নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোড়া কাঠ আর শুকনো পাতার গন্ধ

ফা হিম

আমি হাত পেতে রই এ বৃষ্টি ছোব বলে/রাশি রাশি বৃষ্টির ফোটা ধুয়ে যায় আহত আমায়/তবু কখনো ধরা দেয় না।/www.facebook.com/imfaahim

ফা হিম › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ব্যান্ড আর্টসেলের প্রিয় কিছু লাইন (জেনারেল ফা হিমের প্রথম পোস্ট)

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৫

এই প্রজন্মের অনেকের মতই আর্টসেল ব্যান্ডটার প্রতি একটা আলাদা মোহ আছে। কি গান, কি তাদের কম্পোজিশন! এরসাদের গিটারের জাদু আর সাজুর ড্রাম্‌স্‌ তো আছেই, সেজানই বা কম কিসে? আর লিঙ্কনের কথা তো বাদ-ই দিলাম। কিন্তু আমাকে সবচেয়ে বেশি টানে তাদের লিরিক্সগুলো। সেইখান থেকে অল্প কিছু ভালো লাগা লাইন তুলে দিচ্ছি। শুরুতেই একটা প্রায় অপরিচিত গান দিয়ে।







কালো মেঘে ঘেরা পৃথিবীতে কৈশর বয়সে

আমি শিখেছি চিনতে নিজেকে অন্যের দৃষ্টিতে

যাযাবর আমি পৃথিবীতে মানুষের রূপ ধরে

আমি দেখেছি মানুষের হাতে গড়তে দেবতারে


.......................................................................কৃত্রিম মানুষ













ছায়ায় আঁকা স্মৃতির ঘরে

ভয়ের মতন অন্ধকারে

আলোয় আঁকা রুদ্ধ আকাশ

মৃত্যু একে রাখে

নিমর ভাবনার পাথর ঘরে

যুদ্ধ আসে যুদ্ধ আসে

মানুষ মুখোশ অগোচরে

আলো দিয়ে ছায়া আঁকে


----------------------------------ছেড়া আকাশ













তোমার সাজানো দৃশ্যে হাটছি গন্তব্যহীন

সম্মহিত সময়ে রাত্রির নক্ষত্রকে খুজি

অসীম শুণ্যতায় এখানে পরে থাকে

পাথরের মতন স্থবির মানুষ, শেখানো বর্ণনায়



দৃশ্যকে ভাবি পৃথিবী, স্বপ্নকে ভাবি তুমি

মৃত্যুকে মনে হয় গভীর ঘুম, আঁধারকে ঈশ্বর ভাবি



সকল আলোর প্রথম উৎস কি অনিশ্চিত আঁধারে?



আকাশের শেষে কি থাকে? কোথায় পরে আছে আমার স্বদেশ?

অন্ধ চোখে আলো কি শরীর পায়? এখানে আমি বিকলাঙ্গ পাথর...


-------------------------------গন্তব্যহীন (ইচ্ছে করতেছিল পুরাটাই তুলে দেই)











জানালার ভেতরে বাহিরে দুজন

দেয়াল এর কাছাকাছি যাই

দেয়ালে বাঁধা সস্তা জীবন

নিজের আয়নায় একলা দাঁড়াই



মুখোশে যাকে তুমি চেনো

চেনোনা যাকে মুখোশ বিহীন

আমরা দুজন সত্য পুরুষ

নিজের ভেতর দুজনেই পরাধীন


----------------------------------------মুখোশ















তুমি এলে উৎসবে সাজবে নতুন আকাশ

বাতাসে ভাসবে অজানা অবাক উল্লাস

তোমার ভেতর জন্ম নেবো আমি

মুছে ফেলে দুজনার আলাদা নিঃশ্বাস


-----------------------------------------অপ্সরী

















আমার ঘৃনা তোমাকে পোড়াবে না

দেখাবে স্বপ্ন

আমার দুঃখ তোমার আকাশে

মেঘ হয়ে কাঁদাবে না



আমার ফেলে আসা দুঃস্বপ্নের রাত

যত কষ্টের স্মৃতি

তোমার জন্য বাঁচতে শেখাবে

মৃত্যু হয়ে ছোঁবে না



কত মিথ্যে অভিনয়ে গড়া এ জীবন

অচেনা ছোঁয়ায়.....


---------------------------------------অদেখা স্বর্গ















তবু আমি…

কি খুঁজি মানুষের বিষাদের চোখে

কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে

একা একা আমি থাকি দাঁড়ায়ে

স্মৃতির ঝড়ো বাতাসে

দুজনার শরীর মেশায়


-----------------------------------------ধূসর সময়

















মুক্তির সিঁড়ি পেরিয়ে কে বা কার দেখা পায়?

দাসত্বের দাস হয়ে ফিরছি বিবাগী পথিকের বেশে

বারে বারে একই ঠিকানায়,

বিবাগী পথিকের বেশে

বারে বারে একই ঠিকানায়...


--------------------------------------অন্যসময়













এখানে নত সময়ে বোবা শহর ফেটে পড়ে

বাকরূদ্ধ মানুষের রূদ্ধ ক্রোধে

গ্রেনেডের নীরবতা থেমে আছেস

কবে আবার মিছিল হবে?

............

তোমাদের ভুল শব্দে লেখা স্বপ্নগুলো জানালা বদ্ধ ঘরে,

বাতাসের অনাহারে বেঁচে আছে আহত বাংলাদেশে....


--------------------------------------------বাংলাদেশ..স্মৃতি ও আমরা

















তোমার গানের মৃত শরীর

পড়ে থাকে গভীরতায় মুখ থুবড়ে স্বপ্নের মৌনতায়;

সামরিক বেয়নেটে বিকলাঙ্গ আজ তোমার বিবেক।

চিৎকার কর নিরুচ্চারে..



তোমার আকাশে তবুও অনেক গাঙচিল

যাদের বুকে বৃষ্টি;

তোমার চেতনায় সামরিক পদধ্বনি।

বিবেকের দরজায় কড়া নাড়ে কারা?


--------------------------------------স্বপ্নের কোরাস

















স্বপ্নমঞ্চে মেলানো যায় না জীবন,

অলীক স্বপ্নে বদলায়না বাস্তবতা।

সময় বদলায়, বদলায় এ জীবন;

ধীরে ফিকে হয়ে যায় আমার এ অস্তিত্ব।

...................

চোখের কোণে লেগে থাকা স্মৃতি,

ঘুমের মতন তীব্র ভালোবাসা,

আলিঙ্গনে নিমগ্ন শূন্যতা,

ভুলজন্মে আমার অসাড়তা।


---------------------------------------ভুল জন্ম













স্বপ্নের ছায়ায়, কারও উষ্ণতায়

ঝাপসা সুখে অশ্রু ঝরায়।

অস্তমিত ঐ রবির শেষ আলোকছটাও বিলীন।

ক্লান্ত এক যুবা উদ্ভ্রান্ত, মৌন-মলিন।

দুর্ভোগের উপহাস কিসের শব্দে? কিসের উষ্ণতায় ?

ঘনঘোর আঁধার-কোলে ছোটে গন্তব্য শূন্যতায়..


----------------------------------------রাহুর গ্রাস













আলোর কার্নিশে জমে দিন,

রাতের নিশাচর নিঃশ্বাসে মেশে মদ;

আজও মাতাল আমি, পথভ্রষ্ট কবি।



পৃথিবীর কোলাহলে একা একা হাঁটছি..



অসাড় কথার শেষে আরও কথা থাকে শব্দহীন অনুচ্চারে;

ঝড়ের হাওয়ায় ভেঙে যায় অন্তমিল,

দু'জনার মিথ্যে আবেগে পড়ে থাকে মৃত নদী..


-----------------------------------------অলস সময়ের পাড়ে

(এটা আমার খুব পছন্দের একটি গান। যারা শুনেননি, প্লিজ একটু শুনে দেখবেন। লীড গিটারটা ভালো লাগবে)











চেনা চেনা চোখে ছায়া-রং হারিয়ে যায়,

নিভিয়ে দেয় সময় কত স্মৃতি,

তবুও আমি তোমায় খুঁজে পেতে চাই

পুরনো সেই দিনের সুরে, ফেলে আসা রূপকে।


-----------------------------------------স্মৃতিস্মারক















তোমাদের পাথর বাগানের সবুজ ঘাসে মিশে থাকে কত যুগের নষ্ট গল্প;

কত পতাকার রঙ ধুয়ে যায় অভিশাপে, আকাশের সাদা অনুভুতিতে শুধু ঘৃনা..


------------------------------------পাথর বাগান













তোমার স্থল-মাইন আবাদি মাটির প্রাণরসে ভিজে কান্নাসিক্ত পৃথিবী হোক..

তোমার বিনিদ্র প্রহরার রাত

শব্দ পাক মানুষের গরাদ ভাঙার;

ভোর হোক তোমার অন্ধ চোখে,

যুদ্ধের অহর্নিস ধ্বংসস্তূপ, ইতিহাস..


---------------------------------------শহীদ সরণি















আমার শরীর মানে আমি ও ছায়া,

ছায়া মানে মৃত রোদ আত্মাহুতি দেয় তাদের আলোর যৌবন সারাক্ষণ,

মেঘে মেঘে ঢাকা পড়ে চেনা অচেনা কত মুখ, ছায়ার শরীর;

ছায়ায় বাঁচে আলোর ভয়,


----------------------------------ঘুনে খাওয়া রোদ













তবুও এই দুটি কাঁটাতার এ শহরের মত করে ভিড়ে ভরে গেছে,

ঘুম আমার অচেতন কখন বেওয়ারিশ মাটির কাছে এসে

সময় কে এপিটাফ ভেবে হাঁটু গেঁড়ে বসে..



তবুও এখানে বাতাস আসে দুরত্বের উৎসাহে,

শরৎ জমে আছে ঠাণ্ডা ঘাসে;

তোমার চোখের মাঝে দূরের একা পথ

এখানে ভাঙে না দুটো দেশে।

মেঘের দূরপথ ভেঙে,

বুকের গভীর অন্ধকারে আলোর নির্বাসন

স্মৃতির মতন অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে

সময় থেমে থাকে অনাগত যুদ্ধের বিপরীতে।



এখানে সরণির লেখা নেই নাম কোন শহীদ স্মারকে,

তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর।

জানালায় ঝুলে থাকে না শূন্যতার অবচেতন,

তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা এখানের নির্জন অনিকেত প্রান্তর..


-----------------------অনিকেত প্রান্তর















আমার আলোয় আলোকিত

হতে চেয়ে আঁধারে মিলিয়ে;

আমার স্বপ্ন আমার সাথে

যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে,

খুঁজে পায় জীবনের তীর,

জীবনকে কোনো স্বপ্ন ভেবে।


----------------------------------পথচলা













তোমার মৃত স্বপ্নের দৃশ্য আজও ওড়ে

বাতাসে বিগত সময় শব্দ করে

ভুলের চেনা শরীর চিনি কি তোমাকে

এখানে কে দাঁড়ায় ছায়ায় মিছিলে



একই অতীত

একই সময়

কেন তবু এই পথের শেষে

জড় অনুভূতি কেন মেঘে ঢাকা পড়ে ছেড়া আকাশ


--------------------------------------------------(নাম বলতে হবে?)

















এত ভিড়েও আজও আমি একা, মনে শুধুই যে শুন্যতা..

আঁধারে যত ছড়াই আলো, সবই আঁধারে মিলায়।

ও যে কোথায় হারালো, ব্যাথা কাকে যে শুধাই?




------------------(নাহ্‌, এই গানটা আমার সাথে পুরাই মিল খাইয়া গেল)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৮

মামুন রশিদ বলেছেন: সুন্দর পোস্ট । হ্যাপি ব্লগিং ।

২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৭

ফা হিম বলেছেন: আপনাকে তো চিনি মামুন ভাই। কানে কানে বলি, এটা একটা মাল্টি। একটু খেয়াল করলেই বুঝবেন। তবে এবার ছদ্মনামে না।

২| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
শেষ গানটা,পথচলা এবং আরও বেশ কিছু গান ভালো লাগে !

ভালো লাগে এই গানটাওঃ

নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি,
শত রঙ্গে রাঙ্গিয়ে_মিথ্যে কোনও স্পন্দন
আলোর নিচে যে আঁধার খেলা করে
সে আঁধারে শরীর মেশালে...!!


অনেক ভালো থাকুন ।

আমার ব্লগে স্বাগতম !

২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪১

ফা হিম বলেছেন: এই গানের প্রতিটা লাইনই ভালো লাগে। শুধু বাছাই করা কয়েকটা দিলাম যেগুলো বেশি জোস্ মনে হয়।

৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৫৮

আমি অপদার্থ বলেছেন: আলোর নিচে যে আঁধার খেলা করে
সে আঁধারে শরীর মেশালে...!!

২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪২

ফা হিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৪| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৬

মামুন রশিদ বলেছেন: একটু খেয়াল করলাম এবং চিনলাম ;)


আরেকটা রিভেঞ্জ স্টোরি কবে আসছে? :D

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৪

ফা হিম বলেছেন: B-)

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২০

রহস্যময়ী তনয়া বলেছেন: খুব ভালো লাগলো। গানগুলো যে কতবার শুনেছি তার কোনো হিসাব নেই। কখনো কোনো গান একসাথে সারারাত শোনা হতো। কখনো সুরটা মনে হতো নতুন, কখনো শুধু কথাগুলো! একবার ঈদে আর্টসেল তাদের ভক্তদের সাথে কোনে কথা বলেছিল। সেই ভাগ্যবানদের একজন হতে পেরেছিলাম!!! আহ! কৈশোরের দিনগুলোর কথা মনে পরে গেলো। আর্টসেল ভেঙ্গে গেছে ভাবতে খুব কষ্ট হয়! তবে কিছু কিছু ভালো জিনিষ বোধহয় পঁচার আগেই শেষ হয়ে যাওয়া ভালো। তাছাড়া, এইসব গানতো আছেই, চির নতুন, চিরঞ্জীব!

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

ফা হিম বলেছেন: আপনি সত্যিই ভাগ্যবান!

আর্টসেল আসলেই বস। ওদের মত মিউজিক নিয়ে পরীক্ষা-নিরিক্ষা বাংলাদেশে কমই হয়েছে। প্রোগেসিভ রক/মেটাল বলতে তো শুধু ওরাই...

শুনেছি ব্যান্ড আবার রি-ফর্ম করেছে, এরসাদও জয়েন কয়েন করেছে আবার। অ্যালবামও নাকি রিলিজ হবে। কিন্তু কবে, সেইটা বলা সম্ভব না 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.