নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

কিছু কবিতা, ভাল থেকো ২০১৩!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬













কবি ও কাক!





ব্রেকিং নিউজঃ



শহরে ইদানীং কাকের থেকে কবির সংখ্যা,

বেড়ে গেছে আশংকাজনকভাবে।

সাম্প্রতিক এক জরিপে পাওয়া রিপোর্টে এই কথা বলা হয়।

আবর্জনারা ইতিমধ্যে স্বারকলিপি দিয়েছে শহরের মেয়রকে,

ডাস্টবিনগুলো দিয়েছে লাগাতার বিক্ষোভ কর্মসুচী,

রুদ্ধদ্বার বৈঠক শেষে উদ্বেগ প্রকাশ করেছে বর্জ্য-জীবী কুকুরদের

মুখপাত্র,

- শহরে কবিদের সংখ্যা যে বেড়েই চলেছে হু হু সর্বনাশী!

ওদের চোখে, ওদের কবিতায় ঝরছে ব্যর্থ তাপ,

অজান রশ্মি ফেলে ওরা পুড়িয়ে দিচ্ছে

পথচারীদের তেলতেলে মুখোশ,

কপালের চাঁদিতে বোমারু কাকেদের পুরীষ বর্ষনের থেকেও,-

কবিদের আস্ফালন বড় অসহ্য!

কবিগুলোকে সব ঝুলিয়ে দাও,

পুড়িয়ে দাও,

ওরা সভ্যতার অনর্থক অপচয়!

ওরা মহামূল্যবান অক্সিজেন ধ্বংস করে,-

নিঃশ্বাসে ছাড়ে অদৃশ্য বিষ!

যে শহরের মানুষেরা আবর্জনা পূজারী,

ডাস্টবিন গুলোকে বানিয়েছে নির্বাণ মন্দির,

কাকেরাই সেখানকার সুরম্য শোভা,

কাকেরাই এখানে একমাত্র স্বাগতম!









ফেলানী, তোর জন্য!







তুমিও মানুষ, আমিও মানুষ,

তোমার আমার মধ্যে-,

কে গেঁথে দিল এই কাঁটাতার সীমান্ত?



আমার হাতে কলমের মত করে,

যদি একটা বন্দুক থাকতো,

পৃথিবীর কাঁটাতারগুলোকে সব,

কুকুরের মত গুলি করে মারতাম,

পিলারগুলো ঝুলিয়ে দিতাম বিনাবিচারে,

তারপর গুলি করতাম সব বন্দুককে,

যাতে করে তোর মত কোনো ফেলানী,

কোনোদিন কখনও,-

দ্বিপদী এক হায়েনার লক্ষ্যভেদের ট্রফি হয়ে,

ঝুলে না থাকিস নির্বীর্য কাপুরুষ সভ্যতার তারে।











একজন নামানুষ!







মারদাঙ্গা এক চাঁদের মায়ায়,

আমায় টেনে ছিঁড়ে নিয়ে যায় !

আমি অবাক হয়ে তাকিয়ে দেখি,

তোমার কাছ থেকে কেমন লুট হয়ে গেলাম।

নীলাভ ভয়াল একটা মিঠে চাঁদ-

কেমন আলতো সামান্য এক আলোর ছোবলে,

পথের ধুলোয় গৃহবন্দী হল মাতাল পর্যটক।

তারপর থেকেই তো আমি-

না যোগী, না প্রেমিক,

না ভণ্ড, না কামুক,

না কবি, না বনিক,

না গৃহী, না ঋষি,

না জটিল, না সরল,

না জল, না সমুদ্র,

না উল্লাস, না স্বপ্ন,

না পথ, না আলো,

না লোভী, না বিপ্লবী,

না মুচী, না সম্রাট,

না মেঘ, না রৌদ্র,

তারপর আর কিছুই না, শুধুই নামানুষ-

সেদিন থেকেই তো আমি একজন নামানুষ..













*** আজকেই এই বছরের শেষ দিন, কবিতাগুলো এক জায়গায় করছিলাম, কবির ক্লোজিং আর কী! এর মধ্যে কয়েকটা কবিতা পেলাম, ব্লগে বছরের অন্তিম একটা পোস্টও হয়ে যাচ্ছে! ২০১৩ সালে আর কিছু যোগ করার এটাই তো শেষ সুযোগ! কবিতার সাথে বাগিচার কিছু ছবি!

সবার জন্য ভালোবাসা, যাচ্ছে দিন যেমন তেমন, আসুক দিন আরো ভালো!



মন্তব্য ৫৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: আনন্দ নিকেতনের ছবি না ইফতি ভাই ??
যশোরের জামাই হওয়া ছাড়া আর আপাতত ভ্রমণের উপলক্ষ্য খুঁজে পাচ্ছিনা !
আর কবিতা !
তারপর থেকেই তো আমি-
না যোগী, না প্রেমিক,
না ভণ্ড, না কামুক,
না কবি, না বনিক,
না গৃহী, না ঋষি,
না জটিল, না সরল,
না জল, না সমুদ্র,
না উল্লাস, না স্বপ্ন,
না পথ, না আলো,
না লোভী, না বিপ্লবী,
না মুচী, না সম্রাট,
না মেঘ, না রৌদ্র!

আমিও :) !

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: তারপর আর কিছুই না, শুধুই নামানুষ-
সেদিন থেকেই তো আমি একজন নামানুষ..


ব্রুটাস তুমিও! এত তাড়াতাড়ি নামানুষ হলে চলবে? যশোরের জামাই বানামু কেমনে তাইলে? নামানবী খুঁজতে হইবো নাকি!

নতুন বছরের শুভেচ্ছা!

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: হতভাগা এই ছিল কপালে।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: কপালে থাকলে আর কী করা!

এখন বলেন কপালে কী ছিল? নামানুষ হওয়া নাকি অন্যকিছু?

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর হয়েছে। কবিতা ও ছবিতা ভাল লাগলো । :)

নতুন বছর মঙ্গল বয়ে আনুক আপনার জন্য ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই!

নতুন বছরে নতুন মঙ্গলধারা আসুক, আমাদের এখন অনেক অনেক দরকার!

শুভকামনা!

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর,বিশেষ করে না মানুষ কবিতাটা... নতুন বছরের শুভেচ্ছা রইল :)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শুকনোপাতা০০৭!

নতুন বছরের শুভেচ্ছা রইলো, আসুক দিন ভাল!

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

বৃতি বলেছেন: অনবদ্য! শেষের কবিতাটা কার লিখা?

নতুন বছরের শুভেচ্ছা ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বৃতি! শেষের কবিতা এই অধমেরই লেখা!


নতুন বছরের শুভেছা রইল আপনাকেও!

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

মামুন রশিদ বলেছেন: কবিতা কি পড়ব! আনন্দনিকেতনের ছবি দেখেই কুল পাচ্ছি না । দাঁড়ান দাঁড়ান, সেখানে হরেক ফুলের মাঝে স্ট্রবেরি ফলে আবার রঙিন ঘাস ফড়িং ও আসে ।

চমৎকার!!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই! আরও বেশ কিছু ছবি ছিল, কিন্তু আপলোড দেওয়া মেলা ঝামেলা লাগে, পরে আরেকটা শুধু ছবির পোস্ট দেব, বাগিচায় আমার পিচ্চি ক্যামেরা নিয়ে ছবি তোলা আমার একটা অন্যতম আনন্দময় সময়! চলে আসুন যে কোনোদিন!

নতুন বছরের শুভেছা রইলো!

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

এয়ী বলেছেন: খুব ভালো হয়েছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ত্রয়ী!

নতুন বছরের শুভেচ্ছা রইলো!

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুণ।
কাক ও কবি নিয়ে আমার এক খান ছিলো :)

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার কবিতাটার আপনার লিঙ্কখানা দিতেন, পড়ে আসতাম! এইটা নিয়ে তো সম্মিলিত সিরিজ করা সম্ভব, মাঝে মাঝে বেশ আলোচিত ইস্যু হয়ে দাঁড়ায় কিন্তু!

নতুন বছরের শুভেচ্ছা রইল!

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

অগ্নি সারথি বলেছেন: অনেক সুন্দর। ছবি ও কবিতা দুটোই।

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অগ্নি সারথি!

নতুন বছরের শুভেচ্ছা রইলো!

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

সুমন কর বলেছেন: কবি ও কাক, ফেলানী, তোর জন্য - অসাধারণ হয়েছে। গুড। প্লাস।

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা!

নতুন বছর কিছু নতুন সুবাস নিয়ে আসুক, শুভেচ্ছা রইল!

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৮

সোনালী ডানার চিল বলেছেন:
ছবি দেখবো নাকি কবিতা!
দুটোই দারুণ!!

হ্যাপ্পি নিউ ইয়ার, কবি!!

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: হ্যাপ্পি নিউ ইয়ার চিল ভাই!

শেষ বিকেলের আলো মেখে, কবিদের হৃদয়ে যাতনা তুলে আপনার উড্ডয়ন আনন্দময় হোক!

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২২

ইমরাজ কবির মুন বলেছেন:
শেষের কবিতাটা ভাল্লাগসে।

স্ট্রবেরী, নাইস !!

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মুন ভাই! স্ট্রবেরী গত বছরের, এই বছরে লাগানো হয় নি।

নতুন বছরের শুভেচ্ছা রইলো!

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন হইছে কবি। কঠিন লিখছেন।
খুব কম কবিতাই আমি প্রিয়তে নিই। আপনার এটাকেও নিলাম।
(কম প্রিয়তে নিই মানে, কবিতা বুঝি কম, বাট এটা বইলা হালকা একটি ভারী পাঠকের ভাব নিলাম!! হাহাহ!)

নতুন বছরের অনেক শুভ কামনা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় কা_ভা! বোদ্ধা পাঠকের ভালোলাগার মধ্যে যেমন যুদ্ধ জয়ের আনন্দ আছে, সহজিয়া পাঠকের ভালো লাগা পাওয়ার মধ্যেও একটা বিরাট ভরসা আছে(আমি নিজেও সহজিয়া পাঠক :))! ভরসা দিয়েই শুরু হোক নতুন বছর!

নতুন বছরের শুভেচ্ছা রইলো!

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

লেখোয়াড় বলেছেন:
কবিতায়, ছবিতায় পোস্ট সুন্দর হয়েছে।
অনেক ভাললাগা।

শুভেচ্ছা নতুন বছরের।
ভাল থাকুন।

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় লেখোয়াড় ভাই! কবিতা-ছবিতা ভালোলাগায় আনন্দ!

নতুন বছরের শুভেচ্ছা রইলো!

আসুক দিন ভাল!

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সুন্দর।

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মহাজাগতিক স্বর্ণা!


নববর্ষের শুভেচ্ছা রইলো!

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিত ছবি, ফুল, স্ট্রবেরি সবকিছু মিলিয়ে নাইস পোস্ট

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই!

নতুন বছরের শুভেচ্ছা রইল!

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৯

আমিই মিসিরআলি বলেছেন: ভালো লাগলো, ছবিগুলাও সুন্দর :) :)

হ্যাপি নিউ ইয়ার !:#P !:#P !:#P !:#P

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মিসির আলি সাহেব!

হ্যাপি নিউ ইয়ার !:#P !:#P !:#P !:#P

ভালো থাকুন!

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:১৬

এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছ ভাই।

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সাবির ভাই!

নতুন বছরের শুভেচ্ছা!

ভালো থাকুন!

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:





নতুন বছরের শুভেচ্ছা ।

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারী!

আসুক দিন নতুন আলোর!

শুভেচ্ছা রইলো!

২০| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫

লাবনী আক্তার বলেছেন: চমৎকার সব ছবি।

আর কবিতাও ভালো লাগল অনেক।
নতুন বছরের শুভেচ্ছা রইল ভাইয়া।

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লাবনী!

নতুন বছরের শুভেচ্ছা রইলো!

আসুক দিন ভালো!

২১| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬

হাসান মাহবুব বলেছেন: আপনার কবিতার বৈচিত্রময়তায় মু্গ্ধ হলাম।

শুভ নববর্ষ।

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হামা ভাই! তিনখানা কবিতা তিনটা আলাদা সময়ে লেখা, ভালো লাগায় আনন্দ!

নতুন বছরের শুভেচ্ছা রইলো!

ভালো থাকুন!

২২| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা :)

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইরফান!

নববর্ষের শুভেচ্ছা রইলো!

২৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছবি এবং কবিতা দুটোই ভাল,,,,,,,মারাত্মক ভাল লেগেছে,,,,,,,,নতুন বছরের শুভেচ্ছা

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা! মারাত্মক আনন্দ হল! :)

নতুন বছরের শুভেচ্ছা রইলো!

২৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনে ক্যামনে এত সুন্দর ল্যাখেন ভাই?








সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ। ভাল থাকবেন।

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর ততটুকুই উন্মোচিত হয় ঠিক যতটুকুর খোঁজ থাকে মনে, আপনি সুন্দর পিয়াসী, যা আপনি খুঁজে নেন লেখায়!

অনেক অনেক ধন্যবাদ হে দেশ প্রেমিক বাঙালী !

নতুন বছরের শুভেচ্ছা!

আসুক দিন ভাল!

২৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দারূন..
কবিতা/ছবিতা

শুভ নববর্ষ..

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা!

নতুন বছরের শুভেচ্ছা!

ভালো থাকুন!

২৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫১

শুঁটকি মাছ বলেছেন: ফুল ছবি কবিতা সব সুন্দর। না মানুষ কবিতাটা রীতিমত ঘোরলাগা!!!!

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে শুঁটকি মাছ! হরিণ ছানা নিকে কেউ যদি বাঘের ছবি দেয়, আপনার নিক আর ছবির সম্মেলনটাও দেখা যায় ওইরকম মজার!

নামানুষ আমার নিজের পছন্দের একটা কবিতা!

নতুন বছরের শুভেচ্ছা!

২৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫

শুঁটকি মাছ বলেছেন: হাহাহ.। এই ছবিটা আমার এক বন্ধু বাছাই করেছিল।তাই আর তার সম্মানে চেঞ্জ করিনি। ভাল থাকবেন। :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার বন্ধুর রসিকতাবোধ চমৎকার!

শুভকামনা!

২৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১১

শ্রাবণ জল বলেছেন: কবিতা পড়িনি। ছবি দেখতে এসেছি।

ছবি গুলো সুন্দর।
ফুল দেখলে মন ভাল থাকে আমার।
কি সুন্দর সৃষ্টি!

আপনার অনেক সুন্দর বাগান।

৩য় ছবিটায় এটা কি ফুল? মানে নাম কি এটার ? আমার বাসার উঠোনে এই ফুলের বেশ বড় একটা ঝোপ আছে। মাঝে মাঝে অনেক ফুল ফোটে একসাথে। নামটা কেউ জানেনা এখানে।

strawberry দেখে খেতে মন চাইছে।

আর- প্রথম ছবিটা মন দিয়ে দেখলাম। এটা তো একটা কবিতা। শব্দ বসিয়ে দেখুন তো, ইফতি ভাই। আমি অ-কবি, শব্দ নেই আমার।নইলে আমিই লিখে ফেলতাম!

লিখে পোস্ট দিয়েন।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: হু, ফুল গাছেদের মন ভালো করার ঐন্দ্রজালিক ক্ষমতা আছে!

নীল ফুল টা তো? ওর নাম আমি জানি 'নীল পারুল', নামটা সুন্দর না? আমি যে নার্সারী থেকে কিনেছি, ওরা এই নাম বলেছে!

স্ট্রবেরী গত বছরের, এই বছরে লাগাই নি, ফলটা দেখতে খুব মজার, আর বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে!

প্রথম ছবিটা আমার আনন্দ নিকেতনের ছবি হে, তবে এর কবিতাটা আপনিই লিখে ফেলেন, আপনার মধ্যে কছু শব্দ হানা না দিলে কী আর ছবির কবিতার মত ছবি মনে হয়েছে!

২০১৪ মঙ্গল হোক শ্রাবণ!

শুভকামনা!

২৯| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: হালখাতার বিপরীত কোনো শব্দ জানা থাকলে মন্তব্য করতে পারতুম।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: হালখাতার বিপরীত শব্দ কী হতে পারে? একটা বানায়ে নেন!

নতুন বছরের শুভেচ্ছা রইলো জুলিয়ান দা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.