নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়াময় illusory

দুখ-কষ্টকে নেশার মতো করে নাও, যত বেশি দুখ-কষ্ট হবে তত বেশি নেশা হবে। নেশায় বুদ হয়ে যাও।

মায়াময়

তুমি নিজের জন্য যা ভালোবাস, সকলের জন্যও তা ভালোবাস। তোমার উপর কেউ অত্যাচার করে এটা যেমন তুমি চাও না, তেমনি অন্যের উপর ও অত্যাচার করো না। অন্যের মধ্যে যা খারাপ বলে তুমি মনে করো, নিজের মধ্যেও সেটা খারাপ বলে মনে করতে শেখো। তুমি যা জানো তাই ই বলবে। যা জানো না তা বলো না।------- হযরত আলী (রাঃ)

মায়াময় › বিস্তারিত পোস্টঃ

মির্যা গালিব/আল্লাহমা ইকবাল/আহমদ ফারাজ !!!

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৪



Zahid sharab peene de masjid mein beth kar,
Yaa woh jagha bata jahan Khuda nahin..
(Mirza Ghalib)
হে বন্ধুবর, আমাকে মসজিদে বসেই মদ পান করতে দাও
নয়তো এমন জায়গার সন্ধান বলো যেখানে খোদা নেই..
(মির্যা গালিব)
--------------------------------------------------------------
Masjid khuda ka ghar hai, peeney ki jagha nahin,
Kaafir ke dil mein ja, Wahan khudaa nahin..
(Allama Iqbal)
মসজিদ খোদার ঘর। মদ্যপানের জায়গা নয়।
কাফেরের হৃদয়ে যাও, সেখানে খোদা নেই..
(আল্লাহমা ইকবাল)
--------------------------------------------------------------
Kaafir ke dil se aya hon mein yeh dekh kar,
Khuda maujood hai wahan, Par usey pata nahin..
(Ahmad Faraz)
কাফেরের হৃদয় থেকে ঘুড়ে এসেছি আমি এটা দেখে
সেখানেও খোদা বিরাজমান আছেন, কিন্তু সে সেটা জানে না..
(আহমদ ফারাজ)
--------------------------------------------------------------
ভাবানুবাদ – আদনান সিকদার।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ। ভালো লাগছে। শেয়ার করতে চাই

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৮

মায়াময় বলেছেন: ধন্যবাদ।অবশ্যই ।

২| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৪

আহা রুবন বলেছেন: খুব ভাল লেগেছে! তবে শিরোনাম পছন্দ হয়নি।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪০

মায়াময় বলেছেন: বইয়ের প্রচ্ছদ খারাপ হলেও কাহিনী কিন্তুু ভাল।

৩| ২৭ শে জুলাই, ২০১৭ ভোর ৫:২২

মৃত্তিকামানব বলেছেন: ভাল লাগল।

৪| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: ওয়াইন কিন্তু মদ নয়।
যে- কোনো ফলকেই ফারমেন্ট করলে অ্যালকোহল তৈরি হয় ?
আঙুর আর ওয়াইন এক !

৫| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২১

টারজান০০০০৭ বলেছেন: রাজীব নুর বলেছেন: ওয়াইন কিন্তু মদ নয়।
যে- কোনো ফলকেই ফারমেন্ট করলে অ্যালকোহল তৈরি হয় ?
আঙুর আর ওয়াইন এক !


ফতোয়ায়ে মুফতি রাজীব নূর !

৬| ২৭ শে জুন, ২০১৯ রাত ১:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.