নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

ট্রান্সসাইবেরিয়ান রেলপথ

৩০ শে জুলাই, ২০২০ রাত ১১:৫৬

এরকম কী হল যেন
মাথার মধ্যে আটকে আছে একটা অনড় পাথর,
শিরার মধ্যে প্রতিফলিত বাসনার আলো,
টুপটাপ বৃষ্টি ঝরছে হাতের তালুতে,
অলস জলের লাটিম
সারাদিন তার কথা ভেবে ঘুরছে

কালি ও কালমে ভাবনার ফুল ফোটান তিনি
দূর শহরে শান্তির এক নীড়
উত্তরে যেতে যেতে
ট্রেনে চড়ে যাওয়া যায় তার কাছে
খোলা মাঠ বিছিয়ে আমন্ত্রণ আছে
দিন থেকে দিনে ভাবি, কবে দিন আসবে

সে এমন জাদুর আয়না আমার
কেমন অবশ ঘোরগ্রস্থ হয়ে থাকি
যখন সে ভেসে আসে বাতাসের বিষণ্ণতায়
আমি তার নোনতা দেখি
সুদূর দূরত্বে চলাচল আমাদের
সমুদ্রের ওপার থেকে এপারে
ট্রান্সসাইবেরিয়ান রেলপথ দিয়ে
তার সাথে আমার এক
শীতযুগ পাড়ি দিতে ইচ্ছে হয়

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা।

০২ রা আগস্ট, ২০২০ সকাল ১১:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

শুভকামনা রইল।

২| ৩১ শে জুলাই, ২০২০ সকাল ১১:০২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার নিক নেমটার উচ্চারণ কি? আর নামের অর্থই বা কি??

০২ রা আগস্ট, ২০২০ সকাল ১১:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেককে জিজ্ঞেস করেছিলাম, কেউ বলতে পারে নাই! :(

৩| ৩১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৪৪

আহমেদ জী এস বলেছেন: ৎঁৎঁৎঁ,



বাহ ! সুন্দর কবিতা।

" ট্রান্সসাইবেরিয়ান রেলপথ দিয়ে
তার সাথে আমার এক
শীতযুগ পাড়ি দিতে ইচ্ছে হয়"

চমৎকার এটুকু রূপকল্প!

০২ রা আগস্ট, ২০২০ সকাল ১১:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় আহমেদ জী এস ভাই।

ভালোবাসা জানবেন।

৪| ০২ রা আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৫

বিজন রয় বলেছেন: আশাকরি ভাল আছেন।

ঈদ মোবারক।

০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ইদ মোবারক! কতদিন পরে দেখা হল আপনার সাথে!

ভালোবাসা জানবেন।

৫| ০২ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

জুন বলেছেন: আমিতো শিরোনাম দেখে ভাবলাম বিখ্যাত আমেরিকান ট্রাভেল ব্লগার paul Theroux এর Great Railway Bazar এর কাহিনী। ভদ্রলোক লন্ডন এর ভিক্টোরিয়া স্টেশন থেকে রওনা দিয়ে ইউরোপ মিডল ইস্ট, এশিয়া পাড়ি দিয়ে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ধরে চার মাস পরে লন্ডন ফিরে গিয়েছিলেন। অসম্ভব সুন্দর বইটা পড়ে দেখতে পারেন তারপর আপনার তার সাথে সেই রেলপথ পাড়ি দিতে পারেন :-<
কবিতায় অনেক অনেক ভালোলাগা রইলো ।
+

০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: কী সুন্দর করে লিখলেন! বইটা কোথায় পেতে পারি? কোনো ধারণা দিতে পারেন? আমিও খুঁজে দেখি কোনো ক্লু পাই কিনা!
আপনাকে ব্লগে পেয়ে খুব ভাল লাগছে!

শুভকামনা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.