নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈমায়েদ আহসান তামীম

ঢাকায় জন্ম নেয়া একজন সাধারন মানুষ আমি। সত্যি বলতে, দুনিয়ার অনেক বিষয়ে আমার আগ্রহ আসে। তার ভিতর কিছু বিষয় যেমন, কমটেম্পরারি ইস্যুজ, খেলাধুলা, রাজনীতি, সমাজকল্যাণ, মোরালিটি এবং আত্মঅনুসন্ধানীমূলক এই রকম পাঁচমিশালি খিচুড়ি টাইপের লেখা উপস্থাপন করাই হবে আমার ব্লগের গোল। মূলত আমি মাইক্রোব্লগিং করার চেষ্টা করবো। কারন বড় বড় লেখার সময়, ধৈর্য ও যোগ্যতা কোনটাই আমার নাই। যা আমার ভালো মনে হবে তাই লেখবো তয় লেখালেখি নিয়ে ঝগড়া, এটাক, কাউন্টার এটাক এগুলা আমি করতে পাত্তম নো সরি। এমন না যে আমি যা জানি যা বুঝি তাই সঠিক সেজন্য গঠনমূলক সমালোচনাকে অবশ্যই স্বাগতম জানাই। যেহেতু আমার বয়স আমার অভিজ্ঞতার থেকে কম তাই অনেক কিছু শেখার আগ্রহ রাখি। প্রথমত, কিভাবে ব্লগ দিয়া ইন্টারনেট চালায় সেটা জানার জন্য; দ্বিতীয়ত, মগজের নিউরনগুলো জ্ঞানসমৃদ্ধ করার জন্য এবং আমার ভাবনা ও পার‍্সপেকটিভ সম্পর্কে সবাইকে জানানোর উদ্দেশ্যেই এই ব্লগ খোলা এই আর কি যেহেতু আমি মাইক্রোব্লগিং করি তাই ব্লগে কম আর ফেবু তে বেশী লেখা হয়। সো আপনি চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন আর না চাইলেও ফলো করতে পারেন :পি https://www.facebook.com/imayed

ঈমায়েদ আহসান তামীম › বিস্তারিত পোস্টঃ

রকেট উড়ল আর দেশপ্রেমের আবেগে মুখ থেকে বেরিয়ে আসলো জয় বা...

১৬ ই মে, ২০১৮ রাত ১২:৩৪

রকেট উড়ল আর দেশপ্রেমের আবেগে মুখ থেকে বেরিয়ে আসলো জয় বা... হঠাৎ থেমে গেলাম এই ভেবে যে, মহাকাশের স্যাটেলাইট দিয়ে আমার আসলে লাভ কি?

গবেষণায় নেমে পড়লাম, রাতারাতি হয়ে গেলাম একজন দেশ বরেণ্য কৃত্তিম উপগ্রহ বিশেষজ্ঞ। জানতে পারলাম যে, আরেকজনের স্যাটেলাইট ইউজ না করার কারনে বেশ কিছু টাকা বেঁচে যাবে, তারউপর স্যাটেলাইট খেপে দিয়ে অন্যান্য দেশ থেকে অনেক টাকা আনা যাবে। টেকনোলজিকাল অনেক সুযোগ সুবিধাও আসে কিন্তু ৪.৫জি এর যুগে আমার বাসায় অনেক কষ্টে রবির এজ আসে, ৩জির মাঝে মাঝে দেখা পাইনা, চিরদিন কেন পাইনা কেও জানেনা তাই আর টেকনোলজিকাল সুবিধা নিয়ে মাথা না ঘামিয়ে দেশপ্রেমের আবেগে এইবার জয় বাং... বলতেই থেমে গেলাম।

মাথায় আবার চিন্তা আসল যে আমার লাভ কি আসলে? খুজতে লাগলাম কিন্তু কিছু পেলাম না। যা পেলাম, তা হচ্ছে পুরো লাভটাই "নাম বললে চাকরি থাকবে না" এমন এক প্রতিষ্ঠানের তথা কিছু ব্যক্তির। দেশপ্রেম কমতে শুরু করল। যেহেতু ২০০৯ এ লীগকে ভোট দিয়েছিলাম তাই তাদেরকে জিজ্ঞাসা করলাম যে, ভাই আসলে কি লাভ আমার? ওরা বলল যে, এতোকিসু বুঝতে হবে না, আসসে ঢেমনী কোথাকার! ইনবক্সে বিকাশ নাম্বার পাঠান আর যান পাটাকা গানে একটা ডিসলাইক দিয়ে আসেন। আর এইসব প্রশ্ন করবেন না। বেশী বাড়াবাড়ি করলেই মীর জাফর স্যারকে দিয়ে গলগল করে বমি করায় দিব আপনার উপর। একটু পরেই, ফোনে ম্যাসেজ টোন। বিকাশের এসএমএস, এসএমএসএ লেখা কিছু সংখ্যা।

এইবার আবেগের ভেজা ভেজা চোখ নিয়েই মুখ থেকে অটো বেরিয়ে আসলো, জয় বাংলা!

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:৩৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অনেক উপকার হবে। অনেক দেশী চ্যানেল দেখতে পাবেন। পরকীয়া অশ্লীল নাটক, টক শো, বিনোদন। মনে হবে নিজের টাকায় দেখছেন।

১৬ ই মে, ২০১৮ সকাল ৭:২৬

ঈমায়েদ আহসান তামীম বলেছেন: আহা! ঝকঝকে টিভি দেখার লোভ কি আর ছাড়া যায়। কিন্তু খরচতো বাড়ল ওয়াল্টন ছেড়ে তো এখন ৪কে টিভি কেনা লাগবে :(

২| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:৪২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: প্রত্যেক ক্রিয়ার-ই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে।

১৬ ই মে, ২০১৮ সকাল ৭:২৭

ঈমায়েদ আহসান তামীম বলেছেন: ভালো কিছু হইলে ভালোই হয়, কি বলেন?

৩| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:৫৯

পিকো মাইন্ড বলেছেন: ভাল লিখেছেন

১৬ ই মে, ২০১৮ সকাল ৭:২৮

ঈমায়েদ আহসান তামীম বলেছেন: ভালোবাসা দিলাম স্যাটেলাইট দিয়ে। **হার্ট ইমোজি**

৪| ১৬ ই মে, ২০১৮ রাত ১:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: লসের মাজে লাভ- জাতি স্যাটেলাইট সম্পর্কে কিছুটা হলেও জেনেছে।

১৬ ই মে, ২০১৮ সকাল ৭:৩০

ঈমায়েদ আহসান তামীম বলেছেন: খুব বেশীই জানা হয়ে গেসে প্রথম দিনের ফেইলার এর পর। তবে এই নিয়ে দেশপ্রেমের হাইপ অলরেডি শেষ। ফুডব্যাংকের ইফতার প্লেটার দিয়ে দেশপ্রেম দেখানোর সময় এসে পড়সে।

৫| ১৬ ই মে, ২০১৮ রাত ১:১০

রশিদ মামুনুর বলেছেন: অই মিয়ারা এত্ত কিছু ভাবছেন কেন? যখন যা হবে দেখা যাবে আগে নিজের কাল সামলান তারপর পরশুতে সব বুঝে যাবেন।

১৬ ই মে, ২০১৮ সকাল ৭:৩০

ঈমায়েদ আহসান তামীম বলেছেন: ওকে বস। স্যালুট।

৬| ১৬ ই মে, ২০১৮ রাত ১:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাই অার যাই হোক জাতিরতো এক ইচ্ছা পূরণ হইছে। আমি ছোট্ট কালে অনেক কষ্টের জমানো টাকা দিয়ে ফানুষ উড়াতাম তখনতো লাভ লস চিন্তা করি নাই। এখন করবো কেন!

১৬ ই মে, ২০১৮ সকাল ৭:৩১

ঈমায়েদ আহসান তামীম বলেছেন: শবে বরাতে ব্যাপারটা হইলে বেশী জমতো তাইনা? :প

৭| ১৬ ই মে, ২০১৮ ভোর ৪:৪৯

সোহানী বলেছেন: হাহাহাহাহাহা......... বেশী বুঝা ভালো না। দরবেশ চাচার এবার প্রাসাদ হবে বাহামা দ্বীপে ;) সাথে হুরীরা থাকবে, তবে সংখ্যায় কত তা জানি না :P

১৬ ই মে, ২০১৮ সকাল ৭:৩৩

ঈমায়েদ আহসান তামীম বলেছেন: চাচার স্বর্গে জায়গা মিল্লে খুব ভালো হইত। হুর না পাইলেও ঝকঝকে ডিটুএইচ সার্ভিসে ফুটবল দেখা যাইত।

৮| ১৬ ই মে, ২০১৮ সকাল ৭:৫৮

ঢাবিয়ান বলেছেন: যাক গবেষনায় নেমে পড়েছেন । আরো গবেষনা করতে থাকুন এই স্যটে্লাইট নিয়ে। এভাবে আপনারা দেশে নাসা বানাবেন।এরপর ফ্লাইং সসার বানাবেন । ভীন গ্রহে গিয়ে প্রানের অনুসন্ধান করবেন, জাফর স্যারের কাগজের ড্রোনে চড়ে মহাকাশে ভ্রমন করবেন, আরো কত কিছু ....



১৬ ই মে, ২০১৮ রাত ৮:২০

ঈমায়েদ আহসান তামীম বলেছেন: জাফর স্যারের চেতনা যতদিন আসে ততদিন আমি আশাবাদী থাকবো। একদিন ৮ নাম্বার বাসে চড়েই মঙ্গলে যাওয়া যাবে এই চেতনা দিয়ে।

৯| ১৬ ই মে, ২০১৮ সকাল ৮:১৬

স্োরনাভ বলেছেন: কালো বিড়াল মহাকাশে পাঠাই দিসে।

১৬ ই মে, ২০১৮ রাত ৮:২০

ঈমায়েদ আহসান তামীম বলেছেন: এইটা সাদা বিড়াল :প

১০| ১৬ ই মে, ২০১৮ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য।

১৬ ই মে, ২০১৮ রাত ৮:২১

ঈমায়েদ আহসান তামীম বলেছেন: কষ্ট করে পড়ার জন্যও ধন্যবাদ।

১১| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:৩২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অযথা টাকা নষ্ট। এই টাকা বুয়েট অথবা ঢাবি অথবা অন্যকোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষনার কাজে ব্যয় করলে দেশ ও জাতি দীর্ঘ মেয়াদী লাভবান হতো।

১৬ ই মে, ২০১৮ রাত ৮:১৮

ঈমায়েদ আহসান তামীম বলেছেন: দেশপ্রেম তো বাড়সে তাইনা! এইসব শিক্ষা গবেষণা কোন কাজে আসবে না সরকারের।

১২| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:৩৫

খাঁজা বাবা বলেছেন: যারা জানেন না তারা জেনে নিন।
একটা বাংলাদেশী স্যাটেলাইট চ্যানেল ও এই স্যাটেলাইট ব্যাবহার করবে না সম্ভবত।
৪০ টা ট্রান্সপন্ডারের মধ্যে ২৬ টা KU টাইপ, বাকি ১৮ টা C টাইপ।
KU ভি স্যাট এর জন্য ভাল স্যাটেলাইট চ্যানেলের জন্য ভাল না।
এই স্যাটেলাইটের একমাত্র উদ্দেশ্য দরবেশ বাবার ভি স্যাট কে অল্প খরচে সাপোর্ট করা, যেটা নাকি এখন রাশিয়ান স্যাটেলাইট ব্যাভাহার করে যা ব্য্যবহুল। ব্যবসা ধরতে পারছে না দেশে।

বাকি সব চেতনার মলম লাগানো ভাওতাবাজি।

১৩| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:৩৫

খাঁজা বাবা বলেছেন: যারা জানেন না তারা জেনে নিন।
একটা বাংলাদেশী স্যাটেলাইট চ্যানেল ও এই স্যাটেলাইট ব্যাবহার করবে না সম্ভবত।
৪০ টা ট্রান্সপন্ডারের মধ্যে ২৬ টা KU টাইপ, বাকি ১৮ টা C টাইপ।
KU ভি স্যাট এর জন্য ভাল স্যাটেলাইট চ্যানেলের জন্য ভাল না।
এই স্যাটেলাইটের একমাত্র উদ্দেশ্য দরবেশ বাবার ভি স্যাট কে অল্প খরচে সাপোর্ট করা, যেটা নাকি এখন রাশিয়ান স্যাটেলাইট ব্যাভাহার করে যা ব্য্যবহুল। ব্যবসা ধরতে পারছে না দেশে।

বাকি সব চেতনার মলম লাগানো ভাওতাবাজি।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

ঈমায়েদ আহসান তামীম বলেছেন: চেতনার মলমের ব্যবসাটা এই দেশে আর কোনদিন কমবে বলে মনে হচ্ছে না।

১৪| ১৭ ই মে, ২০১৮ ভোর ৬:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
২০ বছর আগে আপনাদের মত নৈরাশ্যবাদিরা একই রকম ভাবতো।
বলত কানেক্টিভিটি দিয়ে কি হবে? ফালতু!
দেশে এত কম্পিউটার আছে নাকি?
১৬ বছর পিছিয়ে থাকার পর পরে সবই হয়েছিল।

অতচ এই কানেক্টিভিটি দিয়েই এখন ফাজলামি করছেন।
করতে থাকেন, কদিন পরেই ভ্যাটকাইয়া যাইয়া, আরেক কাহিনী বানাইবেন।
যারা এডভান্স তারা এরচেয়ে আরো বড় স্বপ্ন বাস্তবে রুপ দিবে। অগ্রাভিযান চলছে চলবে।
আপনানারাও সুবিধা নিবেন, ভ্যাটকানো চালাবেন।
আপাতত নিজের পাছায় আংুল দিয়া জাফরস্যারকে গালাগালি করতে থাকেন।

১৮ ই মে, ২০১৮ রাত ১২:২৩

ঈমায়েদ আহসান তামীম বলেছেন: ভালোবাসা পাঠালাম স্যাটেলাইট ছাড়াই। :*

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.