নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকবাল সুমন

"ঘোড়ার ডিমের খোঁজে নয়, ডিমওয়ালা-ঘোড়ার খোঁজে...

ইকবাল হোসাইন সুমন

আমি ইকবাল সুমন। মাঝে মাঝে টুকটাক লিখা লিখি করি। এছাড়া কোন কিছু করি না।

ইকবাল হোসাইন সুমন › বিস্তারিত পোস্টঃ

ন-জীবনঃ ১

২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৮

"বৃত্তের বাহিরে, যদি থাকি দাড়িয়ে,

বাড়িয়ে দুটি শুন্য হাত,

কিনচিৎ চাওয়াটা,

পাওয়াটা ও দূরে আছে

সুরে নেই, আমার আঁকা ফুটপাত"।



"তুমি থাক তোমাতে, আমাতে আমার বাস

নিরবে, কি রবে সারাদিন চুপচাপ,

আঁকাখানি ছবিটা,

hobby-টা ও চলে গেছে অদুরে

কুড়ে খাওয়া স্মৃতি আজ অভিশাপ"।



"জীবনে, কি মনে, থাকে ফাঁকা চিৎকার

হাহাকার আছে তাতে, দোরখানি সারাদিন বন্ধ,

সবিনয়ে, অভিনয়, পুরোখানি জীবনে

সুরখানি আছে বেঁচে,

কাছে নেই আগেকার ছন্দ"।



"নেড়ি কুকুর ঘেউ ঘেউ,

কেউ কেউ তাড়িযে মজা পায়

দেয়ালিকায়, আছে লিখা, কেউ আর রাখে না কথাগুলু মনে,

দুপুরের কোলাহল, কাকগুলো খুজে জল,

কা কা করা, কেন জানি ভুলে যায়,

ম্যানহোল উড়ে মাচিঁ,

এভাবেই বেচেঁ আছি,

আমাদের নাগরিক জীবনে"।..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.