নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

আবার কবে সূর্য হয়ে,- আবার কবে ডাকবি?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫২





আমার তুমি, আমার ভূমি,

আমার মেঘে তোমার জল,

তোমার আমি, তোমার কুড়ি,

তোমার ফুলে আমার ফল।

আমার নদী, আমার নিদি,

আমার কূলে তোমার বান,

তোমার তরী, তোমার হৃদি,

তোমার সুরে আমার গান।

আমার আলো, আমার ভালো,

আমার বুকে তোমার শ্বাস,

তোমার ইচ্ছে, তোমার খুশি,

তোমার দেহে আমার চাষ।

আমার স্বপ্ন, আমার মুক্তি,

আমার কোলে তোমার বাস,

তোমার মোক্ষ, তোমার সুপ্তি,

তোমার স্বপ্নে জীবন নাশ!









আমার পথে তোমার ধুলো, জোনাকীরা সব হাসলো,

তোমার চোখে আমার জল, কাজল মায়া মাখলো,

তোমার আমার যৌথ খামার, যুগল পদ্ম ফুটলো,

বেলা শেষের, একলা মনে, বৃষ্টিরা সব ছুটলো।



জোছনা ফুলের সুবাস মেখে, বোকা চাঁদটা জাগলো,

পাড়ায় পাড়ায় রটলো খবর, কাশবনে ঢেউ ভাঙ্গলো,

কাজলা দিঘীর মেঘলা জলে, আলোর ছায়া পড়লো,

সব গল্পের শেষ থাকে কী? নটে গাছটা মুড়লো!



ছুঁয়ে দেব দুখ টাপুরটুপুর, আবার কবে আসবি?

মেলে দেব রঙ গোধূলী সিঁদুর, আবার কবে সাজবি?

কিনে দেব সুখ আলতা নূপুর, আবার কবে নাচবি?

মুড়ে দেব বিষ বিষাদ দুপুর, আবার কবে হাসবি?



আমার কিচ্ছু ভাল্লাগে না,আবার কবে সূর্য হয়ে,-

আবার কবে ডাকবি?











উৎসর্গঃ শ্রদ্ধেয় ব্লগার হামা ভাই ও সমুদ্র কন্যা ব্লগার দম্পতিকে! আগের পোষ্টে হামা ভাই বলেছিলেন একটা উচ্ছল ছন্দকবিতা হলে কেমন হয়? ছন্দকবিতা লেখার চেষ্টা করলাম। সেই সাথে কয়েকদিন আগেই মাত্র আমি আবিস্কার করেছি যে তারা শুভ পরিণয়ে আবদ্ধ হইয়া আছে বেশ আগে থেকেই, যা আমার জন্য বড় মনোরম চমক ছিল। ছন্দ ও বাগিচার ফুল সহযোগে ব্লগার দম্পতিকে শুভেচ্ছা!

মন্তব্য ৬২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮

শ্রাবণ জল বলেছেন: আমার কিচ্ছু ভাল্লাগে না,আবার কবে সূর্য হয়ে,-
আবার কবে ডাকবি?


বাহ, বেশ লাগল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শ্রাবণ জল!

ভালো লেগেছে জেনে ভালো লাগছে!


শুভকামনা রইলো!

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: সহজ কবিতায় সহজিয়া ভালো লাগা । তবে আমার মনে হয় একটু জটিলতায় আপনাকে মানায় ! :D যাই হোক, শুভেচ্ছা জানবেন !

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, একটু জটিলতায় আমিও আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি! সহজ কথা সহজে বলার চাইতে জটিল কথা জটিল করে বলা সহজ!


শুভকামনা!

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
উৎসর্গ ও ভালো লেগেছে।।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দূর্জয় কবি!

উৎসর্গঃ ইহা সারপ্রাইজড হইয়া সারপ্রাইজ করবার একটি প্রচেষ্টা!


শুভকামনা!

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪০

সুপান্থ সুরাহী বলেছেন:

কবিতা ভালোইছে...

তয় একটা খবরে বেশ আনন্দ পাইলাম... অজানাকে জানলাম...

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, এইটা তাহলে আপনার জন্য একটা নতুন খবর! অজানাকে জানার মধ্যেই একটা আনন্দ আছে! :)

শুভকামনা রইলো!

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছলছল ঝরোঝরো কবিতা। সুন্দর!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ছলছল ঝরোঝরো কবিতা!

ধন্যবাদ প্রোফেসর!

* আপনার লেখা গল্পগুজব কিছু একটা পোস্ট দেন, ছুটির মধ্যে তারিয়ে তারিয়ে পড়ি!

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

মামুন রশিদ বলেছেন: দারুণ উচ্ছল ছন্দে একরাশ ভাললাগা ++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই!

এইটা যে উচ্ছল ছন্দের কবিতা হইসে এইটা আপনার কাছ থেকে শুনে খুব ভালো লাগছে!

শুভকামনা!

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

অদ্বিতীয়া আমি বলেছেন: খুব চমৎকার লাগলো ইফতি ভাই ।
সাম্প্রতিক কবিতা গুলো পড়ছিলাম কাল থেকে, ভালো লাগা জানিয়ে গেলাম ।

ভালো আছেন নিশ্চয়ই !

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন: বেশ অনেক দিন পরে দেখা অদ্বিতীয়া! আপনাকে কবিতায় পেয়ে আনন্দ হচ্ছে! আশা করি ভালো আছেন!

চলে যাচ্ছে দিন গুনগুনিয়ে,
গলা ছেড়ে যে গাইব কবে,
সেইটে ভাবি চুপটি করে!


শুভকামনা রইলো!

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!!!

++++++++++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ ইরফান ভাই!


ভালো থাকুন!

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: শেষের কবিতাটা আর বেগুনী রঙের ফুলগুলো খুব সুন্দর।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রথম কবিতাটা ঠিকমত দেখাচ্ছে না, মানে দ্বিতীয়, চতুর্থ জোড় লাইন গুলো দুই শব্দ করে ডানে চেপে যাবে। এর ফলে কিছু মজার ছন্দবিন্যাস হয়। কিন্তু এখানে পুরো ফ্লাট আসছে! :(

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন:


আমার কিচ্ছু ভাল্লাগে না,আবার কবে সূর্য হয়ে,-
আবার কবে ডাকবি?

সুন্দর কবিতায় +++
ভাল লাগা রেখে গেলাম কবি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ কবি!

কবিতা ভালো লেগেছে জেনে আনন্দ!

ভালো থাকুন!

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১২

রাইসুল নয়ন বলেছেন: আপনি শব্দ ছুঁয়ে দিলেই কবিতা হয়।

ভালো লেগেছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, আপনার মন্তব্যে কবি তো মেলা খুশি হয়ে গেল! :)

ধন্যবাদ রাইসুল ভাই!

শুভকামনা রইলো!

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩৬

শ্যামল জাহির বলেছেন: ছন্দ-তালে কবিতার রস- চরম তৃপ্তিতে পান করি কবি।
মুগ্ধ!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা তৃপ্তি দিলে তা কবির জন্য আনন্দের! :)

শুভকামনা রইলো জহির ভাই!

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০২

সেলিম আনোয়ার বলেছেন: ছন্দ ও বাগিচার ফুল সহযোগে ব্লগার দম্পতিকে শুভেচ্ছা!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: ছন্দ ও বাগিচার ফুল সহযোগে ব্লগার দম্পতিকে শুভেচ্ছা!


শুভকামনা সেলিম ভাই!

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: Awesome !! Have the + , Hope I will comment from the pc again!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: থাঙ্কুস! প্লাস রিসিভড! ওভার! :)

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

টুম্পা মনি বলেছেন: কবিতার প্রথম অংশের চেয়ে দ্বিতীয় অংশ বেশি ভালো লেগেছে।

শুভকামনা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি!

শেষটাই আসলে বেশী ঝলমলে, তবে প্রথমটা ঠিক ভাবে দেখাচ্ছে না! :(

শুভকামনা!

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: টুম্পা মনির সাথে সহমত, দ্বিতীয় অংশ বেশীই সুন্দর! আর একটা কথা আছে, সকল কাজের কাজী! আপনি গদ্যকাব্য, কবিতা, ছন্দবদ্ধতেও অসাধারণ। প্রতিটি লাইন আর ছন্দ দারুনভাবে মুগ্ধতা ছড়িয়েছে! কবিকে বিনম্র শ্রদ্ধা জানাই। একদিন আমিও আপনার মতো লিখতে শিখবো হয়ত! (হয়ত না! কারন আপনার লেখানী অসামান্য লাগে নিজের কাছেই!) যাই হোক, হামা ভাই যে সস্ত্রীক ব্লগিং করেন সেটা জানা ছিল না! এটা আমার জন্য আরেকটা মুগ্ধতা! আমিও মনে মনে এমন স্বপ্ন দেখতাম কিনা! :P

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রথমটা সহজিয়া, আর দ্বিতীয়টা জমকালো!

আপনি অবশ্যই আমার থেকে অনেক সুন্দর লিখবেন, শুধু লিখে যান, নিজেকে প্রকাশ করুন নির্ভেজাল! অটল আনন্দ প্রাপ্তি হোক!

আপনার ভীষন ভালো লাগা কবিকে ভীষনভাবে অনুপ্রাণিত করে! :)

হামা ভাইয়ের খবর দেখি আপনার জন্যও সারপ্রাইজ! !:#P

মনে মনে স্বপ্ন দেখা শুরু করলে থামাবেন না প্লীচ, আমরা আরও বেশ কিছু ব্লগার দম্পতি চাই! :)


**ইয়ে মনে কি কাউকে ধরেছে নাকি ধরবার অপেক্ষায় আছেন?

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ছন্দের খেলায় মুগ্ধ হলাম !
খুব সুন্দর !

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ছন্দের খেলা স্বপ্নবাজকে মুগ্ধ করলে সেটা দারুণ প্রাপ্তি!

শুভকামনা অভি!

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

আমি ইহতিব বলেছেন: দারুন কবিতা, পুরোপুরি ভালোবাসায় টইটুম্বুর। +++

আর উৎসর্গে যে খবর দিলেন তা জেনে সত্যিই চমৎকৃত হলাম। এই দারুন দম্পতির জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার জন্যও তাহলে সারপ্রাইজ! :) খবরটা আসলেই মজার!

কবিতা ভালো লেগেছে জেনে আনন্দ!

আপনার জন্যও শুভকামনা!

১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “আমার তুমি, আমার ভূমি,
আমার মেঘে তোমার জল,
তোমার আমি, তোমার কুড়ি,
তোমার ফুলে আমার ফল।”


প্রথম চার লাইনেই তো বাজিমাত।
বাকিটুকু পড়ে আমি পুরোপুরি কাত;)

উচ্ছ্বল ছন্দকবিতাটি ভালো লাগলো। যথার্থ উৎসর্গ হয়েছে+

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: বাহ মাঈন ভাই, ছন্দ কবিতায় ছন্দেই মন্তব্য! :)

আপনার ভালো লাগা বিশেষ আনন্দের প্রাপ্তি!

উৎসর্গে সম্মিলিত শুভকামনা!

আপনিও অনেক ভালো থাকুন!

২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

সায়েম মুন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। এরকম ঝলমলে কবিতা লিখলেন বলে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: ঝলমলে ধন্যবাদ নেন চন্দ্র কবি!


আপনার জন্য শুভকামনা!

২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

সমুদ্র কন্যা বলেছেন: খুব সুন্দর উচ্ছল ছন্দময় কবিতা হয়েছে, বিশেষ করে দ্বিতীয় অংশটুকু। দারুণ মন ভাল করা। বাসায় হলে মাথা দুলিয়ে দুলিয়ে আবৃতি করতাম, অফিসে বলে সম্ভব হচ্ছে না :)

উৎসর্গ দেখে রাঙা হলাম। অসংখ্য ধন্যবাদ ইফতি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: যাক, উচ্ছল ছন্দময় কবিতা হইসে এবং তা আপনার ভালো লেগেছে! জেনে কবিরও অনেক আনন্দ হচ্ছে!

আপনি অফিসে বসে পড়ছেন, আমি অফিসে বসে লেখছি! :)

অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য!

* আপনাদের খবর কাউকে কাউকে বেশ অনুপ্রাণিত করছে দেখা যাচ্ছে, ভবিষ্যৎ সুসংবাদের সম্ভাবনা দেখা যাচ্ছে!

২২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

পদাবলী বলেছেন:


মেলে দেব রঙ গোধূলী সিঁদুর, আবার কবে সাজবি?
কিনে দেব সুখ আলতা নূপুর, আবার কবে নাচবি?


প্রাণবন্ত শব্দ চয়ন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ব্লগে স্বাগতম পদাবলী!

কবিতা পাঠে আনন্দ!

অনেক অনেক ভালো থাকুন!

২৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

ডট কম ০০৯ বলেছেন: প্রথম কবিতাটা অসাধারণ হইছে।

খুব পছন্দ হয়েছে আমার।

ইদানিং সামুতে লোক জন কবিতা পড়ে মানে আগের চাইতে বেশি পড়ে ঘটনা কি বুঝতে পারলাম না।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: যাক একজনকে পাওয়া গেল যার প্রথম কবিতাটা ভালো লেগেছে বেশ! লেখাটা ঠিকমত মানে মন মত ছাঁচে দেখাচ্ছে না এখানে, যার ফলে কিছু মজার ছন্দবিন্যাস ধরা যাচ্ছে না। কবিতা আপনার ভালো লেগেছে জেনে আনন্দ হচ্ছে!

ইদানীং বেশ কিছু মনোযোগী লেখক পাঠক ব্লগিং করছেন। যেমনই হোক, সৃজনশীল লেখা হিসেবে কবিতার পাঠক তৈরী হচ্ছে, লেখকও।

তুলনামূলক বিচার আমরা এক হিসেবে নতুন ব্লগাররা করতে পারবোনা, তবে কবিতার পাঠক বাড়লে সেটা অবশ্যই ভালো সংবাদ। :) কবিতা হচ্ছে সাহিত্যের শাস্ত্রীয় সঙ্গীত, এর শ্রোতা বাড়া মানে ভালো পাঠক তৈরী হওয়ায়। ভালো লেখা পাওয়ার জন্য ভালো লেখকের সাথে ভালো পাঠক সমানভাবে জরুরী!

মেলা কথা বলে ফেললাম নাকি!

শুভকামনা ডট কম ০০৯!

২৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

হাসান মাহবুব বলেছেন: খুশি খুশি লাগতাসে!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: অবশেষে আপনার আগমন ঘটলো! আপনার উচ্ছল ছন্দকবিতা হইলো কিনা তো জানালেন না! না হইলে আবার টেরাই! ছন্দ নিয়ে তো খুব একটা লিখিনা। লিখতে বেশ মজাই লেগেছে!

শুভকামনা রইলো আপনাদের জন্য!

২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৫

তুষার কাব্য বলেছেন: নির্মল ছন্দময় কবিতা।ভালো লাগলো।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা ভালো লাগায় আনন্দ তুষার কাব্য!

অনেক শুভকামনা রইলো!

২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৫

ভিয়েনাস বলেছেন: প্রথম টা পড়তে খুবি মজা লাগলো । আনন্দ সহকারে পড়লাম । এর আগে আপনার লেখা এমন ছান্দিক এবং উচ্ছল কবিতা পড়িনি ।

ভাল লাগা বাটনে চাপ দিয়েছি এখনো ঘুরতেই আছে :D


উৎসর্গ যথার্থ হয়েছে :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ছান্দিক উচ্ছল কবিতা আসলে লেখা হয়েছে অনেক কম। ছড়া লিখেছিলাম কয়েকটা আগে। ছন্দ নিয়ে লেখা ভালো লেগেছে জেনে কিন্তু ভালো লাগছে!

ভালো থাকুন ভিয়েনাস। শুভকামনা রইলো!

২৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: য়াম্রাও আরো অনেকদিন পরে পুরা পরিবার মিল্যাই ব্লগামু। :P

হামা আর সমুদ্র কন্যা দম্পতিরে (আমার কাছে বিস্ময়কর নতুন সংবাদ) অনেক শুভেচ্ছা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: মন্তব্যের সৃজনশীল বানানে প্রথম ভালো লাগা!

সপরিবারে ব্লগিঙ্গের অভিজ্ঞতা কেমন তা একটু জানতে পারলে ভালো হত! তখন দেখা যাবে বাপে যে ১৮ প্লাস পোস্টে মন্তব্য করসিল ১৫ বছর আগে, পোলাও গিয়ে ঢুকসে সেই পোস্টে! তার প্রথম মনে হওয়া কি হবে?

-- বাবা তুমিও?! :P :P

শুভকামনা রইলো জুলিয়ান দা!

২৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০০

অনির্বাণ প্রহর বলেছেন: অন্তঃমিলের কবিতা অনেক দিন পরে পড়লাম এবং অবশ্যই মুগ্ধ হলাম।
আপনাকে দেখে এখন আমারও একটা লিখতে ইচ্ছে হচ্ছে তবে জানিনা এতটা ঝরঝরে লিখতে পারবো কিনা!
অনেক সুন্দর।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অনির্বাণ কবি!

অন্তঃমিলের কবিতা লেখাও হল অনেক দিন পর। ইস, আধুনিক কবিরা এসেছিলেন, ছন্দের আবশ্যিকতা থেকে কবিতাকে মুক্তি দিয়েছিলেন! না হলে সব চিন্তায় যদি ছন্দ মিলিয়ে লিখতে হত, তাহলে কেমন যন্ত্রণা হত কল্পনা করুন! মাঝে মাঝে ছন্দ কবিতা মজার!


আপনিও একটা লিখে ফেলুন, লিখতে বসলেই লেখা হবে, আর সেটা অবশ্যই চমৎকার হবে!

শুভকামনা!

২৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারী!

কবিতা পাঠে ভালো লাগা!

শুভকামনা রইলো

৩০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:

ছন্দকবিতা দুটোই ভাল লাগছে।
আর উৎসর্গে অনেক গুলা প্লাস। ++++++++++++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ছন্দ কবিতা ভালো লেগেছে জেনে আনন্দ! ছন্দে লেখা হয়না তেমন! লেখার অভিজ্ঞতা অবশ্য মজার!

ভালো থাকবেন সুপ্রিয় গল্পকার!


শুভকামনা!

৩১| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তোমার আমার যৌথ খামার, যুগল পদ্ম ফুটলো,
বেলা শেষের, একলা মনে, বৃষ্টিরা সব ছুটলো।

অনেক ভালো লাগলো, ছন্দ জাদুকর...!!

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী! ছন্দ কবিতা ভালো লাগায় অনেক আনন্দ!

শুভকামনা রইলো!

ভালো থাকুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.