নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন কবিতা

১৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৪

কালো গোলাপের বাসনা মুড়ি দিয়ে

দুয়ারে এসে দাঁড়ায় অষ্টাদশী রাত

জানলায় তখনো গোধুলীর বিদায়ী সানাই

বধুলাল রাগে রক্তল আকাশ

তোর আঁচলের কার্নিশে চিলতে ডানায়

উড়ে আসে উড়ুক্কু নীল খাম-

কৈশোরের ঘাসফুল,

শিশির মাড়িয়ে পথ চলাতে

মুছে যায় সব অতীত

গভীর রাত্রির মত

ঝিরিঝিরি অন্ধকারে,

ঝিঝি পোকারাও ঝরে পড়ে

হারিয়ে যায়

জোছনাগন্ধী নদীর মত

পাহাড় থেকে সমুদ্রে ডুবে যাওয়ার

অতলে অন্তলীন অভিযান!

দূর দিগন্তে চুর- তোর খোঁপায় রোদ্দুর

অবেলায় ভালোবেসে

সাজিয়ে তোলা জলের বকুল!

ডানা ঝাপটায় ভুলে যাওয়া সেইসব

বেঁচে থাকবার দিন, সবুজ

সময়ের রাজপথে স্মৃতির মিছিল

দেয়ালে দেয়ালে মুক্তির ফানুস

লেপটে থাকে একমুঠো আগুনের অপেক্ষায়

সূর্যের পালাও আসে ঠিক

উত্তাপ ও সন্তাপে, আকুল আলোয় অদ্ভূত-

তবু আগুন, সেই তো জানে নির্ভূল

মরে যাওয়ার পরেই কেবল সবাই অমর

দস্যুরাও দানবীর দেবদূত!







মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আসলে মরণের অমরত্ব।

২| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৫

সেলিম আনোয়ার বলেছেন: আসলে মরণের পরেই অমরত্ব।

১৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: মৃত্যুই অমরত্বের চাবিকাঠি! মরার পরে আমরা সবাই অমর হয়ে যাব! হা হা হা!

৩| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:১৫

সুমাইয়া আলো বলেছেন: So nice কবিতা ভাই

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমাইয়া আলো!

শুভেচ্ছা রইলো!

৪| ১৯ শে জুন, ২০১৪ রাত ৮:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দারুনস!
আপনার কবিতার ভক্ত আমি :)
আমাকে ভর্তি করাবেন?

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ওরে মইনুল ভাই, কী যে কন, আপ্নে ভর্তি হইবেন?! শরম পাইলাম! :!>

৫| ১৯ শে জুন, ২০১৪ রাত ৮:৫৪

ডট কম ০০৯ বলেছেন: আসলে সবাই কি অমরত্ব পায় কবি?

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: কঠিন প্রশ্ন! পেলে তো সবারই পাওয়া উচিত! কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না!

৬| ১৯ শে জুন, ২০১৪ রাত ৯:০৬

ডি মুন বলেছেন: মরে যাওয়ার পরেই কেবল সবাই অমর
দস্যুরাও দানবীর দেবদূত!


বাহ, দারুণ

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ডি মুন!

শুভকামনা রইলো!

৭| ২০ শে জুন, ২০১৪ রাত ১২:২৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
চমৎকার প্রকাশভঙ্গি কবিতার ৷

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আলজাহাঙ্গীর!

ভালো থাকুন!

৮| ২০ শে জুন, ২০১৪ সকাল ৯:৫০

আহমেদ জী এস বলেছেন: ৎঁৎঁৎঁ ,



ডানা ঝাপটায় ভুলে যাওয়া সেইসব
বেঁচে থাকবার দিন.......


আসলেই , সেইসব দিনরাত্তির ডানা ঝাঁপটায় অবিরাম, সবারই
মন-আঁচলের কার্নিশে ।

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর বলেছেন জী এস ভাই!

শুভেচ্ছা নিন!

৯| ২০ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৭

আমি দিহান বলেছেন: কিভাবে যেন আপ্নার কবিতাটা মিস হয়ে গেছিলো।

আসলেও মরে যাওয়ার পরেই কেবল সবাই অমর।

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দিহান, মিস তো হয় নাই, পড়ে ফেলসেন!

শুভেচ্ছা রইলো!

১০| ২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

মরে যাওয়ার পরেই কেবল সবাই অমর
দস্যুরাও দানবীর দেবদূত!


ভালো লাগলো ইফতি ভাই।

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোনাভাই!

ভালো থাকুন!

১১| ২১ শে জুন, ২০১৪ রাত ১২:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন:




মরে যাওয়ার পরেই কেবল সবাই অমর
দস্যুরাও দানবীর দেবদূত!

ভালো বলেছেন। মরে দেখতে হবে ;)



কবিতা ভালো লাগলো কবি।

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্নিগ্ধ!

শুভকামনা রইল, অমরত্বের অপেক্ষায় আছি আমরা সবাই!

১২| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০০

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হামা ভাই!

শুভেচ্ছা রইলো!

১৩| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর

২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অভি!

শুভেচ্ছা রইলো!

১৪| ২৪ শে জুন, ২০১৪ দুপুর ১:০২

চড়ুই বলেছেন: ভালো লাগলো

২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ চড়ুই!

ভালো থাকুন!

১৫| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১:২৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার ..
সংকলনে যাচ্ছে ...

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: আরে কী বলেন! এখন সংকলনটা কই পাই?

ধন্যবাদ মুনতাসির!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.