নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

কোথাও কেউ নেই!

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১







কোথাও কেউ নেই!






দেখ

তোমার

মাথার উপরে

এক চালা মেঘ মেঘে,

তার উপরে আকাশ, ছড়িয়ে!

আকাশের উপরে আকাশ, ছাড়িয়ে!

মহান শুন্যতার বলয়বন্দী মহাকাশ!

তোমার পায়ের নিচে ভূমি-জল

অসূর্যস্পর্শ অতল,

তারও নিচে আকাশ,

নিচেরও নিচে আকাশ!



আকাশের নিচে আকাশ,

আকাশের নিচে পাতাল,

পাতালের নিচে আকাশ,



তোমার উপরে কেউ নেই,

কারণ উপর বলে কিছু নেই,

অতলে কিছু নেই, খুড়লে পাবে,

সেই সেই টলটলে নিটোল আকাশ!

আছে শুধু শূন্যতা, হু হু ডাকা শূন্যতা,

জমাট নিঃশূন্যতার পরিব্রাজক অস্তিত্বদল,

তোমাদের জন্য সাজানো রুপান্তরের নাট্যমঞ্চ,

নক্ষত্র পুড়িয়ে পাওয়া অজর অবয়ব সুরে, নেচে গেয়ে,

তোমরা গাঁথো প্রাণে বেলী ফুলের সুবাস, তাই তুমি কখনও আলো,

আবার কখনোবা ভরবন্দী ঝুরঝুরে মৃত্তিকা! তাই তুমি কখনও হয়ে ওঠ মানুষ,

আবার সেই তুমিই হয়ে যাও নিমেষেই, ডানা মেলা শিশিরে,- সিঁদুরে সবুজ ঘাসঘুম!









মহাজাগতিক





আদিম আকাশ ফুঁরে বৃষ্টি ঝরে অঝরে

মহাকাশ তবুও বৃষ্টিশূন্য থেকে যায়।

মেঘের পরে মেঘ সাজিয়ে চাঁদ উঁকি দেয়,

মহাজাগতিক শুন্যতা বলয়ে বন্দী

ফুরিয়ে যাওয়া কোন নক্ষত্র ভস্ম মেখে,

আবারও এক রক্তজবা নেবুলা ফুল ফোটে।

জাদুবিস্ফরনে জন্ম নেয় সময় নদী,

বাঁকে বাঁকে কৃষ্ণবিবর বুনে চলে,

যে গহ্বর তীর্থে বিলীন হবে বলে

নক্ষত্র ভেঙ্গে আলোর বন্যা ছুটবে।

ছায়াপথ থেকে ছায়াপথে আরও অনেক

অলীক মায়াবী নদী বয়ে চলে।

সে জলে নক্ষত্ররা স্নানে যায়, কেননা

নদীদেরকেও স্নানে যেতে হয় সমুদ্রে, পবিত্র হতে...





















*** সবাই কবিতায় কত সুন্দর সুন্দর ছবি দেয়! দেখে দেখে আমারো অনেক শখ হত ছবি দেওয়ার, কিন্তু ছবি খোঁজ রে, নামাও রে, আবার ব্লগে উঠাও রে, সে ম্যলা ঝামেলা, গতকাল একখানা সায়েন্স ফিকশান কবিতা লেখার পরে ভাবলুম এবার মহাকাশের কিছু ছবি সহ আপ্লোডাবো, ছবি খুঁজতে গিয়ে মাথা নষ্ট, আমার কৈশোরের একটা বিরাট ক্রাশ ছিল মহাকাশ, পুরনো মন্ত্রমুগ্ধ করা ছবিও পেয়ে গেলাম, সেই সাথে মহাজাগতিক নামের পুরোনো কবিতাটাও যোগ করে দিলাম, ছবি গুলোর জন্য কৃতজ্ঞতা- NASA, ESA and the Hubble Heritage (STScI/AURA)-ESA/Hubble Collaboration

ছবি যেখান থেকে পেয়েছি- দেখ আকাশের বাহার রে!

মন্তব্য ৯৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫

ইখতামিন বলেছেন:
অসাধারণ কবিতা
অসাধারণ ছবির চয়ন

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইখতামিন!

মহাজাগতিক শুভকামনা রইলো!

২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫

লাবনী আক্তার বলেছেন: তোমার উপরে কেউ নেই,
কারণ উপর বলে কিছু নেই,
অতলে কিছু নেই, খুড়লে পাবে,
সেই সেই টলটলে নিটোল আকাশ!
আছে শুধু শূন্যতা, হু হু ডাকা শূন্যতা,


ভালো লাগল কবিতা । সেই সাথে চমৎকার সব ছবি।

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লাবনী!

মহাজাগতিক শুভেচ্ছা রইলো!

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬

এম এ কাশেম বলেছেন: ছবিতা কবিতা
সবই চমৎকার।

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কাশেম ভাই!

শুভকামনা রইলো!

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার কবিতায় ছন্দ আছে যা আমাকে মুগ্ধ করে। কবি ভাই লিখতে থাকেন নিশ্চয় একদিন সাফল্য লাভ করবেন।






আপনার লেখা ছন্দময় হ'ক্। ভালো থাকেন।
ধন্যবাদ।

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: অশেষ ধন্যবাদ হে দেশ প্রেমিক বাঙালী ! আপনার ভালোলাগা সবসময়েই আমাকে খুব অনুপ্রাণিত করে! আপনাদের ভালোবাসা থাকলে লেখা চলবে আশা করি!

মহাজাগতিক শুভেচ্ছা রইল!

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন:

দেখ
তোমার
মাথার উপরে
এক চালা মেঘ মেঘে,
তার উপরে আকাশ, ছড়িয়ে!
আকাশের উপরে আকাশ, ছাড়িয়ে!
মহান শুন্যতার বলয়বন্দী মহাকাশ!


অদ্ভূত অদ্ভূত অদ্ভূত
অদ্ভূত অদ্ভূত
অদ্ভূত
সুন্দর সুন্দর সুন্দর
সুন্দর
মুগ্ধতা
কবিতার জ্যামিতিক ছন্দে
মহাকাশের ফটোগ্রাফিক ব্যাঞ্জনায় !

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: বাহ, বাহ, চমৎকার! হচ্ছে কিন্তু অভি, একটু চাইলেই কবিতায় নানা বিন্যাস আনতে পারেন, এইটার সাথে হয়তো মূল কবিতার কিছু না, কিন্তু একটা আলাদা আনন্দ!

জমাট নিঃশূন্যতার পরিব্রাজক অস্তিত্বদল,
তোমাদের জন্য সাজানো রুপান্তরের নাট্যমঞ্চ,
নক্ষত্র পুড়িয়ে পাওয়া অজর অবয়ব সুরে, নেচে গেয়ে,
তোমরা গাঁথো প্রাণে বেলী ফুলের সুবাস, তাই তুমি কখনও আলো,
আবার কখনোবা ভরবন্দী ঝুরঝুরে মৃত্তিকা! তাই তুমি কখনও হয়ে ওঠ মানুষ,
আবার সেই তুমিই হয়ে যাও নিমেষেই, ডানা মেলা শিশিরে,- সিঁদুরে সবুজ ঘাসঘুম!


মহাজাগতিক শুভকামনা রইলো!

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

রিভানুলো বলেছেন: ছবি আর কবিতা
সবই চমৎকার।++++++্

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রিভানুলো! ব্লগে স্বাগতম!

মহাজাগতিক শুভেচ্ছা রইলো!

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অদ্ভুত রকমের সুন্দর!
আমি মুগ্ধ! দারুণ! দারুণ!!

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ! আপনার ভালো লাগায় অনেক আনন্দ হল!

মহাজাগতিক শুভকামনা!

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: চমৎকার! (((কিন্তু, এক চালা মেঘ মেঘে))) ঘন/পাতুলা/কালু মেঘ বা কিছু একটা হইলে আরাম হইতো না?)))

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জুলিয়ান দা!

আপনার প্রস্তাবে একটা রিপ্লেস্মেন্ট শব্দ থাকলে সুবিধা হত, ডিজাইনের জন্য আবার সাইজ মত ইট না হইলে মুশকিল! ভেবে দেখি, আর আপনার মাথায় সাইজ মত কিছু আসলে বইলেন! :)

আপনার এই অংশগ্রহণমূলক মন্তব্য খুব ভালা পাই!

মহাজাগতিক শুভেচ্ছা রইলো হের ব্রিগেডিয়ার জেনারেল!

একটা স্যালুট লন-
খাট খাট!

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮

এয়ী বলেছেন: কবিতা ও ছবি দুটোই সুন্দর হয়েছে ।

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ত্রয়ী!

মহাজাগতিক শুভেচ্ছা রইলো!

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭

মুনসী১৬১২ বলেছেন: চমৎকার

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মুনসী১৬১২ !

অনেক শুভকামনা রইলো!

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৯

মামুন রশিদ বলেছেন: -_-

বেশ কিছুদিন পর দু'হাত খুলে পেটালেন কবি ।
দুর্দান্ত হয়েছে কবিতা আর ছবি B-) B-)

এবার নিশ্চয়ই পাওয়া যাবে সব খানে ;)

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, ধন্যবাদ মামুন ভাই! আসলেই বেশ কিছু দিন পরে একটা ঘোর নিয়ে লিখেছি, লেখার পড়ে একটা ঘোরের মধ্যে থেকেছি! আপনাদের ভালোলাগায় লেখার আনন্দ এক্সপোনেনশিয়াল রেটে বৃদ্ধিপ্রাপ্ত হল!

যন্ত্র ঠিক হই নাই রে ভাই, এ সব আপিস ফাঁকি দিয়ে ঠুকাঠুকি! :(

শুভকামনা রইলো!

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

হাসান মাহবুব বলেছেন: কবিতা এবং ছবি দুটোই চমৎকার।

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হামা ভাই!

শুভকামনা রইলো!

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

নাছির84 বলেছেন: দুভার্গ্য শব্দটার সঙ্গে পরিচিত হলাম আরেকবার !
ব্লগে আমার বয়স ১ বছর ৯ মাস।
কিন্তু আপনার জগতে পা রাখলাম এই প্রথম !

কো্থায় যেন পড়েছিলাম...লেখালেখি হলো কুমোরের ঘটি-বাটি বানানোর মতো। হাতের মারপ্যাঁচে এঁটেল মাটি তার রুপ বদলায় কুমোরের ইচ্ছেমতো। আপনিও কি সেই কুমোরবিশেষ ?

ধীরে ধীরে কবিতাটা তার পেখম মেলে ধরেছে। অনেক রং,ভীষন বৈচিত্র। মহাকাশের মতো !

সবচেয়ে প্রিয় লাইন-‌'তোমার উপরে কেউ নেই,
কারণ উপর বলে কিছু নেই,
অতলে কিছু নেই, খুড়লে পাবে,
সেই সেই টলটলে নিটোল আকাশ!'

কবিতাটা এত ভাল লেগেছে যে শব্দসংকটে ভুগছি। সত্যিই তাই !

তবে ঠিক সমালোচনা নয় কিংবা হয়তো আমি ভাবার্থ বুঝতে পারিনি......'টলটলে নিটোল আকাশ' লাইনটির আগে দুইবার 'সেই' যুক্ত হয়েছে। আমার অবশ্য 'সেই' বাদ দিয়ে পড়তে বেশি ভাল লেগেছে।
ভাল থাকবেন কবি। শুভ কামনা।


১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি এত সুন্দর করে মন্তব্য করেন, অথচ আগে আপনাকে পোস্টে দেখা হল না, দূর্ভাগ্য তো আপনার একা নয়, আমারও!

লেখালেখি হলো কুমোরের ঘটি-বাটি বানানোর মতো। হাতের মারপ্যাঁচে এঁটেল মাটি তার রুপ বদলায় কুমোরের ইচ্ছেমতো।
- সুন্দর কথা তো! আপনার এই কথা নিয়ে ভাবতে ভাবতে কবিতার চিত্র বিন্যাস নিয়ে একটা মজার চিন্তা পেলাম, যে আসলেই কবিতাকে মাটির পাত্রের ছবিতে আঁকা, উপরের এই কবিতাটাকেই করা যাবে, আর নতুন সম্ভাবনা তো রইলোই!

আপনার ভালোলাগা অনন্তর অনুপ্রেরনা! :)

হা হা, সেই সেই একবারই ছিল, ডিজাইন এর জন্য সেই দুইবার এনেছিলাম! এডিট করে দেব!

আপনি ভালো থাকুন!

শুভকামনা রইলো!

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা লাগছে, প্রথম কবিতাটা বেশি ভালা লাগছে!

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই!

শুভকামনা রইলো!

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৪

মিমা বলেছেন: তার উপরে আকাশ, ছড়িয়ে!
আকাশের উপরে আকাশ, ছাড়িয়ে।

.......
আকাশের নিচে আকাশ,
আকাশের নিচে পাতাল,
পাতালের নিচে আকাশ,

........
পড়তে পড়তে নিজেকে ভরশুন্য মনে হচ্ছিলো যে! ভাবতেই অবাক লাগছিলো, কি ব্যাপ্তি, কি বিশালতা, আর তার তুলনায় কি ক্ষুদ্র আমরা! মাথার ওপরে যে বিশাল আকাশ, নিজেকে মেলে ধরে পাশে পাশে থাকে যেখানেই যাই না কেন, তাঁর চেয়েও বিশাল মহাকাশের অস্তিত্ব আছে!

কবিতার প্রশংসা আর কি বলে করি, " ডানা মেলা শিশিরে,- সিঁদুরে সবুজ ঘাসঘুম! " এমন চমৎকার সব উপমা দিয়ে লেখা যে কবিতা, তার প্রশংসায় মুগ্ধ আমি নতুন কি শব্দ বলি?
পুরো লেখা জুড়েই তাই ছড়িয়ে গেলাম মুগ্ধতা আর মুগ্ধতা! আর ছবি গুলো দারুন তো বটেই!

শুভকামনা ইফতি ভাই। আজ সত্যিই যেন চন্দ্রখন্ডের পোস্ট পেলাম! 8-| :D

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: অশেষ ধন্যবাদ জেনারেল মিমা, আপনার সুন্দর মন্তব্য করার একটা জাদুকরী দক্ষতা আছে দেখা যাচ্ছে, অন্য অনেকের পোস্টে আপনার মন্তব্য মিলিয়েই এইটা আমার পর্যবেক্ষন! চমৎকার- সবাই কিন্তু ইন্সপায়ার করতে পারে না, আর একজনের পোস্টের চমৎকার একটা আলোচনা করার থেকে আর তাকে অনুপ্রাণিত করার আর তেমন সুযোগ কম!

ভালো থাকুন!

চন্দ্রকামনা রইলো! :)

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

এহসান সাবির বলেছেন: কবিতা, ছবি.... জটিল.....!!

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সাবির ভাই!

ভালো থাকুন! শুভকামনা!

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

অনিকেত রহমান বলেছেন: কবিতা খুব একটা বুঝি না তবুও প্রথম কবিতাটির শব্দ বিন্যাস আমাকে মুগ্ধ করেছে।। ২য় কবিতাটা আমার কাছে দর্শন দর্শন মনে হয়েছে।।

আদিম আকাশ ফুঁরে বৃষ্টি ঝরে অঝরে
মহাকাশ তবুও বৃষ্টিশূন্য থেকে যায়।

নদীদেরকেও স্নানে যেতে হয় সমুদ্রে, পবিত্র হতে...


ভালো লাগা রইল।।

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অনিকেত! পাঠে আপনার ভালোলাগা আমার জন্য আনন্দের!

কবিতার মধ্যে অনেক কিছুই অনেক ভাবে থাকে আবার থাকে না, পুরো বিষয়টার পাঠকের প্রজ্ঞা আর ভাবনার উপরে! জীবন থাকলে সেখানে দর্শন থাকবেই, চলে আসে, এখন সেটা আবিস্কারের ক্রিতিতব-দায়ভার পাঠকের!

শুভকামনা!

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯

সুমন কর বলেছেন: আপনার কবিতায় সব সময় নতুন কিছু পাই। ভাল লাগে। ১মটি পড়তে বেশ লাগল। ২য়টি পরে সময় নিয়ে পড়ব। আর ছবিগুলোও চমৎকার।
ভালো থাকবেন।

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা! অনার্সে আপনাদের অ্যাস্ট্রোনমি কোর্স ছিল? নুরুল ইসলাম দ্য লুল কোর্সটা নিত আমাদের, আমি আর সব বিষয়ে ডুবতে ডুবতে বাইচা গেসি, এই একটা কোর্সে বেশ ভালো করেছিলাম, আকাশতত্ত্ব বলে কথা! :-0 :-0

শুভকামনা রইলো!

ভালো থাকুন!

১৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কি ভীষণ সুন্দর ! +++++++++++++++++

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ তিতির আপু!

শুভকামনা রইলো!

২০| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কি ভীষণ সুন্দর ! +++++++++++++++++

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: :)

২১| ১০ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২৯

রাইসুল নয়ন বলেছেন:


কবি!!
বিষাদসিক্ত জাগতিক পথ চলায় আপনার লেখা পড়ে মুগ্ধ হতে আমার কিন্তু বেশ লাগে।।

ভালো থাকা হোক।।

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই! বেশ কিছুদিন পরে আপনার সাথে দেখা হল, আশা করি ভালো ছিলেন!

আপনাদের এই ভালোলাগাটুকুই লেখার অন্যতম আনন্দ!

শুভকামনা রইলো!

২২| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪

বোধহীন স্বপ্ন বলেছেন: ছবিগুলা বড়ই সৌন্দর্য। আর কবিতা তো বরাবরের মতই...

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বোধহীন স্বপ্ন !

মহাজাগতিক শুভেচ্ছা রইলো!

২৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬

শায়মা বলেছেন: সায়েন্স ফিকশন কবিতাটা ভালো লাগলো ভাইয়া।:)

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শায়মা আপু!

মহাজাগতিক শুভকামনা!

২৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫

জুন বলেছেন: দারুন ভালোলাগায় মুগ্ধ কবিতা আর ছবিতে ৎৎৎ :)

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: জুন আপু, আপনি আমার চন্দ্র বিন্দু দেন নাই ক্যান? :( সিংহের কেশর ছাড়া মানায়?
আপনাকে কবিতায় পেয়ে অনেক আনন্দ!

মহাজাগতি শুভেচ্ছা রইল!

২৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০

মাহমুদ০০৭ বলেছেন:


বলার ভাষা খুজে পাচ্ছিনা ।
খুব ভাল লাগল কবিতা / ভাবে অর্থে বিন্যাসে সব দিক দিয়েই ।ডানা মেলা শিশিরে,- সিঁদুরে সবুজ ঘাসঘুম! - অসাম /

ভাল থাকুন কবি ।



১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই! আপনাদের ভালো লাগাতেই আনন্দ!

মহাজাগতিক শুভকামনা রইলো!

ভালো থাকুন!

২৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪

আমি ইহতিব বলেছেন: অন্যরকম বিষয় মহাকাশ। ছবিগুলো আসলেই মুগ্ধ হওয়ার মতো।

আর আপনার কবিতা তো সব সময়েই A+

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইহতিব আপু!
মহাকাশ আসলেই অন্যরকম একটা বিষয়, অচিন এক ঘোরে আক্রান্ত করে!
মহাজাগতিক শুভেচ্ছা রইলো!

২৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

আফ্রি আয়েশা বলেছেন: মহাশূন্যতা এবং সুন্দরের এক মিশ্র বোধ নিয়ে যাচ্ছি. . .
আপনার পোস্টে ভালো লাগা :)

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আফ্রি আয়েশা আপু! কবিতা ভালো লাগায় আনন্দ!

শুভকামনা রইলো!

২৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। বেশ ভাললেগেছে। ছবিগুলো ভাল লেগেছে ।ভাললেগেছে কবিতাও।

আমিতো বলছি দার্শনিক কবিতা। দর্শন ।যদিও কে উ সাইন্সফিকশন বলে ভুল করছে।
দারুণ তাত্ত্বিক কথা বলেছেন। পাঠকদের চিন্তার খোরাক জুটবে বেশ ।

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য!

বিজ্ঞানের সমর্থন ছাড়া দর্শন তার অস্তিত্ব হারিয়েছে অনেক আগেই, বিজ্ঞান নির্ভর লেখার মধ্যেই এখন পাবেন উৎকৃষ্ট দর্শন, অন্য সব জায়গায় সব কুয়াশার মতই ধোঁয়া ধোঁয়া, এই কবিতার দর্শন আপনার ভাবিয়েছে জেনে ভালো লাগছে, এই বিষয়টা আমাকেও খুব ভাবায়,আমার অনেক লেখার মধ্যে পাবেন এই একই চিন্তা!

মহাজাগতিক শুভেচ্ছা রইলো!

২৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

অনির্বাণ প্রহর বলেছেন: বাহ!
অনেকদিন পরে এসে মন ভরে গেলো।
অনেক লেখা মিস করেছি নিশ্চই, ব্যাপারনা! পড়ে নেবো।

:)

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক দিন পরে আপনার দেখা পেলাম! :) আশা করি ভালো ছিলেন?

খুব কম সময়েই আপনার লেখা খুব প্রিয় হয়ে গেছে, আবার আপনাকে পেয়ে ভালো লাগছে!

ভালো থাকুন, শুভকামনা রইলো!

৩০| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

মেঘে ঢাকা রোদ্দুর.. বলেছেন: সব মিলে অসাধারন হয়েছে । অমরা আশা করছি আপনি আমাদেরকে আরো কিছু উপহার দিবেন ।

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মেঘে ঢাকা রোদ্দুর ভাই! আপনার ভালোলাগায় আনন্দ হল! আমি চেষ্টা করবো লেখার, ভালো লাগা তো আপনাদের চোখে! :)

শুভকামনা রইল!

অনেক ভালো থাকুন!

৩১| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

মায়াবী ছায়া বলেছেন: সে জলে নক্ষত্ররা স্নানে যায়, কেননা
নদীদেরকেও স্নানে যেতে হয় সমুদ্রে, পবিত্র হতে...
অনেক ভাললাগা ।।

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে মায়াবী ছায়া!

শুভকামনা রইলো নিরন্তর!

৩২| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

সায়েম মুন বলেছেন: কবিতার আকৃতি ও প্রকৃতি বেশ ভাল লেগেছে। :)

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে চন্দ্র কবি!

মহাজাগতিক শুভকামনা রইলো!

৩৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৫

রোমেন রুমি বলেছেন:
সুন্দর!
+++++

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে রোমেন রুমি!

শুভকামনা রইল, মহাজাগতিক!

৩৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২৩

নিয়েল হিমু বলেছেন: এই প্রথম আমি আপনার কবিতায় মন দিতে পারি নাই ছবি গুলো দেখার লোভে । যেখান থেকে পেয়েছেন সেই লিংক কাজ করে না :(

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে হিমু! ঈশ্বরের বাগানের ফুল, মানুষের কবিতায় চোখ কী আর যাবে সহজে! লিঙ্ক কেন কাজ করে না কে জানে?! :( , দেখেন তো এখান থেকে যাওয়া যায় কিনা- Click This Link

৩৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :(

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: :( ?

৩৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কোথাও কেউ নেই কবিতা :(

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: হুম, আগে কোথাও কেউ নেই নামের উপন্যাস, নাটক সব বানানো হয়ে গেছে, কবিতাটা বাকি ছিল! :)


শুভকামনা!

৩৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪

সকাল রয় বলেছেন:

কবিতা ছবিতা
দুটোই মনমুগ্ধকর

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে সকাল রয়!

শুভকামনা রইল!

৩৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রথম কবিতার শব্দবিন্যাস দেখে মুগ্ধ হলাম।
দ্বিতীয় কবিতা ‌'মহাজাগতিক' সত্যিই মহাজাগতিক হয়েছে... দারুণ!

ছবিগুলোও সুন্দর....
কবিকে অশেষ শুভেচ্ছা :)

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ হে সুপ্রিয় মইনুল ভাই!

মুরুব্বীদের ভালো লাগা পাইলে আমরা পুলাপাইন বিশেষ আনন্দিত ও অনুপ্রাণিত হই! :)

শুভকামনা রইলো!

৩৯| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩

বটবৃক্ষ~ বলেছেন:



অসাধারন মহাকাশের প্রেমে মুগ্ধ কবিতা !!! :) :)


আর কবিতার শেইপটাও দারুন লেগেছে!!! :)

"স্পেইস " এর পিক গুলো দেখলে আমারো মাথানষ্ট লাগে!!! :)

নিচ থেকে ৩নাম্বার ছবিটাকে মেইবি "গডস আই" বলা হয়!!!

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে বটবৃক্ষ! আকাশের তারাগুলা পৃথিবীর গাছপালা দেখেও অবাক হয়, বিশেষ করে বড়সর বটগাছ দেখলে, এইটাও ওদের কাছে খুব বিস্ময়কর! :)

এটাকে গডস আই বলে নাকি? আমি জানতাম না, ইহা হইতেসে এক খানা সুন্দর নেবুলা, এইটুকুই আমার জ্ঞানে আছে! এই লিঙ্কে এই নেবুলা সম্পর্কে তথ্য দেওয়া আছে- http://www.spacetelescope.org/images/opo0432d/

শুভকামনা রইলো!

৪০| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭

শ্রাবণ জল বলেছেন: ছবিতা- কবিতা দুটোই সুন্দর।

"রক্তজবা নেবুলা" এটা দেখেই বুঝেছি কবিতাটা আগের।
ঘুরে ফিরে এই উপমাটায় চোখ আটকে যায়। পারেন ও!

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: রক্তজবা নেবুলা ফুল উপমাটা আপনার বেশ পছন্দ হয়েছিল, এটা মনে আছে, এবং আপনিও যে ভোলেন নাই, এইটা দেখে কিন্তু খুব ভালো লাগলো! :)

শুভকামনা রইলো হে শ্রাবণ!

৪১| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২

মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দর বহমান কবিতায় ছবিগুলো আরও মাত্রা যোগ করেছে।

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে সুপ্রিয় গল্পকার!

অনেক ভালো থাকুন!

৪২| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

লেখোয়াড় বলেছেন:
এটা কোন ধরনের লেখা!!
বাপরে!

মহাজাগতিক, মহাপ্রলয়।
++++++++++++++++++++++++++++

কবিতার স্টাইল !!!!

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় লেখোয়াড় ভাই!

হা হা, দেখেই খুব ভাব মনে হয়, লেখা কিন্তু সোজা, একটু সময় নিয়ে ঠোকাঠুকি করলেই হয়! আপনার ভালো লাগায় অনেক আনন্দ পেয়েছি!

মহাজাগতিক শুভকামনা রইলো!

ভালো থাকুন!

৪৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


দুর্দান্ত

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারী! ভালো লাগায় আনন্দ হল!

অনেক শুভকামনা!

৪৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫

অলওয়েজ ড্রিম বলেছেন: ভাল লাগল কবিতার এত পাঠক ও মন্তব্য দেখে। ত্রিপল খণ্ড ত উপ্রে চন্দ্রবিন্দু বরাবরই ভাল লেখে। ভবিষ্যতে একজন ফাটাফাটি কবি যে বাংলাদেশ পাচ্ছে তাতে আমার কোনো সন্দেহ নাই।

কবি কে একটা বিষয় খেয়াল রাখতে বলছি, ছবিতার স্বার্থে কবিতার যেন অঙ্গ হানী না ঘটে।

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ হে অলওয়েজ ড্রিম !~ বেশী ভালো বইলেন না, বেশী উপ্রে উঠলে মুশকিল, যখন উপর থেকে পড়বো তখন ব্যথাটাও বেশী পাবো! আমার বেশীদিন কিছু সহ্য হয় না, কবিতা আসলো কোত্থেকে, চলেও যাবে কোথায়! :(

ছবিতার স্বার্থে কবিতার যেন অঙ্গ হানী না ঘটে।
- ধন্যবাদ সতর্ক ভাবনার জন্য! ছবি তো কবিতার কিছুই না, ছবির জন্য কবিতার অংগ হানি দুঃখজনক হবে! তবে আমি একটা মজার জিনিস খেয়াল করলাম, ছবি নির্মানের সাথে কবিতায় আলাদা একটা ছন্দ যুক্ত হয়, এখনও পর্যন্ত যে গুলো নিয়ে ছবিতা হয়েছে, ছবি ফোটাতে গিয়েই বরং কিছু মজা যোগ হয়েছে!

শুভকামনা রইলো ভাই!

ভালো থাকুন!

৪৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

শাহেদ খান বলেছেন: দারুণ ! বিশেষ করে, 'মহাজাগতিক'-এ বিশেষ ভাল লাগা।

মহাকাশ-এ বিলীন হয়ে থাকার মত আনন্দ আর কিছুতে নেই। এখনও দূর্বল টেলিস্কোপ'টা নিয়ে পরে থাকি। 'কৃত্তিকা'র সৌন্দর্য আর কাঁকড়া নীহারিকা খুঁজতে খুঁজতে রাত কাটে অপার আনন্দে।

পোস্টে অনেক ভাল লাগা জানাচ্ছি। 8-|

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ শাহেদ ভাই! আপনার যে তারাদের জগতে বেশ আনাগোনা-জানাশোনা আছি জানি, আমার শুধু আছে আগ্রহ, খুব ছোটবেলা থেকেই! স্কুলে থাকতে টেলিস্কোপ বানানোর চেষ্টা করেছিলাম, পারি যে নাই তা তো বুঝতেই পারছেন! আপনার সাথে একদিন টেলিস্কোপ সহ বসার সুযোগ পেলে দারুণ হত!

মহাজাগতিক শুভেচ্ছা রইলো হে নক্ষত্র পিয়াসী,

ছায়াপথ থেকে ছায়াপথে আরও অনেক
অলীক মায়াবী নদী বয়ে চলে।
সে জলে নক্ষত্ররা স্নানে যায়, কেননা
নদীদেরকেও স্নানে যেতে হয় সমুদ্রে, পবিত্র হতে...

৪৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

শাহেদ খান বলেছেন: দারুণ ! বিশেষ করে, 'মহাজাগতিক'-এ বিশেষ ভাল লাগা।

মহাকাশ-এ বিলীন হয়ে থাকার মত আনন্দ আর কিছুতে নেই। এখনও দূর্বল টেলিস্কোপ'টা নিয়ে পরে থাকি। 'কৃত্তিকা'র সৌন্দর্য আর কাঁকড়া নীহারিকা খুঁজতে খুঁজতে রাত কাটে অপার আনন্দে।

পোস্টে অনেক ভাল লাগা জানাচ্ছি। 8-|

৪৭| ২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫

একলা ফড়িং বলেছেন: সে জলে নক্ষত্ররা স্নানে যায়, কেননা
নদীদেরকেও স্নানে যেতে হয় সমুদ্রে!

সুন্দর :)


আর সিঁড়ি কবিতাটা আরও বেশি সুন্দর!! :P

২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ হে একলা ফড়িং!

কবিতা ভালোলাগায় মহাজাগতিক আনন্দ!

শুভকামনা রইলো!

৪৮| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১

প্রোফেসর শঙ্কু বলেছেন: মহাজাগতিক কবিতা এবং ছবি দেখে আগ্রহ জেগে গেল, প্রিয় কবি। অনেক অনেক ভাল লাগা রেখে গেলাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর! মহাকাশ খুব চমৎকার একটা বিষয়! অনন্য সুন্দর এক জগত! মজা পাবেন!

শুভকামনা রইলো!

৪৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১২

আরজু পনি বলেছেন:

ইমেজ আর কবিতার সমন্বয় অসাধারণ !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ পনি আপু! অনেক দেরি হয়ে গেল রিপ্লাই করতে! কবিতা ভালো লেগেছে জেনে আনন্দ হল! আর ছবি তো মাথা নষ্ট করা সব!

শুভকামনা রইলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.