নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

আজকের রাত

২৮ শে জুলাই, ২০২০ রাত ৮:১৫

আজকের রাত মরে যাবার জন্য প্রশস্ত সুন্দর
ইচ্ছেয় হোক আর অনিচ্ছেয়।
পুনরাবৃত্তির নীলাকাশ নিচে
প্রচন্ড সন্ধ্যাযাপনের ক্লান্তি গায়ে মেখে
ফিরে আসাটাই গন্তব্য জেনেছে সবাই।
কেউ কেউ যারা রশি হাতে অশ্বত্থের ডাল বেয়ে
উঠে যায় আকাশে, আমরা তাদের কথা শুনেছি
দেখেছি সিলিং ধরে দোল খায় বন্ধু'র নীল বাহু
আমরা তো সবাই বাঁচতেই ভালোবাসি
আনন্দ সাজাই আর বাজাই বাসনার বাঁশি
তবুও জীবন দুঃখময়, মৃত্যুও নয়?
আজকের রাত চলে যাবার জন্য প্রশস্ত সুন্দর
ইচ্ছেয় হোক আর না হয় অনিচ্ছেতেই....

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২০ রাত ৮:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইফতি ভাই, কবিতাটা পড়ে আমি একটু ভয় পাচ্ছি। আপনার আগের কবিতাটায়ও মৃত্যুর উপাদান ছিল, আমি যদি বুঝতে ভুল না করে থাকি। রশি নিয়ে ডালে চড়া, সিলিং ফ্যান- ভয় জাগানো সত্যিই।

আজকের রাত চলে যাওয়ার জন্য প্রশস্ত সুন্দর - কথাটা যতখানি আবেদন সৃষ্টি করে, ভেতরের উপাদানগুলো ততই অন্যদিকে টেনে নেয়। আমি মনে হয় কবিতার টোন ধরতে পারি নাই

২৯ শে জুলাই, ২০২০ সকাল ১১:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতাটাকে ভয় পাওয়ার কিছু নাই প্রিয় সোনাবীজ ভাই, যেমন ভয় নাই মৃত্যুকেও। কবিতা আমি নিজেও ভাল বুঝি না, কবিতার টোন তো আরো সূক্ষ্ম ব্যাপার। তবে ধরেন এই লেখাটাকে একটা মোটিভেশনে টোনেও ফেলে দেয়া যায়, যেমন ধরেন আরও বললাম যে -
When you’re not Ready to Die, you’re not Living.....
যে রাতে মৃত্যুর প্রস্তুতি থাকে, সেই রাতই আনতে পারে একটি প্রকৃত সকাল!

ভালোবাসা।

২| ২৮ শে জুলাই, ২০২০ রাত ৮:২৯

শেরজা তপন বলেছেন: নারে ভাই এমন করে চলে যাবার কথা বলবেন না।
কবিতার মর্মকথা আর রচনা শৈলী মন ছুয়ে গেল।

২৯ শে জুলাই, ২০২০ সকাল ১১:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: কিছু কিছু রাত এমন আসে চলে যাবার ইশারা চোখে নিয়ে- like a seducing whore! বুদ্ধ চলে যান অশ্বত্থের নিচে, কেউ রশি হাতে অশ্বত্থের ডালে,
আমরা বাচ্চারা কিচিরমিচির করছি এক ভার্চুয়াল মহাশূন্যতায়...

ভালোবাসা....

৩| ২৮ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: সুন্দর রাতে যে চলে যেতে চায় নতুন কবিতায় তাকে ফিরিয়ে আনুন।

২৯ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার জন্য প্রিয় ভাই ---

বিষয়টা এইরকম
যে তুমি মায়কোভস্কি নও
তারপরেও তুমি লেখ
চলে যাবার জন্য প্রশস্ত সুন্দর রাত...

৪| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১০:২০

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ একটা কবিতা।

২৯ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ।

৫| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১০:২৬

শের শায়রী বলেছেন: প্রিয় ভাই কত দিন পর আপনার কবিতায় মন্তব্য করতে পারলাম, এ এক নিখাদ আনন্দ। কবিতা কিন্তু এখনো পড়ি নি, আগে কমেন্ট দিলাম এইবার পড়ব।

ভালো থাকুন।

২৯ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রিয় ভাই! ভালোবাসা জানবেন সবসময়...

৬| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।

২৯ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

ভালো থাকবেন।

৭| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১২:৩০

নৃ মাসুদ রানা বলেছেন: দারুণ! তবে ব্লগে আপনার নামটি থাকলে ভালো হতো...

২৯ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ!
নাম তো একটা আছে!

৮| ২৯ শে জুলাই, ২০২০ রাত ৯:১৬

হাসান মাহবুব বলেছেন: চইলা গেছো, নাকি আছো এখনও?

২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: হ্যান্ডেল ধইরা ঝুইলা আছি ভাই!

আপনাকে দেখে আনন্দ হচ্ছে!

৯| ২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবি হে! অনন্ত শুভেচ্ছা চমৎকার একটি কবিতা উপহার দেওয়া জন্য।

২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই!

শুভকামনা রইলো!

১০| ২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪৩

সাজিদ উল হক আবির বলেছেন: ভয়াল সুন্দর রোম্যান্টিক কবিতা! তবে হজরত, ঝুলে পড়বার পূর্বে পঞ্চমীর চাঁদ ডুবে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা বাঞ্ছনীয়।

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: যার মনে পঞ্চমীর চাঁদ ওঠে, সে আর কীসের অপেক্ষায় থাকবে? আকাশের চাঁদের গণনা অশ্বত্থ জানে ভাল...

অনেকদিন পরে কবিতায় দেখা! আনন্দ হোক!

১১| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১৫

শেরজা তপন বলেছেন: নতুন কবিতা কোথায়? মাস ধরে চুপ করে বসে থাকলে হবে না

২৬ শে আগস্ট, ২০২০ সকাল ১০:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা! আমি আসলে খুব কম কম লেখি। দেখি বলছেন যখন পোস্টযোগ্য কোথাও কিছু আছে কিনা!

১২| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২৫

ইসিয়াক বলেছেন: আপনার কবিতাগুলো একে একে পড়তে হবে তো। আপনি সত্যি ভালো লেখেন। আমার পছন্দ হয়েছে।
শুভকামনা।

২৭ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ভালো লাগায় আমার আনন্দ!

ভালোবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.