নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়াময় illusory

দুখ-কষ্টকে নেশার মতো করে নাও, যত বেশি দুখ-কষ্ট হবে তত বেশি নেশা হবে। নেশায় বুদ হয়ে যাও।

মায়াময়

তুমি নিজের জন্য যা ভালোবাস, সকলের জন্যও তা ভালোবাস। তোমার উপর কেউ অত্যাচার করে এটা যেমন তুমি চাও না, তেমনি অন্যের উপর ও অত্যাচার করো না। অন্যের মধ্যে যা খারাপ বলে তুমি মনে করো, নিজের মধ্যেও সেটা খারাপ বলে মনে করতে শেখো। তুমি যা জানো তাই ই বলবে। যা জানো না তা বলো না।------- হযরত আলী (রাঃ)

মায়াময় › বিস্তারিত পোস্টঃ

বারংবার

১০ ই জুন, ২০১৭ রাত ৩:০৭



- আদনান সিকদার।
--------------------------------
আবার দেখা দাও কবিতা হয়ে
নীল হয়ে যাওয়া আকাশটাতে
ফুঁটে উঠুক তোমার সব দু:খগুলো
তাঁরা হয়ে।

আমি গভীর রাতে আধো নিভু নিভু
প্রদীপ হয়ে ঘুমিয়ে যাবো
চোখের তাঁরায় এক ফোঁটা জল হয়ে
সূর্য় উঠার আগেই শুকিয়ে যাব।

আবার দেখা দাও সোনালী রোদ হয়ে
মধ্য দুপুরে পূর্ণিমার চাঁদ হয়ে
আমি মদ্যপ্যে’র ন্যায়
এলো মেলো পায়ে হেঁটে যাব
তোমার স্মৃতিতে হারিয়ে যাওয়া
কানা ঐ গলিটাতে।

আবার দেখা দাও দুঃস্বপ্ন হয়ে
মধ্য রাতে র্নিঘুম সঙ্গী হয়ে
ঈশ্বরহীণ নাস্তিক হৃদয়ে
কুকড়ে যাওয়া পাঁজরের হাড়ে
প্রিয় মানুষ হবার অভিনয়ে
তোমাতে ও ঈশ্বরেতে
ঘৃণা হয় এখন বারংবার।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৭ সকাল ৭:৪৬

সাতশো একান্ন বলেছেন: "তোমাতে ও ঈশ্বরেতে
ঘৃণা হয় এখন বারংবার।" ভালো লেগেছে ভাইজান। শুভ কামনা জানবেন।

২| ১০ ই জুন, ২০১৭ সকাল ৯:২৫

কুঁড়ের_বাদশা বলেছেন:
হারিয়ে যাবেন না সাথে থাকুন ।


মোটামুটি লাগল। আশা করি পরের কবিতা খুব সুন্দর হবে ।

শুভ কামনা রইল ।

৩| ১০ ই জুন, ২০১৭ সকাল ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: তোমাতে ও ঈশ্বরেতে
ঘৃণা হয় এখন বারংবার।

করুন হৃদয়্দিারক কবিতা ।

৪| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

৫| ১০ ই জুন, ২০১৭ রাত ১১:৫০

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.