নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়াময় illusory

দুখ-কষ্টকে নেশার মতো করে নাও, যত বেশি দুখ-কষ্ট হবে তত বেশি নেশা হবে। নেশায় বুদ হয়ে যাও।

মায়াময়

তুমি নিজের জন্য যা ভালোবাস, সকলের জন্যও তা ভালোবাস। তোমার উপর কেউ অত্যাচার করে এটা যেমন তুমি চাও না, তেমনি অন্যের উপর ও অত্যাচার করো না। অন্যের মধ্যে যা খারাপ বলে তুমি মনে করো, নিজের মধ্যেও সেটা খারাপ বলে মনে করতে শেখো। তুমি যা জানো তাই ই বলবে। যা জানো না তা বলো না।------- হযরত আলী (রাঃ)

মায়াময় › বিস্তারিত পোস্টঃ

সোডিয়াম লাইটের আলোয় খুব কুৎসিত শহরটাকেও ভীষণ সুন্দর মনে হয়।

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩


সোডিয়াম লাইটের আলোয় খুব কুৎসিত শহরটাকেও ভীষণ সুন্দর মনে হয়। হালকা ফুঁ ফুঁ টাইপের দু:খ নিয়ে যখন হাঁটছি আর সিগেরেটের ধোঁয়ার সাথে হালকা ফুঁ ফুঁ দিয়ে দু:খগুলোকে বাতাসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ঠিক তখনি বলা নেই কওয়া নেই ঝুম বৃষ্টি শুরু হয়েগেলো। আমার ফুঁ ফুঁ টাইপ দু:খ বিলাসেরও পরিসমাপ্তি ঘোষণা হলো।
আকাশে পূর্ণিমার চাঁদ আর ঝুম বৃষ্টির খুশিতে কিছুক্ষণের মধ্যেই ড্রেনের ময়লা পানিগুলো রাস্তায় উঠে আসলো। আর আমি ও আমার মত গুটি কয়েক আমরা মিলে সেই পানি পারিয়ে গন্তব্যের দিকে হেঁটে চল্লাম।
.......................................................................................................................
রমনা পার্কের সামনে এসে যখন গরম এককাপ ধূমায়িত লেবু চা সহযোগে ফুঁ ফুঁ বিলাস পুণরায় বহাল করলাম, ঠিক তখনি একদল কালো পোষাকের মানুষ এসে আমাকে ঘিরে ধরলো।হাত থেকে চা’য়ের কাপ কেড়ে নিলো, ঘুসি - থাপ্পরের আতিথিয়তায় কখন যে সিগারেট কোথায় গেলো তা আর ভাববার অবকাশ রইলো না। পুরো এক ঘন্টা জেহাদের পর মুক্তি পেলাম। জয়ের আনন্দের চেয়ে ঠোটের বাম পাশের তীব্র ব্যাথাই বেশি অনুভব হলো।পকেটের অবস্থা হল সাহারার মরুভূমি।
.......................................................................................................................
যখন চন্দ্রিমা উদ্দান পার হচ্ছি তখন বারো/তেরো বছরের(সম্ভবত) এক কিশোরী আমাকে পাকরাও করলো।আমি পেন্টের খালি দু’টো পকেট বের করে তার সামনে নিজের দৈন্যতা তুলে ধরলাম এবং বল্লাম কিছু টাকা ধার দিতে পারো ? সে বর্ষার প্রথম ফোঁটা কদম ফুলের ন্যায় হেসে ফেল্ল। আর চকচকে একটি দশ টাকার নোট আমার সামনে বারিয়ে দিলো এবং মিষ্টি করে বল্ল ফেরত দিতে হবে না।
.......................................................................................................................
ভোর চারটার সময় যখন মেসের গেটের সামনে এসে দাড়ালাম। তখন পাড়ার কুকুরগুলো মহাউৎসবে আমাকে নিয়ে ভীষণ ব্যাস্ত হয়ে পরলো।
নিজেকে এখন জগতের শ্রেষ্ঠ বিনোদন ছাড়া আর কিছুই ভাবতে পারলাম না আমি।
......................................................................................................................
বি :দ্র : কল্পনায় একটি পাহাড় চূড়া আছে আমার,যখন মন ভিষণ খারাপ থাকে সেই পাহাড়ের চূড়ায় উঠে ঝাপিয়ে পরি নিচের দিকে । অনন্ত কাল নিচের দিকে নামতেই থাকি। শীতল বাতাসে সস্থি খুঁজে পাই পৃথিবী ছেড়ে যাবার পরম আনন্দে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৯

বিজন রয় বলেছেন: আপনার নিকটি সুন্দর। "মায়াময়"

এই লেখাটিও সুন্দর।
++++

২| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৪

বিজন রয় বলেছেন: শিরোনামে ভিষণ বানানটি ভীষণ হবে।
ধন্যবাদ।

৩| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৭

মায়াময় বলেছেন: ধন্যবাদ।

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১২

মায়াময় বলেছেন: আপনার কথামত বানান সুদ্ধ করলাম। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.