নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়াময় illusory

দুখ-কষ্টকে নেশার মতো করে নাও, যত বেশি দুখ-কষ্ট হবে তত বেশি নেশা হবে। নেশায় বুদ হয়ে যাও।

মায়াময়

তুমি নিজের জন্য যা ভালোবাস, সকলের জন্যও তা ভালোবাস। তোমার উপর কেউ অত্যাচার করে এটা যেমন তুমি চাও না, তেমনি অন্যের উপর ও অত্যাচার করো না। অন্যের মধ্যে যা খারাপ বলে তুমি মনে করো, নিজের মধ্যেও সেটা খারাপ বলে মনে করতে শেখো। তুমি যা জানো তাই ই বলবে। যা জানো না তা বলো না।------- হযরত আলী (রাঃ)

মায়াময় › বিস্তারিত পোস্টঃ

আমাদের সবচেয়ে বড় অপরাধ “ আমরা বাংলাদেশে জন্মেছি ”

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪


শীতের সকাল ।চার-পাশ জুড়ে ঘনো কুয়াশা। সরীষা ক্ষেতগুলোতে যেনো মৌমাছির মেলা বসেছে। ছোট ছোট বাচ্চারা প্রজাপতি ধরবে বলে এপাশ/ওপাশ ছুটো-ছুটি করছে।দল বেধে হাঁসেরা পানিতে নামছে। রাখাল তার মানস প্রিয়ার কথা ভেবে করূন সূরে বাঁশিতে সূর ভাজছে।আকাশকে সাক্ষি রেখে পাখিরা ডানা মেলে উড়ছে। চার পাশ জুড়ে কেবল সুখের অনুভূতি।
হাত-পা বেঁধে পাথরের উপর দিয়ে টেনে হেচরে একজন মানুষকে নিয়ে ফেরেশতারা আল্লাহর আরশে উপনিত হলেন। আল্লাহ্ তাঁর পাশে অবস্থানরত একজন ফেরেশতাকে বল্লেন, আজকের দিনটা অন্য সব দিন হতে ভিন্ন। আজ আমি মহা আনন্দে আছি। আজ হয়তো আমি কোন কূফরীকারীকেও ক্ষমা করে দিবো।
আল্লাহ্ : তোমার নাম ও দেশ বলো ?
বান্দা : বদর উদ্দিন। বাংলাদেশ।
আল্লাহ্ : অপরাধ ?
ফেরেশতা : কুমিল্লা থেকে ঢাকাগামী বাসে পেট্রোল বোমা নিক্ষেপে নিরীহ ঘুমন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা ।
আল্লাহ্ : তুমি কি এ অপরাধ করেছো !বলো কেন করেছো ?
বান্দা : আমাদের দেশে গনতন্ত্র ছিলো না।
আল্লাহ্ : বলো ইসলামের কোথায় নীরিহ মানুষ হত্যা করার কথা বলা আছে ?
বান্দা : চুপ।
আল্লাহ্ : তুমি কি জানতে না ? “যে ব্যক্তি বিনা অপরাধে কাউকে হত্যা করলো সে যেন পুরো মানবজাতিকে হত্যা করলো” -আল কোরআন।
বান্দা : আমাদের দেশে গনতন্ত্র ছিলো না।
আল্লাহ্ : এই সাতজন নীরিহ মানুষের কারণে কি দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছিলো না ?
বান্দা : ইয়ে মানে….
আল্লাহ্ : এই সাতজনকে হত্যা করার মাধ্যমে কি দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিলো ?
বান্দা : না।
আল্লাহ্ : তাহলে বলো এই সাতজন নীরিহ মানুষকে তুমি কেন হত্যা করলে !!!
বান্দা : নিশ্চুপ।
আল্লাহ্ : তোমার আর কিছু বলার আছে ?
বান্দা : আল্লাহ্, আমিতো সাচ্চা মুসলিম ছিলাম। ইসলামের খাদেম ছিলাম।
আল্লাহ্ : তুমি ইসলামের সবচেয়ে বড় দূশমনদের অর্ন্তভূক্ত ছিলে।
বান্দা : আমি তোমার রাস্তায় জিহাদ করেছি।
আল্লাহ্ : তুমি জিহাদের নামে নিজ হিংস্রতা চরিতার্থ করেছ এবং তোমাদের মত মানুষের জন্য ইসলাম শান্তির ধর্মের পরিবর্তে হিংস্রতার ধর্মে পরিণত হয়েছিল।
বান্দা : আমাকে ক্ষমা করুন।
আল্লাহ্ : …….

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫০

প্রিয় বিবেক বলেছেন: ভালো বলেছেন ভাই

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০০

মায়াময় বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকবেন সব সময়।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২০

রাফছানজানি বলেছেন: আল্লাহ্‌ আমাদের সবাইকে ক্ষমা করুন। তবে তাদের কে না যারা ক্ষমতার লোভে সাধারন মানুষকে হত্যা করে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৪

মায়াময় বলেছেন: সহমত.......

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৯

সাইলেন্স বলেছেন: আল্লাহ এসব নরপিশাচদের যেন কখনও ক্ষমা না করেন।

আমিন।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮

রাফা বলেছেন: আপনার ধর্ম কি.?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৪

মায়াময় বলেছেন: ইসলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.