নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়াময় illusory

দুখ-কষ্টকে নেশার মতো করে নাও, যত বেশি দুখ-কষ্ট হবে তত বেশি নেশা হবে। নেশায় বুদ হয়ে যাও।

মায়াময়

তুমি নিজের জন্য যা ভালোবাস, সকলের জন্যও তা ভালোবাস। তোমার উপর কেউ অত্যাচার করে এটা যেমন তুমি চাও না, তেমনি অন্যের উপর ও অত্যাচার করো না। অন্যের মধ্যে যা খারাপ বলে তুমি মনে করো, নিজের মধ্যেও সেটা খারাপ বলে মনে করতে শেখো। তুমি যা জানো তাই ই বলবে। যা জানো না তা বলো না।------- হযরত আলী (রাঃ)

মায়াময় › বিস্তারিত পোস্টঃ

" পূর্ণিমার চাঁদের আলোয় খুব কুৎসিত জিনিষকেও খুব সূন্দর লাগে "

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৩৯

প্রকৃতি রহস্য পছন্দ করে। তাই, পূর্ণিমার চাঁদের আলোয় খুব কুৎসিত জিনিষকেও খুব সূন্দর লাগে। আর এই সূন্দর্য কিছু মানুষকে বিমোহিত করে, আচ্ছন্ন করে রাখে, মানুষকে ঘর ছাড়া হতে সাহায্য করে। তাই, মাটির ঘরের জানালায় পল্লী কোনো বধু যখন কুপি হাতে প্রতিক্ষায় রয়, কখন তার মনের মানুষটি ফিরে আসবে, তার সনে দু’টি মনের কথা কইবে, সূখ-দুখের আলাপ করবে, কিছু রঙ-রস করবে, পুকুর ঘাটে বসে পায়ের পাতা ভিজিয়ে রাখবে, নাম না জানা কোনো ফুলের সুবাস অনুভব করবে,দক্ষিণা বাতাস চুল উড়িয়ে নিয়ে যাবে, দু’হাতের দশটি আঙ্গুল আরো দশটি আঙ্গুলকে আলিঙ্গন করে রাখবে। তার মনের মানুষ তার চুলে বিলি করে দিবে, তখন তার পৃথিবীটাকে অনেক সূন্দর মনে হয়, যা দিনের আলোয় খুবী কুৎসিত ও নিষ্ঠুর বলেই সে জানতো।
প্রকৃতি রহস্য পছন্দ করে। তাই, পূর্ণিমার চাঁদের আলোয় খুব কুৎসিত জিনিষকেও খুব সূন্দর লাগে। আর এই সূন্দর্য কিছু মানুষকে বিমোহিত করে, আচ্ছন্ন করে রাখে, মানুষকে ঘর ছাড়া হতে সাহায্য করে। তাই, মাটির ঘরের জানালায় পল্লী কোনো বধু যখন কুপি হাতে প্রতিক্ষায় রয়, কখন তার মনের মানুষটি ফিরে আসবে, তার সনে দু’টি মনের কথা কইবে, সূখ-দুখের আলাপ করবে, কিছু রঙ-রস করবে, পুকুর ঘাটে বসে পায়ের পাতা ভিজিয়ে রাখবে, নাম না জানা কোনো ফুলের সুবাস অনুভব করবে,দক্ষিণা বাতাস চুল উড়িয়ে নিয়ে যাবে, দু’হাতের দশটি আঙ্গুল আরো দশটি আঙ্গুলকে আলিঙ্গন করে রাখবে। তার মনের মানুষ তার চুলে বিলি করে দিবে, তখন তার পৃথিবীটাকে অনেক সূন্দর মনে হয়, যা দিনের আলোয় খুবী কুৎসিত ও নিষ্ঠুর বলেই সে জানতো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:
"প্রকৃতি রহস্য পছন্দ করে।
তাই, পূর্ণিমার চাঁদের আলোয়,
খুব কুৎসিত জিনিষকেও খুব সূন্দর লাগে।
আর এই সূন্দর্য কিছু মানুষকে বিমোহিত করে,
আচ্ছন্ন করে রাখে,
মানুষকে ঘর ছাড়া হতে সাহায্য করে। "

কবিতা লিখালাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.