নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈমায়েদ আহসান তামীম

ঢাকায় জন্ম নেয়া একজন সাধারন মানুষ আমি। সত্যি বলতে, দুনিয়ার অনেক বিষয়ে আমার আগ্রহ আসে। তার ভিতর কিছু বিষয় যেমন, কমটেম্পরারি ইস্যুজ, খেলাধুলা, রাজনীতি, সমাজকল্যাণ, মোরালিটি এবং আত্মঅনুসন্ধানীমূলক এই রকম পাঁচমিশালি খিচুড়ি টাইপের লেখা উপস্থাপন করাই হবে আমার ব্লগের গোল। মূলত আমি মাইক্রোব্লগিং করার চেষ্টা করবো। কারন বড় বড় লেখার সময়, ধৈর্য ও যোগ্যতা কোনটাই আমার নাই। যা আমার ভালো মনে হবে তাই লেখবো তয় লেখালেখি নিয়ে ঝগড়া, এটাক, কাউন্টার এটাক এগুলা আমি করতে পাত্তম নো সরি। এমন না যে আমি যা জানি যা বুঝি তাই সঠিক সেজন্য গঠনমূলক সমালোচনাকে অবশ্যই স্বাগতম জানাই। যেহেতু আমার বয়স আমার অভিজ্ঞতার থেকে কম তাই অনেক কিছু শেখার আগ্রহ রাখি। প্রথমত, কিভাবে ব্লগ দিয়া ইন্টারনেট চালায় সেটা জানার জন্য; দ্বিতীয়ত, মগজের নিউরনগুলো জ্ঞানসমৃদ্ধ করার জন্য এবং আমার ভাবনা ও পার‍্সপেকটিভ সম্পর্কে সবাইকে জানানোর উদ্দেশ্যেই এই ব্লগ খোলা এই আর কি যেহেতু আমি মাইক্রোব্লগিং করি তাই ব্লগে কম আর ফেবু তে বেশী লেখা হয়। সো আপনি চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন আর না চাইলেও ফলো করতে পারেন :পি https://www.facebook.com/imayed

ঈমায়েদ আহসান তামীম › বিস্তারিত পোস্টঃ

করোনার চিকিৎসায় গরম পানির ভূমিকা?

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৩

একটা জিনিস বুঝার ট্রাই করেন যে, এই গোলমরিচ, ধইন্নাপাতা, থাঙ্কুচি পাতা, গরম পানি, লেবু এই সকল সাধারণ জিনিস দিয়ে করোনার মত শক্তিশালী ভাইরাসকে মারা যাবে না। যদি এইসবে এতো সহজে মারা যাইতো করোনা, তাহলে দুনিয়াতে এতো মানুষের মরা লাগতো না।

যখনি দেখবেন আপনার ইনবক্সে এমন কোন নিউজ আসছে যেটা আপনার কোন ভাবেই পাওয়ার কথা না, যেমন কোন বিজ্ঞানীর আবিষ্কার, RAB, FBI, ARMY টাইপ এজেন্সির সুপার সিক্রেট জিনিস, Random ডাক্তারের পরামর্শ যেমনঃ চীনের এক ডাক্তার বলেছেন, অ্যামেরিকার অমুক ডাক্তার বলেছেন, এইগুলা আরেকজনকে শেয়ার করাতো দূরে থাক, নিজেও পড়বেন না।

যদি কোন ইনফো নিয়ে আপনার কনফিউশন হয় যে এইটা ঠিক না বেঠিক তাহলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে, একবার নিজের যোগ্যতার দিকে তাকাবেন আর নিজেকে একবার প্রশ্ন করবেন যে এমন সুপার সিক্রেট পাওয়ার যোগ্য আপনি কি না?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫২

রাজীব নুর বলেছেন: সহমত।

২| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:১০

নতুন বলেছেন: আমাদের দেশের জনগন নিজে লেখেনা বরং কপি করে অন্যের লেখা সেয়ার করতে ওস্তাদ।

৩| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:৫৩

নেওয়াজ আলি বলেছেন: জানলাম

৪| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৮

অনল চৌধুরী বলেছেন: আমাদের দেশের জনগন নিজে লেখেনা বরং কপি করে অন্যের লেখা সেয়ার করতে ওস্তাদ। [/sb-সবাই না,৯৫%।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.