নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোড়া কাঠ আর শুকনো পাতার গন্ধ

ফা হিম

আমি হাত পেতে রই এ বৃষ্টি ছোব বলে/রাশি রাশি বৃষ্টির ফোটা ধুয়ে যায় আহত আমায়/তবু কখনো ধরা দেয় না।/www.facebook.com/imfaahim

ফা হিম › বিস্তারিত পোস্টঃ

অকারণ দুঃখবিলাস

২৫ শে মে, ২০১৪ রাত ৮:৪৩





১.

উড়ে যায় স্বপ্ন কংক্রিট রাস্তায়

এঁদো ডোবার জল উড়ে গেছে হাওয়াতে

নিবে গেছে একশ'টা স্মৃতির প্রদ্বীপ



ইলেক্ট্রিক তারে ছেয়েছে আকাশ

ফানুস কিংবা ফ্লাইং সসার নেই গল্পে

নদী মরেছে বলে কেউ কাঁদে নি আর

পাইলিং-এর শব্দে ঘুম ভেঙ্গে যায়



হাওয়ায় মিলিয়ে গেছে যা কিছু চাওয়া পাওয়া

হয়তো বাকি ছিল কিছু বলবার

হয়তো বাকি ছিল কিছু করবার

সবই স্বপ্নের মত ছায়া ফেলে

কংক্রিট রাস্তায় মেঘের মত করে







২.

আমার ভাবনার মাঝে তুমি

তবু তুমি আমার নও

বৃষ্টিরাতের স্বপ্ন তুমি

তবু তুমি বৃষ্টি নও



সেই তারার রাত্রি আসে না ফিরে

আসে না ভুলে যাওয়া সন্ধ্যা

আমার সঙ্গী এখন কেবল

বৃষ্টির প্রক্কালে এ ঝড়ো হাওয়া





৩.

কে জানে কিভাবে বড় হয় মানুষ

কতটুকু বড় হলেই বা তাকে "বড়" বলা যায়

আমার জানা নেই

জানি সময় গড়িয়ে গেছে আজ অনেকটুকু

তবু অবুঝ একটা শিশুর মত আমি ছুটে যেতে চেয়েছি দূরে

চেয়েছি নতুন আরেক জীবন

অজানা এই শহরটাকে আমি জানতে চেয়েছি আরেকবার...





৪.

এ জীবন যেন আমার নয়,অন্যকারো

নিজের মত বয়ে চলেছি সারাক্ষণ

নিজের ছায়াকে যেন মনে হয় অন্যকেউ

ডুবেছি আবার অচেনা অনুভুতিতে



নিজের স্বত্ত্বায় আজ নিজেই মিলিয়ে

নিজের আঁধারকে নিজেরই ভয়

নিজের ভুলে আজ নিজের উপলব্ধি

নিজের ঘৃণায় গড়া নিজের ভালোবাসা...





৫.

অনেকখানি আলো ছুয়ে যায়

ছুয়ে যায়, নষ্ট করে আমায়

নষ্ট এ সময়, নষ্ট সভ্যতার কোলাহল

একটু একটু করে আরও একটু

নষ্ট করে আমায়

আমিও ভালো হতে চেয়েছিলাম,

মৃত্যুর আগে আরও একটু বাঁচতে চেয়েছিলাম

রৌদ্রস্নাত দুপুরে আরেকটা বৃষ্টি চেয়েছিলাম

নিঃসঙ্গ এক পাখিকে আমি ভালোবেসেছিলাম

আরও চেয়েছিলাম ভালো হতে আর

নিঃসঙ্গ এক পাখিকে ভালোবাসতে



আজকের এ রোদ ডুবে গিয়ে বৃষ্টি নামুক অঝোর ধারায়

আমিও বৃষ্টিতে ভিজব তোমাকে ভালোবেসে

কুয়াশার মত বৃষ্টির বুকে হারিয়ে

নিঃসঙ্গ একাকি…



মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:০৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: অদ্ভুত সুন্দর।

২৫ শে মে, ২০১৪ রাত ৯:১২

ফা হিম বলেছেন: ধন্যবাদ প্রোফেসর সাহেব।

২| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:৩৪

মামুন রশিদ বলেছেন: ২, ৩, ৫ বেশি ভালো লেগেছে ।


পোস্টে ভালোলাগা+

২৫ শে মে, ২০১৪ রাত ৯:৪৭

ফা হিম বলেছেন:
আমার কাছে তো প্রথমটাই বেশি ভালো লাগে :)

ভালো থাকবেন মামুন ভাই।

৩| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:৫৩

অন্ধবিন্দু বলেছেন:
ফাহিম,
প্রতিটাই ভালো লাগলো।

শুভ কামনা

২৫ শে মে, ২০১৪ রাত ১০:০৫

ফা হিম বলেছেন:
ধন্যবাদ অন্ধবিন্দু

৪| ২৫ শে মে, ২০১৪ রাত ১১:১৩

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: প্রোফেসর শঙ্কু বলেছেন: অদ্ভুত সুন্দর।

৫| ২৫ শে মে, ২০১৪ রাত ১১:৩৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এই লিঙ্কটা আপনার অনেক কাজে আসবে। আপনার কাব্যভাবনা সুন্দর।

তবে একটা দিক দিয়ে খানিকটা অমনোযোগ আছে।

এই লিঙ্কটা আপনার অনেক কাজে আসবে।

২৬ শে মে, ২০১৪ রাত ৮:৩৯

ফা হিম বলেছেন:
এটা তো দেখি ইংলিশ টু বাংলা ডিকশনারি।

৬| ২৫ শে মে, ২০১৪ রাত ১১:৩৭

জালিস মাহমুদ বলেছেন: হুমমমমমমমমমমমমম

২৬ শে মে, ২০১৪ রাত ৮:৪৪

ফা হিম বলেছেন:
হুম??

৭| ২৬ শে মে, ২০১৪ রাত ১২:২১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আপনার কবিতা অনেক বেশি নাগরিক । কল্পনাগুলো আমাদের চারপাশ ঘেঁসে যায় । দুই নাম্বার বাদে সবগুলোই ভালো লেগেছে ।

২৬ শে মে, ২০১৪ রাত ৮:৫৩

ফা হিম বলেছেন:
জন্ম থেকে নগরে রয়েছি তো, তাই ঘুরে ঘুরে গন্ডির ভিতর চলে আসে।



"এই শহরে জন্ম আমার, তবু যেন তাকে চিনতে পারি না"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.