নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

তোমাদের সন্তান

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৪

প্রতিটি মানুষের ভাবনার নিকষ নিভৃতে,

জ্বলজ্বল করে পাখা নাড়ে অমরত্বের অমিয় আকাঙ্ক্ষা।

ভালোবাসার আলোক মশাল হাতে নিয়ে,

প্রজন্ম থেকে প্রজন্মে ছুটে যাওয়ার ঊর্ধ্বশ্বাস অভিযানে,

মুখোমুখি এসে দাঁড়ায় সময়ের দুই ক্রমিক প্রতিভূ।

একজন অতীত ছুঁয়ে বর্তমান,

একজন বর্তমান ছুঁয়ে আগামীর।

সময়ের বাসনা-বিদ্ধ সুনীল সন্তান দল,

মহাকালের রিলে রেসের সম্মানিত দৌড়বিদেরা,

দু পায়ে উঠে দাঁড়াও-

পর্বত চূড়ার মত মাথা তুলে,

জীবনের বেদনায় জেগে ওঠ-

অনন্ত অতলান্তিক ফুঁড়ে,

দিগন্তে ভেড়াও দৃষ্টি-

শঙ্খ প্রদীপের রোদ মায়া জুড়ে।

ছুটে যাও, ছুটে যাও-

জীবনের আলো আধারী মধুরাঙ্গা পথ বেয়ে।

সময়ের দম দেওয়া সুন্দর খেলার পুতুলেরা,

যদিও তোমাদের পাখা নেই উড়বার,-

তাই তোমাদের কাঁদাবে নভোচারী স্বপ্নেরা।

যদিও তোমাদের মাছেদের মত শ্বাসযন্ত্র নেই,-

তাই তোমাদের পোড়াবে অতলে ডুবে যাবার আহ্বান।

যদিও তোমাদের নেই অনিন্দ্য অমরত্ব,-

তাই তোমাদের কোলজুড়ে উঁকি দেবে ভালোবাসার ফুল।

তোমাদের সন্তানেরা,

জেনো,-

তোমাদেরই সুরভিত গান।

তোমাদের সন্তানেরা,

তাই,-

তোমাদেরই নির্ভুল নির্বাণ!













*** উৎসর্গ- শ্রদ্ধেয় ব্লগার আমিনুর রহমান ভাই। তার পিতা-পুত্রের প্রো পিকখানি এই লেখাটির অন্যতম অনুপ্রেরণা! বাপ-ব্যাটা কে শুভকামনা, সেইসাথে ব্লগের সকল জনক জননী! মানুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ উপহার হচ্ছে তার সন্তানের শৈশব, যার মাধ্যমে সে আবার তার জীবনের ইন্দ্রজাল সময়টাকে আবার ছুঁয়ে দেখবার সুযোগ পায়।

মন্তব্য ৫২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:০২

নিয়েল হিমু বলেছেন: বিলিভ করেন আর না করেন আজকে আপনাকে খুজে বের করে কবিতা পড়তাম রাত আরেকটু গভির হলে কিন্তু প্রথম পাতাতেই পেয়ে গেলাম :)

বাবার কোলে সন্তান পৃথিবীর সুন্দর দৃশ্য গুলোর মদ্ধে ৩য় । মায়ের কোলে ২য় এবং মা খাইয়ে দিচ্ছে এটা প্রথম :)

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: নিয়েল হিমু ভাই, কতদিন পরে দেখা, অনেক ভালো লাগছে! মজার বিষয় হচ্ছে আমিও পোস্ট না দিয়েই ঘুমিয়ে পড়ার জন্য বের হয়ে গিয়েছিলাম। পরে কি মনে করে পোস্ট দিলাম। হয়ত আপনার সাথে দেখা হয়ে যাবে তাই!


বাবার কোলে সন্তান পৃথিবীর সুন্দর দৃশ্য গুলোর মদ্ধে ৩য় । মায়ের কোলে ২য় এবং মা খাইয়ে দিচ্ছে এটা প্রথম :)
- দুর্দান্ত শ্রেনীবিভাগ হয়েছে, সহমত!

শুভকামনা রইলো হিমু ভাই!

২| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৮

টুম্পা মনি বলেছেন: আমিনুল ভাইয়ার প্রোপিক আসলেই খুব কিউট। অজস্র মুগ্ধতা বাবা-সন্তানের এই ভালোবাসার জন্য।

আপনার কবিতাটিও কিন্তু খুব চমৎকার। শুভকামনা।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি!

আমিনুর ভাইয়ের প্রো পিক নিয়ে আর কী বলব, খুবই চমৎকার একটা ছবি!

কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগছে। :)

ভালো থাকুন!

শুভকামনা নিরন্তর!

৩| ৩১ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:০৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ছুটে যাও, ছুটে যাও-
জীবনের আলো আধারী মধুরাঙ্গা পথ বেয়ে।
সময়ের দম দেওয়া সুন্দর খেলার পুতুলেরা,
যদিও তোমাদের পাখা নেই উড়বার,-
তাই তোমাদের কাঁদাবে নভোচারী স্বপ্নেরা।
যদিও তোমাদের মাছেদের মত শ্বাসযন্ত্র নেই,-
তাই তোমাদের পোড়াবে অতলে ডুবে যাবার আহ্বান।
যদিও তোমাদের নেই অনিন্দ্য অমরত্ব,-
তাই তোমাদের কোলজুড়ে উঁকি দেবে ভালোবাসার ফুল।



-এই অংশটা বেশ। পরিপূর্ণ।

(বাপ-ব্যাটার জন্য অনেক শুভ কামনা।)

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: এই অংশটা আমার নিজেরও সবথেকে পছন্দ হয়েছে, বলা যায় এই অংশটুকুর জন্যই কবিতা হিসেবে দাবী করা যায়, অন্য সব অংশগুলো গতানুগতিক বলা যায়।

শুভকামনা রইলো জুলিয়ান দা!

৪| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৬

আমিনুর রহমান বলেছেন:




কৃতজ্ঞতা ইফতি। বেশ কয়েকবার পড়লাম।
এতটাই মুগ্ধতা ছুয়ে গেলো কি লিখবো বুঝে উঠে পারছিনা না।
আমার প্রোপিকের ছবিটা আমার জীবনের শ্রেষ্ঠ ছবি। শত মন
খারাপের মাঝে এই ছবিটার দিকে তাকালে মন ভালো হয় যায়।
আর তোমার কবিতাটা আমার মন ভালোর আরো একটি খোরাক
দিলো। যখন মন খারাপ হবে তখন এই কবিতাটা পড়ব।


অনেক অনেক শুভকামনা রইল।

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: মাঝে বেশ কয়েকদিন মনে হয়েছে আপনার প্রো পিকের জন্য লিখব, কিন্তু কেন জানি আসেনি। মাঝে তো একবার ভাবলাম নিজের সন্তান না হইলে বোধহয় পুলাপাইন নিয়ে লেখা আসবেনা, তখন ভেবেছিলাম কাহলিল জীব্রানের 'চিলড্রেন' অনুবাদ করে ফেলবো কিনা! সেদিন অফিসে বসে লেইখাটা আপনা আপনি হাজির হইলো! :)

লেখা আপনার ভালো লেগেছে এবং মন খারাপের সহায় বন্ধু মনে হচ্ছে, জেনে কবির পয়সা উসুল!

বাপ-ব্যাটা ভালো থাকুক! রিলে রেস ঠিকঠাক চলুক!

৫| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১০

এক্সপেরিয়া বলেছেন: আমিনুর ভাইয়ের পিকটা সত্যিই সুন্দর এবং জটিল হয়েছে....

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আমিনুর ভাইয়ের প্রো পিক নিয়ে কথা নাই, কবিতাই স্বয়ং হাজির!

শুভকামনা এক্সপেরিয়া!

৬| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনার কবিতা সকালে এসেই নির্বাচিত পাতায় পেয়ে গেলাম।

অসাম লেগেছে! :)

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগছে!

আপনার নিকটা দেখলেই আমার শুধু ছুটির কথা মনে হয়, আজ আমার ছুটি, - আজ আমি কোথাও যাবনা!


শুভকামনা!

৭| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৩

একজন আরমান বলেছেন:
তোমাদের সন্তানেরা,
তাই,-
তোমাদেরই নির্ভুল নির্বাণ!


চমৎকার ইফতি ভাই।

আমিনুর ভাইয়া ও তার পরিবারের প্রতি শুভকামনা রইলো অনেক। :)

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: তোমাদের সন্তানেরা,
জেনো,-
তোমাদেরই সুরভিত গান।
তোমাদের সন্তানেরা,
তাই,-
তোমাদেরই নির্ভুল নির্বাণ!


ধন্যবাদ আরমান!

শুভকামনা রইলো!

৮| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩

আরজু পনি বলেছেন:

এতো ভালো ভালো লেখা দেখে নিজেকে কেমন যেন বোকা বোকা লাগে !

আর উৎসর্গের কথাগুলো খুব ভালো লাগলো ।

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, ব্লগে যারা ভালো লিখেও বিনয়ের প্রতিনিধি বনে যান আপনিও দেখি তাদের একজন! আপনার লেখার বিষয় বৈচিত্র্য চমৎকার! নানা বিষয়ে লিখতে পারেন! এইটা খুব ভালো লাগে!

কবিতা পাঠে আনন্দ!

শুভকামনা!



৯| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

মাক্স বলেছেন: কবিতা ভাল্লাগসে!

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাক্স!

আপনার দারুণ গল্প পড়ে আসলাম! অসাধারণ লিখেছেন!

কবিতা ভালো লাগায় আনন্দ!

ভালো থাকুন!

১০| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতাটায় শ্রেফ মুগ্ধতা ! চমৎকার হয়েছে !
আর ছবির ব্যাপারে কি বলবো বাপকা বেটা নাকি বেটাকা বাপ ?
বাপ-বেটার জন্য অনেক অনেক শুভকামনা !!!

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার প্রশ্নটা যদি একটা বিসিএস নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে সাজাই,

সঠিক উত্তরে খোঁচা দিনঃ

ছবির ব্যাপারে কি বলা যায়?

(ক) বাপকা বেটা
(খ) বেটাকা বাপ
(গ) ক ও খ উভয়
(ঘ) কোনটিই নয়

উত্তর হবেঃ- ( ) :P

১১| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৬

শ্যামল জাহির বলেছেন: না, এমন মানব জনম আর হবেনা!
লেখায় 'লাইক' বাটন! :)

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম শ্যামল জহির ভাই!

এমন মানব জনম আর কি হবে?
মন যা কর ত্বরায় কর এই ভবে!
- এইটা গুরু লালন সাঁইজীর কথা!

কবিতা পাঠে আনন্দ!


শুভকামনা রইলো!

১২| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২০

মাক্স বলেছেন: ভালো লাগসে শুধু মুখে বলে গেসি, প্লাস বাটন কাজ করে নাই। এইটা কিন্তু আমার দোষ না!

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: সামুর সার্ভার ইদানীং বড়ই খেয়ালী হৈ যাইতেসে দেখসেন? কখন যে কী করবে, আদৌ আপনি প্রবেশ করতে পারবেন কিনা, সবকিছুই অনিশ্চিত! আনিশ্চয়তাবাদে আসক্ত হৈল কিনা কে জানে! :-*

১৩| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৫

বোকামন বলেছেন:





একজন অতীত ছুঁয়ে বর্তমান,
একজন বর্তমান ছুঁয়ে আগামীর।


মানুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ উপহার হচ্ছে তার সন্তানের শৈশব

প্রিয় কবি,
আপনার উপলব্ধিতে বিশেষ ভালোলাগা।
আর কবিতা !
সেতো সবসময়ই ভালো লিখেন
নতুন করে নাই-বা করলাম প্রশংসা....।



৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: মানুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ উপহার হচ্ছে তার সন্তানের শৈশব
-

মানুষের জীবনের অন্যতম সুমধর প্রশান্তি হচ্ছে বৃদ্ধ পিতামাতার সন্তুষ্টির আত্মপ্রসাদ! বৃদ্ধ অবস্থায় বাবা মা কে খুশী করতে পারাটাও সুমধুর শান্তির উপহার!

আপনাকে কবিতায় পাওয়া মানে চমৎকার একটা ভালো লাগা সুপ্রিয় বোকামন ভাই!

অনেক অনেক শুভকামনা রইলো!

১৪| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৮

অনির্বাণ প্রহর বলেছেন: 'তোমাদের সন্তানেরা,
জেনো,-
তোমাদেরই সুরভিত গান।
তোমাদের সন্তানেরা,
তাই,-
তোমাদেরই নির্ভুল নির্বাণ!'

বাহ! চমৎকার লেখা!

কয়েকবার পড়লাম, অনেক সাবলীল আর সুন্দরের সুরে আচ্ছাদিত কিছু শব্দবন্ধনী আমাকে নাড়িয়ে গেল।
আরো লেখার অপেক্ষায় রইলেম কবি। :)

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অনির্বাণ প্রহর!

অল্প সামান্য লেখা পড়েই আপনার লেখার ভক্ত হয়ে গেছি, আমার মনে হচ্ছে সামনের দিয়ে আপনার কাছ থেকে দুর্দান্ত কিছু কবিতা পাবো, যে কথা এখনও বলা হয়নি, তার কিছু কথা শোনা হবে!

শুভকামনা রইলো!

কবিতার অপেক্ষায়, কবিতার ভালোবাসায়- ভালো থাকুন শেষমেশ!

১৫| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০১

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবি, আশাবাদী কবিতা ভালো লেগেছে। এখনকার যুগে আশাবাদের বড্ড প্রয়োজন।

শুভেচ্ছা রইল।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর!

কবিতারা হয়ত সবসময় আশাবাদী, যদিও কখনও সে নিরাশার কথা বলে। আর যখন সে আগামীর, তখন সে পুরোটাই আশাবাদী। :)

শুভকামনা!

১৬| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা , উৎসর্গ দুইই ভালো লাগলো।

কোনও এক পোস্টে আমিন ভাই বলছিলেন এই প্রপিকটা উনার বাবুর ৭ দিন বয়সে তোলা। এখন আমাদের ভাতিজা মাশাল্লাহ বড় হয়েছে।

একজন অতীত ছুঁয়ে বর্তমান,
একজন বর্তমান ছুঁয়ে আগামীর।
সময়ের বাসনা-বিদ্ধ সুনীল সন্তান দল,


-- এই অংশটা খুব সুন্দর

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: তোমরা যারা জনক জননী, তোমরা নিশ্চয় অনুভব করতে পার পুরোপুরি সন্তানের সুঘ্রাণ! আমাদেরকে কল্পনা করতে হয়। তবে বাসার পিচ্চিগুলা দিয়ে কাছাকাছি একটা অনুভূতি পাই!

ভাতিজা তো তাহলে মাশাল্লাহ বড় হইসে!

তোমার না একটা কবিতা লেখার কথা!

১৭| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪১

হাসান মাহবুব বলেছেন: চমৎকার লাগলো।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হামা ভাই!


শুভকামনা!

১৮| ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: যদিও তোমাদের নেই অনিন্দ্য অমরত্ব,-
তাই তোমাদের কোলজুড়ে উঁকি দেবে ভালোবাসার ফুল

কি চমৎকার!!!

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: তোমাদের সন্তানেরা,
জেনো,-
তোমাদেরই সুরভিত গান।
তোমাদের সন্তানেরা,
তাই,-
তোমাদেরই নির্ভুল নির্বাণ!

ধন্যবাদ আদনান শাহরিয়ার!

শুভকামনা রইলো!

১৯| ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বাহ !!
প্রতিটি মানুষের ভাবনার নিকষ নিভৃতে,
জ্বলজ্বল করে পাখা নাড়ে অমরত্বের অমিয় আকাঙ্ক্ষা।
ভালোবাসার আলোক মশাল হাতে নিয়ে,
প্রজন্ম থেকে প্রজন্মে ছুটে যাওয়ার ঊর্ধ্বশ্বাস অভিযানে,
মুখোমুখি এসে দাঁড়ায় সময়ের দুই ক্রমিক প্রতিভূ।

লাইন গুলো অসাধারন !!

উৎস্বর্গে ++++ ।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ তাসনুভা !

আমার এক বন্ধু খুব সুন্দর করে বলতো যে বেঁচে থাকাটা একটা রিলে রেস, আমরা সবাই ছুটছি আর ছুটছি ...

শুভকামনা !

২০| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৬

সায়েম মুন বলেছেন: কবিতা এবং এর পেছনের কাহিনী ভাল লাগলো। লিখে যান কবি।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ হে চন্দ্রকবি!

অনেক ভালো থাকুন!

অনেক লিখে চলুন!

২১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা । ভাল লাগলো ।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই!

আপনাকে আবারও বর্ষপুর্তির শুভেচ্ছা!

ভালো থাকুন!

২২| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:



দুর্দান্ত কবিতা ++++ অগণিত

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারী!

শুভকামনা রইলো!

২৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন লেগেছে।

আমিনুর ভাই ও তার পুত্রকে শুভকামনা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে দূর্জয় কবি!

পিতা পুত্রকে শুভকামনা!

ভাল থাকুন আপনিও!

২৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

অদৃশ্য বলেছেন:





চমৎকার হয়েছে লিখাটি... খুবই ভালো লেগেছে আমার...


শুভকামনা...

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই অদৃশ্য!

কবিতা ভালো লাগায় আনন্দ!


ভালো থাকুন অনেক!

২৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

তাসফিক হোসাইন রেইজা বলেছেন: লেখাটা খুব ভাল লাগছে ভাই :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ তাসফিক!

কবিতা পাঠে ভালো লাগা!

শুভকামনা রইলো!

২৬| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৯

আমিনুর রহমান বলেছেন:



তোমাদের সন্তানেরা,
জেনো,-
তোমাদেরই সুরভিত গান।
তোমাদের সন্তানেরা,
তাই,-
তোমাদেরই নির্ভুল নির্বাণ!



তোমার মধ্যে বাবা না হয়ে একজন বাবার অনুভতি বোঝা দেখে মুগ্ধ।

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: আগে বুঝতামনা! এখন একটু একটু বুঝতে পারি,- বাসায় বড় ভাই বোনদের পিচ্চিগুলো আসার পরে কাছে থেকে দেখা হচ্ছে! পুলাপাইন না থাকলে পূর্নবয়স্ক মানুষ গুলোর জন্য বেঁচে থাকা মুশকিল হয়ে যেত!

শুভকামনা আমিনুর ভাই!

আপনার সাথে দেখা হওয়ার অনুভূতি চমৎকার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.