নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়াময় illusory

দুখ-কষ্টকে নেশার মতো করে নাও, যত বেশি দুখ-কষ্ট হবে তত বেশি নেশা হবে। নেশায় বুদ হয়ে যাও।

মায়াময়

তুমি নিজের জন্য যা ভালোবাস, সকলের জন্যও তা ভালোবাস। তোমার উপর কেউ অত্যাচার করে এটা যেমন তুমি চাও না, তেমনি অন্যের উপর ও অত্যাচার করো না। অন্যের মধ্যে যা খারাপ বলে তুমি মনে করো, নিজের মধ্যেও সেটা খারাপ বলে মনে করতে শেখো। তুমি যা জানো তাই ই বলবে। যা জানো না তা বলো না।------- হযরত আলী (রাঃ)

মায়াময় › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিকথা

২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

এখানে মেঘ প্রবেশ করে
খুব আঘাতে ঝরে পরে সে,
এখানে টুকরো টুকরো ভালোবাসা
পরে বরফ জমে,
আশা গুলো ভেসে চলে যায় দুরে।
কষ্ট ঘেরা অন্ধকার
আসে একা অন্ধকারে,
এখানে হাতের পরশ থাকে তোমার।
এ শাড়ী আজও শুকইনি,
আর হয়তো শুকবেও না।
বাতাসে গন্ধ পাই তোমার,
আগের মতই গাঢ়ো।
এখানে জমে থাকা বরফে পিছিল কাটে পা,
যখন ভোরে ছাদে যাই।
এগুলো বরফ না আমি জানি,
এগুলা তোমার ভালোবাসা রক্ত সিক্ত
ঘেরা অশ্রু,জমে থাকা আঘাত।
কেনো একা কষ্ট পাও তুমি?
আমি আসতে চাই একান্ত তোমার কাছে,
হাটতে চাই সোডিয়াম আলোতে
তোমার হাত ধরে।
পারি না,
হয়তো পৃথিবী থেকে তুমি অনেক দুরে?
তবে তোমার স্মৃতি গুলো কেনো এত কাছে?
কেনো পারি না?
না’কি আমার ঘুম বেশি চোখে।
না’কি ঈশ্বর এভাবে চায় না,চায় না,
আর এভাবে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০১

টুম্পা মনি বলেছেন: কবিতা সুন্দর। মেহজাবিনের জন্য লেখসেন নাকি? ;)

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪০

মায়াময় বলেছেন: অর্ধেক সত্য। মেহজাবিন ছিলো চোখের সামনে..আর কল্পনায় ছিলো সে...যার জন্য লেখা।

২| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: অসাম ।

কিন্তু এতো বড় ছবি কেমনে আপ্লোডাইলেন ? :-B

ভালো থাকবেন :)

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৪

মায়াময় বলেছেন: ধন্যবাদ আপনাকে। বাংলা লায়ন খুব একটা খারাপ পারফরম করে না সব সময়, তাই আপলোড করা সম্ভব হয়েছে।
আপনিও সব সময় ভালো থাকবেন.....

৩| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৫

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৫

মায়াময় বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.