নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

আমি জেগে থাকি অপেক্ষায়!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩





জানি কেউ ডাকবার নেই,

তারপরেও আমি জেগে আছি অপেক্ষায়!

রাতগুলো সব ঘূর্ণি পাকিয়ে,

একচালা অন্ধকারের চূড়ায় উদ্বাহু ঘ্রাণে মাতাল

এই হেমন্তের নলেন কুয়াশার হিমেল আকুতির মত

উত্তুরে হাওয়ায় উতল নৃত্যে, বাসনার জিপসি ক্যারাভান,

চটুল মেঘেদের যদিও জানা থাকে

টিনের শঙ্খে সেতারের আত্মাহুতির অভিমানী মল্লার,

বাঁশি আর বাজবেনা জেনেও

ঠায় দাঁড়িয়ে থাকে অশ্বত্থের ব্যাকুল বাকল,

ঈশ্বরের মত কপট করুণাময় আশ্বাসে,

আমার হলো না সাজানো পিদিম- সাঁঝের জানলায়,

আমি জানি এরকম রাতে আমাকে কেউ ডাকবার নেই,

তবুও আমি জেগে থাকি অপেক্ষায়!













*** এই কবিতাটা পড়ে সুপ্রিয় বোধহীন স্বপ্ন ভাইয়ের মনে হয়েছে এই কবিতার কথাগুলো মূলত তারই কথা, আমি মনে করি এই অনুভবের মধ্যে দিয়ে এই কবিতায় তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং কবিতাখানি আনন্দের সহিত বোধহীন স্বপ্ন কে উৎসর্গ করা হইল!


মন্তব্য ৭৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। নলেন গুড়ের সন্দেশের কথা শুনেছি, কুয়াশার কথা এই প্রথম শুনলাম। সেটা কিরকম হবে?

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: মজার জায়গায় হাত দিয়েছেন ভাই, যশোরের নলেন গুড়ের সন্দেশ বিখ্যাত, এইটা তো বইতে পড়েছি। মিষ্টির দোকানে খোঁজ নিলাম জিনিসটা কী জানার জন্য, যেটা জানলাম- শীতের শুরুর সময়টাতে এক বিশেষ ধরনের খেজুরের রস হয়, শুধু সেই সময়ের রসে বিশেষ ঘ্রান ও স্বাদ থাকে, আর ওই রসের গুড়কে বলে নলেন গুড়ের সন্দেশ! তো এখান থেকে পেলাম হেমন্তের নলেন কুয়াশা! :)

শুভকামনা হামা ভাই, কিছু প্রশ্ন ভাল লাগে!

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: খেয়াল করি নাই, গুড়কে সন্দেশ বলে না তো, ওই বিশেষ গুড় থেকে বানানো সন্দেশকে বলে নলেন গুড়ের সন্দেশ! :)

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

বৃশ্চিক রাজ বলেছেন:
সরি ব্রাদার। আপনি অনেক ভাল কবিতা লেখেন।

সো নাইস অফ ইউ। :)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম বৃশ্চিক রাজ ! কবিতা পাঠে আনন্দ!

শুধু ব্লগার বিষয়ক নয়, আশা করি আপনার কাছ থেকে আমরা অনেক ধরনের চমৎকার সৃজনশীল পোস্ট পাব!

শুভকামনা রইলো!

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ঠাণ্ডা ঠাণ্ডা কবিতা । +

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: হুম, শীতকাল চলে আসছে, আমার কবিতাদেরও শীতে ধরেছে। ওরা তো লেপ থেকে বেরই হতে চাচ্ছে না, টেনে বের করে যতটুকু পাচ্ছি, দিলাম!

শুভকামনা আদনান ভাই!

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: রাতগুলো সব ঘূর্নি পাকিয়ে,
একচালা অন্ধকারের চূড়ায় উদ্বাহু ঘ্রানে মাতাল


লাইন দুটা দুরন্ত হয়েছে !
রাত জাগা সফল হোক , ঘূর্নি পাকিয়ে কবিতা আসুক !

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অভি! আপনি নিশ্চয় ভালো করেই বুঝেন যখন লেখার আকাল, তখন খড়কুটো গুলোকেই আঁকড়ে ধরতে হয়!

শুভকামনা রইলো স্বপ্নবাজ, শীতের সব্জির মতই আপনার বাগান ভরে উঠুক কিছু শীতকালীন কবিতায়!

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

বৃশ্চিক রাজ বলেছেন:
আপনারা পাশে থাকলে সবই পারব ব্রাদার :)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি চাইলেই হবে, এবং পথে নামলে পাশে কাউকে না কাউকে পেয়ে যাবেনই!

শুভকামনা!

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা । ভালো লেগেছে ।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই!

শুভকামনা রইলো!

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, বেশ ||

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কবি'র মুন ভাই! :)

শুইভকামনা রইলো!

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯

সুমন কর বলেছেন: আমি অনেক রাত জেগে থাকি। তাই কবিতাটা আমার একটু বেশী ভাল লাগল। সুন্দর হয়েছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: হুম, রাত জাগিয়েদের কবিতা হয়েছে বলতে হবে! :) পকবিতা পাঠে অনেক আনন্দ সুমন দা!

শুভকামনা রইলো!

নিরাপদ ও শান্তিতে থাকুন!

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

মাহদী হাসান শিহাব বলেছেন: কবিতাটিতে যেন ঠিক কেমন একটা মায়া জড়িয়ে আছে।
"অপেক্ষায় আছি কিন্তু জানি কেউ ডাকবে না
তার পরেও জেগে থেকে অপেক্ষা করছি"

যন্ত্রনাদায়ক শান্তির অনুভূতি।

কবিকে ধন্যবাদ।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: বাহ, সুন্দর বলেছেন তো!- কবিতাটিতে যেন ঠিক কেমন একটা মায়া জড়িয়ে আছে।

'আমার এই পথ চাওয়াতেই আনন্দ!'

কিছু কিছু অপেক্ষা কারও জন্য হয় না বোধ হয়, এ শুধুই অপেক্ষায় থেকে যাওয়া!

শুভকামনা শিহাব ভাই!

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার । কবিতা ও ছবি দুটোই ভাল লেগেছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সেলিম ভাই! ছবি দেওয়ার পরে মনে হইসে খুব বেশী প্রাসঙ্গিক হল কী? যাই হোক, কবিতা ও ছবি দুই ভালোলাগায় যুগল আনন্দ!

শুভকামনা রইলো!

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: ইফতি ভাই আপনার খন্ডৎ এর ক্রিয়েটিভ উপস্থাপনা দেখতে চাইলে এক্ষুনি ঘুরে আসুন এই এই লিঙ্ক থেকে !

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: লিঙ্ক কাজ করছে না যে অভি! :( ৎ এর কী হয়েছে?

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: এইখানে দেখেন , উপরের লিঙ্ক টা ভুল হইছে !

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: এইটাও কাজ করে না রে অভি! :( কী দেখাইতে চাইলি দেখতেও পারলাম না!

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

বোধহীন স্বপ্ন বলেছেন:
জানি কেউ ডাকবার নেই,
তারপরেও আমি জেগে আছি অপেক্ষায়!
রাতগুলো সব ঘূর্নি পাকিয়ে,
.................

আমার হলো না সাজানো পিদিম- সাঁঝের জানলায়,
আমি জানি এরকম রাতে আমাকে কেউ ডাকবার নেই,
তবুও আমি জেগে থাকি অপেক্ষায়!


সত্যি বলতেছি এই কবিতা আমার লেখার কথা ছিল। ঠিক যেন আমার মনের কথাগুলোই খুজে পেলাম কবিতায়।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন:
সত্যি বলতেছি এই কবিতা আমার লেখার কথা ছিল। ঠিক যেন আমার মনের কথাগুলোই খুজে পেলাম কবিতায়।
- সুতরাং কবিতাটি আপনার! :)

অনেক ধন্যবাদ ভাই! আপনার মন্তব্যে তুমুল ভালোলাগায় আক্রান্ত হইলাম!

শুভকামনা রইলো!

ভালো থাকুন!

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

সোজা কথা বলেছেন: কথাগুলা খুব ভালো লেগেছে।কবিতা সুন্দর ।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোজা কথা!

শুভকামনা রইলো! অনেক ভালো থাকুন!

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০০

মুনসী১৬১২ বলেছেন: চমৎকার

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মুনসী ভাই! বেশ কিছু দিন পরে আপনাদের সাথে দেখা হল!

শুভকামনা রইলো!

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯

না পারভীন বলেছেন: খুব ভাল লেগেছে । :)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ পারভীন আপা! কবিতা পাঠে অনেক আনন্দ!

ভালো ও নিরাপদে থাকুন!~

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার ! চমৎকার !!!

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ গিয়াসলিটন ভাই! এই কবিতায় অনেকের সাথে অনেক দিন পরে দেখা হচ্ছে- বিষয়টা অনেক আনন্দের!

ভালো থাকুন ভাই! অনেক শুভকামনা রইলো!

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

সায়েম মুন বলেছেন: সুন্দর। কবিতায় অনেক ভাললাগা।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে চন্দ্রকবি!

শীতকালীন শুভকামনা রইল! :)

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর! অনেক ভালো লেগেছে!

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কোথাও যেতে অনুচ্ছিক একজনকে! আপনার ভালো লাগায় অনেক আনন্দ!

ভালো থাকুন!

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার। দারুন কবিতা পড়লাম।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে দূর্জয় কবি!

অনেক ভালো থাকুন, অনেক অনেক লিখুন!

শুভকামনা!

২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার!! অনেক ভালো লাগল প্রিয় কবি।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে কাল্পনিক! আমার কবিতা অভিযানের এক সুপ্রিয় সহযাত্রী আপনি! কবিতার সাথে থাকুন!

শুভকামনা!

২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো লাগলো খুব ...

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে মাননীয় মন্ত্রী মহোদয়! কবিতা পাঠে আনন্দ!

ভালো থাকুন! এখন নির্বাচন কালীন সময়ে সততার সাথে দায়িত্ব পালন করুন!

২৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন:



বাঁশি আর বাজবেনা জেনেও
ঠায় দাঁড়িয়ে থাকে অশ্বত্থের ব্যাকুল বাকল,
ঈশ্বরের মত কপট করুনাময় আশ্বাসে,
আমার হলো না সাজানো পিদিম- সাঁঝের জানলায়,
আমি জানি এরকম রাতে আমাকে কেউ ডাকবার নেই,
তবুও আমি জেগে থাকি অপেক্ষায়!


বেশ ... সুন্দর!!!


++++

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ কবি! কবিতা ভালো লেগেছে জেনে অনেক আনন্দ হল!

শুভকামনা রইলো!

২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: যেগুলো চোখের বালি, ঘূর্নি নয় হবে ঘূর্ণি
ঘ্রানে নয়, হবে ঘ্রাণে
করুনাময় নয় হবে করুণাময়

কবিতাটা এতো দূর দিয়ে এতো কাছের কথা বলা হয়েছে সেও খন্ডত্তিয় ভাবে। এর চেয়ে বেশি কিই বা বলতে পারি।

ছোট্ট একটা বিষয় বলি, প্রথম দুই লাইন-

জানি কেউ ডাকবার নেই,
তারপরেও আমি জেগে আছি অপেক্ষায়!

এই অপেক্ষায় শব্দটি খুব প্রয়োজন ছিলো বলে মনে হয়নি। আর প্রয়োজন থাকলে আছি এর পর একটা কমা (,) এর অনুভব করেছি। কবির ইচ্ছা আর ভাব প্রকাশ অবশ্যই সর্বশেষ কথা। আমি কেবল আমার মনে হওয়া অনুভূতি ব্যক্ত করলাম। চমৎকার।

ভালো থাকবেন, সব সময়।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: দন্ত্য-ন না মূর্ধ- ণ, জানে কোন জন?
কবি তো জানে না, জানে প্রিয়জন! :)

অভিধান সহযোগিতায় অনেক ধন্যবাদ, ভালোবাসা জানবেন!

আমি যতি চিহ্নের বিষয়টা খুব ভালো বুঝি না, একরকম রেখে দেই আর কী! দেখি, বানানের যেমন কিছু পরিমান উন্নতি হয়েছে, আশা করি এইটাও শিখে যাব! :)

এত চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ! কবিতার সাথে থাকুন!

শুভকামনা রইলো সজীব ভাই!

২৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১০

এহসান সাবির বলেছেন: যশোরের নলেন গুড়ের সন্দেশ বিখ্যাত.......... শীতের শুরুতে ওটা পাওয়া যায়.. প্রথম দিকের রস দিয়ে বানানো গুড় দিয়ে সন্দেশ বানানো হয়।

কবিতা +++++

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সাবির ভাই! উপরে তো দেখি লেখতে ভুল হয়েছিল, গুড় না, গূর থেকে যে সন্দেশ সেইটা! :) বোঝা গেল, যশোরের মানুষ আপনি!

শুভকামনা রইল!

২৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: মন খারাপ কইরা দিলেন

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: মোন খারাপ হওে গেল! :( আমাদের তো এই পথ চাওয়াতেই আনন্দ! ডাকবার কেউ না থাকলে অসুবিধা কী? যার কেউ থাকে না, তারও থাকে নিঃসঙ্গতার গান!

শুভকামনা নাজমুল ভাই!

২৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

আমিনুর রহমান বলেছেন:




কষ্টের অনুভূতি কিন্তু কারো জন্য অপেক্ষা সেটা কিন্তু ভীষণ ভালো লাগার অনুভূতি।


কবিতায় +++

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: কিছু কিছু অপেক্ষাই ভালোলাগার! ওপ্রান্তে যদি কেউ থাকে তাহলে তো কথাই নেই!

শুভকামনা আমিনুর ভাই!

২৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: Click This Link যান

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, ব্যাপক ক্রিয়েটিভ বর্ণনা! আমার নিক উচ্চারণ করতে গিয়ে যেমন খন্ড খন্ড অবস্থা দাঁড়ায়, ওইরাম! =p~ =p~ =p~

কোত্থেকে পান এইগুলা! ? :)

২৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৪

শ্রাবণ জল বলেছেন: সুন্দর।
ভাল লাগা।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শ্রাবণ! পাঠে আনন্দ!

শুভকামনা রইলো!

৩০| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: -
আমাকে কেউ ডাকবার নেই,
তবুও আমি জেগে থাকি অপেক্ষায়

সুন্দর

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই!

ভালো থাকুন নিরন্তর!

৩১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

মোঃ ইসহাক খান বলেছেন: কবিতার সাথে চমৎকার সবুজ উজ্জ্বল পাতা - দারুণ।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতার সাথে ছবি বোধহয় খুব একটা প্রাসঙ্গিক হয় নি, দিলাম আর কী! ভালো লাগায় আনন্দ হল!

শুভকামনা সুপ্রিয় গল্পকার!

ভালো থাকুন!

৩২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জানি কেউ ডাকবার নেই,
তারপরেও আমি জেগে আছি অপেক্ষায়!




খুবই চমৎকার লেখেন আপনি। আপনার লেখা আমাকে খুবই জোস লাগে। ধন্যবাদ ভাই আপনি লিখতে থাকেন। আপনাদের লেখা থেকেই আমরা একদিন নজরুলকে পাবো।

ভাল থাকেন। ধন্যবাদ।

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ওরে রে সুপ্রিয় দেশপ্রেমিক, আপনি তো আমাকে ধন্য করে দিলেন! :) আপনার এই ভালো লাগায় কবি জীবন সার্থক মনে হইতেসে! :)

আপনার ভাললাগা সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে! কবিতার সাথে থাকুন!

কৃতজ্ঞতা অনিঃশেষ!

ভালো থাকুন অনেক!

৩৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বাঁশি আর বাজবেনা জেনেও
ঠায় দাঁড়িয়ে থাকে অশ্বত্থের ব্যাকুল বাকল,
ঈশ্বরের মত কপট করুণাময় আশ্বাসে,
আমার হলো না সাজানো পিদিম- সাঁঝের জানলায়,


বাঁশি কেন বাঁজবে না আর কবি..?
সেদিন অফিসের পাশেই বাঁশিরিওয়ালাকে পেলাম,
৮০ টাকা মূল্যর শখের তোলাকে প্রশ্রয় দিলাম
কিন্তু সেটা অনর্থক পরে আছে..!
পারিনা মোটেই..

কবিতায় মুগ্ধতা..।

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা!

সব তারা নিভে যায় যে,
সব দম ফুরিয়ে যায় যে,
তাই বাঁশিকেও থেমে যেতে হয় একদিন!

যাক, বাঁশী কিনেছেন- এইটাই দারুণ! একজন গরীব বাশীওয়ালার একটা বাঁশী বিক্রি হল! আর বাঁশীর খুব বেশী কাহিনী নাই, ভালোবেসে সময় দিলে একসময় বাজতে শুরু করে, তবে সময় একটু বেশী নেয়, দেমাগ আছে বহুত!

আপনি ও আপনার বাঁশী, দুইজনের জন্যই শুভকামনা!

৩৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: বাঁশি আর বাজবেনা জেনেও
ঠায় দাঁড়িয়ে থাকে অশ্বত্থের ব্যাকুল বাকল,
ঈশ্বরের মত কপট করুণাময় আশ্বাসে,


-এই চমৎকার অংশটা নিয়া না আবার হাজি সাব্রা প্যাঁচ লাগায়। ঈশ্বররে ঘুরাইয়া ফিরাইয়া বাটপার বলা হইচ্চে।

১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জুলিয়ান দা!

ঈশ্বর তো কারো বাপের সম্পত্তি না, ঈশ্বর তত্ত্বের কোনো পেটেন্ট কেউ নিয়া রাখসে এইটাও শুনি নাই! আমার ঈশ্বর রে নিয়ে আমি কী ভাবি সেইটা তাঁর সাথে আমার ব্যাপার, এর হিসাবও আমিই দেব! রাব্বি, হাজী, পাদ্রী,পুরুত- সবাই যার যার ঈশ্বর নিয়ে থাকুক, আমি আমার ঈশ্বর নিয়ে থাকতে চাই!

হাজী সাহেবরা আপত্তি জানাইলে কমু পাদ্রীদের ঈশ্বর রে কইসি, অন্য ধর্মের ঈশ্বররে গালি দিলে সবাই খুশী হয়!

শুভকামনা রইলো!

৩৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রিয় কবি আপনি সব সময়ই অনুপ্রাণিত করেছেন, আজও করলেন, আপনার লেখার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতাবোধ রইলো। :)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে দিকভ্রান্ত ভাই! কবিতায় আপনার ভালোলাগা লিখে যাওয়ার জন্য অপরিমেয় এক অনুপ্রেরণা!

কবিতার সাথে থাকুন!

কৃতজ্ঞতার সহিত শুভকামনা!

৩৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: সুখপাঠ।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ফ্রাস্ট্রেটেড ভাই! কবিতা পাঠে আনন্দ!


শুভকামনা রইলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.