নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোড়া কাঠ আর শুকনো পাতার গন্ধ

ফা হিম

আমি হাত পেতে রই এ বৃষ্টি ছোব বলে/রাশি রাশি বৃষ্টির ফোটা ধুয়ে যায় আহত আমায়/তবু কখনো ধরা দেয় না।/www.facebook.com/imfaahim

ফা হিম › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি আর আদিম মানুষেরা (কবিতা)

১০ ই মে, ২০১৪ সকাল ১০:১৬





ছাদের উপর একটানা বর্ষণ

যেন একশ' ঝিঁ ঝিঁ পোকার ডাক ঘুম ভাঙ্গায়

এঁদো ডোবায় টুপটাপ শব্দ আসে যেন দুরের কোন অতীত হতে

কান পেতে শুনছি তাই

হলদে আলো-আঁধারী এক আদিম পৃথিবীর গান শোনায়



কোনদিন হারিয়ে ছিল আদিম মানব-মানবী

বৃষ্টির জল গায়ে মেখে মেখে

হয়তো ভিজে মাটির গন্ধে

লেবুপাতায় জমে ফোটা ফোটা জলকণা

কড়ইয়ের ডালে ঠাই নেয় ছোটপাখি

বুনোহাস দেয় ডাক জলাভূমির স্রোতে

বোহেমিয়ান উল্লাসে

আদিম মানুষ আরো এগিয়ে যায়

তার নিমগ্নতা মিশে থাকে ঝাঁউয়ের পাতায়



পথঘাট প্লাবিত, কাকভেজা বৃষ্টিতে সিক্ত হয়

সিক্ত হয় যত মানবিকবোধ অনুভূতি

বাতাসে ভেজা মাটির আদিম ঘ্রাণ

বিপন্ন পাখির চিৎকার

আর হলদে-কালো আলো গায়ে মেখে

আদিম মানুষেরা সিক্ত হয় আরো

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৫

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন ।

১০ ই মে, ২০১৪ রাত ৮:১৯

ফা হিম বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

২| ১০ ই মে, ২০১৪ দুপুর ২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগল +++

১০ ই মে, ২০১৪ রাত ৮:২২

ফা হিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৩| ১০ ই মে, ২০১৪ রাত ৮:৪৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ভালো লাগেনি কারণ বুঝতে পারিনি ! :(

১০ ই মে, ২০১৪ রাত ৮:৫৫

ফা হিম বলেছেন:
হায় হায় কয় কি? :(
এরকম স্পষ্টবাদী মানুষই আমার পছন্দ। ভালো থাকুন।

৪| ১১ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কিন্তু বুঝিয়ে তো দিলেন না ! :(

১২ ই মে, ২০১৪ দুপুর ১:১৮

ফা হিম বলেছেন: তেমন জটিল কিছু না। বৃষ্টির সাথে আদিম প্রকৃতি মিলিয়ে একটা আবহ সৃষ্টির চেষ্টা আর কি। আদিম মানুষেরা কত স্বাধীন এবং উদ্যাম ছিল তাই না?

৫| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:২৯

এহসান সাবির বলেছেন: বেশ কবিতা।

১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:২৫

ফা হিম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.