নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০





জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন,

জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।



অঙ্ক কষে যায় কী জানা প্রানের মানে,

ছন্দ গুনে কাব্য কী কেউ লিখতে জানে,

পথ মেপে তো যায় না জানা দূরের মানে,

মানুষ যদি,- মনের বাঁশী বাজাও প্রানে!



তোমার চোখের অন্ধ কোলে প্রদীপ জ্বেলে,

স্বপ্ন, সে তো নিজেও স্বপ্ন দেখতে জানে,

মানুষের নেই উচু-নিচু-জাত-কাঁটাতার ভেদ,

মাটির ফানুস, মাটিরই ফুল, অচিন নিরুদ্দেশ!









































*** ইমন জুবায়ের ভাই, উনার সম্পর্কে আর কী বলার আছে? শ্রদ্ধা জানাই গুরু, যদিও সেই ভাষা আমাদের জানা নেই! উনার দুইটা লাইন নিয়ে একটা গান রচনা করার চেষ্টা করেছি, আমাদের সুর-ম্যান সুর করে জানাবে! ভাল থেক ইমন ভাই, আমরা তোমাকে ভুলি নাই!



* ইমন ভাইয়ের ছবি নিয়েছি- ইখতামিনের উন্মুক্ত ব্লগ



* ইমন ভাইয়ের নামেই খুব চমৎকার একটা রাগ আছে- রাগ ইমন, ইমন বাজিয়ে আপলোড দিতে পারলে ভাল হত, কিন্তু আপাতত ভিডিও করার সুযোগ নাই, ব্লগার বটবৃক্ষের অনুরোধে আগের বাঁশীটাই যোগ করে দিলাম! ফুল, সুর ও ভালোবাসায় - ভালো থেক ইমন ভাই!

মন্তব্য ৮২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬

শায়মা বলেছেন: ভালো থাকুক ইমনভাইয়া।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ইমন ভাইয়া ভালো থাকুক!

আমাদের মাঝেই উনি বেঁচে থাকবেন!

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুন।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুন।

ইমন ভাই ভালো থাকুক!

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ইমন ভাইয়ের জন্য শ্রদ্ধা।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ইমন ভাইয়ের জন্য শ্রদ্ধা রইল! আমাদের চারপাশে শ্রদ্ধা করার মত মানুষ এত কম, এই কম সংখ্যাটাও কমে যাচ্ছে!

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২

পাঠক১৯৭১ বলেছেন: কবিতাটি ভালো লেগেছে।

ইমন জানে না যে, ইমন নেই!

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ইমন জানে না যে, ইমন নেই!

ইমন ভাইয়ের জন্য শ্রদ্ধা!

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

সুকান্ত কুমার সাহা বলেছেন: জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন,
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।
---চমৎকার !!!

ওনার জন্য শ্রদ্ধ্যা !!!

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ইমন ভাইয়ের জন্য ভালোবাসা ও শ্রদ্ধা!

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতাটি ভালো লেগেছে। তাঁর প্রতি রইল গভীর শ্রদ্ধা। তিনি চিরকাল থাকবেন আমাদের অন্তরে অনুপ্রেরনার কেন্দ্রস্থল হিসেবে।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: ইমন ভাই আসলে এক ইন্সপিরেশনের নাম, শ্রদ্ধা ও ভালোবাসায়, ভালো থেক ইমন ভাই!

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

বটবৃক্ষ~ বলেছেন:



গানটি অসাধারন লেগেছে!!

ইফতি ভাই , পোস্টে আপনার বাঁশি বাজানোর ভিডিও টা এড করার অনুরোধ রইলো!! :(

আর আপনার বাগানের সবগুলো ফুলের সৌন্দর্য ইমন ভাইয়ের প্রতি উতসর্গ করায় আপনাকে ধন্যবাদ!!

ইমন ভাই ভালো থাকুন!! গভীর শ্রদ্ধা!

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: ফুল, সুর ও ভালোবাসায়, গভীর শ্রদ্ধা রইলো ইমন ভাই!

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৯

মামুন রশিদ বলেছেন: বিনম্র শ্রদ্ধা ।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: বিনম্র শ্রদ্ধা রইলো!~
ইমন ভাই ভালো থাকুক!

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

মোঃ ইসহাক খান বলেছেন: অনেক শ্রদ্ধা এবং কবিতায় অশেষ ভালোলাগা রইলো।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ইমন ভাইয়ের জন্য রইল শ্রদ্ধা ও শ্রদ্ধা!

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

লেখোয়াড় বলেছেন:
পরম শ্রদ্ধাঞ্জলি, ইমন ভাই বেঁচে থাকুন হৃদয়ে, ব্লগে।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: পরম শ্রদ্ধাঞ্জলি, ইমন ভাই বেঁচে থাকুন হৃদয়ে, ব্লগে।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
ইমন জুবায়েরের প্রতি শ্রদ্ধা।
চমৎকার কবিতা ||

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ইমন ভাই ভালো থাকুক!

গভীর শ্রদ্ধা রইলো!

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

সুমন কর বলেছেন: গান বা কবিতা দারুণ হয়েছে। আর ইমন ভাইয়ের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: সুর না বসলে বোঝা যাচ্ছে না গান কেমন হইসে!

ইমন ভাইয়ের জন্য রইলো বিনম্র শ্রদ্ধা!

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

অনিকেত রহমান বলেছেন:
উনার সময়ে ব্লগিং করার সৌভাগ্য আমার হয় নি।
তবে ব্ল্যাক ব্যান্ডের গীতিকার হিসাবে চিনতাম।।


এই মহান ব্লাগারের প্রতি রইল শ্রদ্ধা-ভালোবাসা___

গানটি ভালো হয়েছে। কম্পজিশন করে ফেলেন।।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আমারও হয় নি তেমন একটা, আমরা আসতে আসতে উনি চলে গেলেন।

এই মহান ব্লাগারের প্রতি রইল শ্রদ্ধা-ভালোবাসা___

সুর করে দেবে বলেছে এক বন্ধু, তারপরে দেখি কম্পোজিশন কী করা যায়!

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৯

নীহারিক০০১ বলেছেন: পথ মেপে তো যায় না জানা দূরের মানে,
মানুষ যদি,- মনের বাঁশী বাজাও প্রানে!

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: তোমার চোখের অন্ধ কোলে প্রদীপ জ্বেলে,
স্বপ্ন, সে তো নিজেও স্বপ্ন দেখতে জানে,


ভালো থাকুন ইমন ভাই!

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫

আমিনুর রহমান বলেছেন:



ইমন ভাইয়ের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ইমন ভাইয়ের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

বাংলাদেশী দালাল বলেছেন: আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুন।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুন।

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২

ইখতামিন বলেছেন:
আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুন।
আমীন।।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুন।
আমীন।।

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

ইখতামিন বলেছেন:
যাক, একটা গান রচনা হয়ে গেছে। কবিতা বা গান যা-ই বলিনা কেনো.. অসাধারণ হয়েছে। জানিনা ইমন ভাইয়ের সাথে কি স্বপ্নে আপনার কথা হয়েছে কিনা? কী বলবো.. ইমন ভাইয়ের প্রাণ রসায়ন যেনো আপনার লেখায় আমি দেখতে পাচ্ছি ইফতি ভাই। :)

তবে
মানুষের নেই উচু-নিচু-জাত-কাঁটাতার ভেদ,
মাটির ফানুস, মাটিরই ফুল, অচিন নিরুদ্দেশ!


সুর, লয় ও তাল সম্পর্কে আমার তেমন জ্ঞান নেই বললেই চলে। তবুও একটু মতামত দিচ্ছি। এই দুই লাইনের সুর কিন্তু আগের দশটি লাইন থেকে কিছুটা ভিন্ন মনে হচ্ছে।

ভালো থাকুন। শুভ কামনা রইল। :)

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইখতামিন,

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন,
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।

এই দুইটা লাইনের সাথে আরও কিছু ইমন ভাইয়ের লেখা আছে কিন জানি না, কয়েকজনের কাছে শুনলাম, তারাও জানে না, তো আমি টোনটা রেখে আরও কয়েক লাইন যোগ করলাম, নতুন কিছু লেখার থেকে দুই লাইনের সাথে কিছু যোগ করা মুশকিলের, একই ভাব বজায় রাখাটা, সেটা হল ইমন ভাই নিজে লিখলে এই ধরনের কিছু লিখতেন কিনা, এই ভাবটা রাখা, আপনার মন্তব্যে মনে হল আছে। আর উর, তাল ছন্দ নিয়ে আমিও কাঁচা, শেষের দুই লাইনে কম বেশী থাকতে পারে, সুর করার সময়ে ঠিক করে নেওয়ার চেষ্টা করবো, তবে লয়কারী দিয়ে কথাগুলোকে ছন্দে ফেলা যাবে বলেই আমার মনে হয়, মাত্রা একটু বেশী আছে, কমায়ে সুর করতে হবে!

ইমন ভাইয়ের জন্য রইল গভীর শ্রদ্ধা!

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

অরুদ্ধ সকাল বলেছেন: তিনি আমাদের মাঝেই থাকবেন।
আমাদের আকাশের নক্ষত্র হয়ে

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: তিনি আমাদের মাঝেই থাকবেন।
আমাদের আকাশের নক্ষত্র হয়ে !

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

অরুদ্ধ সকাল বলেছেন: তিনি আমাদের মাঝেই থাকবেন।
আমাদের আকাশের নক্ষত্র হয়ে

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

অরুদ্ধ সকাল বলেছেন: তিনি আমাদের মাঝেই থাকবেন।
আমাদের আকাশের নক্ষত্র হয়ে

২২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রিয় ইমন ভাই, অনেক শ্রদ্ধা !

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রিয় ইমন ভাই, অনেক শ্রদ্ধা !

বেঁচে থাকুন ভালোবাসায়!

২৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

সায়েম মুন বলেছেন: ইমন ভাইয়ের প্রতি শ্রদ্ধা। কবিতায় ভাললাগা।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: ইমন ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা!

বেঁচে থাকুন ভালোবাসায়!

২৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

একজন আরমান বলেছেন:
ইমন ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: ইমন ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি।

২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

এহসান সাবির বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাই ।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাই ।

ভাল থাকুন ইমন ভাই!

২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪

মশিকুর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে। আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুন।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুন।
ইমন ভাইয়ের জন্য ভালোবাসা!

২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

নাহিদ রুদ্রনীল বলেছেন: ইমন ভাইয়ের জন্য রইল অজস্র ভালবাসা আর বিনম্র শ্রদ্ধা।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ইমন ভাইয়ের জন্য রইল অজস্র ভালবাসা আর বিনম্র শ্রদ্ধা।

২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ইমন জোবায়ের ভাইয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলী । তার জন্য অনেক দোয়া আর শুভকামনা থাকলো ।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ইমন জোবায়ের ভাইয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলী । তার জন্য অনেক দোয়া আর শুভকামনা থাকলো !

ইমন ভাই ভালো থাকুন!

২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা , ছবি চমৎকার হয়েছে ইফতি ভাই !
ইমন জুবায়ের ভাইয়ের আত্নার মাগফিরাত কামনা করি !

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ইমন জুবায়ের ভাইয়ের আত্নার মাগফিরাত কামনা করি !

ইমন ভাইয়ের জন্য শ্রদ্ধা!

৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২২

লাবনী আক্তার বলেছেন: সুন্দর ছবি।

ইমন জোবায়ের ভাইয়ের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং তার আত্মার মাগফিরাত কামনা করি।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন:
ইমন জোবায়ের ভাইয়ের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং তার আত্মার মাগফিরাত কামনা করি।

৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭

বৃতি বলেছেন: ইমন ভাইয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা। খুব ভাল লাগলো কবিতাটি।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ইমন ভাইয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা।

ভালো থাকুন ইমন ভাই!

৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

হাসান মাহবুব বলেছেন: শ্রদ্ধা ইমন ভাইয়ের জন্যে। তিনি আমাকে একটা পোস্ট উৎসর্গ করেছিলেন...

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি সৌভাগ্যবান, ভালো লাগলো জেনে যে এক গুনী ব্লগারকে আরেক মহান ব্লগার পোস্ট উৎসর্গ করেছেন!

ইমন ভাইয়ের জন্য শ্রদ্ধা রইলো!

৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে উৎসর্গ।

ভিডিও দেখা হইলো না। দেখে জানাবো সুর কেমন হল।

ভালো থেকো

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ইমন ভাইয়ের জন্য শ্রদ্ধা!

ওকে, দেখে জানিয়েন কেমন লেগেছে সুর!

৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

মিমা বলেছেন: কবিতাটা পড়ার সময়ই মন খারাপ হয়ে যাচ্ছিলো খুব। প্রথমবার যখন ফোন থেকে পড়েছিলাম, তখনও বাঁশির ভিডিও আপলোড হয়নি।
আজকে মন্তব্য করতে ঢুকে বাঁশির সুর ছেড়ে কবিতা টা আবার পড়লাম। এবার শুধু মন খারাপ হয়নি, চোখও ভিজে ওঠেছে। বারবার।
আর তারপর, চমৎকার ফুলগুলো দেখে মন আবার ভরে গেছে।
এক অদ্ভুত আবেগের জন্ম দিয়েছে আপনার পোস্ট, বিষাদ আর ভালোলাগার আবেশ মিশে একাকার।

খুব ভালো লাগলো চন্দ্রখন্ড। ইমন ভাইয়ের জন্যে নতুন করে বলবার কিছু নেই। আর সব কথা হয়ত বলতেও নেই, কিছু অনুভুতি অব্যক্ত অবস্থাতেই অনেক কথা বলে যায়।

শুভকামনা আপনার প্রতি। সমৃদ্ধির পথেই এগিয়ে যান, সফলতার পাল্লা ভারী হয়ে যাক নতুন বছরে।

শুভরাত্রি। :)

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ মিমা! খুব সুন্দর মন্তব্য করে আলোড়িত করলেন, অনুপ্রানিত করলেন তো বটেই, সুর বা কবিতা বা ফুল, যেটাই বলেন, অনুভুতিকে ছুঁয়ে গেলে প্রাপ্তি ষোল দুগুণে বত্রিশ!

আর ইমন ভাইয়ের জন্য নতুন আর কী বলার আছে! বিনম্র শ্রদ্ধা রইল, উনি বেঁচে থাকবেন বাংলা ব্লগারদের ভালোবাসায়!

শুভকামনা রইলো!

নতুন বছর নিয়ে আসুক কিছু নতুন সুবাস!

৩৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

ভিয়েনাস বলেছেন: ইমন ভাই যেখানেই থাকুন ভালো থাকুন.....এই দোয়া।

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ইমন ভাই ভালো থাকুক!

গভীর শ্রদ্ধা রইলো!

৩৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

ঐতিহাসিক বলেছেন: জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন,
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন.।

.।.। যতো বারই বলছি, ভালো লাগা আর মুগ্ধতা শেষ হচ্ছে না, লাইন দুটি মাথায় ঘুরছে ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন,
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন.।


আসলেই অদ্ভুত দুইটা লাইন! অনেক, অনেক কিছু বলে ফেলে মাত্র দুইটা লাইন!

ইমন ভাইয়ের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা!

৩৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পথ মেপে তো যায় না জানা দূরের মানে,
মানুষ যদি,- মনের বাঁশী বাজাও প্রানে!






ইমন ভাইয়ের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা!

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ইমন ভাইয়ের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা!

ভালো থাকুন আপনিও!

৩৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ইমন জুবায়ের ভালো থাকুন।

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ইমন জুবায়ের ভাইয়ের জন্য শ্রদ্ধা!

৩৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১

অলওয়েজ ড্রিম বলেছেন: চমৎকার লাগল।

ছন্দে ভুল নাই। তবে শেষ দুই লাইনের শেষে দুটি ভাঙ্গা পর্ব যোগ হয়েছে যা পূর্বের লাইনগুলোতে ছিল না। এ জন্য হঠাৎ একটু থমকে যেতে হয়। তবে গানের ক্ষেত্রে এগুলো আটকায় না। সুরের পরশে
একটু -কমবেশি সমান হয়ে যায়।

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে সতত স্বপ্ন! ছন্দ নির্ভুল থাকার আশ্বাস পেয়ে খুশী লাগলো! আর ভাঙ্গা পর্বে সুরের কারিকুরী করতে সুবিধা হবে ভেবেছি!

সুরের পরশে একটু -কমবেশি সমান হয়ে যায়। - এইটা একটা বিরাট ভরসার কথা! সুর দিয়ে অনেক উঁচুনিচু ভরাট সমান হয়ে যায়!

শুভকামনা রইলো!

ভালো থাকুন অনেক!

৪০| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: ইমন ভাই তুমি স্বর্গ বাসী হও


আপনার ফুল কবিতা সব মিলিয়ে অসাধারণ একটা পোস্ট


ভালো থাকবেন

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ডাইরেক্ট টু দ্যা হার্ট! ইমন ভাই তুমি স্বর্গ বাসী হও।

শুভকামনা রইলো!

ভালো থাকুন আপনিও!

৪১| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬

সায়েদা সোহেলী বলেছেন: ভালো মানুষেরা ভালো থাকবেন বলেই আমার বিশ্বাস

ফুলেল পোস্টে ফুলেল শুভেচ্ছা কবি

২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনাকেও ফুলেল শুভেচ্ছা সায়েদা সোহেলী!

৪২| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২

শাহেদ খান বলেছেন: চমৎকার পোস্ট ! সুর-ছন্দ-ছবি'তে সুন্দর উপস্থাপন। ইমন ভাইয়ের জন্য শ্রদ্ধা আর প্রার্থনা।

শুভকামনা ৎঁৎঁৎঁ।

২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ শাহেদ ভাই!

ইমন ভাইয়ের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা!

শুভকামনা আপনার জন্যও!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.