নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

আমিও হেমলক চিনি!

১৫ ই মে, ২০১৪ সকাল ১১:৫২

আমি অন্ধকার

লিখতে শিখেছিলাম-

আকাশের গায়ে!

যেদিন-

বুনো চাঁদ উঁকি দিয়ে বলেছিল

তুইতো দক্ষিনে যাবি,

তাই দেখবি উত্তুরে পাহাড়ের স্বপ্ন!

তোর কেউ থাকবে না,

তাই দেখিস- তোর বিছানায় লুটপুটি খাবে-

প্রতীক্ষার সুগন্ধি চাদর!

তুই না পথের, না বঁধুর!

তবু জোছনায় ভরা বান ডাকলে

অনিকেত প্রান্তরের সাথে জুড়বি গৃহসুখ পরকীয়া!

তোর রাঁধা যে গোখরোর মণি মুঠোয় নিভিয়েছিল-

তার অভিশাপ ঘোরে-

ঘুরপাক খাবি নগরের দেওয়ালে দেওয়ালে!

তুই আয়নায় বুঝি নিজেকেই দেখিস?

আমি তো দেখি এক ক্রীতদাস পাখি-

যার ডানা ছিল না

ছিল শুধু উড়বার স্বপ্ন।



আমি তার একেশ্বরবাদ প্রত্যাখ্যান করেছিলাম বলে

চরিত্রহীন বহুগামী গালি দিয়ে সূর্য বলেছিল-

আজ থেকে তোর জন্য জলরং দন্ডনীয়

চারকোল একমাত্র অধিকার!

সেদিন আমার সব অরণ্য জ্বলে উঠেছিল স্বঘোষিত দাবানলে।

আমি তো হীরের স্বপ্ন দেখিনি

তবু আমার কয়লায় কেন আলোর ঝলকানি?



আমি পৃথিবীর সব সমুদ্রের বুকে

পা রেখে বলেছিলাম-

যদি সবুজ নিষিদ্ধ কর-

তবে সক্রেটিস স্বাক্ষী- আমিও হেমলক চিনি!





মন্তব্য ৫১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


অনবদ্য +++

১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় কান্ডারী ভাই!


শুভকামনা!

২| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত !

১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে অভি কবি!

সব খবর ভালো তো?!

৩| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:০০

সাফফানা রুহি বলেছেন: দারুণ

১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ব্লগে স্বাগতম হে সাফফানা রুহি!

কবিতা পাঠে আনন্দ!

ভালো থাকুন!

৪| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:১৩

মামুন রশিদ বলেছেন: তবে সক্রেটিস স্বাক্ষী- আমিও হেমলক চিনি!


সুন্দর ।

১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই!

আপনাদের সিলেটে কত বৃষ্টি, আমাদের এখানে কোনো লক্ষন নাই, ভাবছিলাম বৃষ্টির কবিতা লেখব, এখন বৃষ্টি না হলে কেমনে কী! :(

৫| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:২৭

সুমন কর বলেছেন: চমৎকার !!

১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা!

শুভকামনা রইলো নিরন্তর!

৬| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি অন্ধকারকে
লিখতে শিখেছিলাম-
আকাশের গায়ে!
এই লাইন এভাবে পড়লাম


আমি অন্ধকার
লিখতে শিখেছিলাম-
আকাশের গায়ে!


হেমলক শব্দটা দেখে নিজের একটা কবিতার কথা মনে পড়ে গেলো।
সক্রেটিসের বিষের পেয়ালা এবং মৃত্যুবিষয়ক

কবিতা ভালো লেগেছে, কবি।

১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি অন্ধকার
লিখতে শিখেছিলাম-
আকাশের গায়ে! - ঠিক ঠিক ঠিক! এইটাই মজা হয়!

ধন্যবাদের সহিত কবিতায় যোগ করিলাম কবি!

শুভকামনা রইলো!

৭| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:১২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: +++++++++++++++্

১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নাজমুল ভাই!

ভালো থাকুন!

৮| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৬

রাহি বলেছেন: যদি সবুজ নিষিদ্ধ কর-
তবে সক্রেটিস স্বাক্ষী- আমিও হেমলক চিনি!

চমৎকার।

১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রাহি! কবিতা পাঠে আনন্দ!

ভালো থাকুন অনেক!

৯| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৩

ফা হিম বলেছেন:
আমি পৃথিবীর সব সমুদ্রের বুকে
পা রেখে বলেছিলাম-
যদি সবুজ নিষিদ্ধ কর-
তবে সক্রেটিস স্বাক্ষী- আমিও হেমলক চিনি!


ভালো লাগল

১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ফাহিম!

কবিতা পাঠে আনন্দ!

শুভেচ্ছা রইলো!

১০| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৫

অশ্রু হাসান বলেছেন: বাহ :)

১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অশ্রু হাসান !

শুভকামনা রইলো!

১১| ১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর।।

১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে দূর্জয় কবি!

শুভকামনা রইলো!

১২| ১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০২

বাংলার পাই বলেছেন: অসাধারণ কবিতা। শুভেচ্ছা নিবেন।

১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বাংলার পাই!

শুভকামনা রইলো!

১৩| ১৫ ই মে, ২০১৪ রাত ৯:২৫

মাসুম রৌদ্র বলেছেন: বার বার পড়েছি । তাও বুজে উঠতে পারি নি ।

১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: হায় হায়!

আমরা তো আসলে সবকিছুই চাই, ঘর চাই, পথ চাই, সব চাই! আবার কখনো কিছু চেয়ে পাই তার উল্ট, তখন খুব অভিমান হয়, এখানে ইনিয়ে বিনিয়ে কিছু অভিমানের কথা বলা হইসে!

ভালো থাকুন মাসুম রৌদ্র!

১৪| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:৩৯

ক্লান্ত তীর্থ বলেছেন: আজ থেকে তোর জন্য জলরং দন্ডনীয়
চারকোল একমাত্র অধিকার


লাইন দুইটা কই পাইসেন ভাই??সেই হইসে!

১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: জীবন মসকরা শুরু করলে কত লাইন পাইতে থাকবেন! তার সাথে নিজেও যদি ঢোল বাজাইতে শুরু করেন সাথে, তাইলে কথাই নেই! হা হা!

শুভকামনা সুপ্রিয় ক্লান্ত তীর্থ!

১৫| ১৬ ই মে, ২০১৪ রাত ১২:০৩

হাসান মাহবুব বলেছেন: চমৎকার কবিতা। চারকোল মানে কী?

১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হামা ভাই!

চারকোল মানে তো আমি বিশেষ ধরনের কয়লা বুঝি, আঁকিয়েরা ছবিও আকেন, চুলা জ্বেলে রান্নাও হয়!

শুভকামনা!

১৬| ১৬ ই মে, ২০১৪ রাত ১২:১৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সেদিন আমার সব অরণ্য জ্বলে উঠেছিল স্বঘোষিত দাবানলে।
আমি তো হীরের স্বপ্ন দেখিনি
তবু আমার কয়লায় কেন আলোর ঝলকানি?


চমৎকার কবিতায় অনেক অনেক ভালোলাগা ! ++
আপনাকে ইদানিং পাওয়া যায় না !!

ভালো থাকুন ।

১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্বপ্নচারী! যন্ত্র নষ্ট, অফিসে বসে ব্লগিং করতে পারছি না, মানে মজা পাই না, এক মিনিট পরে ডাক, দুই মিনিট পরে এইটা করেন, অমুক তমুক, এক পোস্ট পড়তে তিনবার উঠলে কেমনে কী! ফেসবুকে সময় লাগে না, ধুপধাপ পোস্টে লাইক টাইক দেওয়া যায়! হা হা, যন্ত্র ঠিক হইলে আবার আসিবো ফিরে!

শুভকামনা!

১৭| ১৬ ই মে, ২০১৪ রাত ১২:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার কবিতা। বিখ্যাত কবি, তুমি কি এখন আর ব্লগে আসো না?

কবিরা বিখ্যাত হয় আর ব্লগে ছেড়ে দেয়। :P :P B-) ;)

১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: ব্লগে আসি বাছা, আইসা বইসা থাকি, কিন্তু ব্লগিং করা হয় না! অফিস ফাঁকি দিয়া ব্লগাই তো, মুশকিল, যন্ত্র টা ঠিক হইতে দাও!

আর আগে আমারে বিখ্যাত হইতে দাও, তারপরে না হয় ব্লগ ছাড়াইয়ো, নাইলে তো খরচটাই উঠবো না মামা!

তোমারে কতদিন খুঁচাই না, মনটা অস্থির লাগে, বুঝো না ক্যালা?

১৮| ১৬ ই মে, ২০১৪ রাত ২:৩১

আরজু মুন জারিন বলেছেন: আমি অন্ধকার
লিখতে শিখেছিলাম-
আকাশের গায়ে!
যেদিন

বাহ!!

১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আরজু মুন জারিন!

শুভকামনা রইলো!

১৯| ১৬ ই মে, ২০১৪ রাত ২:৩৮

একজন ঘূণপোকা বলেছেন:
শিরোনাম দেখেই বুঝেছিলাম আপনার লেখা।


সুন্দর

সুন্দর

সুন্দর


আমি পৃথিবীর সব সমুদ্রের বুকে
পা রেখে বলেছিলাম-
যদি সবুজ নিষিদ্ধ কর-
তবে সক্রেটিস স্বাক্ষী- আমিও হেমলক চিনি!

১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে একজন ঘূণপোকা! মাঝে কিছুদিন বিরতি ছিল লেখায়, এইটা দিয়ে আবার যাত্রা শুরু, আপনাদের ভালো লেগেছে দেখে ভালো লাগছে, ফিরে আসাটা সব সময়ই কষ্টের!

শুভকামনা রইলো!

২০| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হায় হায়! ওদিকে যাবেন না দাদা :|

কবিতায় মুগ্ধতা :)

১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই!

আরে শখ করে আর কে যায়! তবে গুরু দেখিয়ে গিয়েছেন সামনে পেয়ালা ধরলে না করতে নেই!

শুভকামনা রইলো!

২১| ১৭ ই মে, ২০১৪ সকাল ১০:২৮

তাসজিদ বলেছেন: অদ্ভুত সুন্দর।

১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ তাসজিদ ভাই!

ভালো থাকুন, নিরন্তর!

২২| ১৮ ই মে, ২০১৪ রাত ৮:৪০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: হেমলক , তীব্র আনন্দের কেনও হয়না !

চমৎকার লাগলো ! :)

১৯ শে মে, ২০১৪ সকাল ১০:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: হেমলক, তীব্র আনন্দেরও হতে পারে!

শুভেচ্ছা রইলো আদনান ভাই!

২৩| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: রাঁধা> রান্না

কাজেই ব্যাপারটা নিয়ে কবিকে ভাবতে উৎসাহিত করছি।
ণ আর ন এর গোলমালও আছে।

১৯ শে মে, ২০১৪ দুপুর ২:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: হায় হায়! রাধা তো রাঁধে না, সে শুধু শ্যাম বিরহে কাতর থাকে! চন্দ্রে বিন্দু চলিবে না!

ন আর ণ! :( :-< |-)

২৪| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:২৬

সঞ্জীবনী বলেছেন: ভালো লেগেছে কবিতা :)

১৯ শে মে, ২০১৪ দুপুর ২:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সঞ্জীবনী!

শুভকামনা রইলো!

২৫| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:২৪

অপর্ণা মম্ময় বলেছেন: আমি পৃথিবীর সব সমুদ্রের বুকে
পা রেখে বলেছিলাম-
যদি সবুজ নিষিদ্ধ কর-
তবে সক্রেটিস স্বাক্ষী- আমিও হেমলক চিনি!

৩০ শে মে, ২০১৪ দুপুর ১:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: শুভেচ্ছা নিন হে মহামন্যা ঔপন্যাসিকা মহোদয়া! আপনার জন্য একটা লুমান্টিক কবিতার কথা ভাবতাসি!

২৬| ১৪ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২০

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাই, পুরাটা যা ইচ্ছা তাই, ক্ষতি নাই। লাস্ট দুইলাইনে চরম মাত্রার ভালোলাগা। অস্থির শিরোনাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.