নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকবাল সুমন

"ঘোড়ার ডিমের খোঁজে নয়, ডিমওয়ালা-ঘোড়ার খোঁজে...

ইকবাল হোসাইন সুমন

আমি ইকবাল সুমন। মাঝে মাঝে টুকটাক লিখা লিখি করি। এছাড়া কোন কিছু করি না।

ইকবাল হোসাইন সুমন › বিস্তারিত পোস্টঃ

এক মিনিটের গল্প

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:৪৬

Twitter দরবার শরীফ

লিখা এবং প্রকাশকালঃ ০৪-০৫-২০১৫


এ ভার্চুয়াল জগতে যখন বহু দিন আছি। একটা কথা ভয়ে ভয়ে হইলেও, না বললেই নয়, "ভারচুয়াল জগতের আসল ‪#‎দরবার_শরীফ‬ হইল Twitter (টুইটার)"।

এখানেই যাবতীয় পীর মুরিদের কাজ কারবার। এক পীরের পিছনে হাজার লক্ষ মুরিদ। অর্থাৎ হঠাৎ করে এক পীর, থুক্ক.... এক সেলিব্রেটি যদি ‪#‎হুক্কাহুয়া‬ ডাক মারে, চারদিক থেকে সেই সেলিব্রেটির অনুকরণে লক্ষ লক্ষ মুরিদ অর্থাৎ ফ্যানদের হুক্কাহুয়া ডাক শুনা যায়। এ প্রজাতিটা অনেকটা খেঁক শিয়াল টাইপের প্রজাতির মত।

কিচির মিচির আওয়াজে করতে করতে টুইট, রি-টুইটের মাধ্যমে এখানে ব্যাপক বিনোদন চলে।
আমার এক জুনিয়র ফেইজবুক ছোট বোন, এক কোটি টাকা লটারি পাওয়ার মত উচ্ছ্বাস নিয়ে আমাকে বলল, "জানো ভাইয়াহহহহ, আমাকে না...'সেলিব্রেটি সালরুখ খান' আমার জন্মদিনে 'love u' বলেছে"
আমি তো টাসকিত। মনে মনে কইলাম," কয় কি এই মাইয়া?"
তারে জিগাইলাম, "কও কি রিয়েলি তোমাকে লাভ করে নাকি?
সে বলল, "কি যে বলেন ভাইয়াহহহহ, 100% রিয়েল লাভ করে"
আমি কইলাম, "কিভাবে বুঝলা love করে!!!?"
সে আত্মবিশ্বাসের সাথে বলল, " আমাকে না, গত ২ বছরে দেড়-বার রেসপন্স করেছে!!!.
আমি এবার ডবল টাসকিত, মাথায় হাতি সাইজের একটা বিস্ময়বোধক চিহ্ন নিয়ে জিগাইলাম, "১ বার অথবা ২ বার রেসপন্স করতে পারে, কিন্তু দেড়বার কেমতে করে!!!?"
সে খুব লাজুক-ভাবে আমারে কইল, "এই যে দেখলেন না ভাইয়াহহহহ, এবার না আমাকে পুরোটা love u বলেছে। আর এর আগে আমাকে বলেছিল "u r so swe...."। তাই ওটাকে আমি অর্ধেক রেসপন্স ধরেছি, সবটা মিলে দেড়-টা হয়েছে, এ আর কি..... হে...হে.... আমার হিসেব ঠিক আছে না ভাইয়াহহহহ?"
আমি বললাম, "হ্যাঁ হ্যাঁ তোমার হিসাব একেবারে সঠিক। আর সালরুখ খান-তো ওটা প্রিন্টিং থুক্ক "mind-ting মিস্টেক করেছে"।
আর মনে মনে কইলাম, "তোমাকে u r so swe... লিখার সাথে সাথে হয়তো সেই সেলিব্রেটির টয়লেট পাইছিল। তারপর আর কি, দৌড়ের উপর যেইটুকো পারছে সেই-টুকোই লিখে তোমাকে পাঠিয়ে দিয়েছে।

তারে জিগাইলাম, "তোমার তো বয়-ফ্রেন্ড আছে, ও কি জানে যে তোমাকে সালরুখ খান! 'love u' বলেছে, রিয়েলি! লাভ করে?
সে বলল, কি বলেন ভাইয়াহহহহ, জানে না আবার। আমি তো ফেইজবুকে লিংকসহ স্ট্যাটাস দিসি।"
সাথে সাথে আমার মনটা খারাপ হয়ে গেল, তার অবলা বয়-ফ্রেন্ডের সৌজন্যে অগ্রিম একটা কুলখানি দেয়ার ইচ্ছে হল।

পাড়ার এক ছোট ভাইয়ের অবস্থাও একই রকম। আমাকে জানালো শালরুখ খান নাকি তাকেও রেসপন্স করেছে। এখন তো ও আর মাটি স্পর্শ করে চলাফেরা করে না, মাটি থেকে আড়াই ইঞ্চি উপর দিয়ে চলা ফেরা করে। বন্ধুবান্ধব সমাজে নাকি তার স্ট্যাটাস ১.২৫ গুন বেড়ে গেছে।
তাকে খুব সম্মান নিয়ে জিজ্ঞাসা করলাম, "তোমাকে সালরুখ খান কি লিখেছে, ভাইয়া?"
ছোট ভাইয়ের দয়ার শরীর, সে দয়া করে আমার দিকে তাকিয়ে কোয়াটার সেলিব্রেটি স্টাইলে জানালো , সালরুখ খান তাকে বলেছে "u r so handsome"...
আমি নিজেই নিজেকে মাটিতে ধপাস করে পড়ার মিহি একটা আওয়াজ পাইলাম। ত্রিপল টাসকিত হইয়া ভাবিলাম, হ্যান্ড-সাম সালরুখ খান, হ্যান্ড-সাম ছোট ভাইরে "u r so handsome" বলার আসল কি অর্থ মিন করতে পারে!!!?....

(যারা সিরিয়াস টাইপের twitter user, তাদের জন্য এই গল্পটা একটা ফান পোস্ট, আর যারা আমার মত গোবেচারা টাইপের twitter user আছেন তাদের জন্য এটা একটা সিরিয়াস পোস্ট।)...

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.