নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

মা

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৪



মায়ের কোলে বাবুই সোনা,

হাসছে দেখ চাঁদের কণা,

জোনাক ফুলের গন্ধ মাখা,

আদর আদর আলোর পোনা!










মা





একজন ঈশ্বর যা পারেন না, একজন মা বুঝি তা পারেন!



তাই,-

মন্দির যদি কিছু থেকে থাকে, তবে তা মায়ের মাদুর হোক,

পবিত্র যদি কিছু থেকে থাকে, তবে তা মায়ের আঁচল হোক,

মঙ্গল যদি কিছু থেকে থাকে, তবে তা মায়ের আশীষ হোক,

সত্যম যদি কিছু থেকে থাকে, তবে তা মায়ের অপেক্ষা হোক,

অমৃত যদি কিছু থেকে থাকে, তবে তা মায়ের আদর হোক,

স্বর্গীয় যদি কিছু থেকে থাকে, তবে তা মায়ের পরশ হোক,

নিশ্চিন্তি যদি কিছু থাকে, তবে তা মায়ের নিবিড় কোল হোক!



যুদ্ধ যদি করতেই হয়,- তবে তা মায়েদের হাসির জন্য হোক,

বিদ্রোহী যদি হতেই হয়,- তবে তা মায়েদের অশ্রুর জন্য হোক,

বিপ্লব যদি করতেই হয়,- তবে তা মায়েদের মুক্তির জন্য হোক,

প্রেমিক যদি হতেই হয়, তবে তা আমাদের সন্তানের মায়েদের জন্যই হোক!























*** মা নিয়ে লেখার কথা ভাবছিলাম কয়েক দিন ধরে, কোনো একটা অদ্ভুত কারনে মা কে নিয়ে আমাদের একটা ক্যাম্পেইন চালনোর প্রয়োজন হয়েছে!:( অভির খুব চমৎকার লেখা আছে ব্লগে এইটা নিয়ে। Click This Link

আমার আগে কোনো লেখার ট্যাগ দেওয়া হয় নি। কিন্তু আমরা এমন এক দূর্বোধ্য দুঃখজনক বিষয়ের সামনে দাঁড়িয়ে যে মা কে নিয়ে লেখার ট্যাগ দেওয়াটা জরুরি হয়ে পড়েছে! উপরে ছবি অপর্ণাদি ও বাবুই এর, অদ্ভুত সুন্দর ছবিটা নিয়ে একটা কবিতা লেখার কথা, একটা ছড়া লেখা হল এবং ছড়া নিয়ে ভাবতে ভাবতে কবিতা আসলো! তবে আমি এই কবিতায় মোটেই সন্তুষ্ট নই, মা কে নিয়ে লেখা যে কী কঠিন ব্যাপার আমি আবিস্কার করলাম, অনেক ভাবতে হবে, কোনোএকদিন হয় তো মা নিয়ে একটা সার্থক কবিতা আসবে যেটা পড়ে আমার মনে হবে- আমিও মা কে নিয়ে একটা লেখা লিখলাম! তার আগে পর্যন্ত নানা প্রযেষ্টা চলতে থাকবে!



**** কবিতাটা চিত্রময় ফর্মে চিন্তা করা, মানে এই কবিতা দিয়ে ছবি আঁকা হবে, সেইভাবে বেশ কিছু পিলার চিন্তা করা আছে কবিতায়। আমার কম্পিউটার যন্ত্র ঠিক হলে আমি ছবিখানা এঁকে ফেলার আশা রাখি! :)

মন্তব্য ৮৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৬

এহসান সাবির বলেছেন: চমৎকার.... মা নিয়ে আমাদের সবারই কিছু লেখা উচিত।

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সাবির ভাই! মা কে নিয়ে আমাদের সবার লেখা উচিত, ভালো কিছুই লেখা উচিত, ভালো কিছুই পড়া উচিত!

শুভকামনা ভাই, আপনার সাথে বৃষ্টির কারনে দেখা হল না!

২| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আরে ফটুটা দেখি পরিচিত পরিচিত লাগে। কোথায় যেন দেখেছি দেখেছি বলেই মনে হচ্ছে। নুহার সাথে কি এই ফটুটার কোন সম্পর্ক আছে ?

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: আমাদের এইখানে নুহাকে কেউ চিনে না, আপনি কিভাবে চিনলেন? তাহলে আপনিই কী আমাদের সবার প্রিয় রেজা? :P

এখন নুহার সাথে ছবির সম্বন্ধ আছে কিনা এইটা আপনিই কইতে পারবেন, আমি তো ছবিটা দুই টাকার নোটের পেছনে কুড়ায়ে পাইসি, দেখলাম মা-সন্তানের একখানা ভালো ছবি, তাই দিয়ে দিলাম!

৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আরে ইফতি ভাই আমিত বিখ্যাত নুহার জননীর কথা বলছিলাম। যাহার পদচারনায় আমরা ধন্য। আচ্ছা পদচারনা বানানটা ঠিক আছেত :||

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: সেইডা পরিস্কার করপেন তো! ঐশ্বরিয়া আর ঐশ্বরিয়ার জননী কী এক কথা হইলো!

আমারে বানান জিজ্ঞেস করলেন ক্যান? X(( X(( আপ্নে মিয়া তাল গাছের নিচে দাঁড়ায়ে কাঠাল চাইলে হইব? আমি বানানের কী জানি! |-)

৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৮

মশিকুর বলেছেন:
মা নিয়ে সকল লেখায় বাই ডিফল্ট +++, কারন লেখায় 'মা' শব্দটা আছে। 'মা' লেখা থাকলে সেটা এমনিতেই উঁচু মানের সাহিত্য হয়ে যায়।

উপরের কথাগুলো এখন আর পুরোপুরি সঠিক না। মানুষ অনেক নিকৃষ্ট হতে পারে। অনেকের মনেহয় মরার ভয় নাই। যাদের মনেহয় অন্তত একদিন মরবেন তারা রিপোর্ট করার নিয়ম জেনে নিতে পারেন, আমিনুর রহমান ভাইয়ের লেখা মা নিয়ে নোংরা লিখা ব্লগস্পটসমুহ রিপোর্ট করে কিভাবে বন্ধ করা যায় আসুন দেখে নেই। মা নিয়ে নোংরা লিখা ব্লগস্পটসমুহ রিপোর্ট করে কিভাবে বন্ধ করা যায় আসুন দেখে নেই। পোস্টের মাধ্যমে।

আমরা পারবইইইই

২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মশিকুর ভাই! আসলে মা বিষয়টাই এতো ব্যাপক, লিখে সন্তুষ্ট হওয়া কঠিন, মনে হয় যেন আরও কতকিছু আছে যা লেখা হল না!

দুঃখজনক ভাই দুঃখজনক, এগুলো আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা এখনও বহুদূর! :( তবে আমরা সচেতন হলে নিশ্চয় কিছু লজ্জার হাত থেকে মুক্তি পাব! কারন আমাদের পারতেই হবে!

আমিনুর ভাইয়ের লিঙ্ক দেওয়ার জন্য ধন্যবাদ!

শুভকামনা রইলো!

ভালো থাকুন!

৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


ছরি ভুল হয়া গেছে ইফতি ভাই :( আমি বুঝতে পারিনাই যে আপনিও আমার মতন ব্যাকরণে কাঁচা :((



২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: যাক বুঝতে পারসেন দেইখা ভালো লাগলো! :)

আমারে জিগাইসেন বানান! আল্লাহ আপনার ভালো করুক!

শুভকামনা!

৬| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৮

বটবৃক্ষ~ বলেছেন: অপর্নাপি আর বাবুই এর ছবিটা দেখেই চিনেছি!!
খুব অসাধারন হয়েছে ভাইয়া লিখাটা!!
মায়ের জন্যে ভালোবাসা অটুট থাকুক!!
ভালোবাসা অমলিন হোক !!
:) :) :)

২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে বটবৃক্ষ!

মায়ের জন্য ভালোবাসা অটুট থাকুক, অমলিন থাকুক!

ভালো থাকুন!

শুভকামনা রইলো!

৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১১

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ কবিতা এবং চমৎকার একটি উদ্যোগ।



++++++++++

২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্নিগ্ধ কবি!

কবিতা পাঠে ভালো লাগা!

ভালো থাকুন!

শুভকামনা রইলাম!

৮| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

মামুন রশিদ বলেছেন: পোস্টে ঢুকে ছবিটায় চোখ পড়তেই ভাল লেগে গেল । বাবুই আর তার মায়ের ছবিটা ফেবুতে দেখেছিলাম, লাইকও দিয়েছিলাম ।


কয়েকদিন মিস করেছি ইফতি ভাইকে ।

মা'কে নিয়ে এই শুভ প্রচেষ্টা চলতে থাকুক ।

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই! মা কে নিয়ে প্রচেষ্টা চলবে!

আমাকে মিস করেছেন শুনে তো ভালোই লাগলো! :) অনেকের সাথেই দেখা হয়েছে, আপনার সাথে এখনও দেখা হল না!:( এই ১ তারিখ আড্ডায় আসতে পারলে আশা করি আপনার সাথে দেখা হবে!

শুভকামনা রইলো!

৯| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে। আমাদের প্রচেষ্টা চলতে থাকুক।

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দা! আমরা সবাই মা কে নিএয় একটা করে লেখা লিখলেও বোধ হয় অনেক কাজ হয়!

সাথে থাকুন!


শুভকামনা রইলো!

১০| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৯

শুকনোপাতা০০৭ বলেছেন: মা কে আপনাদের এই কাজ গুলো সত্যিই প্রশংসনীয় এবং আগামির জন্য প্রয়োজনীয়... :) সফল হোক আপনাদের উদ্যোগ গুলো :)

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: আসলে কাজ করছে মূলত অভি, আমিনুর ভাই সহ আরও অনেকে, আমি মাত্র এই লেখা দিয়ে যোগ দিলাম! অভিনন্দন ওদের প্রাপ্য!

আপনার জন্য রইলো শুভকামনা!

ভালো থাকুন!

১১| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩২

তাসজিদ বলেছেন: মার সম্মানের জন্য এ লড়াই এ জয় অনিবার্য

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: যুদ্ধ যদি করতেই হয়,- তবে তা মায়েদের হাসির জন্য হোক,

শুভকামনা তাসজিদ ভাই!

ভালো থাকুন!

১২| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবি, দারুণ একটি ছবি এবং দারুণ কিছু শব্দের সংস্পর্শে এসে মুগ্ধ হয়েছি।

শুভেচ্ছা রইল।

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর! আপনার ভালো লাগায় অনেক আনন্দ হয়!

শুভকামনা!

ভালো থাকুন!

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৫

শান্তির দেবদূত বলেছেন: প্রিয় কবি, আমি মুগ্ধ! সত্যি বলছি আমি মুগ্ধ!

মাকে নিয়ে এমন চমৎকার কবিতা, এত সরল ভাষায় এত সাবলীল কবিতা আমি লাইফে খুব কমই পড়েছি।

আপনার কবিতার পাঙ্খা হয়ে যাচ্ছি। ফ্যানের সুইচ এক থেকে বেড়ে তিন পর্যন্ত উঠে যাচ্ছে ধীরে ধীরে :)

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: সুপ্রিয় শান্তির দেবদূত ভাই!, আপনার ভালোলাগায় তো আমি ফুলতে ফুলতে ভাসছি, আর ওদিকে ফ্যানের সুইচ নাকি ১ থেকে ৩ এ বাড়াচ্ছেন, অধমের তো আর মাটিতে থাকার কোনো সুযোগ থাকলো না, বাতাসে আমি আকাশেই উড়ে যাব!

আপনার ভাল লাগা আমার জন্য অনেক অনুপ্রেরণা, সাথে থাকার জন্য কৃতজ্ঞতা!

শুভকামনা রইলো!

ভালো থাকুন অনেক!

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৯

ভিয়েনাস বলেছেন: মা আর সন্তানের ছবিটা প্রথম যখন দেখি তখনি ভালো লেগেছিল।এটা যে কোন কবিতার কভারপিক হবে সেটাও আগেই ভেবেছিলাম :)

কবিতা চমৎকার হয়েছে ভাইজান।

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি তো ভবিষ্যতদ্রষ্টা হে কবি! এই ছবি যে কবিতার কভার পিক হতে পারে সেইটা আপনি আগেই বুঝেছিলেন! :)

কবিতা ভালোলাগায় আনন্দ হল কবি!

অনেক ভালো ত্থাকুন!

শুভকামনা!

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৩

গোর্কি বলেছেন:
একজন ঈশ্বর যা পারেন না, একজন মা বুঝি তা পারেন!

চরম সত্য এবং বাস্তব কথা। মা মা-ই।

চমৎকার, খুব চমৎকার কবিতাটি উপহার দেবার জন্য কৃতজ্ঞতা জানুন।

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: একজন ঈশ্বর যা পারেন না, একজন মা বুঝি তা পারেন! - ঈশ্বর নিজে দৃশ্যমান হন্নাই কারন তিনি মায়ে দেরকে দৃশ্যমান করেছেন!

মা মা-ই!

পাঠে কৃতজ্ঞতা সুপ্রিয় গোর্কি! মাক্সিম এর মা নিয়ে অদ্ভুত সুন্দর একটা ছোট গল্প পড়েছিলাম, অসাধারণ লেগেছিল, এই সময়ে হাতের কাছে পেলে অনুবাদ করে ফেলবো! তবে বড় 'মা' অনেক ছোটবেলায় পড়ে তখন কিছু বুঝি নাই!

শুভকামনা রইলো!

অনেক অনেক ভালো থাকুন!

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩

এম মশিউর বলেছেন: অপর্ণা আপুর কমেন্ট কই? ;)

ছবি দেখেই আপুকে চিনেছি।
সাথে দেখি ছোট্ট ব্লগার বাবুই_পাখি ও আছে। :)


মা-কে নিয়ে লেখা শেষ করা যাবে না। একটি শব্দ 'মা' । এটাই যথেষ্ট।

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: অপর্ণাদির কমেন্ট নাই কেন সেইটা একটা কথা বটে, কেন নাই কে জানে! তবে আপনি একটা খুব মজার পয়েন্ট বলেছেন, বাবুই পাখিও তো ক্ষূদে ব্লগার! যাক, ছবির মডেল দুইজনই সামুর ব্লগার! মা ছেলের এরকম যুগল ব্লগার ছবি পাওয়াটা তো কঠিন ব্যাপার! :)

একটি শব্দ 'মা' । এটাই যথেষ্ট।
- ঠিক, ঠিক, ঠিক!

শুভকামনা রইলো!

অনেক ভালো থাকুন!

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ভালো লাগল। গতকাল আমার মা এর জন্মদিন ছিল। সহজ সরল এই লেখাটা মাকে পড়ে শুনাব।

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কা_ভা! আহা, আপনার আম্মাকে আমার সালাম জানাবেন, আর দেখা হলে জন্মদিনের কেক খাওয়াবেন! আপনি সত্যি এই কবিতা মা কে পড়ে শোনাবেন? ভাবতেই তো রোমাঞ্চ হইল! :)

শুভকামনা!

ভাল থাকুন!

১৮| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২

রাইসুল নয়ন বলেছেন:

মা!!
কখনও মমতাময়ী কখনও কোমলতর কঠোর!!

রাতে খাদ্য গ্রহণের পূর্বেই তিনি আমাকে কান ধরিয়া ঝাক্রাইতে ঝাক্রাইতে জানতে চাহিলেন 'সব কাপড় গুলা ফ্লোরে ফালাই রাখছস ক্যা? ওইগুলা ধুইতে কষ্ট হয়না??'
উত্তর তো পুরনো!! তুমি ছাড়া এ অভাগার কে আছে মা?


পোস্টে ভালোলাগা রইলো।

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন:
রাতে খাদ্য গ্রহণের পূর্বেই তিনি আমাকে কান ধরিয়া ঝাক্রাইতে ঝাক্রাইতে জানতে চাহিলেন 'সব কাপড় গুলা ফ্লোরে ফালাই রাখছস ক্যা? ওইগুলা ধুইতে কষ্ট হয়না??'
উত্তর তো পুরনো!! তুমি ছাড়া এ অভাগার কে আছে মা?
- আমি যে কীরকম আগোছালো থাকি, সেইটা বলে বুঝানো মুশকিল। কারন আমি মনে করি যে কোনো জিনিস যে কোনো জায়গায় থাকতে পারে, যেমন বই মেঝেতে, গেঞ্জি টেবিলে অমুক তমুক, মা এগুলো সঙ্গত কারনে সহ্য করতে পারেন না। উনি আবার এত যত্ন করে গুছিয়ে রাখেন যে আমি আবার অইগুলা খুঁজে পাইনা। এই নিয়ে প্রায়ই ঝগড়া। কিছুদিন মা আপির ওখানে ছিলেন, আমার সব জিনিস এলোমেলো পড়ে থাকলো, এবং আমারি খারাপ লাগতে লাগল! দেখার কেউ নাই! :( :(

ইহা হইতেসে মা, যিনি থাকা পর্যন্ত আমরা কখনই বুঝতে পারবো না!

আপনার সুন্দর মন্তব্যে অনেক ভালো লাগা!

শুভকামনা রইলো!

ভালো থাকুন!

১৯| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২১

নিয়েল হিমু বলেছেন: মা

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: মা, একটি কথাই যথেষ্ট, এই একটি শব্দই জগতে পরিপূর্ন!

জগতের সব মায়েরা ভালো থাকুন!

শুভকামনা!

২০| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: মায়ের কোলে বাবুই সোনা,
হাসছে দেখ চাঁদের কণা,
জোনাক ফুলের গন্ধ মাখা,
আদর আদর আলোর পোনা!
+++++++++++

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন:
যুদ্ধ যদি করতেই হয়,- তবে তা মায়েদের হাসির জন্য হোক,
বিদ্রোহী যদি হতেই হয়,- তবে তা মায়েদের অশ্রুর জন্য হোক,
বিপ্লব যদি করতেই হয়,- তবে তা মায়েদের মুক্তির জন্য হোক,
প্রেমিক যদি হতেই হয়, তবে তা আমাদের সন্তানের মায়েদের জন্যই হোক!


শুভকামনা অভি! আপনাদের উদ্যগের জন্য মা কে নিয়ে লেখা হচ্ছে!

২১| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১০

শুঁটকি মাছ বলেছেন: সবাই লিখছে মা-কে নিয়ে।আমারোতো কিছু লিখতে ইচ্ছা করছে।কি লিখব বুঝতে পারছি না! :(

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনিও লিখে ফেলেন, মা কে নিয়ে স্মৃতিকথা, প্রিয় লেখা, যে কোনো কিছু! মা কে নিয়ে যে কোনো লেখাই সুন্দর!

আপনার লেখার প্রত্যাশায় রইলাম!


শুভকামনা!

২২| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২২

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ্‌ এ তো প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেলাম।

বাবুই ছড়াটা কাল পড়েছে, খুশী হয়েছে।

এই যে আমি নিজে একজনের মা হয়ে গেছি কিন্তু এই এখনো মা'কে এসে ঘরে না দেখলে মেজাজ টা খারাপ হয়। আমার যন্ত্রণায়, উনার নাতিদের যন্ত্রণায় কোথাও বেড়াতে যেতে পারে না।

মা যে এক কেমন অনুভব সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়।

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: হু, তাইলে বাবুই আশা করি আমার জন্য কিছু লিখবে বা আঁকবে!

মা যে এক কেমন অনুভব সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়।
- একজন মা হিসেবে এই কথায় আমরা একটু ভরসা পাইলাম, আসলেই মা কে নিয়ে লেখাটা কঠিন, আবার একই সাথে খুবি সহজ, লিখলেই সেটা নাড়িয়ে যায়!

মা- ব্যাটা ব্লগার যুগলের জন্য শুভকামনা!

২৩| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১

মোঃ ইসহাক খান বলেছেন: মা'কে নিয়ে লেখা চলতে থাকুক।

২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই!

মা কে নিয়ে লেখা চলতে থাকুক!

শুভকামনা!

২৪| ২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪০

সমুদ্র কন্যা বলেছেন: তোমার যন্ত্রটা ঠিক হওয়ার অপেক্ষা করছি, ছবিতে এই কবিতাটা কেমন হয় দেখার খুব শখ।

কবিতা সুন্দর হয়েছে। বাবুইকে নিয়ে ছড়াটাও দারুণ। :)

২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ছবিটা ঠিক কেমন হবে সেইটা আসলে আমার মাথায়ও নেই, নাড়াচাড়া করতে করতে বোঝা যাবে, ছবি আঁকার পিলারগুলো কবিতার মধ্যে আছে, এইটাই আপাতত বিষয়!
ছবি আঁকিয়ে কারো সাহায্য নিতে হতে পারে, যে আমাকে দশটা উল্লম্ব লাইনে মায়ের একটা ছবি এঁকে দেবে! :)

শুভকামনা সমদ্র কন্যা!

ভালো থাকুন!

২৫| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৫

আমি ইহতিব বলেছেন: কবিতা ও ছড়া যেমন সুন্দর তেমনি সুন্দর অপর্ণা আপু ও বাবুই এর ছবিটা।

মাকে নিয়ে আরো আরো লেখা আসুক।

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার প্র পিকটাও তো অনেক সুন্দর! এখানে কি মা-পুত্র?

কবিতা পাঠে ভালোলাগা ইহতিব আপু!

মা কে নিয়ে লেখা চলবে, আমরা সবাই একটা করে লেখা লিখলেই অনেক লেখা হয়ে যাবে!

শুভকামনা রইলো!

ভালো থাকুন!

২৬| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৭

মিশু মিলন বলেছেন: বাহ্ চমৎকার লিখেছেন!

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মিলন ভাই! মা কে নিয়ে লেখা পাঠে ভালো লাগা!


শুভকামনা রইলো!

ভালো থাকুন!

২৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ, সিরিয়াসলি পড়াইছি। পড়াইয়া কইছি আম্মা, চা খাইতে মঞ্চায়।

উল্লেখ্য তখন প্রায় রাত সাড়ে বারটা :P

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: এইটা হইতেসে মা, আপনি যদি রাত সাড়ে বারটায় বউকে বলতেন চা খাইতে মুঞ্চাই, আপনি খাইতে পারসেন কিনা এইটা জানার জন্য আরেকটা প্রশ্ন করতে হত, মায়ের কাছে সেই প্রশ্ন নাই, যেহেতু ইচ্ছা প্রকাশ করেছেন, উনি বলেছেন 'হউ', এবং আপনি নিশ্চিত চা পেয়েছেন! এখন কথা হল আপ্নে একা চা খাইলেন, আমারটা কিন্তু পাওনা থাকল!

আম্মাকে কবিতা পড়ানোয় কবি মহা উচ্ছ্বসিত!

আপনাকে ধন্যবাদ!

২৮| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর! সুন্দর!

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হামা ভাই!

মা এর জন্য লেখা চলবে!

শুভকামনা রইলো!

২৯| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯

অভিমানী মুন্না বলেছেন: চমৎকার লিখেছেন.

শুভকামনা . ;)

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম মুন্না ভাই! আপনার সাথে বিকালে দেখা হয়ে আমি খুশী! রাত বিরেতে আপনার প্রো পিক দেখলে তো আমার খবরই ছিল!

শুভকামনা রইলো!

ভালো থাকুন!

৩০| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৮

আমি ইহতিব বলেছেন: আমারটি পুত্র নয় ভাইয়া কন্যা। অবশ্য বাবার মতো চেহারা হয়েছে বলে ছেলের মতোই লাগে ওকে।

মাকে নিয়ে লিখতে হলে আসলে ভাল ভাবেই কিছু লিখতে চাইছি। সেজন্য কিছুটা সময় প্রয়োজন, নিজেকে সেই সময়টা দিতে পারছিনা, অপরাধী হয়ে যাচ্ছি নিজের কাছেই। আশা করছি খুব শীঘ্রই কিছু লিখতে পারবো।

আমার জীবনের শ্রেষ্ঠ ছবিটা শেয়ার করতে ইচ্ছে হচ্ছে আপনার সাথে

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ওরে রে, কী কিউট সুন্দর একটা ছবি! আদর আদর আদর! দারুন একটা ছবি হইসে! আপনার কন্যার নাম কি? মাথায় আসলে আমি একটা ছড়া লিখে ফেলব! খুব ভালো লাগলো আপনার ছবিটা দেখে!

সময় নেন, এবং আশা করি সময় নিয়ে আপনি খুব চমৎকার একটা লেখা উপহার দেবেন!

মা-মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা!

ভালো থাকুন!

৩১| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৩

অভিমানী মুন্না বলেছেন: হিহি, এত ভয় পাইলে হপে ? :D

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ইয়ে, আপনার বুঝতে কিঞ্চিত ভুল হচ্ছে। আসলে অনেকেই আমাকে ভীতু ভেবে ভুল করে। আমি আসলে কিছু বিষয়ে অস্বস্তি বোধ করি, ভালো লাগে না! যেমন রাতে আপনার ছবি দেখলে আমার মোটেই ভয় লাগতো না, আমার অনেক খারাপ লাগতো! আশা করি বুঝতে পেরেছেন! :-B

৩২| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা একটা তীব্র আবেগের কবিতা। আমার অনেক ভালো লেগেছে।

কবিতাটা আপনি গ্রাফিক্সে নিবেন, সেটা মাথায় রেখেই বলছি, প্রথম স্তবকের শেষ লাইন, এবং শেষ স্তবক নিচের মতো হতে পারে। ১ম স্তবক ইচ্ছে বা অনুজ্ঞা, শেষ স্তবকে দৃঢ়তা প্রকাশ- আমি এমন ভাবছি।

বর্গীয় যদি কিছু থেকে থাকে, তবে তা মায়ের পরশ হোক,
নিশ্চিন্তি যদি কিছু থাকে, তবে তা মায়ের কোল হোক!

যুদ্ধ যদি করতেই হয়,- তবে তা মায়ের হাসির জন্য
বিদ্রোহী যদি হতেই হয়,- তবে তা মায়ের অশ্রুর জন্য
বিপ্লব যদি করতেই হয়,- তবে তা মায়ের মুক্তির জন্য
প্রেমিক যদি হতেই হয়, তবে তা আমার সন্তানের মায়ের জন্য

শেষ স্তবকে ‘মায়েদের’ বদলে ‘মায়ের’, ‘হোক’ পরিহার, ‘আমাদের’ বদলে ‘আমার’ করা হলে আমার মতে শেষ স্তবক অধিক বেগবান ও সাবলীল হয়।


ছবিটা দেখে আমি চমকে উঠেছিলাম। আমি জিজ্ঞাসা করতে চেয়েছিলাম প্রকৃত ছবিটা কোথা থেকে নিলেন? আপনি খেয়াল করে দেখুন তো ছবিটা কার মতো দেখা যায়? আপনি বলে না দিলে আমি নিশ্চিত ধরে নিতাম এটা তাঁর ৭০-পূরবর্তী ছবি।

শুভ কামনা ইফতি ভাই।

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ওহ সোনাবীজ ভাই, এরকম একটা মন্তব্যের জন্য অনেকদিন অপেক্ষা করতে হয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ!

গ্রাফিক্সে নেওয়ার জন্য আমার একটা চিন্তা ছিল, তখন এখানে কিছু পরিমানে এডিট হবে, যেমন প্রত্যেক লাইনে দশ করে শব্দ আছে, যেখানে কম বেশী আছে সেটা কমায়ে বাড়ায়ে দেব। যেমন, -
নিশ্চিন্তি যদি কিছু থাকে, তবে তা মায়ের নিবিড় কোল হোক!- এটার থেকে
নিশ্চিন্তি যদি কিছু থাকে, তবে তা মায়ের কোল হোক!- এইটা শুনতে অনেক ভালো লাগছে, কিন্তু ৯ হচ্ছে, ১০ লাগবে, সেক্ষেত্রে -'নিশ্চিন্তি যদি কিছু থাকে থাকে , তবে তা মায়ের কোল হোক! ' এইটা সমাধান হতে পারে। একইভাবে নিচের স্তবকে - যুদ্ধ যদি করতেই হয়,- তবে তা মায়ের হাসির জন্য- এইটা বেশী দৃঢ়তার হল, সুন্দর হল, কিন্তু আবার হয়ে যাচ্ছে ৯, একটা অইলার নাই হয়ে যাচ্ছে, - যুদ্ধ যদি করতেই হয়,- তবে তা মায়ের হাসির জন্য হোক,- এইখানে ১০ আছে। আমার যেমন আরেকটা চিন্তা আছে কবিতাটি দুই লাইন ছেটে ফেলে দশ লাইনে আনা, প্রত্যেক লাইনে দশ করে শব্দ, সাথে একটা ছবি! এখন দেখা যাক, ছবির উপরে অনেক কিছু নির্ভর করছে!

হে হে, ছবি দেখে চমকে গিয়েছিলেন! সাদা কাল প্রাচীন টোন ছাড়া আমাদের কাছে মা এর মত ক্লাসিক অনুভুতি আনাটা কঠিন, তাই অইরূপ এডিট করেছি! :)

কবিতায় আপনার এরকম অসাধারণ পাশে থাকা অনেক বড় পাওয়া, অনেক কিছু শিখছি, যা আনন্দের!

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো!

কবিতার সাথে থাকুন!

ভাল থাকুন!

৩৩| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৮

সোনালী ডানার চিল বলেছেন:
দারুণ কবিতা, মা কে নিয়ে এই চমৎকার মিছিলে গা ভাসাতে মন চাই!!!

শুভকামনা!!

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ চিল ভাই! মা কে নিয়ে মিছিলে আপনার স্লোগান চাই! আপনিও ভেসে পড়ুন, লিখে ফেলুন মা চিলেদের গল্প! আমরা শুনতে চাই! :)


শুভকামনা ভাই!

অনেক ভালো থাকুন!

অনেক আকাশে উড়ুন!

৩৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪১

নাজিম-উদ-দৌলা বলেছেন:
ছবিতে প্লাস :)
অপর্ণা আপু আর বাবুই :)

লেখা ভাল হয়েছে প্রিয় কবি :)

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে সুপ্রিয় গল্পকার নাজিম ভাই!

লেখা ও ছবি ভালো লাগিয়াছে জানিয়া আনন্দম!


ভালো থাকুন!

শুভকামনা রইলো!

৩৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৯

টুম্পা মনি বলেছেন: অসাধারণ! অসাধারণ! একটু বেশিই সুন্দর। এটা বোধয় মায়ের অবদান!

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে টুম্পা মনি! আমাদের সব কিছুই যে মায়েদেরই অবদান !

শুভকামনা!


অনেক ভাল থাকুন!

৩৬| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই!

শুভকামনা রইলো!

অনেক ভাল থাকুন!

৩৭| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:১৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: মায়ের কোলে বাবুই সোনা,
হাসছে দেখ চাঁদের কণা,
জোনাক ফুলের গন্ধ মাখা,
আদর আদর আলোর পোনা!


-কবি তিন খণ্ড-ত, আমি ভাবছি ভিন্ন কথা। এই যে, বাবুই নামের শিশু অথবা বালকটি কি পোনা শব্দটি নিয়ে কৌতূহলী হয়ে উঠতে পারে?

মাছের সঙ্গে সম্পর্কযুক্ত শব্দটির অর্থ জানবার পর কবিকে না আবার ছড়াটি সম্পাদনা করতে বলা হয়?

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ওষুধ আছে জুলিয়ান দা, তখন বাবুই কে দেখানো হবে 'ফাইন্ডিং নিমো', মাছের পোনার প্রতি মাছে ভালোবাসা দেইখা যদি ও মুগ্ধ না হয়, তাহলে কি বলছি। ওর কাছে তখন 'পোনা' শব্দটাই বেশী ভালো লাগবে। ওর মারে কইতে পারে তখন, - মা তুমি মাছ হইলেই ভালো হত, আমি মাছের পোনা হইতাম, পড়াশোনা লাগতো না, পানির নিচে মনের সুখে ঘুইরা বেড়াইতাম!

আর তাতেও কাজ না হলে তখন সম্পাদনা- যেমন পোনার জায়গায় 'ছানা' লাগায়ে দিলেই চলবে! :)

৩৮| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০০

সায়েম মুন বলেছেন: কবিতায় ভাললাগা। ছবিটা এঁকে ফেলেন।

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে চন্দ্র কবি!

যন্ত্র ঠিক করে ছবিটা আঁকার চেষ্টা করবো!
:)
শুভকামনা রইলো!

ভালো থাকুন!

৩৯| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৭

আরজু পনি বলেছেন:
মাকে নিয়ে ট্যাগের ব্যাপারে এমন করে বললেন , সত্যিই মনটা বড্ড অবশ হয়ে গেল ।

মায়ের জন্যে ভালোবাসা ...

৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: বিষয়টা এতো দুঃখজনক! কিন্তু বাস্তব, তাই ভুলে থাকার তো আর উপায় নেই! :(

মায়েদের জন্য ভালোবাসা!


শুভকামনা রইলো আরজুপনি আপু!

ভালো থাকুন!

৪০| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৬

লাবনী আক্তার বলেছেন: সহজ, সরল ভাষার কবিতা খুব সুন্দর হয়েছে। :)

৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লাবনী! মায়েরা ভালো থাকুক!


আপনার জন্য রইলো শুভকামনা!

৪১| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: খুবই চমৎকার হয়েছে । খুবই খুবই । আর কাকতালীয় ব্যাপার এটা পড়ার সময়েই আম্মা ফোন দিলো !!!

তবে মাকে নিয়ে পরিপূর্ণ লিখাটা মনে হয় অসম্ভব । শুভকামনা থাকলো ! :) :) ভালো আছেন??

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় আদনান! লেখার জন্য মা এমন এক বিষয়। পরিপূর্ন করা যেমন সম্ভব না, তেমনি হৃদয় ছুঁয়ে যায় নিমিষেই! সবই মায়েদের মহিমা!

বেশ মজা লাগলো, আপনার আম্মা ফোন দিয়েছিলেন এই কবিতা পড়ার সময়! আম্মাকে আমার সালাম দিবেন!

শুভকামনা!

৪২| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: খুব ভাল লাগলো

মাকে নিয়ে লেখা লেখি চলতে থাকুক

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম হে কাগজের নৌকা (রাসেল হোসেন) ! আপনাকে দেখে জলের গান মনে পড়ে গেল-
কাগজের নৌকা, বানিয়েছে কেউ তা---- !!! :)

মা কে নিয়ে বেশ লেখা হচ্ছে, বিষয়টা আনন্দের ও ভালোলাগার!

শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.