নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে- মানুষ, যন্ত্র-মানুষ ও পাখি-মানুষ!

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

ইচ্ছে-মানুষ



আমি ঠিক কবে মারা গিয়েছিলাম? কতবার?

সে কথা এখন আর মনে পড়ে না,

ঠিক কবে প্রথমবারের মত মৃত্যু হল-

সেটাও বলতে হবে অনেক ভেবে,

যেদিন জানলাম বেঁচে থাকাটা কেবল-ই পুনরাবৃত্তি?

নাকি যেদিন ঘুম ভেঙে বুঝতে পারিনি একি সকাল নাকি সন্ধ্যা?

সত্য জানবার জন্য কেবল অপেক্ষাই যথেষ্ট নয়

এমনকি ব্যক্তিগত দুঃখ কবিতার কাছে সঁপে দেওয়া পাপ!

আর ভুলে গেলে নির্বাণ!

আমি এখনো ঘুমুতে যাবার আগে-

একবার দরজায় চোখ রাখি

আমি প্রথম মৃত্যুর কথা জানি না

আমি শেষ মৃত্যুর আগে

আমার প্রথম কবিতাটি লিখে যেতে চাই!







যন্ত্র-মানুষ



টিনের কৌটায় জমানো ছোপ ছোপ অন্ধকার

অরণ্যচারী মানুষ- ভেবেছিল বিদ্যুতে বিষাদ নাস্তি!

অথচ, লোডশেডিং এর মাঝরাতে

জোনাকীর আলো নেভে না কখনো।

অয়্যারলেস সংযোগ কেবল যন্ত্র শেখেনি

ইথার মিথ্যে জেনেও ছুটে চলে আলো

আর কখনো দেখা হলেই বা কী?

তবু তোর কথা মনে পড়ে

তবু তার কথা মনে পড়ে!









পাখি-মানুষ



আমার রাত্রিরা সব বিমূর্ত,আমি কীভাবে তোমাদের ছবি আঁকবো ঠিকঠাক মাপ মত? কাঁচের আয়নায় ছোট বেলা থেকেই আমার বেজায় অ্যালার্জি,তাই আমি তোমাকে চেয়েছিলাম জলের মত অবিকল, সে ছিল ভুল, ওভাবে কাউকে ভাবাটা অন্যায়, কিন্তু... কিন্তু আমি কীভাবে জানতাম দুঃখ পেলেই কেবল পাখি হতে ইচ্ছে করে মানুষের?

মন্তব্য ৫৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭

মামুন রশিদ বলেছেন: আমি প্রথম মৃত্যুর কথা জানি না
আমি শেষ মৃত্যুর আগে
আমার প্রথম কবিতাটি লিখে যেতে চাই!



খুব সুন্দর, তিনটাই :)

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় মামুন ভাই!

শুভেচ্ছা রইলো!

২| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৬

কলমের কালি শেষ বলেছেন: কিন্তু... কিন্তু আমি কীভাবে জানতাম দুঃখ পেলেই কেবল পাখি হতে ইচ্ছে করে মানুষের?

তিন অনুভূতির বিষ্পোরন ভালো লাগলো অনেক ।

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ !

শুভকামনা!

৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

সেলিম আনোয়ার বলেছেন: আপনার প্রথম কবিতাটি লিখা হোক । তবে আপনার দীর্ঘ জীবন কামনা করছি । :)

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রথম কবিতাটি লেখা হোক! ধন্যবাদ সেলিম ভাই!

শুভেচ্ছা রইলো!

৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: ৪র্থ ভালোলাগা ++++

তিনটি অংশই ভালো লাগলো খুব ।

অনেক শুভকামনা :)

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অপূর্ণ রায়হান! ভালোলাগাতে ভালোলাগা!

ভালো থাকুন!

৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৫

আলম দীপ্র বলেছেন: বাহ ! আমার কাছে বেশ লেগেছে তিনটাই !

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আলম দীপ্র !

শুভেচ্ছা!

৬| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০১

জাফরুল মবীন বলেছেন: আমি দুঃখিত এবং লজ্জিত যে এতদিন আপনার অনেকগুলো ভাল লেখা মিস করেছি।আপনাকে অনুসরণে নিলাম যেন আর মিস না করি।

তিন খন্ড লেখনিই ভাল লেগেছে।

অনেক অনেক শুভকামনা জানবেন।

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: এমন ভাবে বলছেন মবীন ভাই, আমি নিজেই লজ্জায় পড়ে যাচ্ছি! আসলে আমি নিজে বেশ কিছুদিন ঠিকমতো ছিলাম না ব্লগে, আশা করি আমরা এখন একে অন্যের লেখায় থাকতে পারবো ঠিকঠাক! আপনি ই তো ব্লগের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, সেইটা একটা পোস্টে গিয়েই টের পেয়েছি!

ভালোবাসা জানবেন!

৭| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

সত্য জানবার জন্য কেবল অপেক্ষাই যথেষ্ট নয়
এমনকি ব্যক্তিগত দুঃখ কবিতার কাছে সঁপে দেওয়া পাপ!
আর ভুলে গেলে নির্বাণ!
আমি এখনো ঘুমুতে যাবার আগে-
একবার দরজায় চোখ রাখি
আমি প্রথম মৃত্যুর কথা জানি না
আমি শেষ মৃত্যুর আগে
আমার প্রথম কবিতাটি লিখে যেতে চাই!


অসাধারণ। তিনটা কবিতাই অসাধারণ। মুগ্ধ হলাম। এসব কবিতা পড়ার পর আবার কবিতা লিখতে ইচ্ছে করে।

অনেক অনেক শুভেচ্ছা, ইফতি ভাই।

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোনাবীজ ভাই! আপনার মন্তব্যে অশেষ ভালোলাগার, আপনার ভাল লেগেছে মানে সেইটা বিশেষ কিছু!

শুভকামনা রইলো!

৮| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০০

আসু (দা দাশু) বলেছেন: মনে হলো তিনটা কবিতাই আমার কথা বলছে। আমার প্রতিচ্ছবি হিসেবে কথা বলছে! :|

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতার 'আমি' যদি আপনার কথা বলতে পারে, তবে লেখা সার্থক, কবিতার কাছে আর কী চাইবার আছে! ধন্যবাদ আপনাকে!

শুভেচ্ছা রইলো!

৯| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: এই জন্যই আপনাকে ফিরে আসতে দেখে এতো খুশী হয়েছিলাম !
আপনার কবিতা পড়ার আনন্দটা আমার কাছে যে কোন বিশেষ মুহূর্তের মতোই !! একটু বেশী শোনালেও এইটা সত্য ইফতি ভাই !!

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: ওরে আমি নাই! সকাল বেলাটাই অন্যরকম হয়ে গেল হে অভি কবি :-0

অনেক অনেক ধন্যবাদ!

শুভেচ্ছা রইলো অশেষ!

১০| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৭

সুমন কর বলেছেন: চমৎকার , চমৎকার এবং চমৎকার।

নিয়মিত হচ্ছেন দেখে, ভাল লাগছে।

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ও ধন্যবাদ! আমারো ভালো লাগছে!

ভালো থাকবেন সুমন দাদা!

১১| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৮

মুহিব জিহাদ বলেছেন: তিনটাই চমৎকার, ভালোলেগেছে +++্

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মুহিব জিহাদ!

শুভেচ্ছা জানবেন!

১২| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার ।।







আমি ঠিক কবে মারা গিয়েছিলাম? কতবার?
সে কথা এখন আর মনে পড়ে না,
ঠিক কবে প্রথমবারের মত মৃত্যু হল-
সেটাও বলতে হবে অনেক ভেবে,
যেদিন জানলাম বেঁচে থাকাটা কেবল-ই পুনরাবৃত্তি?
নাকি যেদিন ঘুম ভেঙে বুঝতে পারিনি একি সকাল নাকি সন্ধ্যা?
সত্য জানবার জন্য কেবল অপেক্ষাই যথেষ্ট নয়
এমনকি ব্যক্তিগত দুঃখ কবিতার কাছে সঁপে দেওয়া পাপ!
আর ভুলে গেলে নির্বাণ!
আমি এখনো ঘুমুতে যাবার আগে-
একবার দরজায় চোখ রাখি
আমি প্রথম মৃত্যুর কথা জানি না
আমি শেষ মৃত্যুর আগে
আমার প্রথম কবিতাটি লিখে যেতে চাই!

২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় দেশ প্রেমিক বাঙালী ভাই!

অনেক শুভকামনা রইলো!

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

সোহেল মাহমুদ বলেছেন: সত্য জানবার জন্য কেবল অপেক্ষাই যথেষ্ট নয় ।++++

তবুও আমরা সত্য জানতে চাই।

২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: হ্যা, তবুও আমরা সত্য জানতে চাই!

ধন্যবাদ সোহেল মাহমুদ!

শুভেচ্ছা রইলো!

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২১

অদৃশ্য বলেছেন:





অপূর্ব...


শুভকামনা...

২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় অদৃশ্য!

শুভকামনা রইলো!

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: কবিতা পাঠে মুগ্ধতা জানিয়ে গেলাম দাদা । :)

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ পার্সিয়াস রিবর্ণ !

শুভকামনা রইল!

১৬| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮

ইসতিয়াক অয়ন বলেছেন: আমি প্রথম মৃত্যুর কথা জানি না
আমি শেষ মৃত্যুর আগে
আমার প্রথম কবিতাটি লিখে যেতে চাই!

:) :) :)

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইসতিয়াক অয়ন!

শুভেচ্ছা নিন!

১৭| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৭

মৃদুল শ্রাবন বলেছেন: ইফতি ভাই আপনি আমকে বলেছিলেন, আপনি কবি নন। কিন্তু আপনার কবিতা যখনই পড়ি তখন আমার ভেতরের কাব্যের ঝনঝনানি শুরু হয়ে যাই। তাহলে আপনাকে আমি কি বলবো?? রবীন্দ্রনাথ, জীবনানন্দের কবিতা পড়তে পড়তে আমি দু'চার লাইন কবিতা লেখা শুরু করেছিলাম, কারণ তাদের কবিতায় আরো হাজারটা মনের ভেতরে কবিত্ব জাগিয়ে তোলার বীজ ছিল। এই সকালে আপনার কবিতা পড়ে আমি মুদ্ধ হলাম, আমার একটা কবিতা লিখতে ইচ্ছা হল। তাহলে তো আপনি যে সে কবি নন। কি আমি ভুল বললাম???

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা পড়ে লিখতে ইচ্ছে হওয়া মানে তো দারুন একটা ব্যপার! ভাল লাগছে খুব আপনার মন্তব্য পড়ে! কবিতা লেখা হলে আমাদেরকে পড়তে দিয়েন কিন্তু!

কবিতা একটা আজব ব্যাপার, এক হিসেবে সবাই কবিতা লিখতে পারে। কবি আরো আজব, তাঁর হাতে থাকে জাদুর কলম! আমরা তো কেবল সেই কলমটা খুঁজছি!

সার্থক কবিতা লেখেন যারা প্রকৃত কবি
আমরা তো লিখি কেবল-
দুবেলা দুমুঠো বেঁচে থাকার জন্য!

শুভকামনা রইল জাহাজী ভাই! আশা করি আবার দেখা হবে!

১৮| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০১

জুন বলেছেন: তবু তোর কথা মনে পড়ে
তবু তার কথা মনে পড়ে!


মনে পড়াটাই আসল কার কথা সেটা কিছু না তাই না ?
খুব ভালোলাগলো তিন ধরনের মানুষকেই ।
+

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় জুন আপু!

মানুষ তো, সে ভুলতে পারে না কিছুই, তোর, তার, সবাই বাস করে ভেতরে!


শুভেচ্ছা রইলো!

১৯| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৬

হাসান মাহবুব বলেছেন: দুঃখ পেলেই কেবল পাখি হতে ইচ্ছে করে মানুষের? [/sb
এই লাইনটা মনে ধরলো।

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: এই লাইনটা আমারো পছন্দ হইসে!

শুভেচ্ছা রইলো হামা ভাই!

২০| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৭

তুষার কাব্য বলেছেন: আমি কীভাবে জানতাম দুঃখ পেলেই কেবল পাখি হতে ইচ্ছে করে মানুষের?
দারুন লাগলো সবকটাই...

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য !

শুভকামনা রইলো অনেক!

২১| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি শেষ মৃত্যুর আগে
আমার প্রথম কবিতাটি লিখে যেতে চাই!


আপনার দীর্ঘ অনুপস্থিতি আমাকে ব্যাথিত করেছিল
একথা যেমন সত্যি, এ নিয়ে ব্লগে পোস্ট দিতে চেয়েছিলাম
সেটাও তেমনি সত্যি ! যা হোক নিয়মিত পাবো আশা করি !

আমার জন্য দোয়া করবেন, অনেক বিপদে ছিলাম/আছি !

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় স্বপ্নচারী গ্রানমা!

আমি জানি না আপনি কেমন বিপদে আছেন, কিন্তু প্রার্থনা করছি যেন আপনি দ্রুত সেই বিপদ থেকে মুক্তি পান। সাহস হারাবেন না, খারাপ দিন শেষ হবেই!

মিস করেছেন শুনে কিন্তু ভালো লাগছে, এই জন্যই আবার ফিরে আসা হল!

বিশেষ শুভকামনা রইলো! ভালো দিন আসবেই!

২২| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯

অরুদ্ধ সকাল বলেছেন:
কবিতাগুলো মানুষ যেন!
মানুষ গুলো গাছ....

ধন্যবাদ কবিকে

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন:

দারুন বলেছেন তো-

কবিতাগুলো মানুষ যেন!
মানুষ গুলো গাছ....

শুভেচ্ছা রইলো হে অরুদ্ধ সকাল!

২৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪

নেক্সাস বলেছেন: ইচ্ছে-মানুষ .দারুন লেগেছে। কাল বাসে বসে আমি মনে হয় নিজেকে নিয়ে এমনই ভাবছিলাম। আমরা প্রতিদিন মরি প্রতিদিন জেগে উঠি।

২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় নেক্সাস ভাই!

এক জন্ম আর এক মৃত্যুর জীবনে কত অসংখ্যবার আমরা মরে যাই, আবার কত অসংখ্যবার আমরা বেঁচে উঠি!

শুভেচ্ছা জানবেন!

২৪| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪২

বৃতি বলেছেন: চমৎকার! :)

২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বৃতি!

শুভকামনা রইলো!

২৫| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪৩

মাহমুদ০০৭ বলেছেন: শেষটা সবচেয়ে ভাল লেগেছে ।

দুঃখ পেলেই কেবল পাখি হতে ইচ্ছে করে মানুষের?
দারুণ ! এই না হলে কবি /।
আপনাকে নিয়মিত দেখে ভাল লাগছে ।

ভাল থাকবেন ইফতি ভাই ।
এখন যাই B-)
- এই দুই লাইন কি কবিতা হইছে ;)

২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা! অবশ্যই হয়েছে!

দুঃখ পেলেই কেবল পাখি হতে ইচ্ছে করে মানুষের? - এইয়াট আমারো পছন্দ হয়েছে! ভাল লাগা মিলে গেলে ভাল লাগে!

শুভকামনা!

২৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮

জাহাঙ্গীর.আলম বলেছেন:
কবির মানুষদর্শন ভাবার মতন ও উপলব্দিজাত ৷

যেদিন জানলাম বেঁচে থাকাটা কেবল-ই পুনরাবৃত্তি? বোধটটুকু জাাগ্রত থাাকুক কবিতা সৃষ্টিতে প্রতিনিয়ত ৷

০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য!

শুভেচ্ছা রইলো!

২৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: দুঃখ পেলেই কেবল পাখি হতে ইচ্ছে করে মানুষের

ভালো লাগছে

০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই!

শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.