নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

যশোরে ব্লগ ডে, আনন্দ নিকেতনে আনন্দম!

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬





গত ২০ শে ডিসেম্বরে আমরা যশোরের কিছু ব্লগার, নব্য ব্লগার এবং হবু ব্লগার আনন্দ নিকেতন উদযাপন করলাম ৫ম বাংলা ব্লগ ডে! কারিগরি ত্রুটির কারনে পোস্ট দিতে দেরী হল! পোস্টটা ছবি ব্লগ হিসেবেই দাঁড়ালো দেখা যাচ্ছে, আমরা কী করেছি সেইটা ছবিতেই দেখা যাচ্ছে! বেশী কথা বলে কাজ কী?!







প্রস্তুতি নিচ্ছে আনন্দ নিকেতন!







রিমু আর অভি ব্যস্ত কাজে!









আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে গাছ লাগানো দিয়ে, আমরা দুইখানা হাস্না হেনা(আমার বাবা মায়ের বিশেষ ফেভারিট ফুল! ), চারটা ডালিয়া, একটা সূর্যমুখী, একটা ক্যাপ্সিকাম ও একটা কৃসমাস ট্রি!





আস্তে আস্তে উপস্থিত হচ্ছে বন্ধুরা, ড্যানি আর শফিকের আগমন! :)















বা থেকে- রিয়াজ, অভি, ড্যানি, রাসেল,শফিক,রিমু, অমিত





















সবথেকে পিচ্চি দুই বন্ধু, আমি একমাত্র যে ব্লগার পেয়েছি, নীল নটবর অরফে অমিত

এবং আনন্দ নিকেতনের শিল্প নির্দেশক রিয়াজ!







রিয়াজ, ক্রিয়েটিভ লাইটিং থেকে শুরু করে শিল্প নির্দেশনা ওর, ও একটা আই ডি খোলার চেষ্টা করছে!









বাঁশী নিয়ে বসেছি!











রিয়াজ, ক্রিয়েটিভ লাইটিং থেকে শুরু করে শিল্প নির্দেশনা ওর, ও একটা আই ডি খোলার চেষ্টা করছে!





ক্ষুদে ব্লগার নীল নটবর! ওর কাজ হচ্ছে অন্য সব জায়গার ব্লগ ডে'র আয়োজনের তথ্য আমাদের কে দেওয়া, যশোরের আয়োজন যাতে এগিয়ে থাকতে পারে!













রিমু, ওকে কাজ ছাড়া কেউ কি ছবিতে দেখছেন? কেউ কেউ আছে শুধু কাজ করে যায়, কেউ কেউ আছে যারা না থাকলে অনেক কিছুই থেমে থাকবে, রিমু ওই গোত্রের মানুষ!











মাগরিবের নামাজের বিরতি, কয়েকজন কাছে মসজিদে গেছে নামাজ পড়তে, প্রথম পর্বে বৃক্ষ রোপণ অভিযামন শেষ, এর পরে বাঁশী বাজিয়ে পরবর্তী পর্ব শুরুর অপেক্ষায়!

এইটা হয়ে যাক একটা ছড়া বিরতি, আবোলতাবোল ছড়া-





আমরা ব্লগার, আমরা ব্লগার,

সামু খামারে পাড়ছি ডিম,

রাম গড়ুরের ছানা নই মোরা,

আমাদের নেই খাড়া দুটো শিং!



কেউ কাব্যে, কেউ গল্পে,

কেউ ফিচারে অবাক তাক,

কেউ মেলে ছবি, আহা সব ছবি

বুনোফুল যেন ঝাঁক ঝাঁক ঝাঁক!



এখন আর সেই সামু নেই নাক

উড়ে গেছে সব রঙ বেরঙ্গের পাখি,

এই সব শুনে আন মনে ভাবি,

বর্তমান-ই সত্য জানি, বর্তমানে বাঁচি!











অবশেষে আমি বাঁশী বাজানোর ভিডু আপলোড করতে পারলাম, সারাদিনের তপস্যা, সাথে কাভা আর অভির যৌথ টেকি হেল্প!



বাঁশী শুনে আমরা ব্লগ নিয়ে একটু আলোচনা করলাম, ব্লগ কী, ব্লগার কাদের বলে, ব্লগ লেখলে কী হয়, ব্লগার মানে শুধুই নাস্তিক কিনা- এক কথায় ব্লগ নিয়ে যার যা মনে আসে সে কথা সবাই মিলে শেয়ার করা!











অনেক ভারী কথা বলে শুনে সবাই ক্লান্ত, এবার খাওয়া দাওয়া! কেক!





পিঠা, খেজুর রসের পায়েস!













কেক কাটছে আমাদের টারজান কন্যা মৈত্রেয়ী মৈত্রী, কিছুদিন আগে নানির শাড়ি ধরে এক তলা থেকে যে নিরাপদ ঝাঁপ দিয়েছে!





























আমাদের গানম্যান রফিক ভাই! যশোরে অনেক উনাকে মামা রফিক হিসেবে চেনে, উনার গানের মধ্য দিয়ে শেষ হল অনুষ্ঠান!





তুমি কেমন করে গান কর হে গুনী!



এই তো, এক রাশা ভালোলাগা আর সামনের অনেক স্বপ্ন নিয়ে শেষ ফিরে চললাম আমরা! আমার এখানে যারা ছিল, তাদের বেশীর ভাগই ব্লগ সম্পর্কে আজকে খুব ভালো করে জানল বলা যায়, কিন্তু ওদের অংশ গ্রহন দেখে কী বোঝা যায়? অদ্ভুত রকম চমৎকার ছিল ওদের আগ্রহ ও অংশগ্রহন! ওদেরকে সাথে নিয়ে, আনন্দ নিকেতন কে নিয়ে আমরা নতুন বছরে কিছু নতুন স্বপ্ন বুনতে চাই! সবার জন্য রইল ভালোবাসা!

মানুষের জয় হোক!



পোস্ট শেষ করছি ব্লগ ডে লেখা কাব্য নিয়ে, এইটা আগেই পোস্ট দিয়েছিলাম, নতুন যোগ হয়েছে ইমন জুবায়ের ভাইয়ের দুই লাইন নিয়ে একটা গান!



শোন শোন গুনমণি, শোন দিয়া মন,

রঙ্গশালা আজব এক করিব বর্ণন,

রঙ্গশালা আজবশালা অবাক ব্যাপার ভাই

বাস্তবেতে ইহার কোনো জায়গা জমি নাই!

আদর করে ডাকে ‘সামু’ ভক্ত ইহার সব

বাংলাভাষায় অন্তর্জালে প্রথম তুললে রব!

ভোরের আলো জ্বাললে যারা নমস্কার করি,

অধম আমি, কাব্য করি, নামে ইফতি কবি!

চল তবে দেখা যাক কাদের ভালবাসায়,

এতো দূরে আসলে সামু, তূর্য যাদু মায়ায়!

জানা আছে কিছু নাম, কিছু অ-জানা,

ত্রুটি যদি হয় তবে, ক্ষমা প্রার্থনা!

আমাদেরই মাথার পরে বটবৃক্ষ ছায়ায়,

ইমন জুবায়ের নামের স্বপ্ন ঘুমে রয়!

গুরু তোমায় সালাম করি আমরা ভাগ্যবান,

তোমার অতুল স্নেহ ধারায়- পূর্ণ তব প্রাণ!





জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন,

জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।



অঙ্ক কষে যায় কী জানা প্রানের মানে,

ছন্দ গুনে কাব্য কী কেউ লিখতে জানে,

পথ মেপে তো যায় না জানা দূরের মানে,

মানুষ যদি,- মনের বাঁশী বাজাও প্রানে!



তোমার চোখের অন্ধ কোলে প্রদীপ জ্বেলে,

স্বপ্ন, সে তো নিজেও স্বপ্ন দেখতে জানে,

মানুষের নেই উচু-নিচু-জাত-কাঁটাতার ভেদ,

মাটির ফানুস, মাটিরই ফুল, অচিন নিরুদ্দেশ!






দুই হাজার তের সনের উনিশ ডিসেম্বর,

ব্লগ ডে’র ভুত করছে সবার উপ্রে ভর!

বসবে মেলা মিলন মেলা, নয়া-পুরান পাখি,

চোখের আলো জ্বলবে প্রাণে, জারুল স্মৃতির ঝাঁপি!

সারা বছর, দিবা-রাত্রি, রোদ-বৃষ্টি ময়,

দেখে ভাবি সামু এক নদী বয়ে যায়!

গদ্য, পদ্য, এটা-সেটা, ভ্রমণ রঙ্গ ফিকশান,

চলছে গাড়ি যাত্রাবাড়ি, ছাদে মাইকেল জ্যাকসন!

আরও আছে অচল সচল নানা ছবির গল্প,

হেল্প চাই, টেকি ভাই, মাথা পুরা নষ্ট!

কপি-পেস্ট, ক্যাচালবাজী মাঝে মাঝেই চলে,

ফাউল ছাড়া ফুটবল খেলা, হতে পারে কবে?

যখন কারো দুঃখ ভারী, কোনো সহায় নাই,

আমরা ব্লগার জেগে বলি- আমরা আছি ভাই!



মুক্তিযুদ্ধ গর্ব মোদের, ভুলিনি আমরা কিছু,

শহীদ পিতা সূর্য মোদের, একাত্তরের যিশু!

বীরাঙ্গনা মাতৃ মোদের, আকাশ সমান ত্যাগ,

মাগো আমরা থাকবো জেগে, করছি শপথ দ্যাখ!





আমি বাংলাদেশ দেখেছি,

পৃথিবীর সুন্দরতম দুঃখিনী ফুল দেখেছি,

আমার পূর্বপুরুষ এই ফুলের জন্য!

আমার বর্তমান এই ফুলের জন্য!

আমার উত্তরপুরুষ এই ফুলের জন্য!

এই ফুলকে যে দুঃখ দেবে,

প্রজন্ম থেকে প্রজন্ম ধরে, শপথ সূর্যের,

নরকের দ্বার পর্যন্ত তাড়া করে ফিরব ।










কৃতজ্ঞতা স্বীকারঃ প্রথমত ব্লগার আমিনুর ভাই, উনি আমাকে গাছে তুলে মই নিয়ে দৌড় দিয়েছিলেন, মানে খুব উৎসাহ দিয়ে বলেছিলেন ব্লগ ডে নিয়ে পোস্ট দাও, আয়োজনের চিন্তা কর, প্রচুর যশোরের ব্লগার পাইবা! কিন্তু আমি একজনও পাইনি, মানে অনেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু পরিস্থিতির কারনে কারো পক্ষে আসা সম্ভব হয় নি! একা একা খুব এতিম অনুভূতি নিয়ে শুরু করেছিলাম, কিন্তু খুব চমৎকার কিছু পিচ্চি আমাকে বিশাল কিছু দিয়েছে! কাল্পনিক ভালোবাসার কথা বলতে হবে, নিয়মিত যোগাযোগ ছিল ওর দিক থেকে! ও জানা আপুর কথা ব্লি নাই এখনও, উনি অনুষ্ঠানের দিন থেকে শুরু করে কয়েক দিন বেশ ব্যস্ততার মধ্যেও ফোন দিয়ে আয়োজনে উৎসাহ দিয়েছেন!



আর যারা না থাকলে হয়ত না কিছুই- রিমু, রিয়াজ, অমিত, অভি, শফিক, ড্যানি, বুলবুল, বাদল, সাইফুল, তারেক, রফিক ভাই, জনি!









মন্তব্য ১১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমাকে কেউ দাওয়াত দেয় নি :(

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আহারে! আপনার জন্য সমবেদনা রইলো! :(

২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি ওখানে ছিলাম ?? B:-) B:-) B:-) :P :P :P

তবে সত্যি সত্যি ইফতি ভাই , সিরিয়াসলি আপনার ওখানে যেতে ইচ্ছে করছে সেদিনকার প্রথম দেখার পর থেকেই !
আর যে আবহ তৈরি করেছেন মন চায় বেড়াতে গেলে আর ফিরে আসবোনা !
পোষ্টে লাখখানেক প্লাস !

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ফিরে যাওয়ার কী দরকার! আইসা পড়েন যে কূনো দিন! :)

আনন্দ নিকেতনে আমন্ত্রন রইলো!

শুভকামনা অভি!

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

সুমন কর বলেছেন: রিমু আর রিয়াজকে একটু বেশী ধন্যবাদ। কারণ, তারা খুব সুন্দরভাবে আনন্দ নিকেতনকে সাজিয়ে দিয়েছেন। আর আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। গুড পোস্ট!!!

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ঠিক ভাই, রিমু আর রিয়াজ না থাকলে এই উদযাপন হইতো না! আমার মত আইলসা প্ল্যানবাজ দিয়ে একটা গাছের পাতাও নড়ে না!

আনন্দ নিকেতন নির্মানাধীন অবস্থায় আছে! এইটা নিয়ে অনেক প্ল্যান, অনেক স্বপ্ন, দেখা যাক কতদূর কী হয়!

ধন্যবাদ সুমন দাদা! আমন্ত্রণ রইল!

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৫

আমিনুর রহমান বলেছেন:




মন খারাপ হয়ে গেলো ! পায়েস আর পিঠা দেখে ...


সত্যি বলছি খুব শীঘ্রই তোমার আনন্দ নিকেতনে আসছি। এবারের সেরা বাংলা ব্লগ দিবসটা উৎযাপন হলো যশোরে ... গ্রেট তুমি এবং তোমরা (রিমু, রিয়াজ, অমিত, অভি, শফিক, ড্যানি, বুলবুল, বাদল, সাইফুল, তারেক, রফিক ভাই, জনি)। সকলের জন্য শুভ কামনা রইল।

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ইস আপনার মন খারাপ করে দেওয়ার জন্য দুঃখিত!:(

পিঠা, পায়েস এইগুলা যে আপনি সহ্য করতে পারেন না, এগুলো দেখলে আপনার মন খারাপ হয়, এইটা জানা থাকলো! ভবিষ্যতে কেউ যেন এগুলো প্রস্তাব করে আপনার মন খারাপ না করে সেইটা মাথায় থাকলো! :)
!:#P !:#P উঁই আর দ্য বেস্ট! উঁই আর দ্য বেস্ট! উঁই আর দ্য বেস্ট!

আর আপ্নে আসার ঝুল আমারে দিয়ে কাম হইতো না, আপ্নেরে আমি চিইন্যা ফেলসি, গাছে উঠায়ে মই নিয়ে দৌড় দেওন হইতেসে আপের কাম!

তারপরের আমন্ত্রণ রইল! |-)

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২

সেলিম আনোয়ার বলেছেন: কি আর বলবো । আনন্দ নিকেতনে যেতে মন চায়। স্বপ্নবাজ অভিও বলছিলেন। আপনাদের আড্ডা ভাল হয়েছে।

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: চলে আসুন আনন্দ নিকেতন! আনন্দ যজ্ঞে আমন্ত্রণ রইল!


শুভকামনা!

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ !
অসাম হৈসে, রিয়েলি নাইস !!

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মুন ভাই! চমৎকার একটা সন্ধ্যা কাটিয়েছি আমরা!

শুভকামনা রইলো!

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০

ইখতামিন বলেছেন:
বোঝা-ই যায় অনেক মজা করেছিলেন :)

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: হ্যা, চমৎকার কিছু সময় কাটিয়েছি আমরা!

শুভকামনা ইখতামিন!

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

মামুন রশিদ বলেছেন: আনন্দনিকেতনের বৈঠকখানা ব্যাপক পছন্দ হইছে । ছোট পরিসরে আয়োজন হলেও আন্তরিকতা আর নান্দনিকতা বিচারে যশোরের ব্লগ-ডে আয়োজন বেস্ট ।

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ছোট পরিসরে আয়োজন হলেও আন্তরিকতা আর নান্দনিকতা বিচারে যশোরের ব্লগ-ডে আয়োজন বেস্ট ।

- উঁই আর দ্য বেস্ট! উঁই আর দ্য বেস্ট! উঁই আর দ্য বেস্ট! !:#P !:#P

আমন্ত্রণ রইলো মামুন ভাই!

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

এম মশিউর বলেছেন: যশোরের আনন্দ নিকেতনে একবার যেতে হয়।


দারুণ সব কাজকর্ম দেখে আপ্লুত! :)

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মশিউর ভাই! চলে আসুন, আরও দারুণ কাজ কর্ম করা যাবে! :)

শুভকামনা!

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬

বিষন্ন একা বলেছেন: দূরদান্ত পারফরমেন্স বিশাল ভালো লাগা :) :) :) :)

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বিষন্ন একা! ভাল একটা সময় কেটেছে! :)

শুভকামনা রইলো!

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

একজন আরমান বলেছেন:
জায়গাটা দারুণ ইফতি ভাই।
দাওয়াত দিলেন না। :(

ইয়ে মানে শুনেছি যশোরে ভালো ইয়ের ব্যাবস্থা আছে। ;) কিন্তু আপনাদের ছবিতে শুধু শুকনো খাবার দেখতে পাচ্ছি কেন? /:)

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: যশোরের জামাই লাগে, কার্ড ছাপায়ে দাওয়াত দিতে হইবো? ওই লাইনে কিছু করতে পারলে জানায়েন, কোলে করে তুইলা আনুম নে!

যশোরে সব ধরনের ইয়ের ভালো ব্যবস্থা আছে, কিন্তু সেগুলো প্রাপ্তবয়স্কদের জন্য, আপনি যে প্রাপ্তবয়স্ক, সেইটার একটা সার্টিফিকেট আপলোড দিয়ে চইলা আসেন, ইয়েতে আপনারে চুবায়ে রাখবো! :)

শুভকামনা আরমান! চইলা আসেন, আপ্নের ব্যবস্থা করুম নে! ;) B-)) =p~

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

সায়েম মুন বলেছেন: আপনারা দেখি চরমভাবে পালন করেছেন ব্লগডে। খুব ভাল লাগলো পোস্টটা।
তাও টারজান কন্যা নিরাপদে ঝাপ দিয়েছে। /:)

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই! নিরাপদ ল্যান্ডিং করতে পারার জন্যই ওর নাম টারজান! সে প্রতিদিনই কিছু না কিছু একটা করে আমাদের প্রচুর চিন্তার বিকাশ ঘটায়!

শুভকামনা সায়েম ভাই!

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আরে দারুন রে !!!!

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আদনান ভাই! চলে আসুন একদিন, আশা করি ভালো লাগবে!

শুভকামনা!

১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

লাবনী আক্তার বলেছেন: বাহ! আধো আলো আধো অন্ধকারের ছবি ভালো লাগল ।

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লাবনী!

শুভকামনা রইলো!

১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

তন্ময় ফেরদৌস বলেছেন: ওয়াও, খুব চমৎকার লাগলো। মন ভালো হয়ে গেলো ।

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ তন্ময় ভাই! মন খারাপ থাকলে তাহলে আনন্দ নিকেতনে চলে আসবেন! যজ্ঞ বসিয়ে মন ভালো করা হবে!

শুভকামনা!

১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

শায়মা বলেছেন: আরেকটা সুন্দর পোস্ট ভাইয়া।

১. এত সুন্দর একটা আর্টিস্টিক বাড়ি
২. গিটার দেখা যাচ্ছে (শিল্প এবং শিল্পি)
৩. কেক এর সাথে পিঠা ও পায়েস তাও আবার ঝুড়িতে( ক্রিয়েটিভ)
৪. সবাই কর্মচঞ্চল, একটুও অলস না
৫. লাইটিং মানে উপর থেকে বাঁশের শেড এ লাইটিং
৬. বাঁশি আর বাঁশিওয়ালা
৭. আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে ( প্রদীপ সজ্জা)
৮. টারজানকন্যা আর তার ইতিহাস
৯. হারমোনিয়াম নিয়ে গান!!!!!!!!
১০.আমার সবচাইতে প্রিয় ফুল হাস্নাহেনা বৃক্ষরোপন!!!!!!!!!


আরও অনেক কিছুই ......

বোঝা গেলো যশোরের মানুষেরা সৌন্দয্যবিলাসী.........

আমিও যশোরের মানে আমার আদি বাড়ি যশোর।:)

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: এরকম একটা মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, এত খুঁটিনাটি দেখেছেন দেখে খুব ভালো লাগছে! :) পরিশ্রম সার্থক!

১। আমাদের বাড়ি সুন্দর! :-0
২। কিছুদিন হল টুংটাং শুরু করেছি, আর আনন্দ নিকেতনের জন্য যন্ত্র সংগ্রহ করছি, এই গিটার এক বন্ধুর, ও বাজায় না বলে আমি বাজেয়াপ্ত করে নিয়ে এসেছি!
৩। :)
৪। ওদের মধ্যে এক মাত্র আমি বিরাট অলস!
৫। রিয়াজের অবদান
৬। হে হে, আমি আছি মানে বাঁশী আছে!
৭। আমার খুব পছন্দের গান, আমার বিচ্ছু বাহিনী নানি বাড়ি থেকে ফিরে আসলে ওদের কে এই গানটা শেখানো হবে!
৮। মাথা নষ্ট করে দিয়েছিল পিচ্চি, শুধু আমরা না, ডাক্তার রাও অবাক ওর নিরাপদ ল্যান্ডিং এ!
৯। আমরা গান ভালোবাসি!
১০। আপনারও প্রিয়? আমার বাপের আর মায়ের সেরাম পছন্দ, তাদের রুমান্টিক স্মৃতি বিজরিত কিনা কে জানে!

আজকের মঙ্গল শোভাযাত্রা, এইটার শুরু কিন্তু যশোর চারুপিঠ থেকে! :-0
বাহ, আপনারও আদি বাড়ি যশোর! আসলে সেটাই তো হওয়ার কথা! না হলে আপন এত খুটিয়ে দেখবেন কেন?

আনন্দ নিকেতনে আমন্ত্রণ রইলো!

শুভকামনা শায়মা আপু!

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আসলেই আনন্দ নিকেতন!!!

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ! আনন্দ নিকেতন এখন নির্মানাধীন, আরও অনেক কিছু যোগ করার ইচ্ছে আছে, আপনার যে দিন কোথাও যেতে ইছে করবে, সেইদিন চলে আসবেন!

শুভকামনা!

১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

রােশদ সুলতান তপু বলেছেন: ভাই আপনার বর্ণনা পড়ে গর্বে বুকটা ভরে উঠলো আবার মন খারাপও হয়ে গেল অনেক। ভাল লাগার কারণ হলো- আমি সামুর একজন ব্লগার আর আমার বাড়ী যশোরে। সেই যশোরেই কিনা এই অনিন্দ্য সুন্দর অনুষ্ঠানের আয়োজন- ভাল না লেগে কি পারে?

মন খারাপের কারণ হলো- আমিও যদি সেই অনুষ্ঠানে থাকতে পারতাম !!! দারুণ একটা অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়ে রইলাম। মামা রফিককে আমি ব্যক্তিগতভাবে চিনি- ওর গানের সময় আমি থাকলে তবলাটা অন্ততঃ বাজিয়ে দিতে পারতাম।

আপনাদের পথচলা সুন্দর হোক- সার্থক হোক সর্বতোভাবে। যদিও দূরে আছি তারপরও যদি কোনভাবে আপনাদের কাজে লাগতে পারি- দয়া করে জানাবেন। আর আপনাদের সবার জন্যে অনেক অনেক শুভকামনা রইলো।

আনন্দ নিকেতন সম্বন্ধে একটু বিস্তারিত জানাবেন? খুব ভাল লাগবে আনন্দ নিকেতনের সাথে যদি জড়িত হতে পারি। সে সুযোগ হবে কি?

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: বুকে আসেন ভাই! আমরা একজন তবলা বন্ধু খুঁজছি, আপনার অবস্থান জানাইলেই হবে, আমরা আপনাকে তুলে নিয়ে আসবো! আমার নিজের রেওয়াজের জন্য একজন তবলা বন্ধু এত মিস করি! আপনাকে পেয়ে কী পরিমান খুশি লাগছে আপনি চিন্তাও করতে পারবেন না!

আনন্দ নিকেতন নিয়ে স্বপ্ন হচ্ছে এখানে আমরা আনন্দের সাথে শিখবো, আনন্দের চর্চা করবো! যার যেটা ভালো লাগে! আপনি জড়িত হতে চাইলে এর থেকে আনন্দের আর কী আছে!

https://www.facebook.com/khondocondro

উপ্রের লিঙ্কে টোকা দেন, তারপরে আপনাকে আনন্দ নিকেতনে আনার কাজ আমার!

ভালো থাকুন তপু ভাই! আপনার সাথে দেখা হওয়ার অপেক্ষায় রইলাম!

১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

জেরিফ বলেছেন: দেখেই বুঝা যাচ্ছে অনেক মজা হইছে ।


যশোরে আসতেছি কিছুদিনের ভিতর পোর্টে যাবো । ওখাঙ্কার কেউ থাকলে আওউয়াজ দিবেন , কারন আমি আগে কখনো যায় নি ।

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: https://www.facebook.com/khondocondro

আমি যশোর থাকি, যশোরে আসলে নক করুন, আশা করি আড্ডা হবে!

শুভকামনা!

২০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: কি যে দূর্দান্ত একটা আয়োজন। আপনাদের উদ্যোগ এবং আনন্দ দেখে বুকটা ভরে উঠলো।

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শরৎ দা! আপনাদের ভালোলাগায় আমরা অনুপ্রানিত!

আনন্দ নিকেতনে আমন্ত্রণ রইলো!

শুভকামনা!

২১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কী যে এক বিশাল আয়োজন দেখেই মনের ভিতর থেকে একটা ভালোলাগার অনুভূতি কিলবিল করতে লাগল।


অনেক সুন্দর হয়েছে আয়োজন তাই না?


পোষ্টে প্লাস। ++



ধন্যবাদ। ভালো থাকবেন।

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই! আমাদের প্রস্তুতি আয়োজন তেমন একটা ছিল না, শুক্রবার দুপুর পর্যন্ত অফিস করে কাজ শুরু করেছি, তবে আনন্দ নিকেতনের পরিকল্পনা এরকম যে আমরা যেন অত্যন্ত কম সময় ও প্রস্তুতিতে একটা ভালো আনন্দ যজ্ঞ করা যায়!

আমরা চমৎকার একটা সময় কাটিয়েছি! যশোর আসলে আনন্দ নিকেতনে ঢু মেরে যাবেন!

শুভকামনা!

২২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬

ড. জেকিল বলেছেন: আনন্দ নিকেতন খুব সুন্দর লাগলো।

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ড. জেকিল! মি হাইড কে কোথায় হাইড করলেন?

আনন্দ নিকেতন ভালো লেগেছে জেনে অনেক আনন্দ!

চলে আসুন একদিন!

শুভকামনা!

২৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

শামীম সুজায়েত বলেছেন: "যশোর"
জানে আমার প্রথম সবকিছু। আমার শৈশব, আমার কিশোর বয়স, আমার কলেজ জীবন, আমার সাংবাদিকতার হাতেখড়ি, আমার গীটার বাজানোর দিনগুলি...........


অনেক অনেক শুভকামনা রইলো আমার যশোরের ভাইদের প্রতি, যারা এত চমৎকার ভাবে পালন করলেন ব্লগ ডে ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: "যশোর"
জানে আমার প্রথম সবকিছু। আমার শৈশব, আমার কিশোর বয়স, আমার কলেজ জীবন, আমার সাংবাদিকতার হাতেখড়ি, আমার গীটার বাজানোর দিনগুলি...........
- খুব সুন্দর বললেন তো! যশোর একটা মায়ালু ছিমছাম শহর!

অনেক ধন্যবাদ শামীম ভাই! যশোরে আসলে আনন্দ নিকেতন ঘুরে যাওয়ার আমন্ত্রন রইলো!

শুভকামনা!

২৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

হাসান মাহবুব বলেছেন: চমৎকার! শুভেচ্ছা।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হামা ভাই!

শুভকামনা রইলো!

২৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

না পারভীন বলেছেন: - রিমু, রিয়াজ, অমিত, অভি, শফিক, ড্যানি, বুলবুল, বাদল, সাইফুল, তারেক, রফিক ভাই, জনি

সবাইকে অনেক অনেক ধন্যবাদ । আলোর কারুকাজ এ যশোরের আয়োজন এ চোখ ধাঁধানো । এত ক্রিয়েটিভ আয়োজন আর কোথাও হয়েছে বলে মনে হয়না ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ না পারভীন আপু! আপনার ভালো লাগায় আমরা আনন্দিত এবং অনুপ্রানিত! :)

পিচ্চিগুলা অসাধারণ সহযোগিতা করেছে!

শুভকামনা রইলো!

২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

মহামহোপাধ্যায় বলেছেন: মানতেই হবে আপনারা খুব সুন্দর একটা ব্লগ ডে পালন করেছেন।


আনন্দনিকেতনে যাবার ইচ্ছে রইল।


ভাল থাকুন।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে মহামহোপাধ্যায় ! আনন্দ নিকেতনে আমন্ত্রণ রইলো!
চলে আসুন একদিন!

শুভকামনা!

২৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ওরি বাঁশি শুনে আর কাজ নাই , সে তো ডাকাতিয়া বাঁশি !

হাচা কইরা কন দেহি , আসমান থিকা আপনার বাঁশি শুনে রাঁধা নাইমা আসছিল নাকি ?

পাবলিক লাইব্রেরীর সামনে যেদিন বাজাইছিলেন সেদিন কয়েকটা রাঁধা কিন্তু আশেপাশে চলে আসছিল :P :P :P !

আর জাদিদ কিডা, আপনেরে ফুন দিসে ;) ;) ;) ??

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: বাঁশি বাজায়ে রাঁধা-পরী নামানো যায় এইটা আমিও বাজানোর আগে ভাবতাম, ধীরে ধীরে সত্য আবিস্কার করিয়াছি! সত্য নিম্নরূপ-
বাঁশি শুইনা রাঁধা আসতো সত্য যুগে বৎস্য, কলিযুগে এসব ঘটেনা, এখন মুবাইল মারিতে হয়, রাঁধাদের রিংটোনে বাঁশী বাজিয়া উঠে, সেই ডাক শুনিলে তবেই রাঁধা নামে, নচেৎ নহে! :P
মাহ ধরিতে গেলে একজন টোপ ফেলিলে আরেকজন লাগে মাছ জালে পুরিয়া ডাঙ্গায় তুলিবার জন্য, জাদিদ ওইরূপ সুযোগসন্ধানী এক পামর! পাবলিক লাইব্রেরীতেও ওই পামর ব্যারিকেড দিয়েছিল!

২৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০

আমিনুর রহমান বলেছেন:





মুগ্ধ, মুগ্ধ এবং মুগ্ধ।

আমি সত্যিই খুব শীঘ্রই আসছি যশোর।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আইসা পড়েন ভাই! দীরং কিসের? রাস্তা খুললেই আইসা পড়েন!

২৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৬

ডট কম ০০৯ বলেছেন: অনেক সুন্দর আয়োজন হইছে।সবাইরে ধন্যবাদ যারা যারা কষ্ট করছে।

যশোহর আইতে মন চায়।

কেউ দাওয়াত দেও।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি আপনেরে দাওয়াত দিলাম, আইসা পড়েন! নাকি বিশেষ কারো কাছ থেকে দাওয়াত চান? সেই রূপ হইলেও অসুবিধা নাই, আনন্দ নিকেতন আপনার জন্য প্রস্তুত সহযোগিতায়!

শুভকামনা ডট কম ০০৯!

৩০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অস্থির মাম্মা!! অস্থির হইছে তোমগো ব্লগ ডে সেলিব্রেশন!
স্টেজ ডিজাইন, আলোছায়ার খেলা, পিঠা পুলি আর শেষে তোমার বাঁশি- জাস্ট অসাম! আর আমার ধারনা ব্লগ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন এর আগে হয় নি।

তোমার এই ঐতিহাসিক পোষ্টে কিন্তু আমি সাক্ষী হইয়া গেসি! পাবলিক তোমার বাঁশি শুনব আর আমার নামও শুনব। B-) :D :D

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: থাঙ্কু মাম্মা! আমাদের কিন্তু তেমন প্রস্তুতি ছিল না, মানে সময় পাই নাই, আরও কিছু সীমাবদ্ধতা ছিল, দুপুর বেলা অফিস পালিয়ে(শুক্রবারেও আপিস খুলা ছিল), নার্সারী গিয়ে গাছ কিনে শুরু, পাখির খাঁচা বাল্বে বসায়ে হয়ে গেল ক্রিয়েটিভ আলো আঁধারী, প্রদীপ তো মাটির দোকানেই পাওয়া যায়, গাছ লাগানো শখ, অন্য সময়ও লাগাই- ব্লগ ডে উপলক্ষে সবাই মিলে লাগালাম- এই তো! তবে তোমার পোস্টার ডিজাইন কিন্তু সেরাম হইসে মাম্মা, আমাদের হাতে ওই পোস্টার ছাড়া আর কিছুই ছিল না ব্লগ কে রেপ্রেজেন্ট করার মত, এক পোস্টারেই হয়ে গেছে! :)

আরও অনেক কিছুতেই স্বাক্ষী হইতে হবে মাম্মা, আগে আইয়া পড়! যজ্ঞ বসানো হইবে!

৩১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভিডিও আপলোডে অল্প একটু হেল্পাইয়া এই ঐতিহাসিক পোষ্টে আমিও নাম লিখাইয়া নিছি !
ভিডিও টা পোষ্টের মান ৩০০ গুন বাড়াইয়া দিছে , এমন লাইভ মৌলিক ভিডিও সামুতে খুব কম আসে !
ভিডিও ব্লগিং এর ট্রেন্ড টা শুরুই করে দেয়া যায় , আমি ভাবছি , না লিখে যে কোন একটা টপিকের উপর আলোচনা করে সেটা , সেই ভিডিওর উপর ব্লগে আলোচনা হবে !

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ভিডিওর আইডিয়াটা আসাধারন, ভিডিও ব্লগিং অনেক বেশী ইন্টারেক্টিভ, অর্থাৎ অনেক প্রানবন্ত হবে! অসুবিধা নাই, আমি তোমারে নানা রকম ভিডিও পাঠায়ে দিব, তোমার কাজ হবে অইগুলারে আপ্লোডানো! ওকে?

৩২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬

অদ্বিতীয়া আমি বলেছেন: লাইটিং আর প্রদীপ দেখে সত্যি মুগ্ধ !! আয়োজন অনেক সুন্দর হয়েছে ইফতি ভাই ।

বাঁশি অবশ্যই শুনব তবে টারজান কন্যাকে তো খুব নিরীহ লাগছে :-*

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অদ্বিতীয়া! টারজান কন্যা অনেক মানুষ দেখে একটু চুপচাপ ছিল আর কী! এইটা ওর আসল চেহারা না! B-))

শুভকামনা!

৩৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এতোদিন যতগুলা ব্লগ ডে এর পোস্ট পড়েছি , তার মধ্যে একমাত্র আপনার পোস্ট টাই পড়ে মনে হয়েছে , আহারে মিস করেছি, যদি ঐখানে থাকতে পারতাম !

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আহা, অনেক খুশি হইলাম আমরা, সার্থক হইলাম, মাননীয় মন্ত্রী মহোদয় বলে কথা! আগামীবার আবার উদযাপন হইলে আপনাকে পাওয়ার আশা রাখি! :)

শুভকামনা!

৩৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

বটবৃক্ষ~ বলেছেন:



পুরাই অসাধারন ইফতি ভাইইইইইইইই!!!!!!!!!!!!!!!


সত্যি ভাইয়া! বাঁশি শুনে একটা হাহাকার তৈরি হচ্ছিলো!! পুরাই বুঁদ হয়ে শোনার মত বাজান আপনি !

সে যে ডাকাতিয়া বাশি!! ;) ;)
হিহিহিহি!!!


একরাশ মুগ্ধতা আর হিংসা (আলো আঁধারির আয়োজন দেখে) :) :)

আপনাদের আয়োজনের শৈল্পিক আভায় পুরাই মুগ্ধ!!! :) সব আয়োজনের চাইতে আপনারঈ এগিয়ে!! আমার ভোট আপনাদের পক্ষে!!:)

ভিড্যুর লাস্টে আপনার কন্ঠসরও শুনে ফেলেছি! হেহেহেহে!!

এইবার একটা গানের ভিড্যু আপ করেন!! জলদি!!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: বাঁশী শুনে যদি একটু হাহাকার না জাগে তাইলে কিছু হইলো? আপনাকে অসংখ্য ধন্যবাদ হে বটবৃক্ষ, আপনার মূল্যবান ভোটখানি আমাদেরকে দেওয়ার জন্য! উঁই ডিসার্ভ ইট, - উঁই আর দ্য বেস্ট! !:#P !:#P !:#P

বাঁশীর ভিডু আপলোড করতে জান কয়লা, এই দফা আর না!

আনন্দ নিকেতনে বটবৃক্ষ না থাকলে চলে নাকি? এই লন-
ধুর, ছবি আপলোড হইতাসে না, পরে দিব!

শুভকামনা!

৩৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

বটবৃক্ষ~ বলেছেন:


ওহ !!

ভালো কথা!
বৃক্ষের মধ্যে বটবৃক্ষ ছিলোতো??? :) :)

বৃক্ষরোপন আয়োজন সার্থক হোক!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন:

এই লন বটবৃক্ষ!

৩৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

চটপট ক বলেছেন: আহ বাঁশির সুর !!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আহা বাঁশী!

শুভকামনা রইল চটপট ক !

৩৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনাদের প্রোগামটা দারুন হইছে! অনেক লাইক হইছে!

এক সময় বাঁশি বাজানোর অনেক শখ আছিলো, উস্তাদের কাছেও গেছিলাম কিন্তু শেষে আর শিখা হইনি। সো বাঁশি না বাজাতে পারার দুঃখটা এখনও বুকের মাঝে কোথাও যেন লুকিয়ে আছে

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই! আপনাদের ভালো লাগায় আমরাও আনন্দিত!

বাঁশীর প্রতি তাহলে একটা আলাদা টান আছে আপনার! বাঁশী বাজানো কিন্তু খুব একটা টেকনিক্যাল বিষয় না, বেসিকটা বুঝে নিয়ে নিজে নিজে বাজিয়ে অনেকদূর যাওয়া যায়, অন্তত নিজের খোরাকিটা পাওয়া যায় সহজেই, শুধুই বাজিয়ে যাওয়া, বাঁশীকে সময় দিলে সে বাজবেই একদিন! আপনি এখনও শুরু করতে পারেন, ইটস নেভার লেইট! :)

শুভকামনা!

৩৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এমন জানলে মিস দেই!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: অসুবিধা নেই, নেক্সট আরও অনেক যজ্ঞ হবে, চলে আসুন সুবিধা মত! আমরা কবিতা পাঠের আয়োজন করবো!

শুভকামনা দুর্জয় কবি!

৩৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

খাটাস বলেছেন: যশোরের ব্লগ ডে এত বেশি অসাধারণ হবে জানলে যশরে চলে যেতাম। :) অদ্ভুত আবহ ইফতি ভাই। অসাধারণ চিন্তা ধারার বাস্তব প্রতিফলন।

আর ভাই, বাঁশি বিষয়ে শীষস হইতে চাই :)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি তো বলেছিলাম আমরা যশোরে ব্লগ ডে উদযাপন করে কাঁপায়ে দেব! :-0

নেক্সট যে কোনো যজ্ঞে চলে আসুন, কবিতা, বাঁশী, গান- সব হবে, এর জন্যই আনন্দ নিকেতন!

বাঁশি বিষয়ে কী বলতে চেয়েছেন পরিস্কার হল না, তবে বাঁশি নিয়ে আমি কাউকে হেল্প করার সুযোগ পেলে খুব আনন্দ নিয়ে করি! :)

শুভকামনা!

৪০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই বাশি শুইনাও যদিও কেহ না আসে, তাইলে তুমারে লইয়া অন্য ব্যবস্থা লইতে হইব। পোলা জাতির কলংক মুছতে হইব আমগোর। :P :P

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: বৎস্য, ইহা কলিযুগ, তুমি সত্য যুগের উদাহরণ টানিলে তো হইবে না, বিস্তারিত বুঝিতে অভির প্রতি মন্তব্য খেয়াল কর! :P

৪১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০২

সায়েম মুন বলেছেন: পাগল করা সুর ছন্দ তুলেছিলেন দেখি! সত্যি অসাধারণ।
বাঁশীর সুরে কোন কাল নাগিনী ছুটে আসেনি? :P

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: আহ, বাঁশী ভালোলাগায় আনন্দ সায়েম ভাই! আপনিও ভুল ধারনার মধ্যেই আছেন, বাঁশীর কদর ছিল সত্যযুগে!

৪২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

খাটাস বলেছেন: তবে আপনি একটা জিনিস কিন্তু মিস করেছেন ইফতি ভাই। আপনি অসাধারণ মনের সাধারণ মানুষ গুলো কে পান নি। আমরা ঢাকায় এটা পেয়েছি :) তবে আপনারা ও অনেক আন্তরিকতা থেকেই এক হয়েছেন জানি। দুইটা আয়োজন এক সাথে হলে জমত বেশি। :)


আর বাঁশি বিষয়ে আপনাকে হাতে কলমে গুরু বানাতে চাই :)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: এতিম এতিম ভাব নিয়ে শুরু করসি এইটা বলার পরেও কি বুঝেন নাই রে ভাই, রাস্তা খোলা থাকলে তো আমি ঢাকাতেই চলে আসতাম, সবাইকে দেখা, একসাথে আড্ডা দেওয়াটাই আমার ব্লগ ডে, সেইটা হলনা বলেই না এই আয়োজন! সাথে কয়েক জনরে পাইলে তো ভাই কথাই নাই!

বাঁশী বিষয়ে আমি আছি, চলে আসুন আনন্দ নিকেতন, শুরু হয়ে যাক!

৪৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

খাটাস বলেছেন: ইফতি ভাই মনে হয় রাগ করলেন? :O আপনি ও কিছু মিস করছেন, আমরা ও কিছু মিস করছি, আমি তো শুধু তাই বললাম :(

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: ওরে, করলাম দুঃখ, বুঝি মনে হল রাগ! আমি সহজে রাগি নারে ভাই, যেখানে রাগের যথেষ্ট কারন আছে, সেখানেও পর্যাপ্ত পরিমান রাগ করতে না পারার জন্য ঝামেলায় পড়ি অনেক, আর এখানে তো আমি রাগ করার কিছুই পাইলাম না!

আপনি মনে হয় ঢাকায় থাকেন, আমি মাঝে মাঝেই ঢাকা আসি, আমার গুরুর কাছে। আপনি তখন আমার সাথে দেখা করলে আমি আপনাকে আমার গুরুর কাছে নিয়ে যাব, উনার বাজানো শুনলে আমারে বলবেন- ইফতি ভাই, কী সব বাজান, অফ যান মিয়া!

আর আনন্দ নিকেতন চলে আসুন যে সময় করে, আমি আছি! :)

৪৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

এহসান সাবির বলেছেন: চমৎকার আয়োজন। থাকতে পারলে আরো ভালো লাগত। শুভকামনা ভাই।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনাকে মিস করেছি সাবির ভাই!

শুভকামনা!

৪৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

খাটাস বলেছেন: হাহাহা বুঝতে পারি নি ভাই। দেখা হবে ইন শা আল্লাহ। সামনা সামনি আপনার বাঁশি বাজান শোনার অপেক্ষায় থাকলাম। :)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আশা করি দেখা হচ্ছে সামনেই!

ভালো থাকুন!

৪৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

আমি ইহতিব বলেছেন: ব্লগ ডের আয়োজন আপনাদেরটাই বেস্ট মনে হলো। যেমন আলোকসজ্জা যেমন প্রস্তুতি আর খাওয়া দাওয়ার কথা নাই বা বললাম :( (খেজুরের রসের পায়েস খুব পছন্দ আমার ও)।

আর বাঁশী শুনে মুগ্ধ হয়ে ভাবছি মানুষ এমন মাল্টি ট্যালেন্টড হয় কিভাবে? দারুন বাজিয়েছেন। লাইভ শুনতে পারলে আরো ভালো উপভোগ করতে পারতাম মনে হয়। যেমন আয়োজন করেছিলেন তাতে ঐ পরিবেশে লাইভ শুনার মজাই নিশ্চয়ই অন্যরকম ছিলো।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার ভালোলাগায় মেলা খুশী লাগলো! :) যশোরে আসলে খেজুর রসের পায়েস খাওয়াবো!

অ্যাাকুস্টিক কোনো যন্ত্রের আসল মজাটা রেকর্ডে পাওয়া যায় না, আর এইটা তো হাউ কাউ রেকর্ডিং!

অনেক ধন্যবাদ ইহতিব আপু!

শুভকামনা রইলো!

৪৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৪

জনাব মাহাবুব বলেছেন: অনেক সুন্দর আয়োজন। আপনাদেরটাই সেরার সেরা




২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা হা! :)

ধন্যবাদ মাহাবুব ভাই!

ভালো থাকুন অনেক!

৪৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: বিশাল ব্যাপার বলা যায়। তবে ধুন (?) শুনলাম মুগ্ধ তো বটেই, প্রত্যাশাও বেড়ে গেল। এফ শোনা হলো, সি শার্পের আগ্রহ রইয়াই গেল যে!

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: এইটা কৌশিক ধ্বনির উপরে বাজানো, কিন্তু কোনো নির্দিষ্ট ফরম্যাটে না, ইচ্ছে মত, যার ফলে এটাকে ধুন বলা যাবে কিনা জানি না, তবে টোনটা ওইরকমই! :) আপনার শাস্ত্রীয় সঙ্গীতে আগ্রহ আছে মনে আছে! এইটা তো খুবই আনন্দের! দেশে আসেন, আসর বসানো হবে!

শুভকামনা জুলিয়ান দা!

৪৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

মোঃ ইসহাক খান বলেছেন: খুব চমৎকার এবং জমজমাট আয়োজন হয়েছে।

অনেক শুভেচ্ছা রইলো।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই!

চমৎকার একটা সন্ধ্যা কাটিয়েছি আমরা!

শুভকামনা রইলো!

৫০| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

তাসজিদ বলেছেন: সেই রকম আড্ডা হয়েছে।

দারুণ প্রোগ্রাম।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ তাসজিদ ভাই!

শুভকামনা রইলো!

৫১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনি ঢাকা আসবেন কবে? আপনার বাঁশি বাজানো শুনতে চাই। আর আপনাদের লাইটিং অদ্ভুত সুন্দর হইসে।

শুভেচ্ছা কবি।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আলাউদ্দিন ভাই!, ঢাকা তো আসতে চাচ্ছি কিছুদিন ধরে, পরিস্থিতির কারনে আসা হচ্ছে না, এই বছরে তো আর আসা হচ্ছে না, আগামী বছর আসবো আশা করি! :) আশা করি আপনার সাথে এবার দেখা হবে, আর বাঁশী তো হবেই!

শুভকামনা!

৫২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

রােশদ সুলতান তপু বলেছেন: ভাই ফেসবুক লিংকে টোকা দিয়েছি। মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। আপনার সাথে দেখা হওয়ার আর কথা হওয়ার অপেক্ষায় থাকলাম।

আপনার বাঁশীর সাথে মাউথ অর্গানকে পাঞ্চ কললে কেমন হয়? আমিই না হয় মাউথ অর্গানটা বাজিয়ে দেব। :)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি যশোরে আসবেন কবে? ঢাকা ছেড়ে যশোর চলে আসুন দ্রুত! বেশ কিছু কম্পোজিশন নিয়ে কাজ করার ইচ্ছা আছে, আর কিছু কয়েকটা যন্ত্র একসাথে বসলেই তো কিছু একটা বের হয়ে আসে!

চলে আসুন তপু ভাই!

৫৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

অদৃশ্য বলেছেন:





পোষ্টটি একদিন পরেই দেখছিলাম... ছবিগুলো চমৎকার... ঘরটা আর লাইটের ডিজাইনটা পছন্দ হইছে... সবার আন্তরিকতা এতোটাই স্পষ্ট যে মুগ্ধ না হয়ে উপায় থাকলোনা...

যশোর বলতে আর বৃক্ষ বলতে মনে পড়ে গেলো ঝিনেদার কথা... আমার ফুপু বাড়ি... চুয়াডাঙ্গা থেকে ঝিনেদার আসবার বা যাবার যে পথ সেটার একাংশ বৃহৎ বৃক্ষ দিয়ে মোড়ানো... অপুর্ব সুন্দর... দু'পাশ থেকে বড় বড় গাছগুলো বেশ উচুতে এসে একে অপরকে দারুনভাবে আলিঙ্গন করেছে... ছায়াশীতল অপুর্ব সুন্দর সে পথ...


শুভকামনা...

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে অদৃশ্য!

ঠিক বলেছেন, যশোর ঝিনাইদহ রাস্তাতেও অনেক প্রাচীন, প্রবীণ সব গাছ, রাস্তা কেমন ছায়া মেখে থাকে! আমাদের ছোটবেলায় দেখেছি বেনাপোল রোডেও দুইপাশে বিশা বিশাল সব শিশু গাছ, এখন অল্প কয়েকটা জায়গায় এরকম গাছের মিছিল চোখে পড়ে।

যশোরে আমন্ত্রণ রইল, আমাদের ছোট বেলার অল্প কিছু জিনিসের মত কয়েকটা গাছ এখনও আছে!

শুভকামনা!

৫৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হানিফ রাশেদীন!

শুভকামনা রইলো!

৫৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৪

জানা বলেছেন:

স্রষ্টা পৃথিবীতে কত গুনী মানুষ যে পাঠিয়েছেন!
কারো কারো সাথে বড় অবিচার করা হয়েছে... যেমন: বেচারা আমি!!


অসাধারণ হয়েছে তোমাদের আয়োজনটি। সুরে, ছন্দে, বর্ণে, গন্ধে, ঐতিহ্যে, সৌন্দর্য়্যে আর ভালবাসায় একাকার একটি সন্ধ্যা! আহা কি আনন্দয়ময়!

মাতৃভাষায় মুক্তমত প্রকাশের স্বাধীনতায় সজাগ থাকো।
স্বদেশ, স্বাধীনতা, গণতন্ত্র, জাতীয় স্বার্থ আমার মানবিকতার পরিচর্যায় যূথবদ্ধ থাকো।
যে কোন অন্যায় রুখতে, মিথ্যে রুখতে, অপশক্তির মৃত্যুতে যূথবদ্ধ থাকো।

আমরা পারবোই।

অশেষ কৃতজ্ঞতা আর ভালবাসা বাংলা ব্লগারদের জন্যে।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জানা আপু! আমরা খুব চমৎকার একটা সন্ধ্যা কাটিয়েছি, শুধু ব্লগার বন্ধুদের অভাব একটা ছিল, সেইটা হাউকাউ করে আমরা পুষিয়ে নিয়েছি!

স্বাধীনভাবে মাতৃভাষায় মতপ্রকাশ,- এইটা তো মহা জরুরী, গনমানুষের মত প্রকাশের সুযোগগুলোকেই শক্তিশালী করাটাও বিরাট গুরুত্বপূর্ন মনে হইসে। পত্র- পত্রিকা, টিভি মিডিয়ায় সাধারণ মানুষের জায়গা কতটুকু? আমি আপনি কিছু বলতে চাইলে কোথায় বলবো, কে আমাদের কথা শুনবে? আমাদের তরুন প্রজন্মের মত প্রকাশ ও একতাবদ্ধ অবস্থানের একটা গুরুত্বপূর্ন সহায়ক মনে হইসে ব্লগকে।

শুভকামনা থাকলো, সেই সাথে আনন্দ নিকেতনে আমন্ত্রণ!

৫৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০০

অনিকেত রহমান বলেছেন: আপনাদের আপনাদের উৎসব-আনন্দ দেখে আমি অনুপ্রাণিত যদি একদিন অনুমতি দেন আপনাদের আনন্দ নিকেতন থেকে ঘুরে আসব।।

বিদ্রঃআমি যশোহরে এম এম কলেজে আছি।।

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: দাওয়াত দিয়েই কুল পাচ্ছি না, আর আপনি অনুমতি চাচ্ছেন!

নিচের লিঙ্কে টোকা দিয়ে চলে আসেন!

https://www.facebook.com/khondocondro

নতুন বছরের শুভেচ্ছা রইলো!

৫৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

সিদ্ধার্থ. বলেছেন: আপনার বাঁশি ,আপনার আনন্দনিকেতন মনোমুগ্ধকর ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সিদ্ধার্থ!

নতুন বছরের শুভকামনা!

৫৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪২

শ্রাবণ জল বলেছেন: আমিন ভাইয়ের স্ট্যাটাসে আপনাকে বোধহয় সাজেষ্ট করেছিলাম ঢাকা চলে যেতে, বাট এখন দেখছি আপনার ওখানেও চমৎকার ভাবে উদযাপিত হয়েছে ব্লগ ডে!

আমি প্রথম ছবি গুলোর দিকে অনেকখন তাকিয়ে ভাবছিলাম যে মুরগি রাখার খোপ ঝুলিয়ে রেখেছে কেন এখানে!!(গ্রামে এই আকৃতির ঝুড়িতে মুরগি রাখা হয়!) :-* :-* :-* :-*

পরে বাতি জ্বালানো দেখে মুগ্ধ হলাম। অনেক সুন্দর! :D :D :D

বাঁশি বাজাচ্ছেন, এই ছবিটা ফেসবুকেই দেখেছি।
আপনার বাজানো বাঁশির সুর অনেক ভাল লাগছিল শুনতে। হারমনিয়ামে একটা সুর ধরে রেখে যেই ইফেক্ট দেয়ার চেষ্টা করা হয়েছে, সেটা না করলেও চলত মনে হল, কারণ এটা সেতার টাইপের কোন সঙ্গীত-যন্ত্রের ক্লিন সুর হলে ভাল লাগত- যেহেতু সেতার ছিল না, শুধু বাঁশির সুর হলেও হত।

শেষে যেটাকে কবিতা বলছেন, এটা কবিতা না তো। এটা তো জারি নাকি কীর্তন কি যেন বলে, সব গুলো কলিতে সেইম সুর থাকে যে, অই রকম গান। পড়ার সাথে সাথেই সুর চলে আসছিল।

বেশ মজা করেছেন আপ্নারা, বোঝা যাচ্ছে এবং বুঝতে পেরে ভালোও লাগছে।

গাছ লাগানো দিয়ে কার্যক্রম শুরু করার প্ল্যানটা সবচে চমৎকার ছিল।


ওহো! ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করে, আমার একটু জানার দরকার ছিল!

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: আমিন ভাইয়ের স্ট্যাটাস? আপনি ফেসবুকে আছেন নাকি? কী নামে আছেন একটা টোকা দিয়েন!

হা হা হা, মুরগির খাঁচা, ঠিকই ধরেছেন! ইহাকে বলে ক্রিয়েটিভ লাইটিং! :)

তানপুরার সাপোর্ট পাইলে সুরে থাকতে সুবিধা হয়, হারমোনিয়ামটা অনেক পুরনো, টিউনিং ভালো নাই!

হ্যা, ঠিক আধুনিক কবিতা নয়, পুঁথিপাঠের ছন্দে লেখা, এইজন্যই কাব্য বলেছি- কাব্যের মধ্যেই সব! পড়তে পড়তে সুর আসলে প্রমানিত হয় ছন্দ ঠিক আছে! :)

গাছ লাগানো তাৎক্ষণিক পরিকল্পনা, হুট করে ভেবে হুট করেই কিনে এনে লাগিয়ে ফেলা, মাতাল পানের উপলক্ষ খোঁজে, আমি এখন গাছ লাগানোর ধান্ধা খুঁজি! হা হা!

ইউটিইবে ভিডিও আপলোড অভিদের কাছে শুনে করছিলাম, ভুলে গেছি মনে হচ্ছে! জিমেইল অ্যাাকাউন্ট থেকে ইউটিউবে গেলেই কিভাবে কিভাবে হয়ে যায়! ট্রাই করলেই পারবেন! তবে সময় লাগে অনেক!

আপনার মন্তব্যে আবার ব্লগ ডের স্মৃতিচারণ হয়ে গেল!

শুভকামনা শ্রাবণ!

ভালো থাকুন!

৫৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন:


সেইরম অবস্থা দেখি !!!
আপনাদের ব্লগ ডে অনুষ্ঠান সেইরম হইছে। তবে আগেই বুঝতে পারছিলাম যার ব্লগিয় নিকের এত ঢং তার অনুষ্ঠানেও রইবে অনেক রং।



হ্যাপি ব্লগিং কবি !:#P !:#P !:#P

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: যার ব্লগিয় নিকের এত ঢং তার অনুষ্ঠানেও রইবে অনেক রং।

হা হা হা, সেরাম বলেছেন তো হে স্নিগ্ধ! মজা পাইলাম রে ভাই!

নতুন বছরের শুভেচ্ছা রইলো!

আনন্দ নিকেতনে আমন্ত্রণ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.