নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

বেনিয়া বিশ্বে সবাই বেশ্যা!

৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৫

এই বেনিয়া বিশ্বে আমরা সবাই বেশ্যা!

কেউ যোনী- কেউ মন, কেউ বুদ্ধি- কেউ শ্রম।

এখানে সবই পসরা সাজিয়ে অপেক্ষায় থাকে,

এখানে সবাই যার যার সাঁঝে,

বিশ্রামের সূর্যটুকু নিভিয়ে দিয়ে এক ফুঁয়ে

অবলীলায় মেলে ধরে-

শরীরী ও অশরীরী কামের নির্লজ্জ বিপণি সম্ভার!

এখানে সবকিছু বিক্রয়যোগ্য হতে হবে,

এখানে সবার সব কিছুর বিনিময় মূল্য থাকতে হবে!

বহুদূর হেঁটে আসা এক বিন্দু হিম জল-

সেও তার পাওনা মিটিয়ে নেয় এক বুক তৃষ্ণার দামে,

এখানে প্রতি আউন্স আনন্দের বিপরীতে-

ভারনিয়ার স্কেলে মেপে দিতে হয় চুল চেরা দুঃখের গতিপথ!

এখানে আবার কেউ কেউ কখনও কখনও-

আকাশের সুনীল স্বপ্নে ধোঁকা খেয়ে দুঃখের বিনিময়ে দুঃখ কিনে ঠকে যায়,

দিকভ্রান্ত দেউলিয়া অভিমানে ঘুরপাক খেতে থাকে সুতোছেঁড়া ঘুড়ি মতন!

এখানে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা জরুরী নয়,

প্রকৃত লক্ষ্য সম্পর্ক, তাই একটা প্রস্তাব আর একটা সম্মতি সম্মেলনেই-

এখানে সঙ্গম কিনতে পাওয়া যায়, সন্তান দামে অমরত্বও বিকোয় একই হাটে।

এখানে সবই পণ্য, চটকদার বিজ্ঞাপনী মুখোশে কামিনী মোহিনী বিলবোর্ডের মেলা,

চামড়ার আবরণ ভেঙ্গে সত্যকে নগ্ন করবে যে উত্তাপ,

তাও নাকি সিএনজির মিটারে গুনে গুনে বিক্রি হয় একলা ল্যাম্পপোস্ট নিরালায়!

এখানে যা কিছু যত পবিত্র ঘোষণা, তার অনুচ্চারিত কোটরে ততই বিনীত পাপাচার!

এখানে যা কিছু যত মহান প্রতিশ্রুতি, তার নিগুঢ় কেন্দ্রে কেবল বানিজ্যের অধিবাস!

এখানে সত্য অধিষ্ঠিত নয়, প্রতিষ্ঠিত হয়!

এখানে সত্য সহজাত নয়, তাই সত্য যা সুবিধাজনক!

স্বয়ং ঈশ্বর যেখানে স্বর্গ আর নরকের দাঁড়িপাল্লায় বিকিয়েছেন নিজের স্বাধীনতা,

সেখানে মানুষ তো শুধুই বিনিময়, যদি দামে না পোষায়-

স্রষ্টাও ফেলে ছুঁড়ে, যদি শর্ত না মান- প্রেমিকাও দেয় প্রত্যাখ্যান!

তবুও দোষ কেবলি টানবাজারের মাগিদের!

সভ্যতার যত পতিত জঞ্জাল-ক্লেদ-পুঁজ-মধুঘাম,

কিনে কিনে তোমাদের সমাজে ওরা বেঁচে শান্তি, ওরা সাজায় নির্বাণ!

দৌলতদিয়া আর বানিয়াশান্তার খানকিপাড়াগুলো প্রকৃত অর্থে-

তীর্থ যদি কিছু থাকতো তোমাদের, তবে ঠিক তাই!







মন্তব্য ৫৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৯

বোধহীন স্বপ্ন বলেছেন: তবুও দোষ কেবলি টানবাজারের মাগিদের!

এরই নাম সভ্যতা।

কবিতায় প্লাস।

৩০ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: এরই নাম সভ্যতা, দুঃসহ সভ্যতা!

শুভকামনা হে বোধহীন স্বপ্ন!

২| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিটি লাইনই কোট রিকোট করতে মন চাইছে!

অনন্য চপেটাঘাত।

মূখোশের অন্তরালে সুশীলের গালে!

"ওরা বেঁচে শান্তি, ওরা সাজায় নির্বাণ!
দৌলতদিয়া আর বানিয়াশান্তার খানকিপাড়াগুলো প্রকৃত অর্থে-
তীর্থ যদি কিছু থাকতো তোমাদের, তবে ঠিক তাই!

আজ বানিজ্যে বেসাতিই জীবন, স্বপ্ন, সবকিছু!!!!!!!!!!!!!!

৩০ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: চপেটাঘাত তো সেই নিজের গালেই, আমি নিজে কি এই সভ্যতার একজন তল্পিবাহক নই? :(


এখানে সবকিছু বিক্রয়যোগ্য হতে হবে,
এখানে সবার সব কিছুর বিনিময় মূল্য থাকতে হবে!

তবুও শুভকামনা হে বিদ্রোহী ভৃগু !

৩| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৮

মিমা বলেছেন: এখানে সত্য অধিষ্ঠিত নয়, প্রতিষ্ঠিত হয়!
এখানে সত্য সহজাত নয়, তাই সত্য যা সুবিধাজনক!


এ দুটো লাইন কে "বাণী চিরন্তন"এ রেখে দেয়া যাবে। কবিতা নিয়ে নতুন করে বলারর কিছু নেই, চন্দ্রখন্ডের কবিতা নিজেই ভালো কবিতার ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে। এ কবিতায় বিশেষ করে শব্দ নির্বাচন দুর্দান্ত হয়েছে!

আর বিষয়বস্তু নিয়ে যদি বলি, এই দেনা-পাওনার বিশ্বে যতই অভিযোগ করি না কেন, এর ভিত্তিতেই আজকের পুরো সমাজ-কাঠামো দাড়িয়ে আছে, সবসময় থেকেই ছিল। অভিযোগ আক্ষেপ করে একে আমূল বদলে দেয়া সম্ভব নয়, এ থেকেই ভালো কিছু খুঁজে নিতে হবে, তাকেই উৎসাহিত ও হাইলাইট করতে হবে; বানিজ্য কে যুক্তিকৌশল দিয়ে পরিচালিত করতে হবে ও সাজাতে হবে আবেগ মানবিকতা দিয়ে, এটাই বাস্তবতা। মতামত দিলাম। :)

শেষের ৫টি লাইন অসাধারণ! কবিতা ভাবিয়েছে, কবিতা ছুঁয়েছে, কবিতা ক্ষুব্ধ করেছে, কবিতা মুগ্ধ করেছে! কবিতা ও কবিকে শুভেচ্ছা! অনেক অনেক শুভকামনা! :)

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় মিমা, সাথে থাকার জন্য!

দেখেন, দুনিয়া কিভাবে চলে, কিভাবে চলবে সেটা নিয়ে আসলে অভিযোগ জানানোর কিছু নেই। কিন্তু সবাই যেখানে বেশ্যার ভূমিকায় সুনিপুন অভিনেতা, সেখানে দোষ কেন কেবল টানবাজারের মাগিদের হবে? তুমি নিজেও যা, অন্য আরেকজনকে তুমি সেই জন্য কীভাবে পাথর ছুড়ে মার? ভন্ডামির গ্রহনযোগ্য সকল সীমানা ছাড়িয়ে যায় এই দুঃসহ দূরাচার!

আর মানুষের তো সবকিছুই বিক্রি করার কথা ছিল না, তার তো সব কিছু কিনে নেবার কথা ছিল না, কিন্তু আমরা সেই জালে ক্রমশ জড়িয়ে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি। আমি জানি না, এই পৃথিবীতে বেঁচে থাকার এটাই হয় তো নিয়ম, নাকি এর বাইরেও কিছু আছে? যেমন আমি কবিতা লেখি, কবি হইতেসে মহা বেশ্যা, সে তার জীবনের সব কিছু বিক্রি করে দেয় কবিতার জন্য, কবিতার কাছে, ভালোবাসার মানুষটা নয়, মূখ্য হয়ে দাঁড়ায় তার কাছ থেকে পাওয়া কষ্ট, যাতে দুই লাইন কবিতা পাওয়া যায়! হা হা! সবই কী তবে হাটবাজার? চাহিদা আর যোগান সমীকরণের গানিতিক সমাবেশ?

৪| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৪

মোঃ ইসহাক খান বলেছেন: ভাবনার প্রকাশ ঘটেছে, তীব্রভাবে।

আরও ভাবনার অবকাশ আছে বৈকি।

শুভকামনা।

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই!

ভাবনার কী আর শেষ আছে রে ভাই, আরো দুই চার পৃষ্ঠা লেখা যাবে, তবে শেষ কথা এটাই থাকবে যে- এই বেনিয়া বিশ্বে আমরা সবাই বেশ্যা!

শুভকামনা!

৫| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসামান্য কবিতা! তোমার লেখা অন্যতম ভালো কবিতা!
রূঢ় শব্দগুলো আমার কাছে অস্বস্তিকর নয় বরং প্রতিবাদি লাগছে।

প্লাস+

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় কা_ভা!

লেখাটা নিয়ে আমি সামান্য অসস্তিতে ছিলাম যে কিছু শব্দ হয়ত আমাদের কোমল মনে আঘাত করে কি না! আমার মনে হয় কী জানিস? ভালো কথা যতটা সম্ভব সুন্দর করে বলা, আর খারাপ কথা যতটা সম্ভব খারাপ ভাষায় বলা, যাকে যার প্রাপ্য দেওয়া, তোদের ভালোলাগায় সাহস পাইলাম!

চলো, বেচাবিক্রি শেষ কথা হলে নিজেদের দামটা উসুল করে নেই কড়ায় গন্ডায়!

শুভকামনা!

৬| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: মর্মান্তিক কবিতা !

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: হায় রে, আমরা বাঁচি এক মর্মান্তিক জগতে, তাই কবিতাকেও হতে হবে উদ্ধত মর্মান্তিক! তা ছাড়া আর উপায় কী?


শুভকামনা অভি!

৭| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৪

১৯৭১স্বাধীনতা বলেছেন: রূঢ়তাই কি প্রতিবাদের শ্রেষ্ঠতম ভাষা নয়?যখন গালি মধুর বকোয়াজ বলে মনে হয় তখন আসলে চড় প্রয়োজন।এখানে ব্যক্তিগত চেষ্টা নয় বরং উচিত সম্মিলিত বুদ্ধিবৃত্তিক থাপ্পড়।

কবিতায় প্লাস---ভাষার জোরের কারণে দেয়া আরো একটা প্লাস যোগ করে নিতে হবে।

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন:
রূঢ়তাই কি প্রতিবাদের শ্রেষ্ঠতম ভাষা নয়?যখন গালি মধুর বকোয়াজ বলে মনে হয় তখন আসলে চড় প্রয়োজন।এখানে ব্যক্তিগত চেষ্টা নয় বরং উচিত সম্মিলিত বুদ্ধিবৃত্তিক থাপ্পড়।

অনেক সুন্দর বলেছেন ভাই! মধুর সুন্দর গালি হইতেসে অ্যালকোহল ছাড়া মদ, খাইবেন, কিন্তু নেশা হবেনা! তো অই মদ কেন খাবেন? তো গালি দিলে সব থেকে খারাপটাই দেওয়া ভাল!

শুভকামনা রইলো!

৮| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪১

প্রোফেসর শঙ্কু বলেছেন: একটা হৃদয়খোলা, তীব্র প্রকাশ। অনন্য শব্দ নির্বাচন।

ভাল লেগেছে কবি।

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় প্রোফেসর! আপনার ভালো লাগা অবশ্যই কবিতার জন্য বিশেষ কিছু!

শুভকামনা!

৯| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৫

আমিনুর রহমান বলেছেন:





ভাষাহীন হয়ে গেছি আমি কবিতা পড়ে ...



তবুও দোষ কেবলি টানবাজারের মাগিদের!

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন:
তবুও দোষ কেবলি টানবাজারের মাগিদের!

সেটাই ভাই, বাজারী দুনিয়ায় সবাই বেশ্যা, তবু দোষ কেন ওদের একার হবে? আর আমরা হব মহান আত্মা? হিসেব তো মেলে না!

১০| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৮

আমি সাদমান সাদিক বলেছেন: ভাল লাগা রইল ।।

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সাদমান সাদিক ভাই!

শুভকামনা!

১১| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:৫৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এখানে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা জরুরী নয়,
প্রকৃত লক্ষ্য সম্পর্ক, তাই একটা প্রস্তাব আর একটা সম্মতি সম্মেলনেই-
এখানে সঙ্গম কিনতে পাওয়া যায়, সন্তান দামে অমরত্বও বিকোয় একই হাটে।



কথা সত্য । ভাল্লাগছে ।

+++++

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: সেখানে মানুষ তো শুধুই বিনিময়, যদি দামে না পোষায়-
স্রষ্টাও ফেলে ছুঁড়ে, যদি শর্ত না মান- প্রেমিকাও দেয় প্রত্যাখ্যান!
তবুও দোষ কেবলি টানবাজারের মাগিদের!


এই সত্য এখনো সত্য কী? এই সত্য কী এখনো যথেষ্ট সুবিধাজনক হইসে মেনে নেওয়ার জন্য?

আশা করি মাননীয় মন্ত্রী মহোদয় বিষয়টা মাথায় রাখবেন!

১২| ৩১ শে মার্চ, ২০১৪ ভোর ৫:১২

বিদ্রোহী বাঙালি বলেছেন: স্বয়ং ঈশ্বর যেখানে স্বর্গ আর নরকের দাঁড়িপাল্লায় বিকিয়েছেন নিজের স্বাধীনতা,
সেখানে মানুষ তো শুধুই বিনিময়, যদি দামে না পোষায়-
স্রষ্টাও ফেলে ছুঁড়ে, যদি শর্ত না মান- প্রেমিকাও দেয় প্রত্যাখ্যান!


ওপরের তিনটি পঙক্তিই বলে দেয় আমরা কোন সভ্যতায় বসবাস করছি, যেখানে স্বার্থ ছাড়া কেউ এক পা-ও এগোয় না। সব কিছুতেই দেনা পাওনার হিসাব জড়িত। মানবতা, মনুষ্যত্ব এ সবের কোন স্থান নেই। নীতিহীনতাই এখন নীতি, ধর্মান্ধতাই এখন ধর্ম বিশ্বাস, বিলাসিতাই এখন জীবনের মাপকাঠি, পুঁজিবাদী শোষণই এখন শাসন, শ্রেণী বৈষম্যই এখন সাম্যবাদ, সাম্প্রদায়িকতাই যেন অসাম্প্রদায়িকতার সম্প্রীতির বন্ধন।
অনবদ্য একটা কবিতা। প্রতিটা লাইনই ভাবনার জগতকে ভাবিয়ে তুলার জন্য যথেষ্ট। পুরো বিশ্বের এক টুকরো প্রতিচ্ছবি কবিতায় মূর্ত হয়ে ফুটে উঠেছে। কবিতায় নগ্নতাই প্রতীবাদের জোড়াল কণ্ঠস্বর। কবিতায় শব্দচয়ন, রূপক ও উপমাগুলো দুর্দান্ত হয়েছে। অনেক ভালো লাগলো ৎঁৎঁৎঁ। অনেক ভালো একটা কবিতা পড়লাম বেশ তৃপ্তি নিয়ে।

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: ভাই, এখন সুন্দর কথা শুনলে ভয়টা আরো তীব্র হয়! মনে হয় বাজারে নতুন আইটেম আইসে রে, যেমন ধরেন- মানবতা, মুক্তি, সমতা, প্রেম, ধর্ম ইত্যাদি ইত্যাদি! আমরা এখন মানুষ না বুঝলেও মানবতা বুঝে গেসি খুব!

এখানে সবই পণ্য,
এখানে যা কিছু যত পবিত্র ঘোষণা, তার অনুচ্চারিত কোটরে ততই বিনীত পাপাচার!
এখানে যা কিছু যত মহান প্রতিশ্রুতি, তার নিগুঢ় কেন্দ্রে কেবল বানিজ্যের অধিবাস!

কবিতায় আপনার এই ভালো লাগা সাহস আর প্রেরণা হয়ে থাকবে নিশ্চিত!

শুভকামনা রইলো হে বিদ্রোহী বাঙালী!

১৩| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৪

মামুন রশিদ বলেছেন: বিশ্রামের সূর্যটুকু নিভিয়ে দিয়ে এক ফুঁয়ে
অবলীলায় মেলে ধরে-
শরীরী ও অশরীরী কামের নির্লজ্জ বিপণি সম্ভার!


ঠিক তাই ।

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: এখানে সবকিছু বিক্রয়যোগ্য হতে হবে,
এখানে সবার সব কিছুর বিনিময় মূল্য থাকতে হবে!

কথা এখানে একটাই- দাম কত? কত কী দিলে তুমি আমার হবে? তুমি আমায় নেবে?! হা হা!

শুভকামনা!

১৪| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: চরম বাণিজ্যিক সব কিছু্ ।নিদারুন স্বার্থপর। ভাল হয়েছে ইফতি।

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই!

বানিজ্যে বসতি লক্ষী!
বানিজ্যে বসতি মানবতা!
বানিজ্যে বসতি ভালোবাসা!
বানিজ্যে বসতি তব মুক্তি মানবের! - হা হা!

বানিজ্যিক শুভকামনা!

১৫| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৭

ক্লান্ত তীর্থ বলেছেন: কবিতা কবিকে কেন জানি ছাপিয়ে গেছে এখানে!

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ তীর্থ!

কবিতার সুখেই তো কবির সুখ, কবিতা যাকে যেখানে ছাপিয়ে যায় যাক! :)


ভালো থাকুন!

১৬| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৯

ভারসাম্য বলেছেন: সবাই বেশ্যা, সবাই খদ্দের। কবিও, কিন্তু কবিতা পণ্য নয়। পণ্যসম কবিতা কবিতাই নয়। ধার্মিকও হয়তো, কিন্তু ধর্ম নয়। সবই হয়তো, কিন্তু কিছুই নয়। সব বেশ্যাই বেশ্যা নয়, সবাই বেশ্যা নয় ...

অসাধারণ কবিতা। +++

৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: অবশ্যই সবকিছু, সবাই বেশ্যা নয়, অন্তত হওয়ার কথা ছিল না, কিন্তু হয়েছে তাই, হয়ে যাচ্ছে তাই! বিক্রি-বিনিময়-শর্ত-চুক্তি অমুক তমুক এর বাইরে গিয়ে থাকতে পারলে আর বেশ্যা কিসের?

শুভকামনা ভারসাম্য!

১৭| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২১

সুমন কর বলেছেন: পড়ে গেলাম।

৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: পড়ে কী মনে হল দাদা?

১৮| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

বটবৃক্ষ~ বলেছেন:


আমরা কেউই সভ্য নই ! সবাই মুখোশধারী!!

৩১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: আমরা যেন সবকিছুতেই বিক্রি আর বিনিময়ে হিসেব করছি, কিন্তু সব কিছু তো এরকম হওয়ার কথা ছিল না! বৃক্ষ তো অক্সিজেনের জন্য মানুষের কাছে টাকা চায় না, উলটো আমরা বৃক্ষের সব চাই!

১৯| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৭

ডট কম ০০৯ বলেছেন: আপনার লেখা আর আমার পড়া অসাধারণ কবিতে এটা।

কবিদের বিদ্রোহ বুঝি এমন ই হয়!!

০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই!
মাঝে মাঝে শব্দেরা রেগে যায়, তখন লেখা এরকম জামাকাপড় মুখোশ ছাড়া হয়!

এখানে যা কিছু যত পবিত্র ঘোষণা, তার অনুচ্চারিত কোটরে ততই বিনীত পাপাচার!
এখানে যা কিছু যত মহান প্রতিশ্রুতি, তার নিগুঢ় কেন্দ্রে কেবল বানিজ্যের অধিবাস!



ভালো থাকুন ভাই!

২০| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪২

হাসান মাহবুব বলেছেন: ক্ষেপলেন কেন কবি? অবশ্য ক্ষেপার যথেষ্ট কারণ আছে বৈকি।

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আমিও ঠিক বুঝলাম না, আমি মোটেই রেগে ছিলাম না, সাধারনত রাগলে এরকম কিছু লিখতে বসি, ছিলাম খুব ভালো মুডে, বাসে করে মাকে নিয়ে যাচ্ছি ঢাকা, লেখাটা নিজে এসে রাগিয়ে নিল!

শুভকামনা হামা ভাই, অনেকদিন আপনার গল্প পড়ি নাই, হানা দিতে হবে আপনার ডেরায়!

২১| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মর্মান্তিক সেই সংগে দূর্দান্ত একটি কবিতা !

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অনন্য দায়িত্বশীল আমি!

শুভকামনা রইলো!

২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ২:১৭

রাসেলহাসান বলেছেন: এখানে সবকিছু বিক্রয়যোগ্য হতে হবে,
এখানে সবার সব কিছুর বিনিময় মূল্য থাকতে হবে!
বহুদূর হেঁটে আসা এক বিন্দু হিম জল-
সেও তার পাওনা মিটিয়ে নেয় এক বুক তৃষ্ণার দামে,

কিছু কিছু লাইন ভালো লেগেছে...

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রাসেল হাসান!

পাঠে আনন্দ হল!

শুভকামনা!

২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩২

শান্তির দেবদূত বলেছেন: এধরনের কবিতা সব কবি লিখতে পারে না, কিছু কিছু কবি হয়ত জীবনে এক দুই বার এই ধরনের আগুন কবিতা লিখতে পারে। শুভেচ্ছা প্রিয় কবি। পড়ার পর কিছুক্ষণ থ মেরে বসে ছিলাম, কমেন্ট আর কি করবো!!

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ দেবদূত ভাই! আপনার এই ভালোলাগা অনুপ্রেরণা হয়ে থাকবে! কবিতাটা আচমকা লেখা, বাসে ল্যাপটপ খুলে কবিতা লেখার মত সিরিয়াস মানুষ আমি না, চানাচুর, আচার খাওয়ার দিকেই মনোযোগটা বেশী থাকে, কবিতাটা নিজে এসেই নিজেকে লিখাই নিসে, আমি তেমন কিছু করি নাই, মানে কষ্ট করি নাই আর কী!

আপনার সেই বাঁশি গল্পের কী হল? লিখছেন?

শুভকামনা রইলো ভাই!

২৪| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৬

তাসজিদ বলেছেন: আমরা খুব বেশি আধুনিক। তাই তো সানি কে আশ্রয় দিয়েছি বেডরুমে। আশ্রয় দিয়েছি ফেসবুক এ। কি আর করা। সানি কে নিয়ে স্ট্যাটাস দিলে যে লাইক আর শেয়ার র ঝড়।

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: তাসজিদ ভাই, আমার কথা হচ্ছে কিছু সানি কিছু বেডরুমে উঠবেই। এটা ছিল, থাকবে। কিন্তু সমস্যা হল যখন বেডরুমের মানুষগুলো নিজেরাই সব সানি হতে চায়, আর আমরা সবাই হতে চাই তাদের খদ্দের!

সানি লিওন একটা প্রোডাক্ট মাত্র, কর্পোরেট বেশ্যার একটা সেলুলয়েড ভার্শন! ইটস অনলি অ্যাাবাউট বিজনেস, কত দালাল ওর যাস্ট ছবি ছাপায়ে টেকা কামাইতেসে চিন্তা করসেন? আমাদের আশপাশেই বহুত!

২৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫২

শান্তির দেবদূত বলেছেন: বাঁশি গল্প মাত্র ২ চ্যাপ্টার লেখা হয়েছে; চলছে তবে খুব ধীর গতিতে :( নানান কাজে ভীষণ ব্যস্ততা যাচ্ছে।

০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো জিনিসের গতি একটু ধীর হয়, চালায়ে যান!

লেখা হইলে পড়তে দিয়েন! মানে খবর দিয়েন!

২৬| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৬

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ৎঁৎঁৎকার হয়েছে।

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা! ধন্যবাদ জনৈক রুয়েটিয়ান!

শুভকামনা রইলো নিরন্তর!

২৭| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৪৯

অচিন মানব বলেছেন: অনন্য সাধারন, চিন্তার ব্যপ্তি সুগভির, অনেক ভাল লাগা রইল।

০১ লা জুন, ২০১৪ রাত ১২:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অচিন মানব!

শুভকামনা রইলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.