নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়াময় illusory

দুখ-কষ্টকে নেশার মতো করে নাও, যত বেশি দুখ-কষ্ট হবে তত বেশি নেশা হবে। নেশায় বুদ হয়ে যাও।

মায়াময়

তুমি নিজের জন্য যা ভালোবাস, সকলের জন্যও তা ভালোবাস। তোমার উপর কেউ অত্যাচার করে এটা যেমন তুমি চাও না, তেমনি অন্যের উপর ও অত্যাচার করো না। অন্যের মধ্যে যা খারাপ বলে তুমি মনে করো, নিজের মধ্যেও সেটা খারাপ বলে মনে করতে শেখো। তুমি যা জানো তাই ই বলবে। যা জানো না তা বলো না।------- হযরত আলী (রাঃ)

মায়াময় › বিস্তারিত পোস্টঃ

আমার অতিপ্রিয় কবি মির্যা গালিব-এর লেখা একটি কবিতার অসাধারণ দু’টি চরন :

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৯


" এ্যায় বারিষ তু ইতনা না বরাস কি বো আ না সাকে
বো আয়ে তো ইতনা বরাস কি বো যা না সাকে “

হে বৃষ্টি তুমি এতো জোড়ে এসো না যে আমার প্রিয়তমা আমার নিকটে আসতে না পারে,
সে যখন আমার নিকটে এসে যাবে তখন এতো জোরে এসো যেন সে ফিরে যেতে না পারে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৯

দরবেশমুসাফির বলেছেন: এ্যায় বারিষ তু ইতনা না বরাস কি বো আ না সাকে
বো আয়ে তো ইতনা বরাস কি বো যা না সাকে

অসাধারন ।

২| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৮

প্রামানিক বলেছেন: ওদের মাথায় যে কি ছিল আমরা তা চিন্তা করেও শেষ করতে পারছি না। একেকটা কবিতার লাইন পড়লে মনে হয় সব স্বর্গীয় রস।

৩| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: অসম্ভব সুন্দর চরণ দুটো! মনে গেঁথে গেলো!

৪| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:২০

নতুন নকিব বলেছেন:



অনবদ্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.