা,
এখনও সবুজেই হাসিমুখ, প্রতিটি ভালোবাসা!


বাহ! খুব সুন্দর । পড়ে আরাম পেয়েছি :)

২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই! আরামদায়ক একটা কবিতা লিখতে পেরে কবি আনন্দিত!

শুভকামনা রইলো!

২০| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১৬

রোমেন রুমি বলেছেন:

সুন্দর কাব্য ;
ভাল লাগা রেখে গেলাম ।

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রোমেন রুমি!

শুভকামনা রইলো!

২১| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সত্যিকারের একজন কবিকে অভিনন্দন !!

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গিয়াসলিটন ভাই!

অসম্ভব ভালো লাগার একটা মন্তব্য করলেন! :) অনুপ্রানিত!

শুভকামনা রইলো!

২২| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: আমার একটা প্রশ্ন ছিল,

সূর্যের নিশুতি মধ্যাহ্ন কি ? - এই প্রশ্নে 'কি' হবে না 'কী' হবে


-- সূর্যের নিশুতি মধ্যাহ্ন কী -- হবে।

শর্টকাটে কি আর কী নিয়ে বলি -- যে কিয়ের উত্তর একাধিক আসতে পারে সেখানে " কি " হবে আর নির্দিষ্ট উত্তর আসলে " কী " হবে।

কমেন্ট এডিট করা যায় না তাই আবার কমেন্ট করলাম। পোস্টে ভুল হলে কোনও ক্ষেত্রে সেটা ঠিক করা যায় কিন্তু কমেন্টে যায় না , দুঃখও লাগে। দ্রুত কমেন্ট করতে গেলে বা লিখতে গেলে অনেকসময় ভুল হয়ে যায়।

কবিতার ব্যাখ্যা দেয়ার জন্য ধন্যবাদ।

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: কি এবং কী সংক্রান্ত ব্যাখ্যা দেওয়ার জন্য ধন্যবাদ! :P

যে কিয়ের উত্তর একাধিক আসতে পারে সেখানে " কি " হবে আর নির্দিষ্ট উত্তর আসলে " কী " হবে।- জটিল হয়ে গেলু! B:-)


২৩| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, চমৎকার হৈসে খুব ||

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কবি'র মুন ভাই! :)

শুভকামনা রইলো অনেক!

২৪| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর কবিতা।
কিছু কিছু অপ্রচলিত শব্দের ব্যবহার আমার ভালোই লেগেছে।

প্রতিউত্তরে কবিতার ব্যাখা পড়লাম। তবে কবিতার ব্যাখা সবসময়
দেয়া মনে হয় ঠিক না!!

শুভকামনা কবি!!

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ সোনালী ডানার চিল!

নিস্তব্ধ টলটলে ছায়া মেলে অস্ত যায় সোনেলা সৌভিক চিল
- এই লাইনটা লেখার সময় আপনার কথা মনে পড়েছে! :)

সুন্দর কথা বলেছেন, কবিতার আসলে কোনো ব্যাখ্যাই হয়না। তবে কখনও কখনও কল্পনার গল্পটা বলতে ভালো লাগে!

ভালো থাকুন চিল, আপনার উড়াউড়ি আরও কাব্যিক হোক!

২৫| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

হাসান মাহবুব বলেছেন: খুব সুন্দর।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হা-মা ভাই! আপনার ব্লগিং দিন দিন শ্রদ্ধা বাড়াচ্ছে। পুরনো কিছু পোস্ট পড়তে গিয়ে দেখি সেখানেও আপনি আছেন, আজ সন্ধ্যাতেও আপনি আছেন। সিনিয়র ব্লগার হিসেবে আপনার ভূমিকা খুবই ভালো লাগছে।

সাথে থাকার জন্য কৃতজ্ঞতা!

শুভকামনা!

২৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আবার আপনার ব্লগে আসলাম । আজকে সময় নিয়ে এসেছি, আশা করছি অনেকগুলো কবিতা শেষ পড়তে পারবো ।


তোমার গল্পের সেই বট-পাকুড়ের নির্ভেজাল দাম্পত্যের মত

এইরকম কিছু ভালো লাগা সাথে নিয়েও যেতে পারবো আশা করছি । :) :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: ব্লগে ঢুকেই দেখি বেশ কিছু অদেখা মন্তব্য! অবাক হয়ে গেলাম! নতুন কোনো পোস্ট তো দেওয়া হয়নি! পরে আবিস্কার করলাম আপনার পদচারনা! ব্লগজীবনে এক নতুন সুখকর অভিজ্ঞতা!

চলুন দেখা যাক কেমন হল আপনার পরিভ্রমণ!


২৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: পরিভ্রমণ আনন্দময় হয়েছে । যদিও পথের অনেকটাই বাকি । আবারও কোনও একদিন এসে এইভাবেই ঘুরে যাবো ! আপনার পুরনো পোস্টগুলোর ঘুম ভাঙ্গিয়ে !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি একটা অসাধারণ সারপ্রাইজ দিলেন! আপনার সাথে সাথে আমারও পুরনো লেখাগুলো পড়া হল, চমৎকার সময় কাটল আপনার সাথে!

সকৃতজ্ঞ শুভকামনা জানবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.