নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়াময় illusory

দুখ-কষ্টকে নেশার মতো করে নাও, যত বেশি দুখ-কষ্ট হবে তত বেশি নেশা হবে। নেশায় বুদ হয়ে যাও।

মায়াময়

তুমি নিজের জন্য যা ভালোবাস, সকলের জন্যও তা ভালোবাস। তোমার উপর কেউ অত্যাচার করে এটা যেমন তুমি চাও না, তেমনি অন্যের উপর ও অত্যাচার করো না। অন্যের মধ্যে যা খারাপ বলে তুমি মনে করো, নিজের মধ্যেও সেটা খারাপ বলে মনে করতে শেখো। তুমি যা জানো তাই ই বলবে। যা জানো না তা বলো না।------- হযরত আলী (রাঃ)

মায়াময় › বিস্তারিত পোস্টঃ

আমার অতিপ্রিয় কবি মির্যা গালিব ও তার কবিতার কয়েকটি চরণের ভাবানুবাদ।

১৩ ই মে, ২০১৮ রাত ১০:৫২



Mohabbat mein nahi hai farq jeene aur marne ka,
Usi ko dekh kar jeete hai jis kafir pe dam nikle!

ভালোবাসায় কোন পার্থক্যই নেই বেঁচে থাকা আর মরে যাওয়ায়,
তাকে দেখেই জীবিত থাকি যে অবিশ্বাসীকে দেখে মরি !

Kitna khauf hota hai sham ke andhere mein,
Puch un parindo se jinke ghar nahi hote.

কত ভয় লাগে সন্ধার অন্ধকারকে,
জিজ্ঞেস করো ঐ সব পাখিদের যাদের ঘর নেই।

Hum ne mohabbat ke nashe mein aa kar usse khuda bana dala,
Hosh tab aaya jab us ne kaha ke khuda kisi ek ka nahi hota!

আমি ভালোবাসার নেশায় তাকে খোদার আসন দিয়েছি,
হুস তো তখন এলো যখন সে বল্ল খোদা কারোর একার হয় না !

Unn ke dekhne se jo aati hai munh par raunaq,
Woh samajhte hain ki bimaar ka haal achcha hai!

তাকে দেখলে আমার মুখ হয়ে যায় রক্তিম,
সে মনে করে আমার অসুস্থ্যতা ভালই !

Na tha kuch toh khuda tha,
Kuch na hota toh khuda hota.
Duboyaa mujh ko hone ne,
Na hota main toh kya hota!

যখন কিছুই ছিলো না, তখন খোদা ছিলেন
কিছুই যদি না হত তবে খোদাই হত
সেই তিনিই তো আমাকে ডুবিয়েছেন
আমি যদি না হতাম তো কি এমন হত !

ভাবানুবাদ - আদনান সিকদার।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৮ রাত ১১:০২

সনেট কবি বলেছেন: সুন্দর

১৩ ই মে, ২০১৮ রাত ১১:০৫

মায়াময় বলেছেন: ধন্যবাদ।

২| ১৩ ই মে, ২০১৮ রাত ১১:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কথামালায় সাজানো কবিতা পড়ার সুযোগ দানে।

শুভকামনা আপনার জন্য

১৩ ই মে, ২০১৮ রাত ১১:৫৩

মায়াময় বলেছেন: ধন্যবাদ।

৩| ১৩ ই মে, ২০১৮ রাত ১১:৩৭

নীল মনি বলেছেন: ভাবানুবাদে শুভ কামনা রইল।

১৩ ই মে, ২০১৮ রাত ১১:৫৩

মায়াময় বলেছেন: ধন্যবাদ।

৪| ১৪ ই মে, ২০১৮ রাত ১২:২১

সিসৃক্ষু বলেছেন: হিন্দি গানে দেখেছি নায়িকাকে নিজের খোদা বলে নায়ক। বলাই বাহুল্য, এটা শুনেই অদ্ভুত লেগেছিল। একটা না, অনেক গানেই বলা হয়েছে এমন। নিজের প্রেমিকা বা একটা মেয়েকে কিভাবে আল্লাহ্‌র মত ভাবা যায়? এমন উদ্ভট ভাবনাটা আসলই বা কিভাবে নির্মাতাদের মনে? মির্জা গালিব সিনেমার যুগ আসার আগের কবি। তাই এখন অনেকটাই নিশ্চিত হতে পারলাম, যে, মির্জা গালিব নামে কবি হিসাবে খ্যাতি পাওয়া ব্যাক্তিটিই এর প্রবক্তা।
একটা মেয়েকে ওঁরা কিভাবে বা কোন দৃষ্টিকোণ থেকে বা কেমন ধরণের বিবেচনা থেকে খোদা বলে, এই খোদা বলতে কি ওঁরা আদৌ সৃষ্টিকর্তাই বুঝায় কিনা এসব ব্যাপারে কেউ কিছু জানলে আর এখানে জানালে আমি কৃতার্থ হব। ধন্যবাদ।
*পোষ্টটির লেখক, আপনাকে অনেক ধন্যবাদ।

১৪ ই মে, ২০১৮ সকাল ৮:০৭

মায়াময় বলেছেন: আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি সৃষ্টিকর্তা খোদা বা ঈশ্বর আর এই খোদা এক নন। এখানে খোদা বলতে প্রেয়সীর প্রতি দাসত্ব বা আনুগত্যকে বুঝানো হয়েছে ! সৃষ্টিকর্তা খোদা বা ঈশ্বরের প্রতি আমাদের যে আস্থা থাকে, প্রায়শই তা প্রেয়সী’র ভালোবাসার প্রতিও থাকে, তাই উপমা হিসেবে খোদা ব্যবহৃত হয় ! যেমন - ‘ তেরি আখকি সেরাব পি ম্যায়নে “ অর্থাৎ - তোমার চোখের মদ্যপান করেছি আমি। এখানে সেরাব বলতে তন্ময়তা/মাদকতাকে বুঝানো হয়ে থাকে।

ভাল থাকবেন সবসময়।

৫| ১৪ ই মে, ২০১৮ সকাল ৮:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:২৬

মায়াময় বলেছেন: ধন্যবাদ।

৬| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: আহা মধু মধু।

৭| ১২ ই মে, ২০২২ দুপুর ২:৫৫

বিজন রয় বলেছেন: মায়াময় কেমন আছেন?
নতুন পোস্ট দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.