নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

তের মাত্রার একটা ভূমিকম্প চাই!

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১১

বিজাতীয় শপিং মলে ভরে যাচ্ছে বুক

তের মাত্রার একটা ভূমিকম্প চাই!

লোভের- হৃদয়ের- স্বপ্নের- শরীরের-

তাবৎকুলের তাবৎ বেশ্যাগন,

দল বেঁধে ক্যাম্প করেছে

হৃৎপিণ্ডের অলিন্দ কলিঙ্গ প্রকোষ্ঠগুলোতে ।

বেশ্যাবাড়ীর দালালগুলো সব

বুকে আই ডি ঝুলিয়ে বেশ

ফাঁপর বাজী মারছে দিন রাত।

মস্তিষ্কের কোষগুলোতে, ভাবনার ঘরগুলোতে,

জানোয়ার জেনারেলগুলো দুইবেলা কামান দেগে চলেছে...

শিরা আর ধমনীর মোড়ে মোড়ে বেজন্মা সার্জেন্ট এর দল

মোড়কে মোড়কে প্রেম আর কাম আর লোভ গুলে দিচ্ছে।

আজন্মের চাকরগুলো, হাভাতের দলগুলো,

গলায় দড়ি বাঁধা ঠাণ্ডা হাওয়ায় পোষা ছাগলগুলো,

বহুজাতিক কর্পোরেট মাগীর দালালগুলো,

দয়িতাকে কুঠিবাড়িতে বন্ধক রেখে,

আত্মাকে বেশ শুঁড়িখানায় ভাড়া খাটিয়ে,

বিশ্ব মানবতার ইজারা নিয়েছে মুখোশের দল,

বেসাতির পসরা সাজিয়ে বাহবা কুড়াচ্ছে ঈশ্বর বাবাজীর।

নূহের প্লাবন আর যথেষ্ট নয়

তের মাত্রার একটা ভূমিকম্প চাই...



















*** শুরুর দিকের লেখা, এখন পড়তে গিয়ে মনে হয় বেশ কয়েক জায়গায় কাঁচা হাতের ছাপ, এখন লিখলে এই লেখাটাই হয়তো অন্যভাবে লিখতাম! এখন আর সম্পাদনা করতে ইচ্ছে হল না, প্রথম প্রেমগুলো তো আনাড়িপনার জন্যই এত মায়াদারু! :)

মন্তব্য ৭০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

লাবনী আক্তার বলেছেন: বিজাতীয় শপিং মলে ভরে যাচ্ছে বুক
তের মাত্রার একটা ভূমিকম্প চাই


হুম! লেখা পরে কিন্তু মনে হয়নি কাঁচা হাতের ছাপ। ভাল হইছে কবিতা।

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লাবনী!

কাঁচা বাঁশের ঘরের মত লেখাটাতেও একটু কাঁচা কাঁচা গন্ধ আছে! :) ভালো লেগেছে জেনে অনেক ভালো লেগেছে!

শুভকামনা রইলো!

২| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

ডট কম ০০৯ বলেছেন: note ta na likhle ami tai comments kortam.asole kobir protite kobitai tar kace onek kichu.

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: হে হে, জহুরির চোখ দেখা যায়! কাঁচা বাঁশের গন্ধ ঠিকই পাইয়া গেসেন!

প্রতিটা কবিতাই প্রতিটা সন্তানের মতই প্রিয়! :) গুনবিচারী কবির কাছে পরে!


পাঠে ধন্যবাদ!

শুভকামনা রইলো!

৩| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার কাছে ভাল লেগেছে,,,,,,,,,,,ভাল লেগেছে পড়তে

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লায়লা! কবিতা ভালো লাগায় অনেক আনন্দ!


শুভকামনা রইলো!

৪| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

মামুন রশিদ বলেছেন: প্রথম প্রেমগুলো তো আনাড়িপনার জন্যই এত মায়াদারু!


আহ! কি যে বলেন না কবি!

কবিতা খুব ভালো লেগেছে ।

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রথম প্রেমগুলো তো আনাড়িপনার জন্যই এত মায়াদারু!
;) - কথা ঠিক কিনা মামুন ভাই!

এই কবিতা ভালো লাগায় বেশী বেশী আনন্দ! প্রথম প্রথম, বুঝেনই তো!

শুভকামনা রইলো ভাই!

৫| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০২

সুমন কর বলেছেন: পড়তে তো বেশ লাগল!!

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা! আপনি কেমন আছেন?

পাঠে কৃতজ্ঞতা রইলো!

ভালো থাকুন!

শান্তিতে থাকুন!

৬| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

মোঃ ইসহাক খান বলেছেন: অত্যন্ত তীব্র ভাষা। আবেগময় হয়েছে।

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে সুপ্রিয় গল্পকার! আপনার ব্লগ থেকে ঘুরে আসলাম সেদিন, অখানে তো আপনার অনেক কবিতা, এখানে কবিতা দেন না কেন?

ভালো থাকুন!

শুভকামনা রইলো!

৭| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: তের মাত্রার ভূমিকম্প আমিও চাই !
আপনার কাঁচা হাত থেকেও এত চমৎকার লিখা আসতো !! বুঝাই যাচ্ছে জন্ম নিয়েছেন কবি হয়ে !

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: :!> লজ্জা পাইয়ে দিলেন যে কবি! আমি তো মনের ভাবে লেখি, আপনাদেরই না কবিতা মনে হয়!

শুভকামনা অভি! লেখা হচ্ছে না, তবে একটা ঝাঁক আসি আসি করছে, জাল পেতে বসে থাকলে কিছু পোনা ধরা পড়তে পারে! দেখা যাক!

অনেক অনেক ভালো থাকুন! অনেক অনেক লিখুন~!

৮| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কাঁচা হোক পাকা হোক কবিতার বক্তব্যে একাত্মতা জানাচ্ছি।

কিন্তু ভূমিকম্পের মাত্রা নিয়ে আমার কিঞ্চিৎ ডর লেগেছে। বছরের শুরুতে ঢাকায় সাত মাত্রার কাঁপনেই অগস্ত্য যাত্রার উপক্রম হয়েছিলো... ;)

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ইয়ে, ভূমিকম্পের মাত্রা বেশ বেশী হয়ে গেছে, ১৩ মাত্রার ভূমিকম্পে পাতাল আকাশে উঠবে আর আকাশ ডুইবা যাবে পাতালে! তবে মাঝে মাঝে মনে হয়- এর কমে কিছুই হবে না!

শুভকামনা রইলো মাইনুল ভাই! আপনার হাসিটা দেখলেই তো মন ভালো হয়ে যায়! :)

৯| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

ধূর্ত উঁই বলেছেন: নূহের প্লাবন আর যথেষ্ট নয়
তের মাত্রার একটা ভূমিকম্প চাই...


সুন্দর কবিতা কবি।একেবারে ভিতরটা আলোড়িত করে দিল। :)

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: নূহের প্লাবন আর যথেষ্ট নয়
তের মাত্রার একটা ভূমিকম্প চাই...
- তের মাত্রার কমে আর হবে নারে ভাই!

কবিতা আপনাকে আলোড়িত করলে সেইটা কবির বিরাট প্রাপ্তি!

শুভকামনা রইলো!

১০| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

অদৃশ্য বলেছেন:





বাহ্‌ সুন্দর...

ক্ষোভগুলো ফেটে পড়ছে... যদি অনেক আগে এই লিখাটি লিখে থাকেনতো এখন নিশ্চয় বুঝতে পারছেন যে ১৩মাত্রাও যথেষ্ট নয়...

অন্যকিছু লাগবে... অন্য কিছু...

লিখাটিতে খুব ভালোলাগা জানিয়ে গেলাম...
শুভকামনা...

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: এখন আসলেই আর ভূমিকম্প নয়, একটা আনবিক বিস্ফোরন চাই, যার তেজস্ক্রিতায় পুড়ে যাবে যত সব ক্যান্সার কোষ!

অনেক ধন্যবাদ অদৃশ্য! কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো অনেক!

শুভকামনা রইলো!

ভালো থাকুন!

১১| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো,কবি।

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় কামাল ভাই! আপনাকে কবিতায় পাওয়া অনেক অনেক আনন্দের! আমাদের অনেক আড্ডাবাজ প্রবীণ চাই, আপনার মত! :)

শুভকামনা রইল!

ভালো থাকুন!

১২| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

হাসান মাহবুব বলেছেন: ঝাঁঝালো কবিতায় আপনার অন্য ধরণের লেখার স্বাদ পেলাম।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: পাঠে ধন্যবাদ হামা ভাই! প্রথম প্রথম নাকি ঝাঁঝ বেশী থাকে!


শুভকামনা রইলো!

১৩| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

শুকনোপাতা০০৭ বলেছেন: একমত আপনার সাথে কবি... সত্যিই একটা পরিবর্তন চাই!

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: নূহের প্লাবন আর যথেষ্ট নয়
তের মাত্রার একটা ভূমিকম্প চাই...


শুভকামনা রইলো শুকনোপাতা!

ভালো থাকুন!

১৪| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার ঝালে তিমি মাছ ধরা পড়ুক !

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ফুলচন্দন পড়ুক হে স্বপ্নবাজ! ছোট হোক বড় হোক, মাছ ধরা পড়লেই আমি খুশী!

১৫| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

আহমেদ জী এস বলেছেন: ৎঁৎঁৎঁ ,

বেশ ঝাঁঝালো ।

পড়তে আর অনুভব করতে গিয়ে যা মনে হয়েছিলো দেখি, তা আপনি কবিতার শেষটিতে বলে দিয়েছেন ।

তারপরেও বলি - অনেক বলিষ্ট শব্দকথা নিয়ে একজন মানুষের ফেটে পড়া দেখছি ।
শুভেচ্ছান্তে ।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জী এস ভাই! কবিতার ঝাঁঝালো অনুভূতিতে ঝাঁঝালো ভালোলাগা!

শুভকামনা রইলো!

ভালো থাকুন!

১৬| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭

শ্যামল জাহির বলেছেন: নূহের প্লাবন আর যথেষ্ট নয়
তের মাত্রার একটা ভূমিকম্প চাই...


একাত্মতা।।

ক্ষোভে ক্ষ্যাপা কবি'র কথন, আর যে রক্ষা নাই(!)
সত্যিই একটা তের মাত্রার- ভূমিকম্প চাই।।


২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শ্যামল জাহির ভাই!

নূহের প্লাবন আর যথেষ্ট নয়
তের মাত্রার একটা ভূমিকম্প চাই...

- পরিবর্তন যে খুব দরকার!


শুভকামনা রইলো!

১৭| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

জনাব মাহাবুব বলেছেন:

আপনার কবিতার রন্ধে রন্ধে বিদ্রোহ ছড়িয়ে আছে।

একটা ভূমিকম্প চাই ১৩.৫ মাত্রার ভূমিকম্প।


ভাল লাগা কবিতায় ভাল লাগা প্লাস +++++++++++++++++++++++++++++

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাহাবুব ভাই! কবিতা পাঠে আনন্দ!

সাড়ে তেরো মাত্রাই সই, কিন্তু পরিবর্তন চাই, ভাংচুর চাই!

শুভকামনা রইলো!

১৮| ২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
শিরোনাম পড়ে ভয় পাইছি :-B কবি ভূমিকম্প কেন চাইছে পরে কবিতা পড়ে বুঝলাম।

কবিতা ভাল লাগল +++++++

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: যাক কবিতা পড়ে পরিস্কার হইসে যে কবি কম দুঃখে ভূমিকম্প চাই নাই!


শুভকামনা রইলো হে স্নিগ্ধ কবি!

ভালো থাকুন!

১৯| ২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

কয়েস সামী বলেছেন: চমত্কার! ভাল লাগলো।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কয়েস সামী !

শুভকামনা রইলো!

২০| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৮

দড়ি বাবা বলেছেন: ভূমিকমপের দরকার কি পিলার ধরে একটু নাডাচাডা করেন তাইলেই তো!!!

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি আগে দড়ি দিয়ে বান্দেন পিলার গুলো, তারপর আমরা হাত লাগাইতেসি! :)

দড়ি ধরে মারো টান,
রাজা হবে খানখান!

২১| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৮

অ্যানোনিমাস বলেছেন: মখা তো নাই! পিলার ধরে নাড়বে কে :-P

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: আগে দড়ি বান্ধা হোক, তারপরে আমরা গিয়েই নাড়ায়ে আসবোনে!

২২| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

সায়েম মুন বলেছেন: ঝাঁঝ আছে কবিতায়!

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই!

শুভকামনা রইলো! ভালো থাকুন!

২৩| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: লাইনে লাইনে, শব্দে শব্দে সহমত।

পরিবর্তনের দ্বার যখন রুদ্ধ!
সব যখন নষ্টদের দখলে
তখন অসহায় শোষিতের
এইতো উত্তমতম প্রার্থনা!!!!!

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু!

নূহের প্লাবন আর যথেষ্ট নয়
তের মাত্রার একটা ভূমিকম্প চাই...

বিদ্রোহী থাকুন!

ঝাঁঝালো থাকুন!

২৪| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১

এম মশিউর বলেছেন: কি অস্লিল কথাবার্তা!! :P

তবে আমার এমন একটা কাঁচা হাত দরকার। কবিতা লিখার চেষ্টা করছি। তাই ছন্দের হাতেখড়ির জন্য আজ একটা পোস্ট দিয়েছি। একবার ঢু মেরে আসতে পারেন। কাজে লাগতে পারে। ;)

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: অস্লীল মানেই কিন্তু অসভ্যতা নয়! :P

আপনার ছন্দের পোস্টে মোবাইল দিয়ে ঢু মেরে এসেছিলাম, এবং বেশ লিছুদুর পড়েছিলাম! খুবই চমৎকার উদ্যোগ!

শুভকামনা রইলো!

২৫| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৯

সুমন কর বলেছেন: আমি ভাল নেই, তবে চেষ্টা করছি!!! সময় লাগবে।

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার তো খুব বেশী ভাল থাকার উপায়ও তো নেই! সময়ই একমাত্র ভরসা!

শুভকামনা রইলো দাদা, বিষন্ন মেঘ কেটে যাবেই একদিন!

২৬| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: পেলাস হৈবো কবিতায় :)

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নাজমুল ভাই! কবিতা পাঠে আনন্দ!

ভালো থাকুন অনেক!

২৭| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঝাঁঝালো লেখা -

লেখাটা কন্ঠ ছেড়ে মঞ্চে আবৃত্তি করলে ভালো লাগবে

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই! মঞ্চে গলা ছেড়ে আবৃত্তি শুনতে পারাটা হবে বিশাল কিছু!

শুভকামনা রইলো!

২৮| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩০

বৃতি বলেছেন: সুন্দর । আমার কাছেও মনে হয়, প্রথমদিকের লেখাগুলো কাঁচা বা পাকা যাই হোক না কেন, সেরকমই রেখে দেয়া উচিৎ :)

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বৃতি! ঠিক, প্রথম তো প্রথম লেখাই, যেরকম আছে সেরকমই সুন্দর! এখনকার লেখাও কিছুদিন পরে পড়ে অন্যরকম লাগবে নির্ঘাত!

শুভকামনা!

২৯| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

বোধহীন স্বপ্ন বলেছেন:
একেকটা কবিতা যে এমন, ঘাই মারে... :-*

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: টোকা মারতে পারলেও কবির জন্ম সার্থক! :)

শুভকামনা রইলো!

৩০| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: বিজাতীয় শপিং মলে ভরে যাচ্ছে বুক
তের মাত্রার একটা ভূমিকম্প চাই!

হম রাস্তায় বের হলেই কথাটা মনে হয় বটে । কবিতা সুন্দর । তারচেয়ে সুন্দর শেষের কথাগুলো !

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: এভাবে শপিং মল তৈরি করতে করতেই দেশ এগিয়ে যাবে! আর কী বলার আছে?


তারপরেও ভালো থাকুন!

শুভকামনা আদনান ভাই!

৩১| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

মুশাসি বলেছেন: ++++

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মুশাসি!

শুভকামনা রইলো!

৩২| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০০

ভবঘুরের ঠিকানা বলেছেন: তের মাত্রার একটা ভূমিকম্প চাই!!!

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন: নূহের প্লাবন আর যথেষ্ট নয়
তের মাত্রার একটা ভূমিকম্প চাই...



ধন্যবাদ ভবঘুরের ঠিকানা!

শুভকামনা রইলো!

৩৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫

এহসান সাবির বলেছেন: কাচা হাতের মনে হয়নি আমার কাছে......!!! ভালো লেগেছে।

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সাবির ভাই! যশোর আসবেন কবে? আসলে ফোন মারিয়েন!

শুভকামনা রইলো ভাই!

৩৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
কাঁচা হাতের লেখা মনে হয়নি। যথেষ্ট ভাল হয়েছে।

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নাজিম! ভরসা থাকলো আপনাদের ভালোলাগায়! আরও কিছু লিখতে চাই! দেখা যাক!

ভালো থাকুন, নিরাপদে থাকুন!~

৩৫| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

বৃষ্টিধারা বলেছেন: অনেক ভালো লেগেছে আমার ।

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বৃষ্টিধারা! ভালো লেগেছে জেনে আনন্দ হল!

শুভকামনা রইলো!

* পুরোনো পোস্টে কেউ ভালো লাগা জানালে বেশী ভালো লাগে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.