নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোড়া কাঠ আর শুকনো পাতার গন্ধ

ফা হিম

আমি হাত পেতে রই এ বৃষ্টি ছোব বলে/রাশি রাশি বৃষ্টির ফোটা ধুয়ে যায় আহত আমায়/তবু কখনো ধরা দেয় না।/www.facebook.com/imfaahim

ফা হিম › বিস্তারিত পোস্টঃ

এখানে কি অনুমতি ছাড়াই লেখা প্রকাশ করা হচ্ছে??

২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১১

আমার একটা পুরোনো বদ অভ্যাস আছে, যদিও এটা করা উচিৎ না। নতুন কোন পোস্ট করলে মাঝে মাঝে মোবাইলে চেক করে দেখি নতুন কোন মন্তব্য পরল কিনা (চাইলে হিটখোর বলতে পারেন, ব্যাপারটা স্বভাবে দাঁড়িয়ে গেছে)। সেদিন সেই একই কাজের জন্য আমার নিকটা লিখে গুগল সার্চ দিলাম। তখনই লক্ষ্য করি আমার নামসহই আমার একটা পোস্ট অন্য কোন ওয়েবসাইটে।



একটু কৌতুহলী হয়েই onbangladesh.org নামক সেই ওয়েবসাইটটাতে ডুকলাম। একটা অনলাইন নিউজের সাইট এটা। শুধু আমার সেই অতি সামান্য লেখাটা না, আরো অনেকের লেখাও আছে ওখানে একটা ট্যাবের মধ্যে । যদিও নিক এবং সূত্র উল্লেখ করা।







ব্লগে অনেক সময় আমরা অন্যকোন পোস্টের লিঙ্ক কিংবা উদ্ধৃতি দিয়ে থাকি। কিন্তু একটা পূর্ণাঙ্গ লেখা প্রকাশ করার ক্ষেত্রে লেখকের অনুমতি নেয়াটাই কি যুক্তিযুক্ত নয়?



আমি ঠিক জানি না এই লেখাগুলো অনুমতি ছাড়াই সেখানে পোস্ট হচ্ছে, নাকি সামু কর্তৃপক্ষের বিশেষ অনুমতিক্রমেই পোস্টগুলো সেখানে যাচ্ছে। যদি সে ধরণের কিছু হয়, তবে আমার কিছু বলার নেই। কিন্তু অন্তত ব্লগারদের বিষয়টা খোলাসা করা উচিৎ।



অথবা "ওপেন ব্লগ" টাইপের কিছু কি না সেটাও যদি কেউ বুঝিয়ে দিতেন, তবে উপকৃত হতাম।



তবে আমার আপত্তি সাইটটির নিজস্ব ব্লগ টুডে ব্লগের কন্টেন্টগুলো নিয়ে। সেখানে একবার ডু মারলেই বুঝতে বাকি থাকে না কারা সেখানে লিখছে বা "বাধাহীন লেখার অঙ্গিকার" নিয়ে "মুক্ত-বুদ্ধি"র চর্চা করছে। এটাকে আমার "সোনার বাংলা ব্লগে"র নতুন সংস্করণ বলে মনে হয়।





যাই হোক, বিষয়টা চোখে বেধেছে বলে শেয়ার করলাম। কোথাও ভুল হয়ে থাকলে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আশা করি।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

মামুন রশিদ বলেছেন: একটা মহা প্যাড়ার কথা মনে করিয়ে দিলেন । টু-ডে ব্লগ ধারাবাহিক ভাবে আমার সব গল্প আমারই নামে প্রকাশ করে যাচ্ছে । সাথে আবার সোর্স হিসেবে 'সামহোয়্যারইন ব্লগ' কথাটিও লিখে যাচ্ছে । 'টু-ডে' ব্লগ সম্পর্কে আমার কোন ধারনা নাই । মাহমুদ০০৭ কে একদিন বলতেই সে বলে যে এটা জামাতি ব্লগ । বিষয়টা জানার পর থেকে খুব মানসিক প্যাড়ার মাঝে আছি । অনুমতি ছাড়া লেখা প্রকাশের বিরুদ্ধে কি কিছু করার নেই?

২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

ফা হিম বলেছেন: ও তাহলে আমার ধারণা খুব একটা ভুল হয় নাই। সবার এ ব্যাপারে সোচ্চার হইয়া উচিৎ। জামাতি ব্লগে নিজের লেখা, ভাবতেই গা ঘিন ঘিন করে!!

২| ৩০ শে জুন, ২০১৪ রাত ১২:১৬

প্রবাসী পাঠক বলেছেন: আপনার পোস্ট পড়ে লিংকটাতে ঢুকে দেখলাম। সামুতে প্রতিদিন যত গল্প আসে তার প্রায় প্রতিটি ঐ পেজে আপলোড দিচ্ছে। যদিও উৎস উল্লেখ করা সামহোয়্যার ইন ব্লগ। কিন্তু এভাবে অনুমতি ছাড়া অন্যের লেখা পাবলিশ করা কতটা যুক্তিযুক্ত? আর মামুন ভাইয়ের কমেন্ট দেখে আরো দুশ্চিন্তা হচ্ছে।

৩০ শে জুন, ২০১৪ রাত ৮:৪২

ফা হিম বলেছেন: আমিও চিন্তায় আছি। একটা জামাতি ব্লগে সামুর প্রকাশিত গল্পগুলো আপলোড হয়, তাও আবার অনুমতি ছাড়া। বিষয়টা ঠিক মেলাতে পারি না। ইসলামিক পোস্ট হলেও কিছুটা বোঝা যেত।

৩| ৩০ শে জুন, ২০১৪ রাত ১:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন: B:-)
বিষয়টা ভালো করে দেখার দরকার।

৩০ শে জুন, ২০১৪ রাত ৮:৪৪

ফা হিম বলেছেন: হুম।

৪| ৩০ শে জুন, ২০১৪ রাত ২:০২

ঘুড্ডির পাইলট বলেছেন: বুঝতাছি না !
অনুমতি না নিয়া লেখা দেয়া ঠিক না ।

৩০ শে জুন, ২০১৪ রাত ৮:৪৭

ফা হিম বলেছেন: আমিও বুঝতেছি না। কর্তৃপক্ষের কাছ থেকে পদক্ষেপ আশা করছি। অন্তত বিষয়টা খোলাসা হোক।

৫| ৩০ শে জুন, ২০১৪ সকাল ১০:৪৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: টুডে ব্লগ আমার আমারব্লগ নিকের সোর্স দিয়ে লেখা ছেপে যাচ্ছে গত সেপ্টেম্বর ২০১৩ থেকে, যা আমি জানতাম ও নাহ!

৩০ শে জুন, ২০১৪ রাত ৮:৫০

ফা হিম বলেছেন: এভাবে আমাদের অজান্তে আরো কি কি যে হচ্ছে, আল্লাহ-ই জানে। এখনো কি কারো গোচরীভূত হল না ব্যাপারটা?

আপনারা অনেক সিনিয়র ব্লগাররা আছেন। যদি একটু দেখেন...

৬| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৫

হাসান মাহবুব বলেছেন: বাহ! কী আরামে চুরি করে যাচ্ছে!

৩০ শে জুন, ২০১৪ রাত ৮:৫০

ফা হিম বলেছেন: ভাবতেই অবাক লাগে! কোন নিয়ম-নীতি কি নেই???

৭| ০১ লা জুলাই, ২০১৪ সকাল ১১:০১

রোদেলা বলেছেন: কখোন ভুলেও আমার কোন লেখা যদি ঐ খানে দেখেন আওয়াজ দিয়েন,মাইরা আসুম। X(

০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

ফা হিম বলেছেন: :D

আসলেই ওদের ধরে আচ্ছামত ধোলাই দেয়া উচিৎ

৮| ০১ লা জুলাই, ২০১৪ সকাল ১১:২৪

ডার্ক ম্যান বলেছেন: সামু আর সোনার বাংলা ব্লগ মনে হয় একই মডু দ্ধারা পরিচালিত।

০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

ফা হিম বলেছেন: হতেও পারে। কিছুদিন আগেও এক শ্রেণীর ব্লগার (ওদের ব্লগার বলছি কোন হিসাবে?!) দেখা যেত যারা কিঞ্চিত ধর্মের বুলি ছেড়ে সরকারকে গালাগালি করে প্রথম পাতা ভরে ফেলত। এখন যদিও তাদের দৌড়াত্ম কিছুটা কমেছে মনে হয়।

৯| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১০:৩০

প্রোফেসর শঙ্কু বলেছেন: এই কাজ অনেক আগে থেকেই করে যাচ্ছে এরা।

০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:০৯

ফা হিম বলেছেন: হুম। মেজাজ খারাপ হচ্ছে এসব দেখলে...

১০| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:২২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এরা তো তবু সূত্র উল্লেখ করে, যে কারণে সংগ্রহকারী হিসেবে তাদের কিছুটা ছাড় দেওয়া যায়, অনেকে আছে তাও করে না। সরাসরি পোস্ট তুলে দেয়। কেউ লেখকের নাম রাখে কেউ রাখেও না।

আমার অনেক লেখার মোবাইল সংস্করণ পাওয়া যায়। কিন্তু কারা করে, কেন করে আমাকে পুছেও না একটিবার।

একবার একটি সাইটে আমার কম্পেন্ডার-এর মোবাইল ভার্সনের ব্যাপারে বলেছিলাম অনুমতির কথা, কোনো রিপ্লাই নাই।

১০ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৭

ফা হিম বলেছেন: সততা বলে কিছু থাকলে তো রিপ্লাই দিবে। অসৎ বলেই এদের রিপ্লাই দেয়ার সাহস নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.