নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়াময় illusory

দুখ-কষ্টকে নেশার মতো করে নাও, যত বেশি দুখ-কষ্ট হবে তত বেশি নেশা হবে। নেশায় বুদ হয়ে যাও।

মায়াময়

তুমি নিজের জন্য যা ভালোবাস, সকলের জন্যও তা ভালোবাস। তোমার উপর কেউ অত্যাচার করে এটা যেমন তুমি চাও না, তেমনি অন্যের উপর ও অত্যাচার করো না। অন্যের মধ্যে যা খারাপ বলে তুমি মনে করো, নিজের মধ্যেও সেটা খারাপ বলে মনে করতে শেখো। তুমি যা জানো তাই ই বলবে। যা জানো না তা বলো না।------- হযরত আলী (রাঃ)

মায়াময় › বিস্তারিত পোস্টঃ

” কাকের চোখ অদ্ভূত সূন্দর ”

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৩


কিছু জিনিস ছবিতেই অদ্ভুত ! কাক ছাড়া আর কোনো পাখীর ছবি এত মায়াবী হয় না, আমি দেখিনি ! কাকের চোখ অদ্ভূত সূন্দর চোখ ! স্বচ্ছ কাচের মত, কচুপাতার বুকে যেমন টলমল করে শিশির বিন্দু তেমনি কাকের চোখেও টলমল করে অশ্রু । তাই, গুপ্ত হলেও সত্য এটাই যে, আমি কাককেও ভীষণ ভালোবাসী। ভালোবাসা-বাসীর ব্যাপারটা ভীষণ অদ্ভূত। যাকে একবার ভালোবাসার রোগ চেপে ধরে, তার আর পালাবার পথ থাকে না। মানব-মানবীতে যেমন প্রেম ভালোবাসা হয়, তেমনিভাবে কাক ও মানবেও প্রেম ভালোবাসা হয়। আমার হয়েছে। প্রতিদিন আমি অপেক্ষা করে থাকি কখন আমার প্রিয় কাকসকল আসবে আর দলবেঁধে শহরের সব ময়লা-আবর্জনা খেয়ে যাবে। আচ্ছা কাকদের মাঝে কি রাজনৈতিক দল আছে। এই যেমন সরকারী দল- বিরোধী দল। সরকারী দলের কাকরা সব ভাল ভাল ময়লা খেয়ে নিবে। আর ভাল ময়লা না খেতে পারার দু:খে বিরোধী দলের নেতা-কর্মিরা হরতাল-অবরোধ পালন করবে। আচ্ছা কাকদের হরতাল অবরোধ হলে কেমন হবে, তাও তো জানা দরকার। কাক ডাকা ভোরে কাকরা যখন কা কা করে তা কি রাজনৈতিক স্লোগান নাকি সঙ্গীত চর্চা। ভাবার বিষয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:১৮

কাবিল বলেছেন: হুম্ম , ভাবার বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.