নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

সব ভালোবাসাই কাল্পনিক

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯

যেখানে পরমাণুর ত্বরণে-সরণে-বিচ্ছেদ-মিলনে,

ঘাঁটি গেড়েছে অনিশ্চয়তাবাদের মায়া,

সুনিশ্চিত ঔচিত্যকে সকাল বিকাল রকমারি ভঙ্গিমায়,

ভেংচি কেটে চলেছে সম্ভাবনার দুঃসহ প্রতাপ,

এক কাল্পনিক বাস্তবতায় সূর্য ডুবে গেলে,

পরাবাস্তব ঘড়ির কাঁটায় জাল বোনে সময়খেকো মাকড়শা।

নিউরন নগরের রাস্তারা সব দিকহীন, রাস্তাগুলো ট্র্যাফিক জ্যামে মুখ থুবড়ে পড়লে,

টিনএজ নদীরা প্রায়ই ফুটপাথে উঠে ভিজিয়ে দেয় বেরসিক পথিকের জামা।

নিউরন নগরের সংবিধান কবিতাদের মতই তুমুল খেয়ালী,

মতবাদের চুপসানো ঘুড়িগুলো তাই মিউনিসিপ্যালিটির ড্রেনে ভেসে যায় মুখ গুঁজে।

মধুপিয়াসীর দল বাসনার ফুলগুলো থেকে বিন্দু বিন্দু মধু জমিয়ে,

প্রকোষ্ঠে প্রকোষ্ঠে তালা চাবি দিয়ে রাখে স্মৃতির করকরে নোট,

মাঝে মাঝেই কেন্দ্রীয় ব্যাংকের বেহিসেবী মুদ্রা ব্যবস্থাপনায়,

কিছু স্মৃতির নিউরন-মূল্য হয়ে পড়ে অনাবশ্যক খেয়ালের মত সস্তা,

নিস্তেজ কোনো কোনো নিউরন বাসিন্দা লটারি জেতার মত করে,

আঙ্গুল ফুলে বটগাছ হয়ে হাঁকিয়ে বসে আন্তঃনিউরনিক প্রমোদশালা,

সারাদিন অনুভূতির পাল্লা মেপে মেপে ক্লান্ত কেরানির দল,

সেখানে গিয়ে মোহিনী হুঁকোয় দম দিয়ে ভুলে থাকতে চায়,

খুইয়ে ফেলা- হারিয়ে যাওয়া সব স্মৃতিদের হিসেব নিকেশগুলো।

তোমাদের সব নগরের মতই নিউরন নগরও আদিতে ছিল মেঠো গ্রাম,

শৈশবের জাদুবাস্তব মৌচাক মন্দিরের পবিত্র পূজারী ভ্রমরবৃন্দ,

সবুজ ডুবে গেলে তারাও হয়ে পড়ে চলৎশক্তিহীন, তাই নিউরন নগরের

জাদুঘরের দেয়ালে দেয়ালে গুঞ্জরিত হয় গ্রাম ছাড়া ঐ রাঙ্গা মাটির গান।

নিউরন নগরে একাধিপতি কোনো সত্য নেই,প্রতিটি সত্যই যমজ, মিথ্যা তার সহোদর ভ্রাতা।

সমান্তরাল মহাবিশ্বের গোলকধাঁধায় লুকোচুরি খেলে নিউরন সম্রাটের রূপসী বেগম,

আর সব নগরের মতই নিউরন নগরকেও এনট্রপির অলঙ্ঘনীয় পরামর্শ মত,

সুচতুর সবুজ বিদ্বেষী হয়ে উঠতে হয়, প্রমান করতে হয় বেলাশেষে,

সব সত্যই অধীর, সব অস্তিত্বই কচুপাতায় বিষাদ ঝলমল,-

দুই ফোঁটা স্বপ্নমাখা, বকুল জলের মতই টলমল!

সব ভালবাসাই কাল্পনিক, উদ্বায়ী ফানুস,

সব অপেক্ষা মেঘজল, ঝরে পরে,

সব প্রেম মৃত্যু, মরে যায়,

সব মন, - নিউরন,

মুদ্রিত মৃন্ময়ে,

তন্ময়!

















উৎসর্গঃ সুপ্রিয় ব্লগার কাল্পনিক_ভালোবাসা! বেশ কিছুদিন ধরেই তার জন্য একটা কবিতা লিখতে ইচ্ছে করছিল। মাঝে লেখা চলছিল, কিন্তু ঠিক কোন কবিতাটি প্রিয় কাভা'র জন্য হবে, কবি এটা ঠিক করতে পারছিলো না। গতকাল রাত ধরে এই লেখাটা শেষ হওয়ার পর আমি কবিকে বললাম, তুমি যেহেতু 'সব ভালোবাসাই কাল্পনিক' লিখলা, তাইলে এইটাই কাভা'র জন্য হোক! কবি মাথা চুলকিয়ে বললো, এইটা কি কাভাকে উৎসর্গ করার মত যথেষ্ট সুন্দর হইসে? আমি মাথা চুলকিয়ে বললাম, ঠিক ততটুকু সুন্দর হইসে কিনা কৈতারিনা, তবে কাভা ভালোবাসাটুকু বুঝে নেবে ঠিকঠাক! কবি হেসে বললো,- তবে তাই হোক! :)



মন্তব্য ৫০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: অসাধারণ!!! বৈজ্ঞানিক কল্প কবিতা!!! সত্যি দারুণ লাগলো!!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ খালিদ ভাই! ইদানীং এক অদ্ভুত ভালো লাগা নিয়ে সাই সাই করে উড়ে আসেন কবিতায়! :)

আপনার ভালো লাগায় অশেষ আনন্দ! আমি আগে দু একটা সায়েন্স ফিকশন কবিতা লিখেছি, এইটা ভালো লাগায় ভবিষ্যতেও লেখার বিষয়টা মাথায় থাকলো!

শুভকামনা রইলো!

ভালো থাকুন!

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪০

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগল কবি!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর! নতুন আর কোনো লেখা আবিস্কার করলেন কি?


শুভকামনা!

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

কবিতার ফর্মেট দারুন এবং কবিতাও দারুন

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারী!

ইদানীং এই ত্রিভুজ ফর্মেট বেশ টানছে! ভালো লাগাটা বেশ ভরসার! :)

শুভকামনা!

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭

এহসান সাবির বলেছেন: দারুন কবিতা ভাই.......!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই! কবিতা ভালো লাগায় আনন্দ!


শুভকামনা!

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

বোকামন বলেছেন:





সারাদিন অনুভূতির পাল্লা মেপে মেপে ক্লান্ত কেরানির দল
সমান্তরাল মহাবিশ্বের গোলকধাঁধায় লুকোচুরি খেলে নিউরন সম্রাটের রূপসী বেগম


সবুজ কবি ! তন্ময় হয়ে পড়ছিলুম ...
অলংকারে সজ্জিত ..বিচ্ছেদ ভাবনায় উদ্বিগ্ন ..

খুব ভালো লিখেছেন। ঝলমল করছে প্রতিটি লাইন :-)

শুভেচ্ছা রইলো :-)

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় বোকামন!

সমান্তরাল মহাবিশ্বের গোলকধাঁধায় লুকোচুরি খেলে নিউরন সম্রাটের রূপসী বেগম


এই লাইনটা নিয়ে আমি নিজেই একটু ভাবনায় ছিলাম, সমান্তরাল মহাবিশ্বের সমান্তরাল জীবনের জট নিয়ে কিছু লিখতে চাচ্ছিলাম, প্রথমে এই লাইনটা লিখলাম! পরে কয়েকবার বদলে দেওয়ার কথা ভেবেছি, কিন্তু কেন যেন মনে হচ্ছিল থাকুক! আপনার ভালোলাগায় ভরসা পেলাম! :)

ভালোবাসা রইলো!

সবুজ শুভকামনা!

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ!! চমৎকার। মুগ্ধপাঠ!।

দারুন কারিশমা দেখাচ্ছেন ইদানিং। শব্দ হয়ে গিয়েছে আপনার বন্দী। শেষের অংশটকু অসাধারন লাগল। আপনি তো জানেনই এত বড় বড় কবিতা বোদ্ধা রয়েছেন, তাদের তুলনায় কিছুই বুঝি না। সেখানে ভালো মন্দ বলতে যাওয়াটা খুব কঠিন তবে সাধারন পাঠক হিসেবে বলতে পারি, এই ধরনের ফরমেটের লেখা ব্লগে আগে আমার চোখে পড়েনি।

আমি তো শিরোনাম দেখেই প্রবেশ করেছিলাম, সব ভালোবাসাই কাল্পনিক!!! এখন তো দেখি আপনি এটা আমার জন্যই লিখেছেন। ভীষন সম্মানিত বোধ করছি। আপনাদের সবার ভালোবাসা পেয়ে আমার কাল্পনিক ভালোবাসা এখন বাস্তবিক ভালোবাসায় পরিনত হয়েছে।!! অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা ভালোলাগায় কবি খুশি হয়েছে অনেক! সে কবিতাটা নিয়ে রাতভোর যুদ্ধ চালিয়েছে, বিশেষ করে শেষটা মনের মত শেষ করতে নাকের জল চোখের জল এক হওয়ার মত অবস্থা! |-)

একসময় স্বপ্ন দেখতাম পদার্থবিজ্ঞানী হব! অনিশ্চয়তাবাদ, আপেক্ষিক তত্ত্ব, মহাবিশ্বের উৎপত্তি পরিনতি নানারকম রোমান্টিকতায় ডুবে ছিলাম। এই জন্য কবিতায় বিজ্ঞান হাতছানি দিলে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়! :)

এত বড় বড় কবিতা বোদ্ধা রয়েছেন, তাদের তুলনায় কিছুই বুঝি না


- ভাই এই ভাবনায় আমারেও সাথে নেন! আপনি খেয়াল করে দেখবেন আমি অন্য কারও কবিতায় খুব একটা বিশ্লেষণধর্মী মন্তব্য করিনা। তার কারন আমি আসলে এতো কিছু বুঝি না! আমি করতে চাই, কিন্তু পারিনা। তাই শুধু বলি 'ভালো লাগা রেখে গেলাম'। আমি শুধু কবিতার কাছে ভালো লাগা খুঁজি, সে নিজের লেখা বা অন্যের। জিভে নিয়ে যদি স্বাদ ভালো লাগে তাহলে আমি কবিতার, ভালো না লাগলে সেটা মায়কভস্কি হোক আর মফিজাবুলের হোক! কবিতা পাঠ করার ক্ষেত্রেও রেসিপি বোঝাটা জরুরী না, ঝাল কম না লবণ বেশী এইটা মূল্যায়ন করতে পারাটাও জরুরী না, এইটা জরুরী সাহিত্যের অধ্যাপকের কাছে। একটা গল্প বলি, শাহাদুজ্জামানের লেখায় পড়লাম- জীবনানন্দ একবার তাঁর ঝরা পালক, ধূসর পান্ডুলিপি পাঠালেন রবীন্দ্রনাথের কাছে, মন্তব্যের জন্য। বিশ্বকবি এক লাইনের একটা উত্তর পাঠালেন- ' শব্দ প্রভৃতি নিয়ে এতো জবরদস্তি কর কেন?' :P

তাহলে কী রবীন্দ্রনাথের থেকেও এখনকার কোনো জীবানন্দভক্ত কবিতার ভালো পাঠক? এর উত্তর নেই।

কিছু জ্যামিতিক কবিতা লেখার ইচ্ছে আছে, দেখা যাক কী হয়!

শুভকামনা রইলো কাভা!

ভালো থাকুন!

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শিরোনাম দেখেই 'কাল্পনিক ভালোবাসা' ভাই'র কথা মনে হচ্ছিলো।
দারুন কবিতাটিও উনাকে উৎসর্গীকৃত, ভালো লাগলো।

আপনার কবিতা বরাবরই দারুন হয়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: কাভা'র জন্য কবিতার যথাযথ শিরোনাম বলা যেতে পারে!

কবিতা পাঠে অশেষ ভালো লাগা হে দূর্জয় কবি! কবিতায় কবির ভালো লাগা বিশেষ ভাবে আনন্দদায়ক!

শুভকামনা রইলো!

ভালো থাকুন!

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০২

শ্যামল জাহির বলেছেন: 'প্রতিটি সত্যই যমজ, মিথ্যা তার সহোদর ভ্রাতা'
সত্যিই জাদু! :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় শ্যামল জাহির ! কবিতার পথে আপনাকে পথচারি পেয়ে ভালো লাগছে!

কবিতার সাথে থাকুন! :)

শুভকামনা!


৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১৪

সোনালী ডানার চিল বলেছেন:
তোমাদের সব নগরের মতই নিউরন নগরও আদিতে ছিল মেঠো গ্রাম
ভালোলাগা পংতি।

কবিতার এমন বিনির্মান মুগ্ধকর
সার্থক উৎসর্গ হয়েছে।
শুভকামনা,
কবি!

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন:



কবিতার এমন বিনির্মান মুগ্ধকর
সার্থক উৎসর্গ হয়েছে।
শুভকামনা,
কবি!


- বাহ কি চমৎকার! ত্রিভুজের পাল্টা ত্রিভুজ! :) কবি তবে শোন-

ঐ,
দেখ,-
উড়ে যায়,-
উড়ে উড়ে যায়,-
ঠোঁটে পদ্ম, চোখে নীল,
হৃদয়ে আগন্তুক সন্ধ্যা বিছিয়ে,-
লুটেরা অন্ধকারে দিগন্তকে সঁপে দিয়ে,-
ঐ দেখ,কেমন উড়ে যায় সোনালী ডানার চিল!

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫২

মামুন রশিদ বলেছেন: কবিতা আর উৎসর্গ দুটোই দারুণ :)




সব ভালবাসাই কাল্পনিক, উদ্বায়ী ফানুস,
সব অপেক্ষা মেঘজল, ঝরে পরে,
সব প্রেম মৃত্যু, মরে যায়,
সব মন, - নিউরন,
মুদ্রিত মৃন্ময়ে,
তন্ময়!

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন:


আজ,
সারাদিন,
মেঘে মেঘে,
নূপুর বাজল ঝুমুর,

কাল,
সারারাত,
চোখে চোখে,
বিজলী হাসল তুমুল।



ত্রিভুজ নিয়েই চলছে! পরীক্ষা নিরীক্ষা!

শুভকামনা মামুন ভাই!

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

অপরাজিতা নীল বলেছেন: ভালো লাগলো!!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম অপরাজিতা নীল!

কবিতা ভালো লাগায় আনন্দ!

অনেক শুভকামনা রইলো!

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১২

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা ভালো হয়েছে ভাইয়া।
আপনি এভাবে কবিতা লিখতে থাকুন এবং উৎসর্গ করে কৃতজ্ঞতায় বেঁধে রাখুন। শুভকামনা আপনার জন্য।

ওহ আরেকটা কথা সময়খেকো -- এক সাথে হবে। আলাদা করে নয়।

আর এই লাইনটা খুব সুন্দর --

টিনএজ নদীরা প্রায়ই ফুটপাথে উঠে ভিজিয়ে দেয় বেরসিক পথিকের জামা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১

ৎঁৎঁৎঁ বলেছেন:
ধন্যবাদ আপু!


অপর্ণা মম্ময়,
তুমি থাকো বাঙময়, -
ধরে দাও যত ভুল আমাদের! -
ঠিক যেন অভিধান, ব্যাকরণ বিভীষণ!
তাই বলি, শুনে যাও, মেলে কান তোমরা,-
লিখে যাও নির্ভার, আছেই তো- আকাদেমী বাংলা!

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৪

সায়েম মুন বলেছেন: ভাল ভাল কবি। ভাল থাকবেন লেখায় থাকবেন!

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ চন্দ্রকবি!

সকল ক্ষেতেই ফসল হাসুক!
সকল জালেই ইলিশ আসুক,
সকল স্নানেই জোয়ার আসুক,
সকল কলম,- কবিতা মাখুক! :)

শুভকামনা!

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

একজন আরমান বলেছেন:
শিরোনাম আর কবিতার শেষ লাইনগুলির সাথে উপরের মিল বুঝতে পারি নি কবি। :|

তবে কবিতাটা অনেক ভালো লেগেছে। :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: উপরে আসলে কী হল? প্রথমে কিছু তত্ত্ব বলতে পারেন, তারপর নিউরন নগর, এক কথায় নিউরন নগর তো আমাদের মন, তাইনা? সেই নিউরন নগর থেকে মনে আসার পথে কিছু জাদুবাস্তবতাকে ছুঁয়ে ছুঁয়ে আসা।

সব ভাবনাই কাল্পনিক,
সব কল্পনাই কাল্পনিক,
সব ভালোবাসাই কাল্পনিক,

কিন্তু নিউরনেরা খুব বাস্তব,
অনিশ্চয়তাগুলোই শেষ সত্যি,
জগতে মৃত্যুই একমাত্র নির্ভুল নিয়তি!


শুভকামনা আরমান!

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন:

অসাধারণ কবিতা।

++++++++

কবি, সবা ভালোবাসাই কি কাল্পনিক_ভালোবাসা? ;)

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধকবি!

সব ভালোবাসাই কাল্পনিক_ভালোবাসা নয়,
তবে সব ভালোবাসা কাল্পনিক তো বটেই! ;)

শুভকামনা!

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

পলক শাহরিয়ার বলেছেন: এক কাল্পনিক বাস্তবতায় সূর্য ডুবে গেলে,
পরাবাস্তব ঘড়ির কাঁটায় জাল বোনে সময় খেকো মাকড়শা।
নিউরন নগরের রাস্তারা সব দিকহীন, রাস্তাগুলো ট্র্যাফিক জ্যামে মুখ থুবড়ে পড়লে,
টিনএজ নদীরা প্রায়ই ফুটপাথে উঠে ভিজিয়ে দেয় বেরসিক পথিকের জামা।
...................
সব ভালবাসাই কাল্পনিক, উদ্বায়ী ফানুস,
সব অপেক্ষা মেঘজল, ঝরে পরে,
সব প্রেম মৃত্যু, মরে যায়,
সব মন, - নিউরন,
মুদ্রিত মৃন্ময়ে,
তন্ময়!

তন্ময় মুগ্ধতা জানাই আপনার কাল্পনিক শব্দফ্রেমে......

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ পলক শাহরিয়ার ভাই!

কবিতা ভালো লেগেছে, এটা একই সাথে ভরসা ও আনন্দের কথা!

শুভকামনা রইলো!
ভালো থাকুন,
কবিতায়,
শব্দে!

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

ঢাকাবাসী বলেছেন: সব প্রেম মৃত্যু, মরে যায়,
সব মন, - নিউরন,
মুদ্রিত মৃন্ময়ে,
তন্ময়!

দারুণ তো! ভাল লাগল কবি।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০

ৎঁৎঁৎঁ বলেছেন:
সব মন, - নিউরন,
মুদ্রিত মৃন্ময়ে,
তন্ময়!


কবিতা ভালো লাগায় আনন্দ ঢাকাবাসী!

শুভকামনা রইলো!

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

নাজিম-উদ-দৌলা বলেছেন:
মনে হচ্ছে কবিতার ফরমেট এর সংজ্ঞা বদলে দেবেন আপনি । :)
থিম বুঝিনিরে ভাই, সাইফাই কবিতা পড়লাম মনে হল।
উৎসর্গ ভাল হয়েছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতার আদৌ যদি কোন ফরম্যাট থাকতো, তার যদি কোনো সংজ্ঞা থাকতো, সেই সংজ্ঞার যদি কিছু স্বীকার্য থাকতো, তবে হয়তো সত্যিকারের কোনো কবি তা নিয়ে নাড়াচাড়া করত, সেরকম কিছু নেইও, আমি ওরকম কিছু নইও! জ্যামিতিক বিন্যাসে কবিতা লেখা নতুন নয়! অনেকেই লিখেছেন, আমি চেষ্টা করছি মাত্র!

বাস্তবিক নিউরনে কাল্পনিক মন,
সাথে কিছু তত্ত্বের জাদুবাস্তব আচার- এইটাই কবিতা!

শুভকামনা নাজিম ভাই!

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তোমাদের সব নগরের মতই নিউরন নগরও আদিতে ছিল মেঠো গ্রাম,
শৈশবের জাদুবাস্তব মৌচাক মন্দিরের পবিত্র পূজারী ভ্রমরবৃন্দ,
সবুজ ডুবে গেলে তারাও হয়ে পড়ে চলৎশক্তিহীন, তাই নিউরন নগরের
জাদুঘরের দেয়ালে দেয়ালে গুঞ্জরিত হয় গ্রাম ছাড়া ঐ রাঙ্গা মাটির গান।
নিউরন নগরে একাধিপতি কোনো সত্য নেই,প্রতিটি সত্যই যমজ, মিথ্যা তার সহোদর ভ্রাতা।


অসামান্য!


জ্যামিতিক শেষাংশটা মুগ্ধ ও বিস্মিত করেছে। এই ধরনটায় স্থায়ী হবার ইচ্ছে রয়েছে?

অনেক ভালো লেগেছে কবি! আমি অবশ্য ভালোবাসার নতুন একটি ক্লাসিফিকেশন খুঁজে পেয়েছি! ওটা নিয়ে পরবর্তী পোস্টটি করার ইচ্ছে আছে। এটা আমার খুবই ভালো লেগেছে, যদিও আমার দু'একটি যায়গায় দ্বিমত আছে সামান্য, সময় নিয়ে হয়ত কথা হবে। প্রিয় কবির লেখা নিয়ে কোন কথাই হবে না, এক কথায় অসাধারণ! :) :)


আমার শেষ পোস্টটাও দেখবেন, আপনার মতামত পাবার আশা থাকবে। প্রিয় কবির ফিডব্যাক পেলে অনেক ভালো লাগবে। :) :)



+++++++++++++++++++++++++++++++++++++++++++++


অনেক অনেক শুভকামনা রইলো, নিরন্তর ভালো থাকুন কবি!

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রশংসা কইরা তো কবিরে ঘুমানোর আগে আকাশে তুইলা দিলেন, ওরে আবার বিছানায় নামাইতে মুশকিল হয়ে যাবে! :-B

জ্যামিতিক বিন্যাসে স্থায়ী হওয়ার কোনো ইচ্ছেই নেই, গানিতিক জ্যামিতি খুবই চমৎকার একটা বিষয়, তবে গনিতের সঙ্গে বিচ্ছেদের সাথে সাথে জ্যামিতির সাথেও কাটা পড়েছে। তবে শুরু করলাম তো, আগামী কিছুদিন হয়ত জ্যামিতিক প্যাটার্নটা থাকবে! ছন্দের আরোহণ অবরোহণের একটা মজা আছে!

কবিতায় আপনার উপস্থিতি অনেক অনেক অনুপ্রেরনার! :)

আপনার পোস্টে দেখা হবে!

শুভরাত্রি!

২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব ভালো লাগলো !
ছন্দ নিয়ে খেলা যা খেলছেন এক কথায় চমৎকার !

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ অভি! আপনার ছন্দ ভালো লাগলে ধরে নেওয়া যায় ছন্দে উন্নতি হচ্ছে! :)

ভালো থাকুন অনেক!

শুভরাত্রি!

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৯

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: বারোটা না বাজতেই ঘুমের বারোটা বেজে গেল! একটু পর পর কবি উইঠা খোঁচা দিয়া বলব- তুমি খেয়াল করস হামা ভাই পইড়া অসাধারণ বলসে! মন্তব্যটা আরেকবার বাইর কর দেখি! :)

আপনার ভালো লাগা বিরাট ভরসার কথা হামা ভাই!

শুভরাত্রি!

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০১

মাহমুদ০০৭ বলেছেন: সবাই কাল্পনিক ভালবাসারে লইয়া কে টানাটানি শুরু করছে X( X( X(
আমিও দিলাম , আপনিও দিলেন , নাজিম ভাইও দিল ।
হের ভালবাসা ত বায়বীয় - বাস্তব হইলে না অয় কথা আছিল । ;) ;) ;)

মজা নিলাম । এমন কবিতা কাভা ভাইকে উৎসর্গ করাই মানায় ।
আর কবিতার কথা কি বলব । প্রিয়তে নিলাম । বার বার পরার জন্য ।
আর কিছু বলতে হবে কবি ?
ভাল থাকুন কবি ।
শব্দের এমন অনন্য সুন্দর বিন্যাস আবর্তিত হোক আপনার প্রতিটি লিখায় ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, যাক সব মজা আপ্নে একাই নেন নাই, আমাদেরকেও দিয়া গেলেন কিছু। এর লাইগ্যা ধইন্যা! :) কাল্পনিক ভালোবাসারে নিয়া সবাই টানাহেঁচড়া করতাসে, আসলে বাস্তবে কুোথাও কেউ ভালবাসারে খুইজা পাইতাসে না, কি আর করবো, কাল্পনিকটারে নিয়াই এর লাইগা হৈচৈ!

কবিতা প্রিয়তে নেওয়ায় অনেক আনন্দ হচ্ছে! কবিতার সাথে থাকুন, কবির ভরসানন্দ হয়ে! :)

শুভকামনা!

২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

চৈতী আহমেদ বলেছেন: সুন্দর! শুভেচ্ছা কবিকে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ চৈতী আহমেদ! কবিতা পাঠে আনন্দ!

শুভকামনা!

২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩

ভিয়েনাস বলেছেন:
সুচতুর সবুজ বিদ্বেষী হয়ে উঠতে হয়, প্রমান করতে হয় বেলাশেষে,
সব সত্যই অধীর, সব অস্তিত্বই কচুপাতায় বিষাদ ঝলমল,-
দুই ফোঁটা স্বপ্নমাখা, বকুল জলের মতই টলমল!
সব ভালবাসাই কাল্পনিক, উদ্বায়ী ফানুস,
সব অপেক্ষা মেঘজল, ঝরে পরে,
সব প্রেম মৃত্যু, মরে যায়,
সব মন, - নিউরন,
মুদ্রিত মৃন্ময়ে,
তন্ময়!

ভাই কবিতা কঠিন মনে হলেও কবিতার ফরমেট দারুন পছন্দ হয়েছে... শিরোনাম টা দেখে প্রথমে কাল্পনিক ভালোবাসা ভাইয়ের কথায় মনে হয়েছে সুতরাং উৎস্বর্গ ভালো লাগলো :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস! আপনি কবি, আপনার ফরম্যাট ভাল লাগলে সেটা অবশ্যই অনেক আনন্দের!

শুভকামনা!

অনেক ভালো থাকুন! অনেক লিখুন!

২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আবারও মন্তব্য করতে আসলাম। আসলে ফরম্যাটে কবিতা লেখা সহজ বিষয় নয়। যাদের শব্দ ভান্ডার প্রায় অসীমের কাছাকাছি এবং প্রয়োগ জ্ঞান দূর্দান্ত তারাই এই ফরম্যাটে লিখতে পারবেন বলেই আমি মনে করি।

গল্প কবিতা শুধু মাত্র সাহিত্যিকদের জন্য নয়, তাহলে সাধারন পাঠকরা কেউ হয়ত গল্প কবিতা পড়ত না। সহজ ভাষায় প্রাঞ্জলভাবে সবাই সাহিত্য রচনা করতে পারে না। আপনি পেরেছেন, একজন সাধারন পাঠক হিসেবে তাই আপনার কবিতা আমার কাছে সহজবোধ্য এবং পড়ে আরামদায়ক। :)

অনেক শুভ কামনা রইল প্রিয় ৎঁৎঁৎঁ । হয়ে উঠুন দূর্দান্ত থেকে দূর্দান্ত। :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার অফুরন্ত অনুপ্রেরণার জন্য অশেষ কৃতজ্ঞতা! ফরম্যাটে কবিতা লেখাটা হুট করেই শুরু হল, কয়েকটা লিখে মজা পেয়েছি, আপনাদের ভালোলাগায় ভবিষ্যতেও লেখার চেষ্টা করব! ফরম্যাটে লেখাটা খুব বেশী জটিল আসলে না, কিন্তু বেশ সময় আর ধৈর্য লাগে, বিশেষ করে ত্রিভুজ মেলানো,- শব্দের সাইজ, ছন্দ,ভাব মিলিয়ে সেট করাটা মহা ঝামেলার!

গল্প কবিতা তো আসলে কখনই শুধু সাহিত্যিকদের জন্য নয়, ওরা বাঁচেই সাধারন পাঠকদের মাঝে। তবে একটা বিষয় বলি, আমি নিজে আসলে কবিতা বা সাহিত্যের ব্যকরনগত কিছু বুঝি না, ব্লগে আসার আগে কয়েকটা এলোমেলো লেখার বাইরে আমি নিতান্তই সাধারন পাঠক। গত কিছুদিন অনেক অনেক লিখে যাওয়া, ভাবতে আমার নিজের কাছেও মাঝে মাঝে অবাক লাগে! কবিতার গুরুগম্ভীর আলোচনা পড়ে তো মনে হয় কিছুই তো জানি না, যা লিখছি এতো আবেগ ও সময় দিয়ে, আসলেই তা কি কিছু হচ্ছে? উত্তর খুঁজতে গেলে মাঝে মাঝে অজ্ঞানতা পীড়া দেয়, হতাশ লাগে! আবার যখন আপনার মত কোনো পাঠকের ভালো লাগা পাই, তখন একটা ভরসা পাই, লিখে আনন্দ পাচ্ছি, এইটাই একমাত্র সত্য হোক!

ধন্যবাদ কা_ভা, চমৎকারভাবে পাশে থাকার জন্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.