নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোড়া কাঠ আর শুকনো পাতার গন্ধ

ফা হিম

আমি হাত পেতে রই এ বৃষ্টি ছোব বলে/রাশি রাশি বৃষ্টির ফোটা ধুয়ে যায় আহত আমায়/তবু কখনো ধরা দেয় না।/www.facebook.com/imfaahim

ফা হিম › বিস্তারিত পোস্টঃ

অনাবিল জড় অনুভূতি

১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২২

ট্রেনটা আমার চোখে পরেনি

পরেছিল জলের উপর তার উলটো প্রতিবিম্ব

ঠিক যেন লাইন-চ্যুত হয়ে গেছে ট্রেনটা

ছাঁদ হয়ে গেছে মেঝে, মেঝে হইয়ে গেছে ছাঁদ



শহরের ব্যস্ত শপিং কমপ্লেক্সে

আমি জীবন দেখি না বহুদিন

দেখেছি মৃত-প্রায় এক জীবন

সবুজ মাঠে শুধু অহর্ণিশ ক্ষয়



স্নিগ্ধ চাঁদের আলো যদি আমায় না জাগায়

বৃষ্টির ছাটে হাত না বাড়াই

আমায় ফেরাতে যেও না কোনদিন

চৌচিড় মাঠের উপর পরে থাকব

একাকি অনাবিল জড় অনুভূতি

খোলা আকাশের নিচে



মেঝে হয়ে যায় ছাঁদ, ছাঁদ হয়ে যায় মেঝে



কুয়াশার আড়ালে খুজবো হয়তো তোমায়

তুমি নেই ভেবে কুয়াশার আড়ালে

বৃষ্টিতে ভিজবে না তবু খুজবো তোমার বৃষ্টি-ভেজা শরীর

বৃষ্টিতে আমায় ডেকো না

আমায় পাখির ডাক জাগায় না আর

ছাঁদ হয়ে গেছে মেঝে, মেঝে হইয়ে গেছে ছাঁদ



আমি আর আমি নেই

জলের উপরে আমার উলটো প্রতিবিম্ব

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪০

আমি কাল্পনিক সজল বলেছেন: আমি জীবন দেখি না বহুদিন

বেশ ভালো লাগলো।মন কেমন যেন নস্টালজিক হয়ে গেল। :(

শেষ লাইনে মনে হয় শব্দ ভুল টাইপ হয়েছে। :/

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২২

ফা হিম বলেছেন: হ্যা একটা টাইপো আছে। অসংখ্য ধন্যবাদ ধরিয়ে দেবার জন্য। ভালো থাকবেন।

২| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:৫৯

হৃদয়ের স্পন্দন বলেছেন: শুধু ++++++++++
আর কিছুই না

২০ শে মে, ২০১৪ সকাল ১১:২৪

ফা হিম বলেছেন: ধন্যবাদ দোস্ত

৩| ২০ শে মে, ২০১৪ দুপুর ১:১১

হৃদয়ের স্পন্দন বলেছেন: স্বাগতম
আশা করছি ব্লগে নিয়মিত পোষ্ট করবি অপেক্ষায় থাকি

২০ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৯

ফা হিম বলেছেন: চেষ্টা করছি থাকার। ইদানিং দৌড়ের উপর আছি।

৪| ২০ শে মে, ২০১৪ রাত ১১:৫৯

হৃদয়ের স্পন্দন বলেছেন: প্রেমের মামলা নি রে ??? :-B

২২ শে মে, ২০১৪ রাত ৯:৪৬

ফা হিম বলেছেন: আরে না রে ভাই। থিসিসের কাজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.