নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকবাল সুমন

"ঘোড়ার ডিমের খোঁজে নয়, ডিমওয়ালা-ঘোড়ার খোঁজে...

ইকবাল হোসাইন সুমন

আমি ইকবাল সুমন। মাঝে মাঝে টুকটাক লিখা লিখি করি। এছাড়া কোন কিছু করি না।

ইকবাল হোসাইন সুমন › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর আগে ও পরে (ব্রাজেন্টেলিয়ান ভার্সন) :

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৭:০৬

জার্মানি আর্জেন্টিনা কে হারানোর পরে দেশে যে সব ঘটনা ঘটতে পারেঃ



১। দেশে টিস্যুর চাহিদা হঠাত করে বেড়ে যেতে পারে।

২। আর্জেন্টিনা সাপোর্টার পাওনাদার থেকে আর্জেন্ট টাকা পাওয়ার আশা ছেড়ে দেন। কারন বর্ণিত আর্জেন্টিনা সাপোর্টার আপনার ফোন ধরতে নাও পারেন।

৩। মেচিক (মেসি+ম্যাজিক) নিয়ে তুমুল বিতর্ক হতে পারে যেহেতু মেসি সহজ গোল(ম্যাজিক) মিস করেছেন।

৪। “আমি ৩-চাকাওয়ালা রিক্সার নিচে পড়ে মরলাম, নাকি ৩২-চাকাওয়ালা কন্টিনারের নিচে পড়ে মরলাম"- এই নিয়ে তুমুল বিতর্ক হতে পারে”।

বিঃ দ্রিঃ (আর্জেন্টিনা vs জার্মানি = ০-১) এবং (ব্রাজিল vs জার্মানি = ১-৭)

(To be continued)



আর যদি আর্জেন্টিনা ‘ওয়ার্ল্ড কাপ ২০১৪’ ঘরে তুলতঃ



১। ব্রাজিলিয়ান সাপোর্টাররা তাদের নিজস্ব চামড়াকে গণ্ডারের সমতুল্য করতে হত। এছাড়া এক্সট্রা ফিচার হিসেবে পিঠে চালা-বস্তা, মাথায় হেলমেট, কানে তুলা রাখলে নিরাপত্তা আর একটু বেশী নিশ্চিত হত।

২। বাংলা অভিধান থেকে “নেই” এবং “মার” এই দুইটা শব্দ তুলে নেয়ার জন্য তুমুল আন্দোলন শুরু হত।

৩। হলুদ বর্ণ দেশ থেকে নিষিদ্ধ হত।

৪। আগামী চার বছর ব্রাজিনিয়ান সাপোর্টাররা দেশে টিকতে না পেরে ব্রাজিল সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে হত।

(To be continued)

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৮:০৪

ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লাগল।

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৫১

ইকবাল হোসাইন সুমন বলেছেন: :)

২| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৮:১১

রাজিব বলেছেন: রম্য পড়তে ভাল হলে প্রকৃত অবস্থা এমন নয়। দেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের ১% সমর্থকও এমন চরমপন্থি কিনা সন্দেহ আছে। তবে পড়ে মজা লেগেছে বেশ।

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৫৫

ইকবাল হোসাইন সুমন বলেছেন: ভাল বলেছেন। আসলেই ১% ও চরমপন্থি নাই।
রম্যটা সব সবসময় একটু অতিরঞ্জন দিয়েই হয়।
:)

৩| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৪

শুঁটকি মাছ বলেছেন: :) :)

১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪২

ইকবাল হোসাইন সুমন বলেছেন: :)

৪| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৯

সুমন কর বলেছেন: সহমত।

১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৪

ইকবাল হোসাইন সুমন বলেছেন: আহেন ভাই, আমার কলিজায় আহেন। আপনিও সুমন, আমি ও সুমন । আমরা আমরাই তো। :)

৫| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:৩৫

নাবিল বিন মুমিন বলেছেন: How to Watch Live Russia World Cup 2018 Form Home

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.