নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

সেই আলাপ! সেই আলাপ! সেই আলাপ!

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৯

দুই বাঁশি বেশ ভালোবাসি

যে বাঁশির শ্বাস নিতে হয়,

যে বাঁশিরে শ্বাস দিতে হয়!



শ্বাসে- শ্বাস মিলিয়ে,

চুপচাপ টুপটাপ,

একটা চড়ুই-

একটা গোলাপ!



কেউ নেই কোথাও,

অপেক্ষার নির্ঝর বিলাপ,

একটা তিতির পাখি একদিন,

আমার ঘরেও উড়ে আসবে, তবুও-

খুকুর রংপেন্সিলগুলো আজকেও কেনা হল না,

মায়ের চোখটা খুব করকর করছে, বেতন দিচ্ছে না, তবুও-

তুমি আমার সাথে আসলেই পারতে, এমনটা ভাবি খুব, বলা হয় নি, তবুও-

বুকের মধ্যে এখনও কেন উই বুনছে---- সেই আলাপ! সেই আলাপ! সেই আলাপ!

মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪৮

ক্লান্ত তীর্থ বলেছেন: তুমি আমার সাথে আসলেই পারতে, এমনটা ভাবি খুব, বলা হয় নি, তবুও-


আসলেই!


ভালো লাগা জানিয়ে গেলাম সকালবেলা!

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ তীর্থ! তীর্থ কথাটার সাথে একটু ক্লান্তি মিশে থাকে!

আপনি ভালোলাগায় জানিয়েছিলেন শুভসকাল, আমি আনন্দ নিয়ে জানালাম শুভরাত্রি!

ভালো থাকুন!

২| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৬

বৃষ্টিধারা বলেছেন: অনেক অনেক সুন্দর.....

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বৃষ্টিধারা! আপনাকে কবিতার সাথে পেয়ে আনন্দ হচ্ছে!

শুভকামনা রইলো!

৩| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৭

সাজিদ উল হক আবির বলেছেন: "দুই বাঁশি বেশ ভালোবাসি
যে বাঁশির শ্বাস নিতে হয়,
যে বাঁশিরে শ্বাস দিতে হয়!" - এ বাশি আমিও ভালবাসি, ইফতি ভাই। ;)

"শ্বাসে- শ্বাস মিলিয়ে,
চুপচাপ টুপটাপ,
একটা চড়ুই-
একটা গোলাপ!" - ছোটবেলার কিছু সিন মনে পড়ে গেল এই স্তবক থেকে। :)

তুমি আমার সাথে আসলেই পারতে, এমনটা ভাবি খুব, বলা হয় নি, তবুও-
বুকের মধ্যে এখনও কেন উই বুনছে---- সেই আলাপ! সেই আলাপ! সেই আলাপ!-
এই লাইনগুলি বিশেষভাবে ভাল লেগেছে।


০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: বেশ চমৎকার ব্যবচ্ছেদ করলে আবির, মন্তব্য পড়ে ভালো লাগলো! বাঁশি তো ভালোবাসারই জিনিস হে!

শেষটুকু আমারো বিশেষ ভালোলাগার!

শুভকামনা রইলো!

৪| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি লগইন না হয়ে পড়েছি।দারুণ ঢং এ মনের অনুভূতির বহিপ্রকাশ।
শব্দবিন্যাস দারুণ হয়েছে ,জ্যামিতিক কবি। :)

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা! ধন্যবাদ সেলিম ভাই! জ্যামিতিক কবিতাই বটে! ভালো লাগায় আনন্দ পেলুম!

ভালো থাকুন!

৫| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৮

সুমন কর বলেছেন: মায়ের চোখটা খুব করকর করছে, বেতন দিচ্ছে না, তবুও-
তুমি আমার সাথে আসলেই পারতে, এমনটা ভাবি খুব, বলা হয় নি, তবুও-
বুকের মধ্যে এখনও কেন উই বুনছে---- সেই আলাপ! সেই আলাপ! সেই আলাপ!


অনেক সুন্দর হয়েছে। প্রতিটি লাইন ছুঁয়ে গেল।

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দা! কবিতা একটা খুব মজার জিনিস, দূর্বোধ্য কিছু কষ্ট সহনীয় ভালোলাগায় বেঁধে নেওয়া যায়!

আশা করি আপনি ভালো আছেন, সময় আপনার শূন্যতা কিছুটা হলেও ভরাট করেছে!

শুভকামনা রইলো! অনেক ভালো থাকুন!

৬| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর কবিতা। তবে এর মাঝে সম্ভবত খুব ব্যক্তিগত কিছু আছে (সেই আলাপ) যা পাঠকের কাছে স্পষ্ট করতে রাজী নন কবি।

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: কী যেন কন না হামা ভাই আপনে, - জবাবে আমি কী কমু সেটাই বুঝতাসিনা!

আপনার প্রো পিকটা মেলা সুন্দর, আজকেই প্রথম খেয়াল করলাম! ছোটবেলা থেকেই এরকম সুন্দর একটা প্রো-পিকের আমার খুব শখ! কুন দুকান থিকে কিনসেন ভাই?

গল্পকার হিসেবে আপনার এই কবিতায় পাশে থাকা আমার আগেও খুব দারুণ লাগতো, এখন আরও বেশী লাগে!

ভালোবাসা জানবেন!

শুভকামনা!

৭| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৪

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কিছু একটা আছে কোথাও । কিছু একটা নেই কোথাও । ভালো লাগে কবিতার এই অনুভূতিটা ।

অফটপিক, উড়ে আসা নস্টালজিক মেঘদল ভাবনায় আছন্ন করে রাখছে । :)

শুভ কামনা , ভালো থাকুন কবি । :)

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: ঠিক ধরেছেন, এইটা বিশুদ্ধ একটা কাব্যিক অনুভূতি, এই থাকা না থাকা নিয়ে থাকা কবিতায়ই চলে শুধু!

অফটপিকের কথাটাই যে শুনতে চাই বেশী করে! মেঘদল আপনার ভাবনায় একখানা ঢেউ বুনতে পারলেই কবি সার্থক, কাপ্তান খুশি!

ভালো থাকুন!

৮| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: সেই আলাপ! সেই আলাপ! সেই আলাপ!

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: সেই আলাপ! সেই আলাপ! সেই আলাপ!

৯| ০৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অসাধারণ।

ভালো লেগেছে কবি।

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কবি! আপনার ভালোলাগা বিশেষ আনন্দের!

শুভকামনা রইলো!

১০| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:১০

মামুন রশিদ বলেছেন: আলাপ চলছিল বেশ, বিস্তারে কার্পণ্য..

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আর বন্দীশটা যে বাজলই না, তার আগেই বাতি নিভে গেল কেন? এই অভিযোগ তো আমারো মামুন ভাই! কিন্তু আফসোস, জবাব দেওয়ার কেউ নেই!

১১| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৯

রাসেলহাসান বলেছেন: সুন্দর! ভালো লেগেছে।।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রাসেল হাসান ভাই! কবিতা পাঠে আনন্দ!


শুভকামনা!

১২| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০০

স্নিগ্ধ শোভন বলেছেন: ভাল লাগলো কবি।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আরি স্নিগ্ধ ভাই! সেরাম ছবি দিসেন, চমৎকার!

আশা করি ভালো আছেন! মেঘদল কেমন লাগছে?

১৩| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

কবিতা খুবই চমৎকার ইফতি ভাই।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ কাণ্ডারি ভাই! কবিতা অভিযানে আপনাদের পাশে থাকার তুলনা হয় না! কবি কৃতজ্ঞ!

ভালো থাকুন!

১৪| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:৩৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চমৎকার!

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সজীব ভাই! পাঠে কৃতজ্ঞতা!

ভালো থাকুন!

১৫| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩০

সাদরিল বলেছেন: শ্বাসে- শ্বাস মিলিয়ে,
চুপচাপ টুপটাপ,
একটা চড়ুই-
একটা গোলাপ


ভালো লেগেছে

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ৮:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সাদরিল!

শুভকামনা রইলো!

১৬| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বেছে বেছে ভালো জিনিসটিই নিয়েছেন ভালোবাসার জন্য ;)

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ৮:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: এই তো ভাই, শ্বাসে শ্বাস ,ইলিয়ে কোনোরকম টুপটাপ বেঁচে থাকা!

শুভকামনা!

১৭| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সেই আলাপ ভাল্লাগলো :)

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ৮:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতায় লাগে, বুকের মধ্যে লাগে না!

ভালো থাকুন দুর্জয়!

১৮| ০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৮

বোধহীন স্বপ্ন বলেছেন: অপরূপ ছন্দের ব্যঞ্জনা

০৯ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বোধহীন স্বপ্ন! কবিতা ভালো লাগলে অনেক আনন্দ হয়!

শুভকামনা!

১৯| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৫

মিমা বলেছেন: প্রথম দুই স্তবক মিষ্টি লাগছিলো, শেষ দু'লাইনে এসে ধুম করে মন খারাপ হয়ে গেলো! এই নাহলে কবিদের বিশেষত্ব! অনুভূতি নিয়ে আপনার কবিতা পড়লে দারুন ধরা খেয়ে যাই ইফতি ভাই, ছুটোছুটি সামলানো মুশকিল! আর এভাবে সাজিয়ে গুছিয়ে লিখলে তো আর হলই! ;) B-)

ভালোলাগা রইলো অনেক অনেক অনেক চন্দ্রখন্ড। এমনিভাবে আরও অনেকবার কবিতা পড়ে মুগ্ধ হতে চাই!
শুভবিকেল। :)

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মিমা, আপনার মন্তব্য পড়লে মনে হয়- সবাই নয়, কেউ কেউ কবিতার পাঠক! মানে কাব্যিক পাঠক আর কী! আপনার মন্তব্যের পর আবার কবিতাটা পড়তে বেশ ভালোই লাগে, কবিতাটাকে আরো ভালো বুঝা যায়!

আরও অনেক বার আপনার সুন্দর মন্তব্য পড়ে মুগ্ধ হতে চাই!


শুভ বিকেল!

২০| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২০

ইখতামিন বলেছেন:
অনেক সুন্দর..
সাজানো আরও সুন্দর

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইখতামিন! কবিতা সাজাইলে তার মধ্যে একটা ছন্দ জাগে, ওইটা মজা লাগে!

শুভকামনা রইলো!

ভালো থাকুন!

২১| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৫

ডট কম ০০৯ বলেছেন: বুকের মধ্যে এখনও কেন উই বুনছে

দারুণ লাইন।

২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই!

অনেক শুভকামনা রইলো!

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই!

ভালো থাকুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.