নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

সবকিছু ভেঙে পড়ে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

সবকিছু ভেঙে পড়ে
সব...
তোমাদের যত সব পেলব অনুভূতি
সম্পর্ক- দায়- ভালোবাসার
প্যাচাল ও ক্যাচাল
ভেঙে পড়ে
গড়িয়ে পড়া সেতুর মত
যখন টোকা পড়ে
আমি দেখেছি
ফুল কপালে গুঁজে নৃত্য
আহা- কী মনোহর!
একই সাথে
অদ্ভুত কদাকার!
তোমাদের দেখতে দেখতে
আমার ব্রহ্মতালু জ্বলতে থাকে
ফুটতে থাকে টগবগ করে
সেই আগুনে আমার সমস্ত পোষাক পুড়িয়ে দিয়ে
নগ্ন ও মগ্ন হতে চাই-
তোমাদের নগরীতে...

এখন জানি
সবকিছু ভেঙে পড়ে
সেই জগতে, আমি বিস্তর হেঁটে দেখেছি
পাপ বলে কিছু নেই
যখন মুখোমুখি শুধু
তুমি আর আমি
পাপ বলে কিছু নেই...


১৪.০২.২০১৭

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

সুপ্ত শিপন বলেছেন: +++++++

০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ!

শুভকামনা!

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪

আহমেদ জী এস বলেছেন: ৎঁৎঁৎঁ ,




যখন মুখোমুখি শুধু
তুমি আর আমি
পাপ বলে কিছু নেই...

থাকা উচিৎ নয় । থাকলেই বরং ভেঙে পড়বে সব ।

অনেক অনেকদিন পরে মনে হয় আপনাকে দেখলুম ।

০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রিয় আহমেদ জী এস ভাই! আসলেই অনেক অনেক দিন পরে দেখা হল! আপনি কেমন আছেন?

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৪

অলওয়েজ ড্রিম বলেছেন: সব কিছুই একদিন ধ্বংস হয়, হবে। সব কিছুই ফুরায় থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার ... কার? স্মৃতির।
সব কিছুই ভেঙ্গে পড়ার পরেও কিছু থেকে যায়। থাকতেই হয়। না থাকলে কেন এই মানব জনম? সুতরাং ধ্বংসস্তূপে খুঁজে পাওয়া যায় যাকে সেই তুমিই কি আমাদের চিরকালের আরাধ্য নয়?

কিন্তু কাকে পাওয়া যায়? আমার তো মনেহয় শেষ পর্যন্ত স্মৃতিকেই শুধু পাওয়া যায়। স্মৃতিই আমাদের চিরসাথি।

পূর্ণেন্দু পত্রীর ভাষায় -
বেঁচে থাকলে মরে যেত কবে
অথচ মরে গিয়ে সেই প্রেম আজো বেঁচে আছে।
(স্মৃতি থেকে দিলাম। ভুল হতে পারে।)

অনেক দিন পরে পেলাম প্রিয় ত্রিপল খণ্ড ত উপ্রে চন্দ্রবিন্দু। কেমন আছেন? লেখালেখি সম্ভবত ছেড়েই দিয়েছিলেন। অথচ কবিতায় আপনার কী দারুণ সম্ভাবনা ছিল। সম্ভাবনা ছিল দুধভাতে উৎপাতের মতো গল্প লেখালেখিতেও।

আশাকরি স্বপ্ন আপনি আজও দেখেন।

০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: বিলম্বিত উত্তরের জন্য ক্ষমা চাইছি প্রিয় অলওয়েজ ড্রিম!

আপনি কি ঢাকাতে আছেন? ঢাকায় আসলে আপনাদের সাথে আড্ডা দিতে দিতে চাই। জাদিদ, অভি, আমিনুর ভাইদের সাথে দেখা হয়েছিল!

আমি আসলে খুব চিন্তা বা প্রস্তুতি নিয়ে কখনো লিখিনি, লেখা আসতো- লিখতাম, এখন তারা আসছে না- অপেক্ষায় আছি!

আপনার মন্তব্যে অনুপ্রানিত!

ভালোবাসা জানবেন!

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪১

আমিনুর রহমান বলেছেন:



ইফতি :-B আজকে দেখি সবাই ভুলে ব্লগে চলে আসছে :P

০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা! চলে যখন এলুম তখন আলাপ-সালাপ তো হবেই!

আবার নিয়মিত থাকতে চাই, লিখি না লিখি! দেখা যাক কী হয়!

দোয়া রাখিয়েন হে অগ্রজ!

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ওয়াও....!!! বাংলায় বলছি 'বাহ!'.................

কবিতার বক্তব্যে সঞ্জীবিত হলাম.... :)

০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রিয় মইনুল ভাই! কেমন আছেন? মেলা দিন পরে দেখা!

আবার এসেছি ফিরে, সামু ব্লগের তীরে!

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এখন জানি
সবকিছু ভেঙে পড়ে
সেই জগতে, আমি বিস্তর হেঁটে দেখে...


আসলেই সবকিছু ভেঙ্গে পড়ে। কবিতায় ভাললাগা জানবেন প্রিয় কবি। ভাল থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা জানবনে।

০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই! কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো!

শুভকামনা!

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হইছে ইফতি। কী খবর তোমার?

০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রিয় হামা ভাই! আমার তো চলে আবার চলে না! আপনি কেমন আছেন?

৮| ২০ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৬

বিজন রয় বলেছেন: হা হা হা .............

আপনি কেমন আছেন?

নতুন পোস্ট দিন।

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি দুঃখিত, আপনার মন্তব্য দেখা হয়নি। নতুন পোস্ট দিচ্ছি!

শুভ কামনা!

৯| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৩

বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: নতুন পোস্ট দিয়েছি!!! আপনি ভাল আছেন আশা করি....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.