নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোড়া কাঠ আর শুকনো পাতার গন্ধ

ফা হিম

আমি হাত পেতে রই এ বৃষ্টি ছোব বলে/রাশি রাশি বৃষ্টির ফোটা ধুয়ে যায় আহত আমায়/তবু কখনো ধরা দেয় না।/www.facebook.com/imfaahim

ফা হিম › বিস্তারিত পোস্টঃ

এই সময়টাতে লোড-সেডিং চাই (ছোটগল্প)

০৯ ই জুন, ২০১৪ রাত ৯:২২

সন্ধ্যা নেমে গেছে।



ভাঙ্গা রাস্তায় ঠাস ঠাস শব্দ তুলে রিক্সার আসা-যাওয়া আর দোকানের স্বল্প পাওয়ারের বাতির আলো না থাকলে গা ছম ছম করে উঠত। একটা কড়ই গাছের ডাল খোলা ছাতার মত বিস্তৃত হয়ে আছে অনেকটুকু জুড়ে। তবে ছাতাটা বেশ ত্রুটিপূর্ণ, ফাক ফোকড় দিয়ে যেই আকাশটা দেখা যায় তাতে কালোমেঘ সন্ধ্যার নিবু নিবু আলোয় নীল রঙ ধারণ করে আছে। ভার্সিটি থেকে ফিরছি। কাঁধে বেগ। ঠান্ডা জলো বাতাসটা ঘামে ভেজা শার্টে শীতল পরশ বুলিয়ে দেয়।



সেই বাতাসটা বয়ে গেল নাজিয়াদের তেতলার বারান্দাতে, তারে পেচানো একটা কাপড়ে হাল্কা দোল দিয়ে যায়। লোড-সেডিং, ঘরে আলো নেই, পাখার বাতাস নেই। তাই বারান্দায় নাজিয়া, আর ওর ছোট বোনটা। কড়ই গাছের বিশাল শাখার মাঝ দিয়ে ইতিউতি দেখতে পাই ওদের। খুব সামান্য একটা ঘরের পোশাক পরে ও, চুলগুলো আজ বাঁধতে ভুলে গেছে। ও কি জানে, এই বাতাসে ওর চুলের এ দোল খেলাটা কত মিষ্টি লাগে? জানবে কি, কোনদিন বলা হলে তো জানবে।



সেই বলা আর হল কই? এলাকার বন্ধুদের কাছে কথাটা কিভাবে যেন চাউর হয়ে যায়। এরপর কতবার আমাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যেতে চেয়েছে ওর কাছে, আমি প্রতিবারই পালিয়ে গেছি। উৎসবের কোন এক ফাকে যখন বন্ধুদের সাথে হেটে হেটে ওদের বাড়ির সামনে চলে যাই, ওরা আমার নাম বলে অযথাই ডাক দেয়। আমি তখন মাথা নিচু করে দৌড় লাগাই, যেন কোনদিন ও বুঝতে না পারে "এই" নামের ছেলেটা আসলে কে। ক্রিকেট খেলতে গিয়ে ইচ্ছে করেই ওদের বাড়ির সীমানায় বল পাঠিয়ে আমাকে দিয়ে আনানোর চেষ্টা করে। এমনকি রাতুলটা আমাকে মোবাইল নম্বর পর্যন্ত এনে দিল।



শুধুই বেকার খাটা, সেই নম্বরে আর ফোন দেয়া হল না। না না, একদিন দিয়েছিলাম। শুধু ওর মিষ্টি কন্ঠের "হ্যালো"টুকু শুনে শিহরণ জেগেছিল। কোন কথা বলতে পারিনি, লাইন কেঁটে গেছে। বিতৃষ্ণা ধরে গেল, - ধূর্‌!! কি ভাবল মেয়েটা!!



টুং করে রিক্সার ঘন্টিতে সম্বিত ফিরে পাই। রাস্তার পাশে এভাবে দাঁড়িয়ে থাকাটা কেমন দেখায়, ধূর!! লোকে কি ভাবল? তাই আবার হাটতে শুরু করি ঘরে ফেরার জন্য। এর মোড় ঘুরতে ঘুরতে গছের ফাকে একবার টেরা চোখে তাকাই। নাজিয়ার ছোট বোন ওর হাত থেকে কি একটা ছিনিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু যতই চেষ্টা করে ততই নাজিয়া সেটা আরো লুকিয়ে ফেলে। এই নিয়ে তার খুব রাগ। একটু একটু চিৎকার, কান্নার মত গ্যানগ্যানানো শব্দ এখানে থেকেও কানে আসছে। চিৎকার করছে, - "দে!" যতই করে, ও যেন ততই মজা পেয়ে যায়। দুই বোনের এই খিটমিটি দেখে ভালোই লাগছে।



কাল হয়তো আবার আসব, ঠিক এই সময়টাতেই। এবং প্রতিদিন আমি আসি। যেদিন যেদিন লোড-সেডিং থাকে, সেদিন ওকে পাই বারান্দায়। শুধু এক পলকের জন্য তাকে দেখি, যাকে রেখেছি হৃদয়ের মণিকোঠায়। জানি না এটা শুধু উঠতি বয়সের সামান্য উচ্ছ্বাস কি না। তবে জানি, আগামীকাল ঠিক এই সময়টাতে আমার লোড-সেডিং প্রয়োজন, খুব খুউব প্রয়োজন!



চাওয়াটা কি একটু বেশি হয়ে গেল??













=================================

বি.দ্র. ইহা সম্পূর্ণ কাল্পণিক। জীবিত কিংবা মৃত কারো সাথে মিলে যেতেও পারে, তয় আমার সাথে মিলে নাই :)

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৪ রাত ৯:৩১

মামুন রশিদ বলেছেন: খুব করে চাইছি, লোডশেডিং আসুক! রোজ সন্ধ্যায় ।


গল্পে ডুবে গিয়েছিলাম । ভালোলাগা :)

০৯ ই জুন, ২০১৪ রাত ৯:৪২

ফা হিম বলেছেন:
ইন্টারেস্টিং ব্যাপার, গল্প পোস্ট করার পর পরই কারেন্ট চলে গেছিল। যাই হোক, নাউ আই অ্যাম ব্যাক এগেইন :D


ধন্যবাদ মামুন ভাই।

২| ০৯ ই জুন, ২০১৪ রাত ৯:৫৭

ভাঙ্গা ডানার পাখি বলেছেন: তারপর কি হল? জানতে ইচ্ছা করছে!

০৯ ই জুন, ২০১৪ রাত ১০:০৫

ফা হিম বলেছেন:
তারপর আর কিছুই হয় না যে, নাজিয়ারা শুধু গল্পে কিংবা স্মৃতিতেই রয়ে যায়।

৩| ০৯ ই জুন, ২০১৪ রাত ১০:১৩

তুষার মানব বলেছেন: ভালো লাগার গল্প

০৯ ই জুন, ২০১৪ রাত ১০:১৯

ফা হিম বলেছেন:
ধন্যবাদ তুষার মানব।

৪| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:১৩

পংবাড়ী বলেছেন:

ভালোই, একটু সাহসের দরকার।

১২ ই জুন, ২০১৪ রাত ১০:০৬

ফা হিম বলেছেন:
ধন্যবাদ পংবাড়ী ভাই।

৫| ১০ ই জুন, ২০১৪ রাত ১২:০৯

মিনুল বলেছেন: ভালো লাগলো !

১২ ই জুন, ২০১৪ রাত ১০:০৬

ফা হিম বলেছেন:
ধন্যবাদ।

৬| ১০ ই জুন, ২০১৪ রাত ১২:১১

সচেতনহ্যাপী বলেছেন: ভালবাসার প্রথম দিককার অধ্যায়টা বেশ সুন্দর ভাবেই ফুটিয়ে তুলেছেন।
ডায়রীর অংশ না তো?? =p~ :-P

১২ ই জুন, ২০১৪ রাত ১০:০৭

ফা হিম বলেছেন: ইহা সম্পূর্ণ কাল্পণিক। জীবিত কিংবা মৃত কারো সাথে মিলে যেতেও পারে, তয় আমার সাথে মিলে নাই :)

৭| ১০ ই জুন, ২০১৪ সকাল ৮:২৯

উদাস কিশোর বলেছেন: অসাধারন :)
কিছুটা মিলেই গেলো :P
গরমের সময় ইলেক্ট্রিসিটি না থাকলেই রাস্তায় বেরিয়ে পরতাম , তিনিও রাস্তায় হাটতেন কি-না ! ;) :P

১২ ই জুন, ২০১৪ রাত ১০:০৮

ফা হিম বলেছেন:
উদাস ভাই কিছুটা উদাস হলেন কি? আমার লেখা তবে সার্থকতা পেল B-)

৮| ১০ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৭

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১২ ই জুন, ২০১৪ রাত ১০:১২

ফা হিম বলেছেন:
ধন্যবাদ সুমন কর।

৯| ১০ ই জুন, ২০১৪ রাত ৮:২৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর লিখেছেন।

১২ ই জুন, ২০১৪ রাত ১০:১২

ফা হিম বলেছেন:
ধন্যবাদ হামা ভাই।

১০| ১০ ই জুন, ২০১৪ রাত ৮:৫০

সোজা কথা বলেছেন: প্রতিদিন হোক না আপনার জন্য লোডশেডিং! আর মানুষ কষ্ট পাক আরকি! হাহাহা।
ভালোই লাগলো।

১২ ই জুন, ২০১৪ রাত ১০:১৩

ফা হিম বলেছেন: :) :)

১১| ১০ ই জুন, ২০১৪ রাত ৮:৫২

একজন ঘূণপোকা বলেছেন:
এইটারেই কয় কারো পৌষমাস, কারো সর্বনাশ।


আপনে চান লোড শেডিং :(

১২ ই জুন, ২০১৪ রাত ১০:১৪

ফা হিম বলেছেন:
এমন করেন কেন? লোড-সেডিং বুঝেন, মানুষ বুঝেন না??

১২| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:০৯

সাজিদ উল হক আবির বলেছেন: ছোট , কিন্তু সুন্দর, ঠিক যেন একটা ফোটোগ্রাফের মত । এভাবে লেখাই কঠিন আসলে ।

০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩১

ফা হিম বলেছেন: এই মন্তব্যের ভার সইবার শক্তি নাই। অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.